Hindustan Aeronautics Limited – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 21 Sep 2024 11:04:02 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Hindustan Aeronautics Limited – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 लद्दाख में रात्रिकालीन ऑपरेशन, सेना ने स्वदेशी ध्रुव हेलीकॉप्टर का किया इस्तेमाल https://ekolkata24.com/top-story/night-operations-in-ladakh-indian-army-soldiers-used-indigenous-dhruv-helicopters Sat, 21 Sep 2024 11:04:02 +0000 https://ekolkata24.com/?p=49719 लेह : लद्दाख में भारतीय सेना के जवानों ने स्वदेशी एडवांस्ड लाइट हेलीकॉप्टर ध्रुव का उपयोग करके ऊंचाई वाले क्षेत्रों में रात के ऑपरेशन करने की अपनी क्षमता का प्रदर्शन किया है। हिंदुस्तान एयरोनॉटिक्स लिमिटेड द्वारा निर्मित ये हेलीकॉप्टर लद्दाख के चुनौतीपूर्ण इलाकों और चरम मौसम की स्थिति में सेना के संचालन के लिए महत्वपूर्ण हैं।

बेड़े के रखरखाव के लिए जिम्मेदार सेना के जवान हविंदर सिंह ने हेलीकॉप्टरों को मिशन के लिए तैयार करने की प्रक्रिया के बारे में बताया। “मेरा काम यह सुनिश्चित करना है कि मेरे अधीन सभी तकनीशियन और पर्यवेक्षक इस हेलीकॉप्टर पर निरंतर प्रशिक्षण प्राप्त करते रहें।

इसके अलावा, इस हेलीकॉप्टर को सेवा योग्य बनाने में कई एजेंसियां ​​​​शामिल हैं, एक लॉजिस्टिक एजेंसी, हिंदुस्तान एयरोनॉटिक्स लिमिटेड शामिल है। उन सभी से बात करना और उनकी टीमों को यहां बुलाना मेरा काम है । “2 महीने बाद तापमान माइनस 20 से माइनस 30 तक गिर जाएगा। आज के मौसम में बहुत ज़्यादा दिक्कत नहीं है, लेकिन ठंड के मौसम में जब कोई तकनीशियन विमान के पास जाता है, तो वह 10 मिनट तक निरीक्षण करता है और फिर दोबारा निरीक्षण करने से पहले वार्मअप करने के लिए नीचे आता है।”

]]>
যোগী-রাজ্যের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে ভয়ে কাঁপবে পাকিস্তান-চিন https://ekolkata24.com/uncategorized/uttar-pradesh-is-going-to-start-the-production-of-brahmos-missile Wed, 25 Aug 2021 18:55:32 +0000 https://www.ekolkata24.com/?p=3170 নিউজ ডেস্ক: সোমবারই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited) মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এভিয়েশনের সঙ্গে ৭১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করল। দেশীয় তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) এমকে-১ এর শক্তি বাড়ানোর জন্য ৯৯ টি এফ-৪০৪ এয়ারক্রাফট ইঞ্জিন এবং সাপোর্ট সার্ভিসের দেবে হ্যাল। এবার উত্তরপ্রদেশে তৈরি হতে চলেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। সে রাজ্যে কারখানা নির্মাণের ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন HAL-এর সঙ্গে ৭১৬ মিলিয়ন ডলারের চুক্তি করল GE Aviation

ডিফেন্স করিডর প্রকল্পের জন্য ২০০ একর জমি চেয়ে ইউপিইআইডিএ-র (U.P. Expressways Industrial Development Authority) সিইও ও অতিরিক্ত মুখ্যসচিবকে (স্বরাষ্ট্র) অবনীশ অবস্তিকে চিঠি দিয়েছিলেন ব্রহ্মস এরোস্পেসের ডিরেকটর জেনারেল সুধীরকুমার মিশ্র। ব্রহ্মস এরোস্পেস সংস্থার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে একাধিকবার মিটিং করার পর ইতিমধ্যেই ব্রহ্মস এরোস্পেসকে জমি দেওয়ার বিষয়ে শীলমোহর দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা প্রকল্পে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন NASA Report: কলকাতার বিস্তীর্ণ অঞ্চলসহ দেশের ১২টি শহর নিশ্চিহ্ন হবে

