important – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 14 Dec 2021 17:42:24 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png important – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Narendra Modi: স্বাধীনতার ইতিহাসে আদৌ গুরুত্ব পাননি আধ্যাত্মিক গুরুরা  https://ekolkata24.com/uncategorized/spiritual-gurus-have-not-been-important-at-all-in-the-history-of-independence-says-narendra-modi Tue, 14 Dec 2021 17:42:24 +0000 https://ekolkata24.com/?p=14880 News Desk: দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে (Indian Freedom Struggle) আধ্যাত্বিক গুরুদের বিশেষ অবদানের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷

তিনি মনে করিয়ে দিলেন, দেশের স্বাধীনতার ইতিহাসে এই আধ্যাত্মিক গুরুদের যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল তাঁরা আদৌ সেটা পাননি। এমন অনেক আধ্যাত্মিক গুরু ছিলেন, যাঁরা আধ্যাত্বিক ক্রিয়াকলাপ ছেড়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। তাদের অবদানের কথা কিন্তু ইতিহাসে সেভাবে পাওয়া যায় না। চলতি বছরে আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব (amrit mohotsav) পালন করছি। এই উপলক্ষে আমরা সেই সমস্ত অজানা গুরুদের কথা সামনে নিয়ে আসব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের যুবসমাজের (youth society) সামনে তাঁদের জীবন ও আদর্শের কথা তুলে ধরতে হবে। মঙ্গলবার বারাণসী (varanasi) সফরের দ্বিতীয় দিনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)।

সোমবার কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করার পর মঙ্গলবার বিকেলে বেনারসে সদগুরু সদাফলদেও বিহঙ্গম যোগ সংস্থানের ৯৮ তম বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাধুসন্তদের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় অসহযোগ আন্দোলন করে যারা জেলে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সন্ত সদাফল দেও। একজন আধ্যাত্মিক ধর্মগুরু যেভাবে ঈশ্বর সাধনা ছেড়ে দেশের সেবাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন তা ভাবতেও অবাক লাগে। প্রত্যেক সাধুসন্তরা তাঁর এই কাজে গর্ববোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, সদাফল দেও আমাদের স্বদেশীর মন্ত্র শিখিয়েছিলেন। সেই মন্ত্রকেই আমরা পাথেয় করেছি। সেই মন্ত্রকে সামনে রেখেই আজ আমরা আত্মনির্ভর ভারত গড়ে তোলার কথা বলছি। এই পরিকল্পনায় দেশের ব্যবসা-বাণিজ্য অন্য দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দেশের ব্যবসাকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়ার কাজ করছি। মোদী বলেন, আমাদের দেশের আধ্যাত্মিক ধর্মগুরুদের অবদান কোনওভাবেই অস্বীকার করা যায় না। যখনই দেশ কোনও সঙ্কটে পড়েছে তখনই তাঁরা বেরিয়ে এসেছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

মোদীর এই বেনারস সফরে তার সঙ্গেই আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার আগে গঙ্গাস্নান করেছিলেন মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে থাকলেও গঙ্গায় ডুব দেননি যোগী। এ প্রসঙ্গেই মঙ্গলবার যোগীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গঙ্গা দূষণের কথা টেনে অখিলেশ বলেন, যোগী ভাল করেই জানেন যে গঙ্গা কতটা অপবিত্র, নোংরা হয়ে আছে। সে কারণেই তিনি গঙ্গায় স্নান করেননি। যদিও বিজেপি দাবি করে গঙ্গা পরিষ্কার করতে তারা নাকি কোটি কোটি টাকা খরচ করছে। আসলে সবই মানুষের চোখে ধুলো দেওয়া। টাকা খরচের নামে সেই টাকা যাচ্ছে বিজেপির পার্টি ফান্ডে। গঙ্গা কি কোনদিনই পরিষ্কার করবে বিজেপি? তবে গতকাল তিনি কেন গঙ্গায় নামেননি সে প্রসঙ্গে কোনও ব্যাখ্যা দেননি মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

