health department – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 16:10:32 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png health department – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Covid 19: আংশিক লকডাউনকে তুড়ি মেরে বাংলায় বাড়ছে করোনা সংক্রমণ https://ekolkata24.com/uncategorized/covid-19-corona-infection-is-on-the-rise-in-bengal-after-a-partial-lockdown Sun, 09 Jan 2022 15:58:18 +0000 https://ekolkata24.com/?p=18609 আংশিক লকডাউন জারি হওয়ার পরও সংক্রমণ (Covid 19) যেন কমতে চাইছেনা।  বরং প্রতিদিন লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪,২৮৭। করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন।

গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮,২১৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা একদিনে হয়েছে ১৬,০৫৬। দৈনিক পজিটিভিটি রেট একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৮৯ শতাংশ।

আরও পড়ুন: Gangasagar: করোনা আক্রান্ত পূণ্যার্থীরা, সংক্রান্তির আগেই মেলা বন্ধের দাবি

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৫৫,০৪৬। করোনায় মোট মৃতের সংখ্যা ১৯,৯০১। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬,৫৭,০৩৪।‌ বাংলায় মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮,১১১। সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ।

রাজ্যের মোট সংক্রমণের প্রায় এক তৃতীয়াংশ কলকাতায়। এই জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮,৭১২ জন। এরপরই রয়েছে একদিনে উত্তর ২৪ পরগনা। এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫,০৫৩। এছাড়া গত ২৪ ঘন্টায় পশ্চিম বর্ধমানে ১,০০৭ জন হাওড়ায় ১,৭৪২ জন, হুগলীতে ১,২৭৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১,০৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

]]>
Omicron: ওমিক্রনকে পরাস্ত করতে নয়া চিকিৎসাবিধি জারি স্বাস্থ্য দফতরের https://ekolkata24.com/uncategorized/health-department-has-issued-new-medical-rules-to-defeat-omicron Sat, 01 Jan 2022 09:36:46 +0000 https://ekolkata24.com/?p=17468 News Desk: ওমিক্রনের (Omicron) প্রভাবে বাংলায় করোনা সংক্রমণের হার ব্যাপক মাত্রায় বেড়েছে। স্বাভাবিকভাবেই যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার থেকে শুরু করে চিকিৎসক মহল। এই পরিস্থিতিতে করোনার নয়া রূপ ওমিক্রনকে হারাতে নতুন চিকিৎসাবিধি জারি করল স্বাস্থ্য দফতর। উল্লেখজনকভাবে এই চিকিৎসা পদ্ধতিতে জায়গা পেয়েছে ককটেল থেরাপি।

করোনার নয়া চিকিৎসাবিধিতে রয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি যা ‘ককটেল থেরাপি’ নামেও পরিচিত। করোনার জীবনদায়ী ওষুধ মলনুপিরাভির। করোনা আক্রান্ত যেসকল রোগীদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যাবে।

omicron

স্বাস্থ্য দফতরের তরফে জারি করা এই চিকিৎসা বিধিতে করোনা রোগীদের তিনভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলি হল- মৃদু উপসর্গ যুক্ত রোগী, লক্ষণবিহীন কোমর্বিড রোগী এবং উপসর্গহীন রোগী।‌

উপসর্গ না থাকলে কিংবা মৃদু উপসর্গ থাকলে রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। রোগীদের বুকে ব্যথা বা হঠাৎ করে প্রচণ্ড জ্বর হলে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে।

<

p style=”text-align: justify;”>দুটি ওষুধ যথেষ্ট খরচসাপেক্ষ। তাই এখনও পর্যন্ত বেসরকারি হাসপাতালেই এর ব্যবহার করা হতো।‌ কিছুদিন আগে করোনা আক্রান্ত হন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেও তাঁকে ককটেল থেরাপি দেওয়া হয়। বর্তমানে তিনি করোনামুক্ত।

