hundreds – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 07 Dec 2021 05:53:10 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png hundreds – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Omicron : মহারাষ্ট্রে বিদেশ থেকে আসা শতাধিক ব্যক্তি বেপাত্তা https://ekolkata24.com/uncategorized/omicron-hundreds-of-people-from-abroad-are-missing-in-maharashtra Tue, 07 Dec 2021 05:53:10 +0000 https://ekolkata24.com/?p=13938 নিউজ ডেস্ক: আরও বাড়ল দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ মিলল। জোহানেসবার্গ ফেরত মহিলার শরীরে ও আমেরিকা ফেরত এক ব্যক্তির দেহেও ওমিক্রনের খোঁজ। সূত্রের খবর, আক্রান্ত উপসর্গহীন। ফাইজারের টিকা নিয়েছিলেন তিনি। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। 

ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যে মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০-র বেশি ব্যক্তি। কল্যাণ ডোম্বিভালি পৌর কর্পোরেশনের ( Kalyan Dombivali Municipal Corporation ) প্রধান বিজয় সূর্যবংশী (Vijay Suryavanshi ) জানান, ‘সম্প্রতি ২৯৫ জন বিদেশ থেকে ফিরেছেন, তার মধ্যে ১০৯ জনের কোনও হদিশ নেই। থানের  টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফিরেই নিখোঁজ।

এর মধ্যে কয়েকজনের মোবাইল ফোনও বন্ধ রয়েছে এবং সর্বশেষ দেওয়া অনেক ঠিকানায় গিয়ে বাড়ি বন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। সমস্ত ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে কেডিএমসি (KDMC )-তে যারা ফিরেছেন তাঁদের ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিনে করোনা পরীক্ষা করতে হবে। কোভিড ফল নেগেটিভ  হলেও, তাঁদের আরও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং নিয়ম লঙ্ঘন যাতে না হয়, তা নিশ্চিত করতে হাউজিং সোসাইটির সদস্যদের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি জমায়েতের উপরও নজর রাখা হয়েছে।’ 

সোমবার নেপাল (Nepal) সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় সেখানে ২ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নেপাল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রনের দুটি কেস চিহ্নিত করেছে। এঁদের মধ্যে ৬৬ বছর বয়সি এক বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে এসেছিলেন। মনে করা হচ্ছে, তিনিই করোনার এই নয়া রূপের বাহক ছিলেন। ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছরের ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকারের তরফে ওই ২ ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

উল্লেখ্য, ব্রিটেনে আরও ৮৬ জনের শরীরে মিলল করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই নিয়ে ওই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৬।

]]>
India-New Zealand Test: অভিষেক টেস্টে শতরান শ্রেয়সের, সাউদির ৫ উইকেট https://ekolkata24.com/sports-news/india-new-zealand-test-shreyasi-scored-hundreds-in-his-debut-test Fri, 26 Nov 2021 08:59:38 +0000 https://ekolkata24.com/?p=12450 India-New Zealand Test
স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে ভারত প্রথম ইনিংসে ১০ উইকেটে ৩৪৫ রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের হয়ে টম ল্যাথাম ৬, উইল ইয়ং ৭ রানে ক্রিজে। ৩৩১ রানে পিছিয়ে নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ১৭ রান উইকেট না হারিয়ে। এই প্রতিবেদন লেখার সময়ে।

১৭১ বলে ১০৫ রানের দুরন্ত ইনিংস নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হওয়া টেস্ট ম্যাচে শ্রেয়স আইয়ারের। ১৬ তম ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার, যিনি অভিষেক টেস্টে শতরান করে রেকর্ড গড়লেন। এই তালিকায় প্রথম টেস্টে সেঞ্চুরি করার অনন্য নজিরে নাম রয়েছে লালা অমরনাথ, দীপক শোধন, কৃপাল সিং, আব্বাস আলি বেজ, হনুমন্ত সিং, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুরেন্দ্র অমরনাথ, মহম্মদ আজহারউদ্দিন, প্রবীণ আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও পৃথ্বী শাহের।

Shreyasi scored hundreds in his debut Test

রবীন্দ্র জাডেজা ৫০ রানে আউট। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১ রান করে প্যাভিলিয়ন ফিরে আসে। রবিচন্দ্রন অশ্বিন ৩৮ এবং উমেশ যাদব ১০ রানে নট আউট থাকে।

প্রথম ইনিংসে ভারত শুরুতে মায়াঙ্ক অগ্রবালের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিল কার্যকরী ৫২ রানের ইনিংস খেলে দেয়। পূজারা ২৬ এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩৫ রানে আউট হয়।

শ্রেয়স আইয়ারের সঙ্গে রবীন্দ্র জাডেজার ১১৩ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেয়। নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক টিম সাউদি ২৭.৪ ওভারে, ৬ ওভার মেডেন দিয়ে, ৬৯ রান দিয়ে পূজারা, আইয়ার, জাডেজা, সাহা,অক্ষর প্যাটেলের মোট ৫ উইকেট শিকার করেছে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে। টসে জিতে ভারত ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়, যা এখনও পর্যন্ত টিমের অনুকূলে রয়েছে।

]]>