Heavy Rains – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 27 May 2024 07:55:22 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Heavy Rains – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 कोलकाता में भारी बारिश से जन-जीवन बेहाल, घुटनों तक जमा पानी https://ekolkata24.com/top-story/heavy-rains-disrupt-life-in-kolkata Mon, 27 May 2024 07:49:08 +0000 https://ekolkata24.com/?p=47602 कोलकाता : पश्चिम बंगाल में रेमल चक्रवात के प्रभाव से कोलकाता में रात भर भारी बारिश हुई है जिसकी वजह से सोमवार सुबह अधिकतर क्षेत्रों में घुटनों भर पानी जम गया। कई जगहों पर पेड़ों की शाखाएं टूट कर गिरी हैं और बिजली के खंभे उखड़ गए हैं जिसकी वजह से बिजली आपूर्ति बाधित है।

ट्रैफिक पूरी तरह से थम गई है और आम जनजीवन ठप है। बड़ाबाजार, खिदिरपुर, सेंट्रल एवेन्यू, दमदम, फूल बागान, कांकुड़गाछी समेत कोलकाता के अधिकतर इलाकों में घुटनों भर पानी जमा हुआ है। काकुड़गाछी और दमदम अंडर पास में तो कमर तक पानी भरा हुआ है जिसके कारण गाड़ियों की आवाजाही पूरी तरह से बंद है। स्कूल बंद रखे गए हैं और अधिकतर बाजार दुकानें बंद हैं।

अलीपुर मौसम विभाग के सूत्रों के मुताबिक सोमवार दोपहर तक कोलकाता और आसपास के जिलों में भारी बारिश जारी रह सकती है। कोलकाता नगर निगम ने आश्वासन दिया कि जल्द ही पूरी स्थिति पर काबू पा लिया जाएगा। कोलकाता के पार्क सर्कस, ढाकुरिया, बालीगंज, अलीपुर आदि इलाके में पेड़ों के गिरने से कई सड़कें अवरुद्ध हो गईं।

मेयर फिरहाद हकीम ने कहा, “फिलहाल कोई संकट नहीं है। हालात सामान्य करने के लिए लगातार काम हो रहे हैं।”

बिजली मंत्री अरूप विश्वास ने कहा, “कुछ जगहों पर ट्रांसफार्मर जल गए हैं। हालात को जल्द सामान्य करने की कोशिशें जारी हैं। जब तूफ़ान रुकेगा तो हमें पता चलेगा कि कहां नुकसान हुआ है।”

IMD के मुताबिक सुंदरवन में भारी बारिश हो रही है। दक्षिण 24 परगना के कुलतली ब्लॉक के एक हिस्से में सोमवार सुबह से बिजली गुल है। हालांकि, अभी तक किसी नुकसान की खबर नहीं है। सागरद्वीप में आपदा प्रतिक्रिया बल मौके पर पहुंच गए हैं।

]]>
Cyclone Jawad Updates:ঝড় নেই নিম্নচাপের বিপুল বৃষ্টিতে কাবু শহর কলকাতা https://ekolkata24.com/uncategorized/cyclone-jawad-updates-heavy-rains-with-low-pressure-in-the-city-of-kolkata Sun, 05 Dec 2021 09:13:25 +0000 https://ekolkata24.com/?p=13638 নিউজ ডেস্ক, কলকাতা: জাওয়াদ (Jawad) শক্তি ক্ষয় করেছে আগেই , সে আর ঝড় নেই। পরিণত হচ্ছে নিম্নচাপে। সেই হিসাবেই বাংলায় পৌঁছাবে। আর তাঁর প্রভাবেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে সর্বত্র। বৃষ্টি কখনও বাড়ছে, কখনও কমছে কিন্তু থামার লক্ষন নেই। পূর্বাভাস মেনেই হচ্ছে বৃষ্টি।

রবিবার দুপুরে পুরীর কাছ দিয়ে যাবে ঘূর্ণিঝড় জওয়াদ। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আজ ভোর ৪টে থেকে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ উপকূলে হাওয়ার গতি হবে ঘণ্টায় ৪৫-৫৫ কিমি। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি। আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি। ৬ ডিসেম্বর নদিয়া, মালদা, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে।

ঘূর্ণিঝড় জওয়াদের সঙ্গী অমাবস্যার ভরা কটাল। দুইয়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা। বাঁধ উপচে ঢুকতে পারে জল। এদিকে, ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ। আজই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তারপর আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূল বরাবর সরে আগামীকাল দুপুর নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এরপর ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জওয়াদের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। বাংলায় ঢোকার আগে তা পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে চলে যাবে। তবে এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। আগামীকাল কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।

