Hindi Movie – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 02 Oct 2021 10:37:08 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Hindi Movie – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 যুগান্ত ধরেই বলিউডে রমরমিয়ে চলছে ‘গান্ধীগিরি’ https://ekolkata24.com/entertainment/hindi-movie-about-mahatma-gandhi Sat, 02 Oct 2021 10:37:08 +0000 https://www.ekolkata24.com/?p=6321 বায়োস্কোপ ডেস্ক: মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যাক্তিত্বের কারণেই তাঁকে উপাধি দিয়েছিলেন ‘মহাত্মা’। তার জনপ্রিয় অহিংসা নীতিকে কুর্নিশ জানিয়ে বাপুর জন্মদিনটিকে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে বিশ্ব অহিংসা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বরাবর বাপু প্রসঙ্গে সংবেদনশীল হতে দেখা যায়। মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষকীতে ফিরে দেখা যাক বলিউডের মহাত্মা প্রেম৷

gandhi-to-hitllar

হে রাম (২০০০)
এই আধা-কাল্পনিক চলচ্চিত্রটি ভারতের বিভাজন এবং নাথুরাম গডসে দ্বারা মহাত্মা গান্ধীর হত্যাকে কেন্দ্র করে নির্মিত। ছবিটি সাকেত রাম (কমল হাসান) নামে একটি কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যিনি দেশভাগের সহিংসতায় ছিন্নভিন্ন হয়ে যান এবং গান্ধীজিকে এর জন্য দায়ী করেন। তিনি মহাত্মাকে হত্যা করার চক্রান্ত করেন কিন্তু পরবর্তী পরিস্থিতিতে তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে।

ম্যানে গান্ধী কো নেহি মারা (২০০৫)
যদিও এই ছবিটি মহাত্মা গান্ধীর জীবনের উপর ভিত্তি করে নয়, তবে ছবিটিকে পরোক্ষভাবে সাধারণভাবে জনগণের জীবনে গান্ধীর গুরুত্বের প্রতিনিধিত্ব করতে ব্যাখ্যা করা যেতে পারে। চলচ্চিত্রটি একজন অবসরপ্রাপ্ত হিন্দি অধ্যাপক উত্তম চৌধুরীকে কেন্দ্র করে আবর্তিত হয়, যার চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, যিনি স্মৃতিভ্রংশে ভুগছেন, যার ফলে শেষ পর্যন্ত তিনি মনে করেন যে তার বিরুদ্ধে গান্ধীকে হত্যার অভিযোগ রয়েছে।

main gandho ko nehi mara

লাগে রহো মুন্না ভাই (২০০৬)
বর্তমান প্রেক্ষাপটে গান্ধীবাদী দর্শন উপস্থাপনে এই ছবিটি একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। চলচ্চিত্রটি চিত্রিত করার চেষ্টা হয়েছিল গান্ধীর দয়া, ভালবাসা এবং অহিংসার নীতিগুলির উপর ভিত্তি করে, যা ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমান ব্যক্তিগত এবং সামাজিক বিষয়গুলিতে ভালবাসা এবং সম্প্রীতি অর্জনের জন্য নীতিগুলি এখনও প্রযোজ্য।

পার্টিশন (২০১৭)
যদিও দেশভাগের উপর এই ছবিটি তৈরি হয়, ছবিতে গান্ধীকেও চিত্রিত করা হয়েছে, যিনি বিভাজনঅনুমোদন করেন না। যে দৃশ্যে দেশের মানুষকে স্বাধীনতা উদযাপন করতে দেখা যায়, সেখানে মহাত্মা গান্ধীকে ঘুমন্ত অবস্থায় দেখানো হয়েছে কারণ তিনি বিশ্বাস করতেন যে ভয়াবহ দেশভাগের কারণে উদযাপন করার মতো কিছুই নেই।

]]>
বড় পর্দায় এবার শাহ-কন্যা, করণ জোহর নন, তবে কার হাত ধরে বলিউডে সুহানা https://ekolkata24.com/entertainment/suhana-khan-about-to-debut-in-bollywood Wed, 18 Aug 2021 10:36:33 +0000 https://www.ekolkata24.com/?p=2579 নিজের ছেলেমেয়েদের কেরিয়ার নিয়ে বরাবরই খোলা মনে কথা বলেছেন শাহরুখ খান। এর আগেই কিং খান জানান, তাঁর ছেলে অভিনেতা হতে চান না। অভিনেতা হওয়ার কোনও ইচ্ছেও আরিয়ানের নেই। তবে তাঁর কন্যা সুহানা অভিনেত্রী হতে চান। ইতিমধ্যেই কিছু শর্ট ফিল্মে অভিনয় করতে দেখা গেছে সুহানাকে। তবে এবারে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন শাহরুখ কন্যা।

