information – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 07 Oct 2021 03:45:38 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png information – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Weather update: ভ্যাপসা গরমে শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা https://ekolkata24.com/uncategorized/weather-update-latest-weather-information-of-kolkata Thu, 07 Oct 2021 03:45:38 +0000 https://www.ekolkata24.com/?p=6814 নিউজ ডেস্ক: ভ্যাপসা গরম থাকছে কলকাতায়। মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। সঙ্গে বেলার দিকে প্রত্যেক দিনই অল্প বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস বলছে যে আপাতত ভয়ঙ্কর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বড় কোনও সিস্টেম তৈরি হয়নি।

তবে দু-এক পশলা বৃষ্টি হতেই পারে। যেমন মঙ্গলবারের মতো বুধবার হঠাৎ করেই কলকাতা-সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়। সৌজন্যে উড়ো মেঘ।

এর পিছনে বাতাসের অতিরিক্ত আর্দ্রতাকেই দায়ী করছেন আবহবিদেরা। তাঁরা বলছেন, বাতাসের জলীয় বাষ্প দ্রুত গরম হয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠছে এবং ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করছে। তা থেকেই স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। কিন্তু তা একটানা হবে না।

বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। বৃষ্টি হয়নি।

বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬২ শতাংশ। বৃষ্টি হয় ০.৪ মিলিমিটার।

মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ।

]]>
নবরাত্রি ২০২১: কবে শুরু এবং তিথি-তাৎপর্যসহ বিস্তারিত তথ্য জেনে নিন https://ekolkata24.com/uncategorized/navratri-2021-find-out-the-detailed-information-including-the-start-and-date Wed, 06 Oct 2021 17:16:22 +0000 https://www.ekolkata24.com/?p=6796 অনলাইন ডেস্ক: আমরা নবরাত্রি ২০২১-এর কাছাকাছি আসছি। ১০ দিনব্যাপী এই উৎসব ভারতজুড়ে অত্যন্ত আড়ম্বর ও উৎসাহের সঙ্গে পালিত হয়। এই উৎসবে দেবী দুর্গার পূজা করা হয়৷ তিনি ক্ষমতার প্রতীক। নবরাত্রির আক্ষরিক অর্থ ‘নয় রাত’ এবং এটি অন্যতম উল্লেখযোগ্য হিন্দু উৎসব৷ যা এই বছরের ৭ অক্টোবর থেকে পালন করা হবে।

এই শুভ উপলক্ষ ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। ১৫ এবং ১৬ অক্টোবর বিজয়া দশমী৷ যা দশেরা নামেও পরিচিত। এটি প্রতি বছর নবরাত্রির সমাপ্তি চিহ্নিত করে। নবরাত্রি চলাকালীন ভক্তরা শৈলপুত্রী, ব্রহ্মচারিনী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দ মাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রি নামে নয়টি দেবী দুর্গার পূজা করেন।

নবরাত্রি ২০২১-এর তারিখ এবং তিথি –
১। ৭ অক্টোবর প্রতিপদ তিথিতে ঘটস্থাপণ এবং শৈলপুত্রী পূজা অনুষ্ঠিত হবে।
২। ৮ অক্টোবর দ্বিতীয়া তিথিতে ব্রহ্মচারিনী পূজা হবে৷
৩। ৯ অক্টোবর তৃতীয়া এবং চতুর্থীতে চন্দ্রঘণ্টা পূজা এবং কুশমণ্ডা পূজা৷

৪। ১০ অক্টোবর পঞ্চমী তিথি স্কন্দমাতা পূজা৷
৫। ১১ অক্টোবর ষষ্ঠী তিথির জন্য কাত্যায়নী পূজা হবে৷
৬। ১২ অক্টোবর সপ্তমী তিথি৷ এদিন কালরাত্রি পূজা করা হয় ।

৭। ১৩ অক্টোবর অষ্টমী তিথিতে মহা গৌরী পূজা।
৮। ১৪ অক্টোবর নবমী তিথিতে সিদ্ধিদাত্রী পূজা ৷
৯। ১৫ অক্টোবর দশমী তিথিতে নবরাত্রি পরাণ/দুর্গা বিসর্জন করা হয়।

নবরাত্রীর তাৎপর্য: এটা বিশ্বাস করা হয় যে, ভগবান শিব তার স্ত্রী দেবী দুর্গাকে তার মাকে মাত্র নয় দিনের জন্য দেখার অনুমতি দিয়েছিলেন। সেই সময় দেবী দুর্গা অসুর মহিষাসুরকে বধ করেছিলেন। তাই দেবী দুর্গা ওরফে কালীকে শক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়- চূড়ান্ত শক্তি। এটাও বলা হয় যে, মা দুর্গার চিরন্তন ঐশ্বরিক শক্তি আছে৷ যা কখনও সৃষ্টি বা ধ্বংস করা যাবে না।

নবরাত্রীর গুরুত্ব : নয়টি রাতের মধ্যে দেবীর নয়টি রূপকে অনেক জাঁকজমকের সাথে পূজা করা হয়। দশম দিনে, যা এই বছর ১৬ অক্টোবর লোকেরা রাবণ, মেঘনাদ এবং কুম্ভকর্ণের বিশাল কুশপুত্তলিকা পোড়ানোর মাধ্যমে বিজয়া দশমী মানে দশেরা উদযাপন করে। এইভাবে নবরাত্রি নিজেই অশুভের বিরুদ্ধে বিজয়ের প্রতীক।

নবরাত্রী উদযাপন: নবরাত্রির এই নয় রাত্রে মানুষ উপবাস পালন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ভগবান রামের কাহিনী তুলে ধরে। অষ্টম দিনে কন্যা পুজো হয়৷ যেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পূজা করা হয় এবং প্রসাদ, খাবার এবং মিষ্টি দেওয়া হয়। সারা দেশে ডান্ডিয়া এবং গরবা অনুষ্ঠান সম্প্রদায়ের লোকদের দ্বারা আয়োজন করা হয়।

]]>