]]>
Tamil Nadu: প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড তামিলনাড়ু, আগামী ৪৮ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন চেন্নাই https://ekolkata24.com/uncategorized/heavy-rains-in-tamil-nadu-48-hours-power-outage-in-chennai Sat, 27 Nov 2021 12:58:06 +0000 https://ekolkata24.com/?p=12585 Chennai: ভারত মহাসাগরের (indian ocean) বুকে তৈরি হওয়া গভীর নিম্নচাপের (depression) জেরে প্রবল বৃষ্টি চলছে তামিলনাড়ুতে (Tamil Nadu)। শনিবার সকালে মৌসম ভবন (moussm bhaban) তামিলনাড়ুতে লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর

তারা জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা এই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী চেন্নাইয়ে আগামী ৪৮ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ-সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠান। বেসরকারি সংস্থাকেও আগামী দু’দিন বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি সাধারণ মানুষকে জরুরি কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার রাত থেকেই অতিভারী বৃষ্টি চলছে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায়। শনিবার সকালেই মৌসম ভবন রাজ্যের ২৩ টি জেলার সর্তকতা জারি করে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হবে পুদুচেরি, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু, কারিকল, তুতিকোরিন, চেন্নাই, তাঞ্জোরের মতো একাধিক জেলায়। আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গেই উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, ভারত মহাসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের জেরে শুধু তামিলনাড়ু নয়, শনি ও রবিবার অন্ধপ্রদেশের দক্ষিণাংশ, কেরল ও কর্নাটকে বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন।

]]>
Kerala: বৃষ্টি ও ধসে কেরলে মৃতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ বহু https://ekolkata24.com/uncategorized/10-dead-dozens-missing-as-heavy-rains-wreak-havoc-in-kerala Sun, 17 Oct 2021 10:15:33 +0000 https://www.ekolkata24.com/?p=8000 নিউজ ডেস্ক, তিরুঅনন্তপুরম: নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে কেরলে। বন্যা ও ভূমিধসের ফলে কেরলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। বহু মানুষের কোন খোঁজ মিলছে না। রবিবার দিনভর রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দ্রুত উদ্ধার কাজ চালাতে সেনাবাহিনীর তিন শাখাকেই অনুরোধ জানিয়েছেন।

কোট্টায়াম ও ইদুক্কি জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। জরুরি পরিস্থিতির জন্য তৈরি রাখা আছে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার। রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবল দুর্যোগের কারণে ১৯ অক্টোবর পর্যন্ত শবরীমালা মন্দিরের যেন কোন দর্শনার্থী না যান। কারণ প্রবল বৃষ্টিতে সেখানকার রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায়। ভেসে গিয়েছে একাধিক বাড়ি।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে রাজ্যবাসীর কাছে অনুরোধ করা হয়েছে তাঁরা যেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসেন। কোনও পাহাড় বা নদীর কাছাকাছি না যান। ইতিমধ্যেই রাজ্যের ৫ জেলায় জারি করা হয়েছে লাল সর্তকতা। সাতটি জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে।

রবিবার মৌসম ভবন এক সতর্কবার্তা জানিয়েছে, কেরলে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কোট্টায়াম ও ইদুক্কি জেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায়। বহু বাড়ি সম্পূর্ণ ডুবে গিয়েছে। জেলার প্রায় বেশিরভাগ এলাকাতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ। কয়েক হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ ভেসে গিয়েছে। বহু গবাদিপশুও জলের তোড়ে ভেসে গিয়েছে। প্রশাসনের আশঙ্কা, আপাতত ১০ জনের মৃত্যুর খবর মিললেও মৃতের সংখ্যা আরও বাড়বে। কারণ বহু মানুষ নিখোঁজ হয়েছেন। যারা জলের তোড়ে ভেসে গিয়েছেন বা ধসের নিচে চাপা পড়ে গিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

মুখ্যমন্ত্রী বিজয়ন ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সব ছুটি বাতিল করেছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য। পাশাপাশি দুর্গতদের যাতে খাবার বা পানীয়ের কোন অভাব দেখা না দেয় সে বিষয়টিও নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

এখন প্রশ্ন হল চলতি বছরে কেন বিভিন্ন রাজ্যে বারবার এই ধরনের ভয়ঙ্কর নিম্নচাপজনিত বৃষ্টি হয়ে চলেছে? পরিবেশবিদরা জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই ঘন ঘন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগর ও আরব সাগরের বুকে। সমুদ্রের জলের উষ্ণতা অনেকটাই বেড়ে গিয়েছে, যা তৈরি করছে নিম্নচাপ। নিম্নচাপের কারণেই বৃষ্টি নামছে। মানুষ পরিবেশ ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে এখনও সচেতন না হলে আগামী দিনে আরও দুর্ভোগ অপেক্ষা করে আছে।

]]>