]]>
My Sweet Home: বাড়ি কেনার সময় 5 টি গুরুত্বপূর্ণ খরচ সম্পর্কে সচেতন হন https://ekolkata24.com/business/my-sweet-home-5-important-costs-you-should-be-aware-of-while-buying-a-house Sun, 12 Dec 2021 08:03:43 +0000 https://ekolkata24.com/?p=14540 Online Desk: প্রত্যেকের স্বপ্ন থাকে বাড়ির (Home) মালিক হওয়ার। যা কেবল নিরাপত্তার অনুভূতিই দেয় না, স্বাধীনতা এবং গর্বের অনুভূতিও দেয়। তবে কোনও বিস্তারিত আর্থিক পরিকল্পনা ছাড়া করা সম্ভব নয় ।

বাড়ি কেনার প্রথম ধাপটি হল বাড়ির মালিকানার বিষয়ে প্রকৃত খরচ বোঝা এবং তার মূল্যায়ন করা প্রয়োজন। প্রত্যাশার বিপরীতে, নির্মাতা বা বিক্রেতা কর্তৃক প্রক্ষিপ্ত মালিকানার খরচ এবং মালিকানার জন্য প্রকৃত খরচের মধ্যে পার্থক্য থাকবে। এর কারণ হল সর্বদা লুকানো চার্জ এবং অতিরিক্ত খরচ রয়ে যায় যেটা আপনাকে শেষে দিতে হয় বলে চাপ হয়ে যায় ৷ যদি আপনি এইগুলির জন্য বরাদ্দ করে যেতে ব্যর্থ হন, তাহলে প্রকৃতপক্ষে ক্রয়ের সময় প্রকৃত খরচগুলি বৃদ্ধি পাবে এবং যার জেরে শেষ পর্যন্ত আপনার আর্থিক পরিকল্পনা ভেঙে দিতে পারে।

আপনার স্বপ্নের বাড়ি কেনার আগে আপনাকে যে 5 টি গুরুত্বপূর্ণ অতিরিক্ত খরচ সম্পর্কে সচেতন হতে হবে তা এখানে দেওয়া হল যাতে আপনি আপনার আর্থিক পরিকল্পনা আরও ভাল করতে পারেন এবং শেষ মুহূর্তে অপ্রয়োজনীয় আর্থিক ধাক্কা এড়াতে পারেন।

1. স্ট্যাম্প ডিউটি
স্ট্যাম্প ডিউটি হল সম্পত্তি লেনদেনের উপর সরকার কর্তৃক আরোপিত বাধ্যতামূলক কর। এটি বিক্রয় চুক্তির বিশুদ্ধতা প্রমাণ করে এবং সম্পত্তি বিক্রয় বা ক্রয়ের প্রমাণ হিসেবে কাজ করে। আপনি যেখানে বাড়ি কিনছেন তার উপর নির্ভর করে স্ট্যাম্প ডিউটি চার্জ করা হতে পারে সম্পত্তির মূল্যের উপর 4% থেকে 7% এর মধ্যে । উদাহরণস্বরূপ, যদি আপনি যে বাড়িটি কিনছেন তার মূল্য যদি 50 লক্ষ টাকা হয়; আপনাকে স্ট্যাম্প ডিউটি হিসাবে 2 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা অতিরিক্ত খরচ করতে হবে, যা দামের সঙ্গে যোগ করবে।
মনে রাখবেন , স্ট্যাম্প ডিউটির হার রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয় এবং রাজ্যগুলির পাশাপাশি রাজ্যের মধ্যে শহুরে এবং গ্রামীণ অঞ্চলের ভিত্তিতে তা পরিবর্তিত হতে পারে। বেশ কয়েকটি রাজ্য মহিলা এবং সাশ্রয়ী মূল্যের বাড়ি কেনার লোকদের 1% পর্যন্ত ছাড় দেয় সুতরাং , একটি রাজ্যের মধ্যেও স্ট্যাম্প ডিউটি চার্জের উল্লেখযোগ্য তারতম্য হতে পারে।

