Historic Bronze – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 05 Aug 2021 04:58:40 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Historic Bronze – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ইতিহাস ভারতের, ৪১ বছর পর অলিম্পিক পোডিয়ামে হকি টিম https://ekolkata24.com/sports-news/indian-mens-hockey-team-wins-bronze-at-tokyo Thu, 05 Aug 2021 04:58:40 +0000 https://www.ekolkata24.com/?p=1863 শেষবার ১৯৮০’র অলিম্পিকে সোনা জিতেছিল ভারত। বিশ্ব মঞ্চে সেটাই ছিল ভারতের শেষ বড় সাফল্য। তারপর দীর্ঘ ৪১ বছর সেভাবে বিশ্ব মঞ্চে সাফল্যের মুখ দেখেনি ভারতীয় হকি টিম। সেই অপেক্ষার অবসান ঘটল শ্রীজেশদের হাত ধরে। ৪১ বছর পর অলিম্পিক হকিতে পদক জিতল ভারত। ব্রোঞ্জের লড়াইয়ে ৫-৪ গোলে জার্মানিকে হারাল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক সিমরণজিৎ।

শুরুতে ৩-১ গোলে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল হকি টিম। টোকিও অলিম্পিক্সে প্রথম থেকেই ভারতীয় পুরুষ দলের পারফরম্যান্স খারাপ ছিল না। টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াই ছিল। যদিও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে জার্মানির বিরুদ্ধে ভারতের লড়াইটা একেবারেই সহজ ছিল না। খেলতে নেমে প্রথম ২ মিনিটেই ধাক্কা পেয়েছিল মনপ্রীতরা। শুরুতেই গোল করে ভারতকে চাপের মুখে রেখেছিল জার্মানি। ১৭ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান সিমরনজিত সিং। এরপর ২৪ এবং ২৫ মিনিটে পরপর দু’গোল করে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানরা।

২৭ এবং ২৯ মিনিটে পরপর দুগোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এবারে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত গোল করেন রুপিন্দর পাল সিং। টিম ইন্ডিয়া এগিয়ে যায় ৫-৩ গোলে। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে এসে আরও এক গোল শোধ করে জার্মানরা।

টোকিও অলিম্পিকে এটা ভারতের পঞ্চম পদক। ভারতীয় হকি দলের এই সাফল্যকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ”ঐতিহাসিক! আজকের দিন সকল ভারতীয়র মনে থাকবে।” প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, জগদীপ ধনখড়ও।

]]>
ঝড়ের নাম সিন্ধু: অলিম্পিক্সে জোড়া পদকে প্রথম ভারতীয় মহিলা https://ekolkata24.com/sports-news/pv-sindhu-beats-he-bing-jiao-to-win-historic-bronze-at-tokyo-olympics Sun, 01 Aug 2021 14:29:08 +0000 https://www.ekolkata24.com/?p=1679 স্পোর্টস ডেস্ক: রিও-র পর এবার টোকিওতেও ইতিহাস গড়ে ফেললেন পিভি সিন্ধু। চিনের তাই জুর কাছে হেরে টোকিওর সোনা জেতার সুযোগ আগেই হাতছাড়া হয়েছিল। তবে ব্রোঞ্জ জিতে সেই খেদ কিছুটা হলেও মিটিয়ে ফেললেন ভারতের ব্যাডমিন্টন রানি৷ কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক এখন সিন্ধুর ঝুলিতে।

চলতি সপ্তাহের রবিবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে চিনের হি জিংবিয়াও’কে স্ট্রেট সেটে পরাস্ত করেন ভারতীয় শাটলার। খেলার ফলাফল ২১-১৩, ২১-১৫। সবমিলিয়ে চলতি অলিম্পিকে ভারতের পদক সংখ্যা আনুষ্ঠানিকভাবে দুইয়ে গিয়ে পৌঁছল। ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো জয়ের পর, ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। বক্সিংয়ে নিশ্চিত হয়ে রয়েছে লভলিনা বড়গোহাঁইয়ের পদক। এবারের অলিম্পিক্স থেকে তিনটি পদক নিশ্চিত ভারতের। আর কোনও পদক আসে কি না সেই দিকে নজর থাকবে দেশবাসীর।

সেমিফাইনালে হারের পর টোকিও অলিম্পিকের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দেন ভারতীয় শাটলার। প্রথম গেমের শুরু থেকেই এগোতে থাকেন পুলেল্লা গোপীচাঁদের প্রাক্তন ছাত্রী। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-২ ফলাফলে এগিয়ে যান পিভি সিন্ধু। তবে দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেন বিংজিয়ায়ো। যদিও তা কাজে আসেনি। উচ্চতা কাজে লাগিয়ে কোর্টে নিজে বেশি না দৌড়ে চিনের প্রতিপক্ষকে দৌড় করালেন সিন্ধু।

২০১৬ সালের রিও অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন পিভি সিন্ধু। যদিও সেই ম্যাচে তাঁকে হারতে হয়েছিল বিশ্বের তৎকালীন এক নম্বর ক্যারোলিনা মারিনের কাছে। ফলে সেবার তাঁকে রূপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল। চলতি অলিম্পিকেও সেমিফাইনালে হেরে যান ভারতীয় শাটলার। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ জিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস রচনা করলেন পিভি। প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক থেকে দুটি পদক জিতলেন তিনি। দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতার ব্যক্তিগত ইভেন্টে দুইবার পোডিয়ামে ওঠার সুযোগ পেলেন সিন্ধু। তাঁর আগে ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্ট থেকে দুটি পদক জিতেছিলেন। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের কুস্তি ইভেন্ট থেকে রূপো জিতেছিলেন এই ভারতীয়।

অন্যদিকে, বিশ্বের চতুর্থ অ্যাথলিট হিসেবে পরপর দুটি অলিম্পিকের ব্যাডমিন্টনের ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক জিতলেন পিভি সিন্ধু। দক্ষিণ কোরিয়ার বাং সু-হিয়ুন ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে রূপো জিতেছিলেন। পরের বার আটলান্টা অলিম্পিকে জেতেন সোনা। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সোনা জেতা চিনা শাটলার জাং নিং ২০০৮ সালের বেজিং অলিম্পিকে দ্বিতীয় হয়েছিলেন। ১৯৯২ সালের অলিম্পিকে সোনা জেতা ইন্দোনেশিয়ার সুসি সুসান্তি চার বছর পর ব্রোঞ্জ জিতেছিলেন। এবার চতুর্থ শাটলার হিসেবে পরপর দুটি পদক নিয়ে ইতিহাসে নাম লেখালেন সিন্ধু।

]]>