Hiran Chatterjee – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 23 May 2024 11:45:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Hiran Chatterjee – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 आप ‘ ने घाटाल के भाजपा उम्मीदवार हिरन चटर्जी की शैक्षणिक योग्यता पर उठाया सवाल , उम्मीदवारी रद्द करने की मांग https://ekolkata24.com/uncategorized/aap-challenges-ghatal-bjp-candidate-hiran-chatterjees-educational-qualifications-key-questions-raised Thu, 23 May 2024 11:45:24 +0000 https://ekolkata24.com/?p=47489 कोलकाता : आम आदमी पार्टी का एक प्रतिनिधिमंडल आज चुनाव आयोग से मिला। इसके बाद ये सभी कोलकाता प्रेस क्लब में आयोजित संवाददाता सम्मलेन में बीजेपी नेता व भाजपा के घाटल लोकसभा सीट के उम्मीदवार हिरन चटर्जी की शैक्षणिक योग्यता का मुद्दा उठाया।

मीडिया से बातचीत में उन लोगों ने कहा ‘ हमने हिरन चटर्जी के चुनावी हलफनामे में उनकी शैक्षणिक योग्यता/उपलब्धियों के संबंध में विसंगतियां देखीं।वह मई 2023 से “आईआईटी खड़गपुर में रिसर्च फेलो” होने का दावा करता है हालाँकि, हाल ही में आईआईटी खड़गपुर के एक आरटीआई जवाब से पता चला है कि “वह न तो एक शोध सहयोगी है, न ही एक वैज्ञानिक, न ही वे किसी विभाग का कोई कर्मचारी है।

इससे साफ है कि उन्होंने अपने चुनावी हलफनामे में निजी जानकारी में गड़बड़ी की है. यह जन प्रतिनिधित्व अधिनियम के प्रावधानों का सीधा उल्लंघन है। हमने अपनी चिंता व्यक्त करने और आगामी आम चुनावों में उनकी उम्मीदवारी रद्द करने की मांग रखी।

]]>
Politics: দিলীপ ঘোষকে বিঁধে তির্যক মন্তব্য হিরণের https://ekolkata24.com/uncategorized/hiran-made-a-slanting-comment-to-dilip-ghosh Sun, 05 Dec 2021 08:01:14 +0000 https://ekolkata24.com/?p=13611 নিউজ ডেস্ক: এবার মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিঁধে খড়্গপুর সদরের অভিনেতা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের (হিরণ) তির্যক মন্তব্য, ‘আমি হোর্ডিং পোস্টারে নেই। আমি মানুষের জন্য নিরন্তর কাজ করে চলি।’ এটা প্রথম নয়, বরং এর আগে বিভিন্ন ইস্যুতে পরস্পরের বিরোধিতা সামনে এসেছে। বৃহস্পতিবারের গোষ্ঠীদ্বন্দ্বের পর তা আরও একবার সামনে এল।

এদিন দলীয় সমর্থকদের একটি হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। যারপরই ক্ষোভ উগরে কটাক্ষের সুরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুর সদরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষকে বিঁধলেন বর্তমান বিধায়ক হিরণ (Hiran Chatterjee)। হোর্ডিংয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে অভিবাদন জানানো হয়েছে। হোর্ডিংয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্যর ছবিও রয়েছে। এমনকি হোর্ডিংয়ে রয়েছেন জেলা সভাপতি সৌমেন তিওয়ারিও। কিন্তু, হিরণ নেই। এরপরই এই নিয়ে হিরণের তির্যক মন্তব্য, ‘আমি হোর্ডিং পোস্টারে নেই। নিরন্তর মানুষের জন্য কাজ করে চলি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। জনতাই জনার্দন, ভগবান। আমি জনগণের পূজারি। যারা হোর্ডিং পোস্টারে আছেন, তাঁরা ভোট দিয়ে জেতাতে পারবেন না। শেষ কথা বলবে মানুষই।’

প্রসঙ্গত, বিধানসভা ভোটে গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিজেপির ভরাডুবি হয়েছে। তবে তার মধ্যেও জেলায় দুটি আসন পেয়েছে বিজেপি। তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়ে খড়্গপুর সদরে জিতেছেন হিরণ। আর এই খড়্গপুর সদরেরই প্রাক্তন বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের একাংশের ধারনা, এ থেকেই দুজনের মধ্যে বিবাদের শুরু, যা খুব বেশিদিন লোকচক্ষুর আড়ালে থাকেনি।   

 

]]>
Khargpur: খড়্গপুর বিধানসভা হাতছাড়া হচ্ছে বিজেপির, তালিকায় শিলিগুড়ি https://ekolkata24.com/uncategorized/bjp-has-to-give-up-the-khargpur-assembly-constituency Fri, 01 Oct 2021 13:51:36 +0000 https://www.ekolkata24.com/?p=6242 নিউজ ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ কোথাও যেন স্বস্তি নেই বিরোধী দলের। শুক্রবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী দল ছাড়লেন। তিনি বিজেপি ত্যাগ করতেই এবার গুঞ্জন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ঘিরে। বিধায়ক হিরন চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) দলত্যাগ করতে চলেছেন।

হিরন তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে ঘনিষ্ঠ মহলে বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি। তৃ়নমূল ছেড়ে বিজেপিতে এসে বিধায়ক হন হিরন। তবে দলে তেমন কাজের সুযোগ নেই বলে জানাচ্ছেন তিনি। এর আগে তৃণমূল ছাড়ার পর বলেছিলেন দলে কাজ করতে পারছিলাম না।

সূত্রের খবর, হিরনকে তৃণমূলে ফিরে আসার বিষয়ে পরামর্শ দিয়েছেন বাবুল সুপ্রিয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল নিজেও বিজেপি ছেড়ে টিএমসি হয়েছেন।

এদিকে জানা যাচ্ছে, শিলিগুড়ির বিধায়ককেও হারাতে চলেছে বিজেপি। বিধায়ক শংকর ঘোষ তৃণমূলে যাচ্ছেন বলেই তুমুল আলোচনা। ভোটের আগে শংকর ঘোষ সিপিআইএম ছেড়ে বিজেপিতে যান। গুরু তথা প্রাক্তন পুর ও নগরোন্নয় মন্ত্রী অশোক ভট্টাচার্যকে পরাজিত করেন। তবে শিষ্যের সঙ্গে অশোকবাবুর সুসম্পর্ক রয়েছে।

দুর্গাপূজার পর রাজ্য বিজেপিতে ধ্বস নামতে চলেছে। এমনই আশঙ্কা খোদ বিজেপির অন্দরে। দু ডজন বিধায়ক দলত্যাগ করবেন বলেই মনে করা হচ্ছে। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, কে দলত্যাগ করল তাতে বিজেপির কিছু ক্ষতি হবে না। সাংগঠনিকভাবে দল থাকবেই। শুভেন্দুবাবু নিজে ভোটের আগে তৃ়নমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নন্দীগ্রাম কেন্দ্রে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন।

]]>