2.রেজিস্ট্রেশন ফি
ক্রেতার নামে সম্পত্তি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে এবং সম্পত্তির মালিকানার রেকর্ড আপডেট করার জন্য ক্রয়ের সময় সরকার কর্তৃক আরোপিত আরেকটি বাধ্যতামূলক খরচ হল এটি। বেশিরভাগ রাজ্যে, রেজিস্ট্রেশন খরচ বাড়ির মূল্যের 1%। সুতরাং, 50 লক্ষ টাকা মূল্যের একটি বাড়ির জন্য, আপনাকে নিবন্ধন চার্জ হিসাবে 50,000 টাকা দিতে হবে। স্ট্যাম্প ডিউটি ছাড়াও রেজিস্ট্রেশন চার্জ আপনাকেই দিতে হবে।

3. পণ্য ও পরিষেবা কর (GST)
যদি আপনি একটি নির্মীয়মান সম্পত্তি ক্রয় করেন, তাহলে আপনি সেটিতেও GST দিতেও দায়বদ্ধ থাকবেন। সম্পত্তি যদি সাশ্রয়ী মূল্যের আবাসনের সংজ্ঞার মধ্যে পড়ে তাহলে তা বাড়ির মূল্যের 1% হিসাব করা হয়। যদি তা না হয় তবে সম্পত্তির মূল্যের 5% হারে জিএসটি লাগবে। একটি সাশ্রয়ী মূল্যের সম্পত্তি এমন একটি বাড়ি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার মূল্য 45 লক্ষ টাকার কম এবং যার এলাকা মহানগরে 60 বর্গমিটারের কম এবং অন্যান্য স্থানে 90 বর্গমিটারের কম। সুতরাং, যদি একটি নির্মীয়মান সাশ্রয়ী মূল্যের সম্পত্তির মূল্য 40 লক্ষ টাকা হয়, তাহলে ক্রেতা কর্তৃক বহন করা জিএসটি হবে 40,000 টাকা। যদি মূল্য 50 লক্ষ টাকা হয়, তাহলে GST দিতে হবে 2.5 লক্ষ টাকা। যাইহোক, সম্পূর্ণ (মালিকের জন্য প্রস্তুত) সম্পত্তি বা পুরোনো সম্পত্তির পুনরায় বিক্রয়ের উপর কোন GST লাগবে না।

4. অগ্রিম রক্ষণাবেক্ষণ চার্জ
সম্পত্তি রক্ষণাবেক্ষণ চার্জগুলি বাড়ির খরচকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। নির্মাতারা এগুলি এক বা দুই বছরের জন্য আগাম সংগ্রহ করতে পারেন এবং সম্পত্তি এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আকার এবং অবস্থানের উপর নির্ভর করে এই পরিমাণ প্রায় লাখ খানেক টাকার মধ্যে চলে যেতে পারে। সাধারণত, রক্ষণাবেক্ষণ চার্জের মধ্যে থাকে বিল্ডিংয়ের নিরাপত্তা , লিফট চার্জ , সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ফি, এবং সাধারণ জল এবং বৈদ্যুতিক চার্জ ইত্যাদি।

5. পার্কিং চার্জ
বেশ কয়েকজন বাড়ি বা ফ্ল্যাট ক্রেতারা মনে করেন যে তারা একবার তাদের নতুন বাড়িতে গেলে, তাদের গাড়ির পার্কিং চার্জ দিতে হবে না। এটা ঠিক নয়। হাউজিং সোসাইটি বা নির্মাতারা আলাদা করে পার্কিংয়ের জন্য তারা পার্কিং চার্জ ধার্য করে। যদি আপনার একাধিক যানবাহন থাকে, তাহলে আপনাকে অতিরিক্ত পার্কিং স্পেস কিনতে অতিরিক্ত অর্থ প্রদান করতে হতে পারে। এখন হাউসিং সোসাইটির উপর নির্ভর করে, আপনাকে এককালীন বা বার্ষিক পার্কিং চার্জ দেওয়া হতে পারে যা বেশ মোটা টাকার ধাক্কা কারণ এই অংকটা কয়েক হাজার থেকে লাখ পর্যন্ত হতে পারে।

