দীর্ঘ ১২০ ঘণ্টার চেষ্টায় ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ২৫৮ কোটি টাকা। প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কারও মিলেছে। একইসঙ্গে দেশে-বিদেশে ১৬টি অত্যন্ত দামী সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়ী উত্তরপ্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপুল পরিমাণ আয়কর ফাঁকিতে অভিযুক্ত ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ৪০টি লকার ও ৫০০টি চাবির গোছা মিলেছে। সাম্প্রতিককালে আয়কর দফতর এই ধরনের বড় মাপের সাফল্য পায়নি।
সমাজবাদী পার্টি প্রধানের ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর একাধিক ব্যবসা রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে।
আয়কর ফাঁকির অভিযোগ ওঠায় বৃহস্পতিবার রাতে ইডি এবং আয়কর দফতরের আধিকারিকদের এক যৌথ প্রতিনিধি দল পীযূষ জৈনের বাড়িতে হানা দেয়। একই সঙ্গে ওই ব্যবসায়ীর বেশ কয়েকটি অফিসেও তল্লাশি অভিযান চলে। এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা গুনতে আয়কর বিভাগের বেশ কয়েকজন কর্মীর ঘুম ছুটেছে।
আয়কর দফতর আরও জানিয়েছে, বিপুল টাকা ও অলঙ্কার ছাড়াও ওই ব্যবসায়ীর বাড়ি থেকে দেশে-বিদেশে ১৬টি অত্যন্ত দামী সম্পত্তির সন্ধান মিলেছে। যার মধ্যে কনৌজে রয়েছে সাতটি, কানপুরে চারটি, দিল্লিতে একটি এবং দুবাইয়ে দুটি সম্পত্তির হদিশ মিলেছে।
আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত এই ব্যবসায়ী নামে-বেনামে ৪০টি সংস্থার মালিক ছিলেন। আয়কর ফাঁকি দেওয়ার কারণে ইতিমধ্যেই এই বিতর্কিত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে টানা জেরা করছেন আয়কর দফতরের আধিকারিকরা। ব্যবসায়ীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগও উঠেছে। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তিনি করেছেন, তাঁর আয়ের উৎস কী সে বিষয়ে এখনও কিছুই জানাননি কানপুরের এই ব্যবসায়ী।
]]>রাতভর একের পর এক সপা নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছেন আয়কর দফতরের কর্তারা। তালিকা মিলিয়ে চলেছে অভিযান। লখনউ, মৈনপুরী, আগ্রা, কানপুর, ইটাওয়া, সহ রাজ্যের ১২টি জায়গায় চলেছে আয়কর অভিযান।
চাঞ্চল্যকর ঘটনা, মউ জেলায় সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক রাজীব রায়ের ঘরে অভিযান চালায় আয়কর বিভাগ। তার বিরুদ্ধে কেবল তার কানেকশন বরাত দেওয়ার দুর্নীতির অভিযোগ আছে। রাজ্যের অন্যতম নেতা জীতেন্দ্র যাদবের বাড়িতেও অভিযান চালায় আয়কর অফিসাররা।
সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবকেও নিশানা করা হয়েছে। তবে সমাজবাদী পার্টির নেতাদের অভিযোগ, রাজ্যের বিজেপি জোট সরকার ভোটের জমি হারিয়ে ভুয়ো তদন্তের ধুয়ো তুলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে কুশাসন কায়েম করেছেন।
শুক্রবার রাতে আয়কর অভিযান শুরু হতেই বিভিন্ন জেলায় সমাজবাদী পার্টির সমর্থকরা হাঙ্গামা শুরু করেন। কয়েকটি এলাকায় বিজেপি সমর্থকরা আক্রান্ত হন বলে অভিযোগ। অভিযান সুষ্ঠুভাবে চালাতে সশস্ত্র পুলিশের সাহায্য নেন আয়কর দফতরের অফিসাররা।
]]>আরও পড়ুন অন্যান্য তারকাদেরও সোনুর মত হওয়া উচিৎ: ফারহা খান
