Hindi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 26 Jul 2024 13:27:41 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Hindi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 सियालदह मंडल के प्रशासनिक कामकाज में हिंदी पर बल https://ekolkata24.com/top-story/emphasis-on-hindi-in-the-administrative-work-of-sealdah-division Fri, 26 Jul 2024 13:27:41 +0000 https://ekolkata24.com/?p=49070 कोलकाता : दीपक निगम, मंडल रेल प्रबंधक ने राजभाषा हिंदी की समीक्षा बैठक में मंडल के सभी अधिकारियों एवं कर्मचारियों को अधिक से अधिक काम हिंदी में करने का निदेश दिया। अध्यक्षीय संबोधन में दीपक निगम ने प्रसन्‍नता व्यक्त करते हुए कहा कि सियालदह मंडल में राजभाषा का कार्य संवैधानिक अधिनियम एवं नियम के अनुरुप हो रहा है।

सभी रेलकर्मियों द्वारा हिंदी में काम करना न केवल संवैधानिक अपितु हमारी नैतिक जिम्मेदारी भी हैं। राजभाषा अधिनियम 1963 (यथा संशोधित 1967) एवं राजभाषा नियम 1976 के प्रावधानों को लागू कराने के लिए हम कटिबद्ध है। राजभाषा हिंदी भारत की सांस्कृतिक विरासत, सभ्यता एवं तकनीकी विकास की परिचायक है।

बैठक के दौरान स्‍वास्‍थ्‍य जागरुकता के मद्देनज़र ‘आयुर्वेद जागरुकता’ विषय पर एक मेडिकल सेमिनार भी हुआ। इस बैठक में मंडल के सभी विभागाध्यक्ष उपस्थित थे एवं बी.आर. सिंह अस्पताल के आयुर्वेद चिकित्सक ने निरोग रहने का मूलमंत्र बताया भारतीय जड़ी बुटियों का समुचित सेवन कर ।

दीपक निगम ने सियालदह मंडल से रेलवे बोर्ड स्तर पर मैथिलीशरण गुप्‍त पुरस्‍कार पुरस्‍कार प्राप्त कार्मिक को मोमेन्टो प्रदान कर उत्साहवर्धन किया।

]]>
এবার থেকে আপনার পছন্দের ভাষাতেই ব্যবহার করুন WhatsApp https://ekolkata24.com/technology/from-now-on-use-whatsapp-in-the-language-of-your-choice Tue, 04 Jan 2022 18:18:51 +0000 https://ekolkata24.com/?p=18017 আমাদের কারোরই অজানা নয়, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের (WhatsApp) বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা। এই প্ল্যাটফর্মটির বিপুল সংখ্যক ইউজারবেস রয়েছে ভারতের মধ্যে। আর ভারতবর্ষ মানেই নানা রাজ্যে নানা ভাষা। শুধু তাই নয়, একই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলাতেও প্রত্যক্ষ করা যায় একাধিক ভাষাভাষী মানুষের উপস্থিতি। তাই এই দেশে প্ল্যাটফর্মটির ইউজারবেস আরও বিপুল হারে বাড়াতে এখন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় WhatsApp ব্যবহার করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রয়েছে হিন্দি, তামিল, গুজরাতি, কন্নড়, বাংলা সহ আরও বেশ কিছু ভাষা।

আপাতত হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তনের দুটি উপায় রয়েছে – প্রথমটি হল পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে এবং দ্বিতীয়টি কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে। তাই বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করবেন তা নীচে উল্লেখ করা হল।

প্রথম পদ্ধতি: পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে :
হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি স্মার্টফোনের ডিফল্ট ভাষার যুক্ত থাকে। সুতরাং, আপনি যদি ফোনের ভাষা হিন্দি, বাংলা, তামিল বা অন্য কোনো ভাষায় পরিবর্তন করেন, তবে হোয়াটসঅ্যাপ সেই ভাষায় অটোমেটিক্যালি চলে আসবে।
Android ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. Settings ওপেন করুন→ System → Language & input → Languages
২. Add a language-এ ট্যাপ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।

iPhone-ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. iPhone Settings-এ যান →General → Language & Region → iPhone Language
২. পছন্দসই ভাষাটি চয়ন করুন এবং Change to (language)-এ ট্যাপ করুন।