এগুলি ছাড়াও, পুনরায় বিক্রয় লেনদেনের ক্ষেত্রে , আপনাকে স্থানীয় সংস্থাকে ট্রান্সফার অফ মেমোরেন্ডাম ( টিএম ) চার্জ দিতে হতে পারে বা সম্পত্তির মালিকানা হস্তান্তরের জন্য অ্যাসোসিয়েশনের কাছে আলাদা চার্জ দিতে হতে পারে। নির্মাতা কমপ্লেক্সের মধ্যে একটি ভাল অবস্থানে ইউনিটের জন্য আপনার পছন্দের লোকেশন চার্জ ( পিএলসি ) এবং কোন তলায় অবস্থিত তার জন্যও বেশি চার্জ করতে পারেন। এগুলি একেবারেই নিদিষ্ট নয় বরং তা নির্মাতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে । ফ্ল্যাটের ভিতরটা সাজানোর ইত্যাদি কাজের জন্য আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে, বিশেষ করে যদি আপনি এটি আপনার স্পেসিফিকেশন অনুযায়ী চান।

উপসংহারে বলা চলে , এই সমস্ত অতিরিক্ত খরচ একসঙ্গে করা আপনার বাড়ির প্রকৃত খরচকে 10-15%বাড়িয়ে দিতে পারে। যা উল্লেখ করার মতো তা হল যে আপনি যদি সম্পত্তি কেনার জন্য গৃহঋণ নেওয়ার পরিকল্পনা করেন তাহলে, ঋণদাতা কিন্তু ঋণের পরিমাণ চূড়ান্ত করার সময় এই সব খরচগুলি বিবেচনায় আনবে না। অনুমোদিত ঋণের পরিমাণ সম্পত্তির মূল্যের উপর নির্ভর করবে এবং এই সমস্ত খরচ আপনাকে নিজের পকেট থেকেই দিতে হবে। সুতরাং, বাড়ির সামগ্রিক খরচ অনুমান করার সময় আপনাকে এই সমস্ত অতিরিক্ত ব্যয়ের হিসাব দিতে হবে এবং আপনার পরিকল্পনা শুরু করার সময় থেকেই তাদের জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে আপনার পক্ষে বাড়ি কেনাটা অনেক সহজ হয়ে উঠবে।

]]>
File missing: হাইকোর্ট থেকে ‘ভ্যানিশ’ ফরেন্সিক রিপোর্ট ফাইল! https://ekolkata24.com/uncategorized/important-forensic-report-file-missing-from-high-court Fri, 03 Dec 2021 08:02:05 +0000 https://ekolkata24.com/?p=13322 নিউজ ডেস্ক, কলকাতা: মামলার ফাইলের হদিস (File missing) নেই। শুনানির দিন ধার্য থাকলেও মামলার ফাইল আসেনি এজলাসে। ফাইল কোথায় বিভাগীয় তদন্তের নির্দেশ রেজিষ্টার জেনারেল কে।

২০১২ সালে কল্লোল গুহ ঠাকুরতা ফরেনসিক পরীক্ষার বিলম্ব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। এর আগে শুনানির দিন থাকলেও সেদিনও এজলাসে মামলার ফাইল পাঠায়নি হাইকোর্টের ফাইল বিভাগ। শুক্রবার পুনরায় শুনানির দিন থাকলেও কোর্ট মাস্টার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানায় আজও ফাইল পাওয়া যাচ্ছে না।

এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

]]>
সমাজের দ্বিচারিতা ব্যাপারে মুখ খুললেন কোয়েল https://ekolkata24.com/entertainment/koel-mallick-shared-important-message-on-mental-health Sun, 05 Sep 2021 07:29:10 +0000 https://www.ekolkata24.com/?p=3883 বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: ভালো আছি,ভালো থেকো/আকাশের ঠিকানায় চিঠি লিখো”
সবাই জিজ্ঞাসা করত, “কেমন আছো?” উত্তরে যদি বলি, ভালো নেই৷ তবে কেমন যেন অতি সহজ অংকের সমাধান এর মতন বলে দেয়, আমি কী কী উপায়ে ভালো থাকতে পারি?
অথচ ধৈর্য ধরে শুনেছে ক’জন? আর যে কজন শুনেছে তাদের মধ্যে বেশিরভাগই তুলনা টেনে দিয়ে বলেছে ‘ ওরা এরকম করতে পারলে তুই পারবি না?’ অথচ আমার মনের মঞ্চে চেনা মানুষের অচেনা হয়ে যাওয়া, অভিনয় এর খেলায় আমি জর্জরিত বিপর্যস্ত তা গভীরভাবে বুঝতে চেয়েছে ক’জন? এতদিন যখন ভালো ছিলাম না,ততদিন কেন যাকেই মন খারাপের কথা বলতে গিয়েছি,সে বলে দিয়েছে,’একটু ঘুরে আয় সব ঠিক হয়ে যাবে’।কিংবা কেউ তো হাস্যকরভাবে বলেছে, একটু ওয়েব সিরিজ দেখ।আড্ডা মার।পার্টি কর।থিংস উইল বি অল রাইট।’
আচ্ছা!এতটাই সহজ।আমার মন ম্যানেজমেন্ট এতটাই যখন সহজ ছিল সবার কাছে,আমার কাছে আমি কেন কঠিন হল পুরোটা?
আসলে আমি বুঝতে পারিনি না? নাকি আমি বোঝাতে পারিনি?
ইতি,
নিজের কথা কাউকে বোঝাতে না পারা কেউ

এমন অনেক প্রশ্ন থেকে যায়, অনেক এমন প্রাণ যারা হয়তো আজ আর আমাদের মধ্যে নেই তাদের না লেখা চিঠিতে। তারা চলে যাবার পরে তখন হঠাৎ করে সবাই বলতে শুরু করে,’ আহা রে! এত কষ্ট ছিল বুঝতেই পারিনি। একবার যদি বুঝতাম!’

আত্মহত্যার পর এর যে সামাজিক দ্বিচারিতা আমরা সর্বত্র লক্ষ্য করি ঠিক সেটাকেই অভিনেত্রী কোয়েল মল্লিক তুলে ধরলেন নিজের ভাবনায়। সাইকোলজির ছাত্রী হওয়ার জন্য মনোবিজ্ঞান নিয়ে তার অগাধ জ্ঞান।

চলতি মাসটি ‘সুইসাইড প্রিভেনসান মান্হ’। সামাজিক এই বিচারকের কোথায় কোয়েল মল্লিক (Koel Mallick) উল্লেখ করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, যখন কেউ আত্মহননের পথ বেছে নেয়, তারপরে সবাই দুঃখ প্রকাশ করে। বলে একবারের জন্য যদি তারা বুঝতে পারত তবে হয়তো এ ঘটনা ঘটত না। কিন্তু বেঁচে থাকাকালীন যখন সে মানসিক কোন সমস্যার ভেতর দিয়ে যায় তখন কেউ তার কথা শোনে না, কেউ বিশ্বাস করে না উপরন্তু বলে দেওয়া হয়, তারা নাকি অ্যাটেনশন সিকার। এই সমাজের আরও অনেক কিছু করার আছে।”

অভিনেত্রী কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে দর্শকদের মধ্যে পরিচিত একজন দক্ষ অভিনেত্রী এবং বিচক্ষণ ব্যক্তিত্ব হিসেবে। তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তিনি সর্বদা পজিটিভিটির মন্ত্র ছড়িয়ে দিতে চায়। মনের যত্ন নেওয়ার ব্যাপারে তার এই বক্তব্য নিঃসন্দেহে এই সমাজের কাছে আশার আলো দেখাবে।

]]>