]]>
Omicron: ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা https://ekolkata24.com/uncategorized/omicron-surveillance-after-returning-from-abroad-new-guidelines-issued-by-west-bengal-health-department Wed, 29 Dec 2021 05:42:55 +0000 https://ekolkata24.com/?p=17038 নিউজ ডেস্ক, কলকাতা : ক্রমশ বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য। বিদেশ থেকে ফিরলেই নজরদারি করবে রাজ্য সরকার। নজরদারির দায়িত্বে ডিএম (District Magistrate), সিএমওএইচ (Chief Health Officer) সহ কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।

ওমিক্রন মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর (State Health Department) নির্দেশিকায় জানিয়েছে, বিমানবন্দরে (Airport) করোনা টেস্ট করা হবে। এরপর ৮ দিনের মাথায় ফের আরটিপিসিআর (RTPCR) টেস্ট হবে। রিপোর্ট পজিটিভ হলে জিনোম সিকোয়েন্সিংয়ে (Genome Sequencing) নমুনা যাবে। জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসার আগে আইসোলেশনে (Isolation) থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিন আইসোলেশনের পরামর্শ। রিপোর্ট পজিটিভ এলে সহযাত্রীদের উপরও নজরদারি। হবে টেস্টও। 

এদিকে সোমবারের থেকে একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।

উল্লেখ্য, বছর শেষে ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। করোনা আক্রান্ত ৫০০-রও বেশি শিশু হাসপাতালে ভর্তি। এর পাশাপাশি, সেখানে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ডেনমার্ক। সে দেশে প্রতি ১০ হাজার জনে ১৬১২ জন করোনা আক্রান্ত। এর মধ্যে আমেরিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন।ওমিক্রনের জেরে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে ২৫০০ এর বেশি উড়ান বাতিল হয়েছে। 

]]>
রাজ্য জুড়ে জ্বরের প্রকোপ, শত শত শিশু আক্রান্ত https://ekolkata24.com/uncategorized/childrens-have-died-due-to-unknown-fever Fri, 17 Sep 2021 04:37:15 +0000 https://www.ekolkata24.com/?p=4810 নিউজ ডেস্ক: উত্তর থেকে দক্ষিণে হু হু করে ছড়িয়েছে জ্বর (Unknown fever)। শত শত শিশু আক্রান্ত। জলপাইগুড়ি ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর জুড়ে আতঙ্ক। এর সঙ্গে মালদহে প্রায় দুশো শিশু এই জ্বরে আক্রান্ত। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনাতেও ভয় ছড়াচ্ছে।

পরিস্থিতি যে হাতের বাইরে যাচ্ছে তা প্রকাশ্যে স্বীকার না করলেও রাজ্য স্বাস্থ্য দফতরেও কর্মকর্তারা উদ্বেগে। কারণ, এই জ্বরের কিছু লক্ষ্ণণ করোনাভাইরাস সংক্রমণের মতো। তবে স্বাস্থ্য দফতর এখনই করোনা মানতে নারাজ। গোদের উপর বিষফোঁড়া হয়ে এমনিতেই করোনা সংক্রমণ আসন্ন শারোদতসবের মুখে আবারও চাগাড় দিতে পারে এমন আশঙ্কা প্রবল।

জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর,মালদহ ছাড়িয়ে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হুগলিতে জ্বর সংক্রমিত শিশুদের নি়য়ে অভিভাবকরা বিনিদ্র রাত জাগছেন। অভিযোগ, জেলা ও মহকুমা হাসপাতালের পরিকাঠামো নেই তেমন। একেকটি বেডে তিন চার জন শিশু ও তার মা থাকছেন।

অজানা জ্বরে কারোর মৃত্যু হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ইনফ্লুয়েঞ্জা বি ও আরএস ভাইরাসের জন্যই এই জ্বর হচ্ছে শিশুদের।এই জ্বরের মধ্যে অজানা কিছু নেই বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের অন্য রোগ ছিল। বৃহস্পতিবার এসএসকেএম স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক শেষে এমনটাই দাবি করেন তিনি।

বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, সরকার উপনির্বাচন নিয়ে ব্যস্ত। তাঁর অভিযোগ, প্রশাসন এই জ্বর সংক্রমণ ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে উদাসীন।

]]>