Hoogly – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 15 Dec 2021 12:09:17 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Hoogly – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 BJP: সিঙ্গুরে কৃষক ধর্না ‘ফ্লপ’, শুভেন্দু-দিলীপ-সুকান্তকে নিয়ে ‘হতাশা’ https://ekolkata24.com/uncategorized/bjps-three-day-agitation-at-singur Wed, 15 Dec 2021 12:09:17 +0000 https://ekolkata24.com/?p=14981 News Desk: যত গর্জালেন তত বর্ষণ হলো কই ? সিঙ্গুরে কৃষক বিক্ষোভ বা কৃষক ধর্না ঘিরে হুগলি জেলা বিজেপি (BJP) নেতাদেরই প্রশ্ন উঠতে শুরু করেছে। এতে দলের ভিতরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রাক্তন রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ (Dilip Ghosh), বর্তমান সম্পাদক সুকান্ত মজুমদার সবাই বিদ্ধ হচ্ছেন।

হুগলি জেলা বিজেপির আরও অস্বস্তিতে বাড়িয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি এই কৃষক ধর্না নিয়েই প্রশ্ন তুলেছেন। দলের অভ্যন্তরে ‘বেসুরো’ লকেট।

এদিকে আবার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে নিখোঁজ পোস্টার পড়েছে। এতে রাজনৈতিক মহলে বিতর্ক। হুগলির বিজেপি মহলে কানাঘুষো বেশিদিন আর নেই লকেট!

লকেট কি দলত্যাগ করবেন? বিধানসভা ভোটের পরথেকেই এই প্রশ্ন রাজনৈতিক মহলে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সিঙ্গুর আন্দোলনের সময় বারবার তৃণমূল কংগ্রেসের পাশে দেখা গিয়েছিল। পরে তিনি বিজেপিতে যোগ দেন। লোকসভা ভোটে প্রবল মোদী হাওয়ায় সাংসদ হন। তবে বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে বিরোধী দল হলেও সরকার গড়তে না পারায় ধস নামছে।

বিজেপি মহলে আশঙ্কা পুর ভোটের পরেই আরও কিছু ধাক্কা আসতে চলেছে। সিঙ্গুরে কর্মসূচি ‘ফ্লপ’ তা জেলার নেতারা স্বীকার করে নিয়েছেন। কিছুজনের বিস্ফোরক দাবি, দিলীপ-শুভেন্দু আর চলবে না। সুকান্তবাবু কে দিয়ে বিশেষ কিছু হবে না। সেই হাওয়া আর নেই।

সিঙ্গুরে বিজেপির তিন দিনের ধর্না কর্মসূচি। মঙ্গলবার থেকে শুরু হয় কর্মসূচি। বুধবার বক্তারা ভিড় করলেও শ্রোতাদের ভিড় নেই। জেলা বিজেপি নেতাদের অনেকেই বলছেন, ফ্লপ করেছে ধর্না।

]]>