KaiOS চালিত ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. Settings-এ যান→সাইডে স্ক্রোল করে Personalisation বেছে নিন → নীচে স্ক্রোল করুন এবং Language চয়ন করুন
২. আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং Ok প্রেস করুন।

দ্বিতীয় পদ্ধতি: কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে
১. WhatsApp Settings ওপেন করুন।
২. Chats-এ ট্যাপ করুন→ App Language
৩. পছন্দসই ভাষা সিলেক্ট করুন।

]]>
ধারাবাহিক-প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি নষ্টের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাপক্ষের https://ekolkata24.com/uncategorized/hindi-in-a-series-competitive-program-protest-bangla-pakha Sun, 21 Nov 2021 11:27:05 +0000 https://ekolkata24.com/?p=11967 News Desk: বাংলা ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বাঙালি জাতির সংস্কৃতি নষ্ট করার বিরুদ্ধে এবার পথে নামল বাংলা পক্ষ রাজারহাটের ডিআরআর স্টুডিওতে এই সমস্ত ধারাবাহিক ও অনুষ্ঠান গুলির শুটিং হয়। সেখানে গিয়ে ডেপুটেশন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করল তাঁরা। রবিবার ২১শে নভেম্বর সকাল ১১ টা থেকে এই কর্মসূচী পালন করে বাংলাপক্ষ।

সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে জি বাংলা চ্যানেলের বেশ কিছু বাংলা ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ক্রমাগত ভাবে হিন্দি গান জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্বে। এছাড়া তাদের আরো অভিযোগ বাংলা ও বাঙালি জাতির ইতিহাস বিকৃত করে দেখানো হচ্ছে করুণাময়ী রানী রাসমণি নামক ধারাবাহিকে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে এই পথ যদি না শেষ হয় নামক ধারাবাহিকে দেখানো হচ্ছে যে করবা চৌত নামক প্রথা নাকি বাঙালি সমাজে প্রচলিত। এছাড়াও বাঙালি বৌ অবাঙালি বর এবং রাখিবন্ধন নামক ধারাবাহিকও এই তালিকায় আছে।

বাংলা পক্ষ আরো জানিয়েছে যে জনপ্রিয় ক্রিকেটার পরিচালিত দাদাগিরি নামক অনুষ্ঠান, ডান্স বাংলা ডান্স এবং সারেগামাপা নামক অনুষ্ঠানেও অনিয়ন্ত্রিতভাবে হিন্দি গান বাজানো ও প্রচার চালানো হয়।

সংগঠনের তরফ থেকে উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলা শাখার সম্পাদক পিন্টু রায় সরাসরি বলেছেন আমরা কখনোই হিন্দি গান বা হিন্দি ভাষি কলাকুশলীদের বিরোধী নই আমরা কেবল বাঙালি সংস্কৃতির ওপর হিন্দি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চ্যানেল গুলির যে প্রবনতা তার বিরোধী।

banglapakkha

পাশাপাশি ভিস্তা বাংলার মাটিতে চলা ভিস্তা ডোমের রেল যাত্রায় নেই বাংলারই স্থান। তা নিয়েই এবার প্রতিবাদে নামে শিলিগুড়ি বাংলাপক্ষ। শিলিগুড়ি বাংলা পক্ষ আজ একাধিক কর্মসূচী পালন করে। প্রথমে সংগঠনের জেলা শাখার নেতৃত্বে শিলিগুড়ি জংশন স্টেশনে বাংলা ভাষার সাইনবোর্ড ও অন্যান্য পরিষেবার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। সেই সঙ্গেই সম্প্রতি চালু হওয়া ভিস্তাডোম ট্রেনে পর্যটকদের যে যাত্রা পথের বিবরণ শোনানো হচ্ছে তা হিন্দি ও ইংরাজীতে, বাংলা ভাষা নেই বাংলার মাটিতেই। এর প্রতিবাদে উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের DRM কেও ডেপুটেশন দেওয়া হয় এবং অবিলম্বে বাংলা ভাষা যোগ করার দাবি জানানো হয়।