আয়কর দফতরের দাবি, সোনু সুদের এনজিও-র তরফে বিদেশে থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান হিসাবে তোলা হয়েছে বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে, যা সরাসরি যা ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের সরাসরি লঙ্ঘন। আয়কর আধিকারিকদের সেই তল্লাশি অভিযান নিয়ে অবশেষে মুখ খুললেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “সমস্ত দেশবাসীর আশীর্বাদ সঙ্গে থাকলে কঠিন পথে হাঁটাও সহজ হয়ে যায়।”
“सख्त राहों में भी आसान सफर लगता है,
हर हिंदुस्तानी की दुआओं का असर लगता है”pic.twitter.com/0HRhnpf0sY
— sonu sood (@SonuSood) September 20, 2021
সোনু লিখেছেন, “তোমার নিজের গল্প সব সময় মুখে বলার প্রয়োজন পড়ে না। কারণ সময় সেটা বলে দেয়। আমি সমস্ত শক্তি এবং হৃদয় দিয়ে দেশবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমার ফাউন্ডেশনের সমস্ত অর্থ আর্তের সাহায্যের জন্য খরচ হয়েছে। অনেক ব্র্যান্ডকেও আমি অনুরোধ করেছি আমার এনডোর্সমেন্ট ফি যেন মানবতার কাজে লাগানো হয়। সাহায্যের হাত যেন বন্ধ না হয়।” এছাড়াও ঞ্জানিয়েছেন, কিছু অতিথি আসায় গত চারদিন ব্যস্ত ছিলেন, এবার আবার ফিরছেন জনসভার কাজে। যদিও ‘অতিথি’ বলতে আয়কর বিভাগের আধিকারিকদের বুঝিয়েছেন কিনা, তা নিয়েও শুরু হয়েছে তরজা।
আরও পড়ুন রাজনীতিতে পা রেখেই পুর-প্রার্থী হচ্ছেন ‘করোনা-হিরো’ সোনু সুদ
প্রসঙ্গত, গত মাসের শেষেই অরবিন্দ কেজরিওয়াল সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে কংগ্রেস বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি) নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। জাতীয় এবং মহারাষ্ট্রের রাজনীতিতে নিজেদের হারানো জায়গা ফিরে পেতে বিশেষ কৌশল নিয়েছে কংগ্রেস। দল রাজ্যের হাইকমান্ডকে পরামর্শ দিয়েছে যে নির্বাচনের আগে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, অভিনেতা রিতেশ দেশমুখ, মিলিন্দ সোমন এবং করোনা সময়কালে মানুষকে সাহায্য করার জন্য মন জয় করা অভিনেতা সোনু সুদের নামও মেয়রের জন্য বিবেচনা করা হবে।

ফলে, অনেকেই বলছিলেন অন্যান্য রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হওয়াতেই সোনুর ওপর এই চাপ দিচ্ছে দেশের শাসকদল। যদিও সে কথা অস্বীকার করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।
]]>
আয়কর দাতাদের তাদের আয়ের ভিত্তিতে রিটার্ন দাখিল করতে হয়। এর জন্য সাত ধরনের ফর্ম রয়েছে৷ করদাতারা তাদের আয়ের ভিত্তিতে নির্ধারিত ফর্ম নির্বাচন করে আয় সম্পর্কে তথ্য দিতে হয়। আয়কর রিটার্ন ফর্মে ভুল তথ্য পূরণ করা আপনার অসুবিধা বাড়িয়ে দিতে পারে। আয়কর রিটার্ন দাখিলের সময় আপনার কিছু বিষয় মনে রাখা উচিত, যেমন আপনার আয়ের উপর ভিত্তি করে সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করা, সঠিক তথ্য পূরণ করা, অন্যান্য আয়ের উৎসের তথ্য পূরণ করা, আপনার ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য যেমন নাম, অ্যাকাউন্ট আইএফএস কোড তথ্য পূরণ করুন৷ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে পূরণ করা গুরুত্বপূর্ণ৷ কারণ রিটার্নের পরিমাণ একই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
]]>