কারখানা তৈরি হলে সামাজিক ও অর্থনৈতিকভাবে লাভবান হবে উত্তরপ্রদেশ। গোটা প্রকল্পে ৩০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। উৎপাদন কেন্দ্রে কর্মসংস্থান হবে প্রায় ৫০০ ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদের। কাজ করবেন অন্তত ১০ হাজার শ্রমিক। অন্যান্যভাবে কারখানার সঙ্গে যুক্ত হবেন আরও কয়েক হাজার লোক। শুধু আর্থ-সামাজিক ভাবে উত্তরপ্রদেশকেই এগিয়ে নিয়ে যাবে না, এই প্রকল্পে সামরিক ক্ষেত্রেও অনেক শক্তিশালী হবে ভারত। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন শিল্পেই বিপ্লব: তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদে কাবুলের গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানি

উত্তরপ্রদেশ সরকার বিবৃতি জারি করে জানিয়েছে, ‘আগামী তিন বছরে ১০০-র বেশি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। খুব তাড়াতাড়ি প্রকল্প এবং ক্ষেপনাস্ত্র উৎপাদনের কাজ শুরু হবে। শুধু ক্ষেপনাস্ত্র উৎপাদনই নয়, একইসঙ্গে ক্ষেপনাস্ত্র বিষয়ক গবেষণাগার তৈরির পরিকল্পনাও রয়েছে সরকারের।’

]]>
HAL-এর সঙ্গে ৭১৬ মিলিয়ন ডলারের চুক্তি করল GE Aviation https://ekolkata24.com/uncategorized/hal-signs-716-mn-deal-with-ge-aviation-for-99-engines-for-lca-tejas Tue, 24 Aug 2021 06:28:24 +0000 https://www.ekolkata24.com/?p=3039 নিউজ ডেস্ক: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited) মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এভিয়েশনের সঙ্গে ৭১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করল। দেশীয় তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) এমকে-১ এর শক্তি বাড়ানোর জন্য ৯৯ টি এফ-৪০৪ এয়ারক্রাফট ইঞ্জিন এবং সাপোর্ট সার্ভিসের দেবে হ্যাল।

আরও পড়ুন ভারতীয় সেনার জল-স্থল-নৌবাহিনীতে অফিসার পদে প্রচুর নিয়োগ

এইচএএল এইচএফ-৪৪ মারুতের পরে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited) বানানো দ্বিতীয় সুপারসোনিক যুদ্ধবিমান হল তেজাস। ভারতীয় বায়ুসেনার (আইএএফ) জন্য তেজস মার্ক-১ এর উৎপাদন ২০১৬ সালে শুরু হয়।

আরও পড়ুন আত্মসমর্পণের প্রশ্ন উড়িয়ে আমেরিকার কাছে অস্ত্রসাহায্য চাইলেন নিহত তালিবান-বিরোধী নেতার ছেলে

চলতি বছরের ফেব্রুয়ারিতেও, প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীকে 83 LCA-Mk1A সরবরাহ করার জন্য হিন্দুস্থান অ্যারোনটিক্সের সঙ্গে ৪৮ হাজার কোটি টাকার চুক্তি করেছিল।

আরও পড়ুন শিল্পেই বিপ্লব: তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদে কাবুলের গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানি

হ্যালের সিএমডি মি আর মাধবন জানিয়েছেন, “এটি সর্বকালের সবচেয়ে বড় চুক্তি। তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফটের শক্তি বাড়ানোর জন্য এবং জিই-৪০৪ ইঞ্জিনের সরবরাহ করার জন্য কোম্পানি জিই এভিয়েশনের সঙ্গে একসঙ্গে কাজ করছে।’ 83 MK1A জেটগুলি 40-LCA এর পাশাপাশি ইতিমধ্যেই ইন্ডিয়ান এয়ার ফোর্সও অর্ডার করেছে। ২০ টির দুটি ব্যাচে ইনিশিয়াল অপারেশনাল ক্লিয়ারেন্স (IOC) এবং ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স (FOC) কনফিগারেশনে অর্ডার করা হয়েছে বলে জানিয়েছেন আর মাধবন। জিই এভিয়েশনের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলসের ভাইস প্রেসিডেন্ট ক্রিস সির বলেন, ‘F-404 ইঞ্জিনগুলি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন অপারেশনে দারুন সাপোর্ট দিয়েছে।’

আরও পড়ুন তালিবান উৎখাতে আফগান নাগরিকদের ভরসা ‘রিয়েল হিরো’ আমরুল্লাহ সালেহ

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, 83 এলসিএ চুক্তির ক্ষেত্রে এতগুলি ইঞ্জিনের অর্ডার একটি বড় মাইলফলক। আসন্ন তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট এমকেআইআই প্রোগ্রামের জন্য ভারতে এফ-৪০৪ ইঞ্জিন তৈরির বরাত পরে আরও বাড়ানো হবে।

]]>