head – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 16 Dec 2021 18:38:49 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png head – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ATK Mohun Bagan: রয় কৃষ্ণ’র ইস্যুতে বিব্রত সবুজ-মেরুনের হেডকোচ হাবাস https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-head-coach-habas-embarrassed-by-roy-krishnas-issue Wed, 15 Dec 2021 15:35:45 +0000 https://ekolkata24.com/?p=15003 Sports desk: আগামী বৃ্হস্পতিবার, বাম্বোলিম স্টেডিয়ামে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) খেলতে নামছে বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগে (ISL) BFC’র বিরুদ্ধে রয় কৃষ্ণ নিজের ৫০ তম ম্যাচ খেলতে নামবে। সবুজ মেরুন সমর্থকরা চাইছে এই ম্যাচেই নিজের অফ ফর্ম কাটিয়ে গোলের সারণিতে ফিরে আসুক রয় কৃষ্ণ।

চলতি ISL’এ বেঙ্গালুরু এফসি’র পারফরম্যান্স আহামরি না হলেও সবুজ মেরুন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস আসন্ন ম্যাচকে হাল্কা ভাবে নিতে নারাজ, সঙ্গে আত্মবিশ্বাসী গোলের খরা কাটিয়ে উঠবে স্ট্রাইকার রয় কৃষ্ণ।

ISL’এ রয় কৃষ্ণ’র গোলের খরা প্রসঙ্গে আত্মবিশ্বাসী হাবাস বলেন,”স্ট্রাইকারদের ক্ষেত্রে এমন ব্যাডপ্যাচ আসে। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা ফুটবলার রয় কৃষ্ণ, শীঘ্র ফর্মে ফিরে আসবে”।

বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী চলতি টুর্নামেন্টের শততম ম্যাচে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসেন এফসি গোয়ার বিরুদ্ধে। গোল মিস করতেই ভারত অধিনায়ক ছেত্রী হতাশায় ভেঙে পড়েন। ওই ম্যাচ BFC হেরে যায়, এফসি গোয়ার কাছে ২-১ গোলে।

ISL’এ বেঙ্গালুরু এফসি ৬ ম্যাচে এক ম্যাচে জয় এবং এক ম্যাচে ড্র সঙ্গে ৪ ম্যাচে হারের মুখ দেখে লিগ টেবিলে নয় নম্বরে।

কিন্তু ATK মোহনবাগানের হেডস্যার হাবাস বেঙ্গালুরু এফসিকে হাল্কা ভাবে নিতে নারাজ। হাবাসের কথায়, কারণ বিপক্ষ দলে সুনীল ছেত্রীর মতো খেলোয়াড় আছে, ছেত্রী যেকোন সময়ে ম্যাচের রঙ বদলে দিতে পারে, সুনীল ভারতীয় ফুটবলের লিজেন্ড এবং তরুণ ফুটবলারদের কাছে সুনীল ছেত্রী আদর্শ”।

অন্যদিকে, ফিজিয়ান “গোল্ডেন বয়” রয় কৃষ্ণর ডাক পড়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ফিজির জাতীয় দলে খেলার জন্য। আগামী ১০ জানুয়ারি ফিজির ন্যাশনাল ক্যাম্পে রিপোটিং’র ডেডলাইন রয় কৃষ্ণ’র কাছে। এই নিয়ে আন্তোনিও লোপেজ হাবাস যথেষ্ট বিব্রত ভঙ্গিতে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার ছলে প্রতিক্রিয়া, “আমার এই বিষয়ে কিছু জানা নেই”।

ফিজির জাতীয় দলে রয় কৃষ্ণ’র ডাক পাওয়ার খবরে সবুজ মেরুন সমর্থকরাও হতাশ। হাবাস নিজেও অন্ধকারে রয় কৃষ্ণ’র ইস্যুতে হাবাসের প্রতিক্রিয়ায়।

সব মিলিয়ে ATKMB ৫ ম্যাচে দুটো জয়, একটা ড্র এবং দুটো হার হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া হেডকোচ হাবাস। এই প্রসঙ্গে হাবাসের যুক্তি, ২০১৯ ISL’এ চেন্নাইন এফসি’র পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো এবং ফাইনালে গিয়ে সেকেন্ড পজিশন পাওয়ার উদাহরণ সামনে আনছেন, তিন ম্যাচে ৮ পয়েন্ট হারিয়েও।

ISL’র ৪৯ টি ম্যাচে রয় কৃষ্ণ’র মোট গোল সংখ্যা ৩১, গোল করাতে ১৬, দুবারের টপ স্কোরার চলতি টুর্নামেন্টে, এই সমস্ত পরিসংখ্যান কিছুটা হলেও নামে এবং ধারে এগিয়ে রাখছে ATKMB’কে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে।

]]>