increase – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 20 Nov 2021 17:29:58 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png increase – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ব্যবসা বাড়াতে প্রচুর শো-রুম খুলবে গোদরেজ https://ekolkata24.com/uncategorized/godrej-will-open-a-lot-of-showrooms-to-increase-business Sat, 20 Nov 2021 17:29:58 +0000 https://ekolkata24.com/?p=11892 News Desk: রাজ্যে আরও ব্যবসা বাড়াতে চাইছে গোদরেজ। টার্গেট ১৮-২০ শতাংশ। এই লক্ষ্যেই ১৫ টি নতুন শো-রুম খুলবে এই সংস্থা। যেমন হাওড়া ও কলকাতায় একটি করে নতুন শো-রুম খুলল তারা। উদ্বোধন করলেন স্বস্তিকা। এই নতুন দোকান উদ্বোধনের মাধ্যমে রিটেইল ব্র্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর-পূর্বে নিজের অবস্থান সুদৃঢ় করতে চায় গোদরেজ।

হাওড়ার স্টোরটির অবস্থান জেলার বৃহত্তম অবনী মলের কাছেই গুরুত্বপূর্ণ একটি এলাকায় এবং অন্যটির অবস্থান দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলের অন্যতম খ্যাতনামা এলাকা বোসপুকুরের কাছেই। দুটি জায়গাই ঘনবসতির নিকটবর্তী যা আউটলেট গুলিকে টার্গেটেড কাস্টমারদের নাগালের মধ্যে রেখেছে। স্টোরদুটির বিশেষত্ব হল যে এটি কিচেন সেগমেন্ট, ম্যাট্রেস, হোম স্টোরেজ এবং ফার্নিচারে গ্রাহকদের পছন্দসই স্পেশালি ক্রাফটেড প্রোডাক্টের সুবিধা দেবে। এরই পাশাপাশি গোদরেজ ইন্টেরিয়র দুটি দোকানেই প্রতি কেনাকাটার ওপর একটি করে ফার্নিচার নিশ্চিতরূপে বিনামূল্যে অফার করছে।

Godrej

দুই শহরে গোদরেজ ইন্টেরিয়রের আউটলেট উদ্বোধন করতে এসে উচ্ছ্বসিত স্বস্তিকা মুখার্জি বলেন, “গোদরেজ ইন্টেরিয়রের সঙ্গে আমার যোগসুত্র সেই ছেলেবেলার, আজকে কসবা এবং অবনী মলের আউটলেট দুটির উদ্বোধন-অনুষ্ঠানে আসতে পেরে আমি আপ্লুত। অনেকের মতো, আমারও মনে হয় যে গৃহসজ্জা আমাদের ব্যক্তিগত অভিরুচির প্রতিফলন। আমাদের নিজস্ব পরিসরকেরকে আমরা কী ভাবে সাজাই, তা আসলে আমাদের ব্যক্তিত্বকে তুলে ধরে। গোদরেজ ইন্টেরিয়র একমাত্র বিশ্বস্ত এবং কালজয়ী একটি ব্র্যান্ড যা কনটেম্পোরারি ডিজাইন আর সেরা গুণগতমান বজায় রেখেও দামকে বেঁধেছে সাধ্যের মধ্যে। দেশের মানুষের ঘর সাজানোর আঙ্গিকে এনেছে বিশ্বমানের ছোঁয়া। আমি বিশেষভাবে উল্লাসিত এটা জেনে যে এই আউটলেট গুলি আমার মতো কাস্টমারদেরকে নিজেদের পছন্দমাফিক ফার্নিচারও গড়ে দেবে।”

টুইন সিটির নতুন আউটলেটগুলির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে গোদরেজ ইন্টেরিয়রের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুবোধ মেহতা বলেন,”কলকাতা এবং হাওড়া পশ্চিমবঙ্গের অন্যতম প্রাণোচ্ছল দুটি মেট্রো শহর এবং গুরুত্বপূর্ণ বাজার। এই দুই শহরের নিবাসীরা বরাবরই আমাদের ডিজাইনার এবং মডিউলার হোম ফার্নিচার এর প্রতি ভালোবাসা দেখিয়েছেন। গড় হিসেবে কুড়ি শতাংশ গোদরেজ ইন্টেরিয়রের রেভিনিউ আসে পশ্চিমবঙ্গের মার্কেট থেকেই। এই নতুন দুটি দোকান আমাদের ব্র্যান্ডের উপস্থিতি এবং অভিজ্ঞতা রিটেল ফার্নিচার মার্কেট বহুগুণ বৃদ্ধি করবে।