]]>
বাংলা ধারাবাহিক-গেম শোতে হিন্দি সংস্কৃতির রমরমা: পথে নামছে বাংলাপক্ষ https://ekolkata24.com/uncategorized/hindi-culture-in-bengali-serial-game-show-protest-banglapakha Sat, 20 Nov 2021 12:55:25 +0000 https://ekolkata24.com/?p=11864 News Desk: বাংলা ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বাজানো হচ্ছে হিন্দি গান। এর বিরুদ্ধেই পথে নামছে বাংলা পক্ষ। তারা মনে করছে ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে। তাই এর বিরুদ্ধে পথে নামতে চলেছে বাংলা পক্ষ

তারা বলছেন, ‘জি বাংলা সহ নানা বাংলা চ্যানেলের বেশ কিছু বাংলা ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ক্রমাগত ভাবে হিন্দি গান জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্বে।’

অভিযোগ, বাংলা ও বাঙালি জাতির ইতিহাস বিকৃত করে দেখানো হচ্ছে “করুণাময়ী রানী রাসমণি” নামক ধারাবাহিকে। “এই পথ যদি না শেষ হয়” নামক ধারাবাহিকে দেখানো হচ্ছে যে করবা চৌথ নামক প্রথা নাকি বাঙালি সমাজে প্রচলিত। এছাড়াও বাঙালি বৌ, অবাঙালি বর- এই কম্বিনেশন দেখানো হচ্ছে সর্বত্র, উল্টোটা নয় এবং “রাখিবন্ধন” নামক ধারাবাহিকও এই তালিকায় আছে।

Gorg Chatterjee

এছাড়া জনপ্রিয় ক্রিকেটার পরিচালিত “দাদাগিরি” নামক অনুষ্ঠান, “ডান্স বাংলা ডান্স” এবং “সারেগামাপা” নামক অনুষ্ঠানেও অনিয়ন্ত্রিতভাবে হিন্দি গান বাজানো ও প্রচার চালানো হয়।

সংগঠনের তরফ থেকে উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলা শাখার সম্পাদক পিন্টু রায় সরাসরি বলেছেন, “আমরা কখনোই হিন্দি গান বা হিন্দি ভাষি কলাকুশলীদের বিরোধী নই। আমরা কেবল বাঙালি সংস্কৃতির ওপর হিন্দি সংস্কৃতি (নিম্ন রুচির উত্তর ভারতীয় সংস্কৃতি) চাপিয়ে দেওয়ার চ্যানেল গুলির যে প্রবণতা তার বিরোধী।”

তিনি এও বলেন, “আমাদের জেলার অন্তর্গত রাজারহাটের ডিআরআর স্টুডিও তে এই সমস্ত ধারাবাহিক ও অনুষ্ঠান গুলির শুটিং হয় তাই ওখানে গিয়ে আমরা ডেপুটেশন প্রদান ও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবো আগামী রবিবার ২১শে নভেম্বর সকাল ১১ টায়।” তিনি আরও বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ গর্গ চট্টোপাধ্যায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবে বাঙালি সুশীল সমাজ ও দর্শকদের সমর্থন।

]]>
Mumbai: মাদকাসক্তির অন্ধকার জগৎ ফুটে উঠেছে বলিউডের রুপোলি পর্দায় https://ekolkata24.com/entertainment/mumbai-dark-world-of-drug-addiction-has-emerged-in-hindi-cinema Mon, 01 Nov 2021 20:42:36 +0000 https://www.ekolkata24.com/?p=9987 Entertainment Desk: বলিউড আর মাদকের যোগসূত্র দীর্ঘদিনের। সম্প্রতি আরিয়ান খানের গ্রেফতারির পর থেকে মাদক ও বলিউডের সম্পর্কের কাহিনী আবার চর্চা কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে। এই দিন দীর্ঘ ১৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খান।

