incident – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 09 May 2024 14:57:12 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png incident – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 CV Ananda Bose: आख़िरकार उस दिन का राजभवन का फुटेज! वहाँ क्या है? https://ekolkata24.com/top-story/exclusive-cv-ananda-bose-footage-reveals-insights-from-raj-bhavan-incident Thu, 09 May 2024 14:56:28 +0000 https://ekolkata24.com/?p=47335 पिछले गुरुवार को राजभवन की एक अस्थायी महिला कर्मचारी ने राज्यपाल सीवी आनंद बोस (CV Ananda Bose) के खिलाफ छेड़छाड़ का आरोप लगाया था। फिर बंगाल की राजनीति में घमासान मचा हुआ है। मुख्यमंत्री ममता बनर्जी इसे लेकर काफी मुखर हैं।

हालांकि, राज्यपाल ने उसी दिन सभी आरोपों को खारिज कर दिया। उन्होंने दावा किया कि इस पूरे मामले के पीछे एक ‘साजिश’ है। इस सबके बीच, राजभवन ने पूर्व घोषणा के अनुसार उस दिन, गुरुवार का सीसीटीवी फुटेज प्रकाशित किया।

राजभवन पर जारी उस दिन की सीसीटीवी फुटेज की लंबाई करीब 1 घंटा 19 मिनट है. वहाँ क्या है?
उस दिन राजभवन के उत्तरी गेट के सामने दो कैमरों की रिकॉर्डिंग दिखाई गई थी। 1 घंटे 19 मिनट की फ़ुटेज को तीन स्तर में दिखाया गया है। पहली फुटेज का समय शाम 5:31 बजे से 5:42 बजे तक है। दूसरा फुटेज 5:32 से 6:32 तक का है। तीसरा फुटेज शाम 6:32 बजे से 6:41 बजे तक का है।

राजभवन द्वारा जारी फुटेज में महिला को राज्यपाल के खिलाफ शिकायत करते हुए दिखाया गया है। शाम करीब 5:32 बजे पहले कैमरे में महिला राजभवन से निकलकर सामने से ओसी के कमरे की ओर आती दिखी. दूसरे कैमरे में वह पीछे से ओसी के कमरे की ओर जाता दिख रहा है।

हालांकि, सीसीटीवी फुटेज में राजभवन या राज्यपाल का अंदरूनी हिस्सा नहीं दिखी। पुलिस में दर्ज शिकायत में महिला ने कहा कि राज्यपाल ने राजभवन के कॉन्फ्रेंस रूम में उनके साथ अभद्र व्यवहार किया।

तृणमूल ने दावा किया था कि राज्यपाल ने राजभवन में एक अस्थायी महिला कर्मचारी के साथ दो बार छेड़छाड़ की। उस संदर्भ में, सीसीटीवी फुटेज को सार्वजनिक करने की चुनौती दी गई थी। पुलिस ने राजभवन अधिकारियों से सीसीटीवी फुटेज भी मांगा। लेकिन कानूनी अड़चनों के कारण राज्यपाल ने पुलिस को फुटेज देने से इनकार कर दिया। राजभवन के कर्मचारियों को भी दिशानिर्देश जारी किए गए हैं।

इसके बाद राज्यपाल ने तृणमूल की चुनौती को स्वीकार करते हुए ‘सच का सामना’ की घोषणा की। राजभवन की ओर से बताया गया कि उस दिन का सीसीटीवी फुटेज राजभवन द्वारा प्रदर्शित किया जाएगा लेकिन इसे ममता बनर्जी और उनकी पुलिस को नहीं दिखाया जाएगा।

]]>
Nagaland: ওটিং গ্রামের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ https://ekolkata24.com/uncategorized/amit-shah-called-the-incident-in-nagaland-unfortunate Mon, 06 Dec 2021 12:00:14 +0000 https://ekolkata24.com/?p=13800 নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে (village Oting) অসম রাইফেলসের জওয়ানদের গুলিতে ১৬ জন গ্রামবাসীর (villagers death) মৃত্যু হয়। সোমবার বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ প্রায় সব বিরোধী দলই এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চায়। বিরোধীদের বক্তব্যের প্রেক্ষিতে সোমবার লোকসভা ও রাজ্যসভার (Lokshabha and Rajyashabha) স্বতঃপ্রণোদিত হয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Aamit Shah)।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নাগাল্যান্ডে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা বাহিনী এক সতর্কবার্তায় জানিয়েছিল, নাগাল্যান্ডের মন জেলার ওটিং এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। গোয়েন্দাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই সেনাবাহিনীর ২১ জন কমান্ডো ওই সন্দেহভাজন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। সে সময় একটি ট্রাক আসছিল। ট্রাকটিকে থামার নির্দেশ দেয় কমান্ডোরা। কিন্তু ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জওয়ানরা মনে করেছিলেন, ওই গাড়িতেই জঙ্গিরা লুকিয়ে আছে। সে কারণেই তাঁরা ওই ট্রাক লক্ষ্য করে গুলি চালান।

শাহ আরও জানিয়েছেন, ট্রাকটিতে থাকা আটজনের মধ্যে ৬ জন গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দু’জনকে জওয়ানরাই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালেই তাঁদের মৃত্যু হয়।

শাহ বলেন, গুলি চালানোর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আশপাশ থেকে গ্রামবাসীরা এসে সেনাদের উপর চড়াও হয়। সেনাবাহিনীর দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের আক্রমণে এক জওয়ান শহিদ হন। কয়েকজন জখম হন। উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে আত্মরক্ষার্থে ফের গুলি চালান জওয়ানরা। তাতেই আরও সাত গ্রামবাসীর মৃত্যু হয়। ওই ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে চলেছে। সোমবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এলাকা যথেষ্ট থমথমে এবং উত্তেজনা রয়েছে। শাহ আরও জানিয়েছেন, নাগাল্যান্ড পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে এসেছেন। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। এক মাসের মধ্যে তদন্তের রিপোর্ট মিলবে।