তিনি আরো বলেন,”গোদরেজ ইন্টেরিয়র পশ্চিমবঙ্গের বাজারে পায়ের মাটি শক্ত করেছে নিজের সুখ্যাতি এবং বিপুল সংখ্যক ক্রেতার ভালোবাসাকে পুঁজি করে। অর্থ বর্ষ ২২’এর শেষ পর্যন্ত আমরা এই রাজ্যে আরো ১৫টি আউটলেট খোলার কথা ভাবছি। যা অর্থ বর্ষ ২৫’এর মধ্যে আমাদের ব্যবসাকে ১৮ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করবে। আমরা নিশ্চিত, নিজের শ্রেণীতে শ্রেষ্ঠ মানের ফার্নিচার; ন্যায্যমূল্য এবং আকর্ষণীয় অফার আমাদের ব্র্যান্ডকে সম্প্রসারিত করবে এবং গোদরেজ ইন্টেরিয়র পরিবারের ক্রেতা পরিমণ্ডলকে বহুগুণে বাড়িয়ে তুলবে।

]]>
আয় বাড়াতে আরও ছ’টি সংস্থার বেসরকারিকরণ করতে চায় কেন্দ্র https://ekolkata24.com/uncategorized/central-government-wants-to-privatize-six-more-companies-to-increase-revenue Thu, 18 Nov 2021 08:40:48 +0000 https://ekolkata24.com/?p=11677 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: করেনাজনিত কারণে দেশের আর্থিক পরিস্থিতি একেবারেই বেহাল। অর্থনীতিকে চাঙ্গা করাতে চলতি বছরের বাজেট প্রস্তাবে বেসরকারিকরণের মাধ্যমে বিপুল পরিমাণ আয়ের লক্ষ্য নিয়ে ছিল নরেন্দ্র মোদি সরকার।

কিন্তু চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসে সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছনো সম্ভব হয়নি। তাই অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে বেসরকারিকরণের লক্ষ্যে আরও জোর গতিতে কাজ করতে চাইছে সরকার। এজন্য অর্থবছরের দ্বিতীয়ার্ধে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালনা দফতরের সচিব তুহিনকান্ত পান্ডে (tuhinkant pandey)। একই সঙ্গে তুহিনকান্ত জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতেই প্রথম এলআইসির (lic) শেয়ার বাজারে আসতে চলেছে ।

LIC

চলতি বছরের বাজেট প্রস্তাব বেসরকারিকরণ থেকে ১.৭৫ লক্ষ কোটি টাকা আয় হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু অর্থবছরের প্রথম সাত মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০ শতাংশ আয় ঘরে তুলতে পারেনি মোদি সরকার। আয় না থাকায় স্বাভাবিকভাবেই বিভিন্ন সরকারি খরচ সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছে মোদি সরকার। বিশেষত করোনার ধাক্কা সামলাতে সরকারের প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। সেই অর্থ রোজগার করতেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণকেই চূড়ান্ত হাতিয়ার করেছিল কেন্দ্র। কিন্তু সেখানেও সরকার সম্পূর্ণ ব্যর্থ।

এদিন কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালনা দফতরের সচিব তুহিনকান্ত বলেন, চলতি অর্থবর্ষে বাকি সময়ে আমরা কমপক্ষে ৬ টি সংস্থা বেসরকারিকরণের (disinvestment) করার লক্ষ্যমাত্রা স্থির করেছি। বেসরকারিকরণের বিষয়টি এখন আর সরকারের নীতির স্তরে আটকে নেই। বাস্তবে সেই নীতি দ্রুত কার্যকর করা হচ্ছে। তুহিনকান্ত আরও জানিয়েছেন বিইএমএল, বিপিসিএল, শিপিং কর্পোরেশন-সহ গোটা ছয়েক রাষ্ট্রীয় সংস্থার বেসরকারিকরণের জন্য দরপত্র চাওয়া হবে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে। যে পদ্ধতিতে এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ করা হয়েছে অন্যান্য সংস্থাগুলির বেসরকারিকরণের ক্ষেত্রেও একই নীতি মেনে চলা হবে।

যদিও এয়ার ইন্ডিয়াকে (air india) বিক্রি করে কেন্দ্র আদৌ উপযুক্ত অর্থ পায়নি। একই সঙ্গে এই শীর্ষ সরকারি কর্তা জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই বাজারে আসতে চলেছে এলআইসি শেয়ার।

<

p style=”text-align: justify;”>তুহিনকান্তর এই মন্তব্য আজ প্রকাশ্যে আসতেই বিভিন্ন সংস্থার কর্মীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। ইতিমধ্যেই মোদি সরকারের এই বেসরকারিকরণ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক রাজ্য। বেশকিছু রাজ্যে ইতিমধ্যেই পথে নেমে প্রতিবাদ সামিল হয়েছে মানুষ। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন (nirmala sitaraman) জানিয়েছেন, তাঁরা শুধু কেন্দ্র সম্পত্তি বেসরকারিকরণ করবেন। কোনও রাজ্যের সম্পত্তি নিয়ে তাঁদের মাথাব্যথা নেই।

]]>