শাহরুখ এবং করণ জোহরের বন্ধুত্ব নতুন নয়। অনেক বছরের বন্ধুত্ব দুজনের মধ্যে। যাকে বলে একেবারে গলায় গলায়। বলতে গেলে দু’জনে একই সঙ্গে নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন। স্বভাবতই সবাই ভেবেছিলেন অন্য স্টার কিডদের লঞ্চ করার মতো শাহরুখ কন্যাকেও লঞ্চ করবেন পরিচালক করণ জোহর। তবে এক্ষেত্রে ধরা পড়লো অন্য ছবি। স্টার কিডদের লঞ্চ করানকে কেন্দ্র করে নেপটিজমের আঙুল উঠে করণের উপর। একটা সময় বিতর্কের ঝড় বয়ে যায় পরিচালকের জীবনে। ব্যপক ট্রোলের শিকার হতে হয় তাঁকে। আলিয়া ভাট্ট থেকে শুরু করে অনন্যা পাণ্ডে সকলকেই লঞ্চ করেছেন তিনি। তাই এবারে প্রিয় বন্ধুর কন্যার বেলা পিছিয়ে এলেন করণ। তাঁর বদলে দায়িত্ব নিলেন ফারহান আখতারের বোন পরিচালক জোয়া আখতার।

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। একটি আন্তর্জাতিক কমিক গল্পকে পর্দায় রূপ দিতে চলেছেন পরিচালক জোয়া। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। সুহানা ছারাও এই ছবির জন্য অনেক কিশোর-কিশোরীর প্রয়োজন। তাই অনুমান করা যাচ্ছে শুধু সুহানা নয় তাঁর পাশাপাশি আরও অনেক নতুন মুখ দেখা যাবে এই ছবিতে।

]]>
শুটিং ফ্লোরে কেঁদে ভাসালেন আলিয়া, হঠাৎ কেন আবেগপ্রবণ আলিয়া https://ekolkata24.com/entertainment/why-alia-bhatt-gets-emotional Sat, 07 Aug 2021 06:38:26 +0000 https://www.ekolkata24.com/?p=1974 এর আগেই শোনা যাচ্ছিল অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও হাত দিয়েছেন আলিয়া। ‘রেড চিলির’ ব্যনারে মুক্তি পেতে চলেছে ‘ডার্লিংস’। গতমাসেই আলিয়া তাঁর প্রথম প্রযোজনায় শুটিং শুরু করেছিলেন। এবারে শুটের শেষ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পরেন অভিনেত্রী। শুটিং-এর শেষ দিনে শেফালি শাহকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেলেন আলিয়া।

গতকালই এই ছবির শুটিং-এর শেষ দিন ছিল। শেফালি যখন ছবি তুলতে শুরু করেন তখনই অভিনেত্রীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শেফালিকে আর শুটিং ফ্লোরে দেখতে না পাওয়ার আক্ষেপে, সোশ্যাল মিডিয়ায় একটি বিচ্ছেদ নোটও শেয়ার করেন আলিয়া। শেফালির তোলা ছবি পোস্ট করে আলিয়া এও জানিয়ে দেন রোশন ম্যাথুর-এর সঙ্গে কাজ করে তিনি আপ্লুত। অন্যদিকে শেফালি শাহও সোশ্যাল মিডিয়ায় তাঁর আবেগতাড়িত মন্তব্য করেছেন। ‘ডার্লিংস’ সিনেমার সঙ্গে যুক্ত সকলকেই তিনি সবিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

আলিয়ার প্রথম প্রযোজিত সিনেমা ‘ডার্লিংস’ ইন্টারনাল সানশাইন প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে। তবে আলিয়া একা নন, তাঁর সঙ্গে এই ছবিতে যৌথভাবে প্রযোজকের আসনে বসেছেন শাহরুখ খান। একেবারে অন্য স্বাদে ডার্ক কমেডির প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়েছে। ছবি পরিচালনার দায়িত্ব সামলেছেন জসমিত কে রীন। অন্যদিকে আলিয়ার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শেফালি। তাঁদের বিপরীতে ছবিতে অভিনয় করতে দেখা যাবে রোশন এবং বিজয়কে।

]]>