গতবছর সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরেও ড্রাগ মামলা নিয়ে বেশ উথালপাতাল হয়েছিল বলিউড। বলিউডের বিভিন্ন ছবিতে বারবার ঘুরে ফিরে এসেছে মাদকাসক্তির অন্ধকার দিকগুলি। দেখে নেওয়া যাক এমনই কিছু ছবির গল্প যা মাদকের আসক্তির অন্ধকার দিকটি তুলে ধরেছে:

kalakandi

১. কলাকান্দি (২০১৮)
কলাকান্দি একটি হিন্দি ভাষার ডার্ক কমেডি ছবি, যা অক্ষত ভার্মা রচনা ও পরিচালনা করেছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান, অক্ষয় ওবেরয়, দীপক ডোবরিয়াল, ইশা তালওয়ার এবং শোভিতা ধুলিপালা। ছবিটির প্লট রিলিনের জীবনকে ঘিরে আবর্তিত হয়, যিনি তার ক্রমবর্ধমান পাকস্থলীর ক্যান্সারের খবর পান, যা শেষ পর্যায়ে রয়েছে। তিনি হৃদয় ভেঙে পড়েন এবং ধূমপান করে এবং একজন বন্ধুর কাছ থেকে এলএসডি গ্রহণ করে জীবনকে পরিপূর্ণভাবে বাঁচার সিদ্ধান্ত নেন, কিন্তু তবুও অসন্তুষ্ট থাকেন।

uarta-panjab

২. উড়তা পাঞ্জাব (২০১৬)
উড়তা পাঞ্জাব একটি হিন্দি ভাষার ব্ল্যাক কমেডি ক্রাইম ড্রামা, যা অভিষেক চৌবে রচনা ও পরিচালনা করেছেন। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জ। ছবির গল্প আবর্তিত হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যে যুবকদের মাদকের অপব্যবহার এবং তাকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রকে ঘিরে।

sanju

৩. সঞ্জু (২০১৮)
সঞ্জু একটি হিন্দি ভাষার জীবনীমূলক ছবি, যা রাজকুমার হিরানি রচনা ও পরিচালনা করেছেন। মুভিটিতে রণবীর কাপুর, ভিকি কৌশল, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, সোনম কাপুর, আনুশকা শর্মা এবং জিম সার্ভ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের প্লটটি বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন, মাদকের প্রতি তার আসক্তি এবং অভিনেতার জীবনে ঘটে যাওয়া অন্যান্য দুর্ভাগ্যজনক ঘটনা এবং কীভাবে তিনি সবকিছুর সাথে লড়াই করতে পেরেছিলেন এবং প্রত্যাবর্তন করতে পেরেছিলেন তা নিয়ে আবর্তিত হয়েছে।

dom-maro-dom

 

৪. দম মারো দম (২০১১)
দম মারো দম একটি হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা রোহান সিপ্পি পরিচালিত। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, বিপাশা বসু, রানা দাগ্গুবাতি, প্রতীক বব্বর এবং আদিত্য পাঞ্চোলি। ছবিতে গোয়া রাজ্যের মাদক সমস্যা এবং একজন পুলিশ র‌্যাকেট ফাঁস করার চেষ্টা করা হয়।

<

p style=”text-align: justify;”>৫. ফ্যাশন (২০০৮)
ফ্যাশন একটি হিন্দি মেনস্ট্রিম ছবি, যা পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন মধুর ভান্ডারকর। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং কঙ্গনা রানাউত। চলচ্চিত্রের প্লট ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্ধকার আন্ডারবেলি এবং মাদকের জগতে আটকা পড়া সুপার মডেলদের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে।

]]>