শাহ সংসদে দেওয়া বিবৃতিতে আরও জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে ফের অসম রাইফেলসের শিবিরে আরো প্রায় ৩০০ জন গ্রামবাসী আক্রমণ চালায়। আগুন লাগানোর চেষ্টা করে। গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে সে সময় ফের গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা। এই গুলিতে আরও এক গ্রামবাসীর মৃত্যু হয়। এই ঘটনায় যে সমস্ত জওয়ান জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দোষী প্রমাণ হলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও শাহ আশ্বাস দিয়েছেন। শাহ আরও বলেন, নাগাল্যান্ডের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেছেন। ভবিষ্যতে কোনও সেনা অভিযানে যেন এমন দুর্ভাগ্যজনক না ঘটে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে শাহ এদিন আরও একবার সংসদে জানিয়েছেন, শনিবারের ঘটনায় ওটিং গ্রামপ যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার অবশ্যই উপযুক্ত বিচার পাবে।

]]>
Nagaland: ওটিং গ্রামের ঘটনাকে ‘গণহত্যা’ বললেন প্রদেশ বিজেপি সভাপতি https://ekolkata24.com/uncategorized/nagaland-state-bjp-president-called-the-oating-village-incident-a-genocide Mon, 06 Dec 2021 09:19:25 +0000 https://ekolkata24.com/?p=13788 News Desk:  নাগাল্যান্ডের ঘটনা নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরোধ ক্রমশই সামনে আসছে। শনিবার রাতে নাগাল্যান্ডের (Nagaland) ওটিং জেলায় অসম রাইফেলসের (assam rifles) জওয়ানদের গুলিতে ১৬ জন নিরীহ গ্রামবাসীর (villagers) মৃত্যুর ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (bjp central leadership) এখনও সেভাবে মুখ খোলেনি।

কিন্তু বিজেপির নাগাল্যান্ডের রাজ্য সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য তেমজেন ইম্মা আলং (temjen imma alang ) শনিবারের ঘটনাকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। রাজ্য বিজেপি সভাপতি বলেন, ওটিং গ্রামে যা ঘটেছে সেটা যুদ্ধাপরাধের সামিল। নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে সেখানে। অসম রাইফেলসের এই কাজের কোনও ব্যাখ্যা হতে পারে না। যে কারণেই এটা ঘটে থাকুক তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। একই সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি তেমজেন বলেছেন, ঘটনার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে অসম রাইফেলস গোয়েন্দা দফতরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অজুহাত দেওয়া একেবারেই ঠিক নয়।

 

nagaland village incident

শনিবারের ঘটনার কড়া সমালোচনা করে প্রদেশ বিজেপি সভাপতি বলেছেন, কেন্দ্রের উচিত অবিলম্বে নিহত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। আহতদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করা। মৃতদের পরিবারগুলির কোনও সদস্যকে চাকরি এবং যারা কোনও কারণবশত শারীরিকভাবে অক্ষম হয়ে পড়বেন তাঁদের আজীবন দায়িত্বভার বহন করা।

নাগাল্যান্ড বিজেপি সভাপতি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার ও নাগা রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে রাজ্যের রাজনৈতিক সমস্যা যখন মেটার মুখে ঠিক সেই সময়ে এ ধরনের ঘটনা অনেক বেশি উদ্বেগজনক। কেন্দ্র ও নাগা রাজনৈতিক গোষ্ঠীগুলির মধ্যে শান্তি প্রক্রিয়া চলাকালীন আধাসামরিক বাহিনীর জওয়ানদের অনেক বেশি সংযম ও ধৈর্য দেখানো উচিত ছিল। শনিবার ওটিং গ্রামের কিছু নিরীহ ও সাধারণ মানুষ সারাদিন খনিতে হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরছিলেন। তাঁদের হাতে টিফিনের কৌটো, জলের বোতল ছাড়া কোনও কিছুই ছিল না। কিন্তু তা সত্বেও জওয়ানরা যেভাবে গুলি চালিয়ে নিরীহ মানুষকে খুন করেছে এটা যুদ্ধাপরাধের সামিল। এটা গণহত্যা ছাড়া কিছু নয়।

গুলি চালানোর ঘটনাকে জঘন্যতম অপরাধ বলে উল্লেখ করে নাগাল্যান্ড বিজেপি সভাপতি তেমজেন দাবি করেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। কিভাবে জওয়ানরা কিছু নিরীহ, নিরাপরাধ মানুষকে এভাবে গুলি করে মারল তার জবাব দিতে হবে। শনিবার কিসের ভিত্তিতে কমান্ডিং অফিসার জওয়ানদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তা জানানো হোক?

অন্যদিকে অসম রাইফেলসের পক্ষ থেকে শনিবারের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, জওয়ানদের ওপর চড়াও হয়েছিল এলাকার মানুষ। এলাকায় অসম রাইফেলসের শিবিরের উপর তিনশ’রও বেশি স্থানীয় মানুষ আক্রমণ চালিয়েছিলেন। তাদেরকে সরিয়ে দিতেই জওয়ানরা শূন্যে গুলি চালায়। অসম রাইফেলসের এই বিবৃতির প্রেক্ষিতে প্রদেশ বিজেপি সভাপতি তেমজেন পাল্টা প্রশ্ন তুলেছেন, জওয়ানরা যদি শূন্যে গুলি চালিয়ে থাকে তাহলে কিভাবে এতগুলি নিরীহ প্রাণ অকালে ঝরে গেল।

]]>