injury – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 03 Jan 2022 16:45:40 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png injury – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 India Vs South Africa: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বোলার সিরাজের হ্যামস্ট্রিং’র চোট https://ekolkata24.com/sports-news/siraj-indias-third-bowler-against-south-africa-suffered-a-hamstring-injury Mon, 03 Jan 2022 16:45:40 +0000 https://ekolkata24.com/?p=17852 ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের (South Africa) প্রথম ইনিংসের বোলিং স্ট্রাইডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মহম্মদ সিরাজ।সিরাজ ভারতের তৃতীয় বোলিং অপশন। সিরাজ ম্যাচ চলাকালীন মাঠের বাইরে যাওয়ার জন্য শার্দূল ঠাকুর তার অসমাপ্ত ওভার সম্পূর্ণ করেন।

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩৫ রান তুলেছে ১ উইকেটের বিনিময়ে। মঙ্গলবার ভারতকে ৯ উইকেট তুলতে হবে প্রোটিয়াদের। এমন পরিস্থিতি টিম ইন্ডিয়ার স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই কত দ্রুত মহম্মদ সিরাজকে খেলার উপযোগী করে মাঠে বল করার জন্য ফেরাতে পারে, এটাই এখন আসন্ন ২৪ ঘন্টায় টিম ইন্ডিয়ার অন্দরমহল জুড়ে সবথেকে বড় চ্যালেঞ্জ।

মহম্মদ সামি ভারতকে প্রাথমিক সাফল্য এনে দেন, কিন্তু ডিন এলগার এবং কিগান পিটারসেন প্রোটিয়াদের জাহাজের হাল ধরে।দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মার্করামের উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে।ক্রিজে এলগার ১১ এবং পিটারসেন ১৪ রানে অপরাজিত। প্রোটিয়ারা এখনও ১৬৭ রানে পিছিয়ে।

সোমবার সকালে ম্যাচ শুরর আগে পিঠের ওপড়ের অংশে খিঁচুনি অনুভব করেন। বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম একাদশ নির্বাচন করে। কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করে ভারত টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২০২ রানে অল আউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিনের ৫০ বলে ৪৬ রানের দুরন্ত ব্যাটিং। অধিনায়ক লোকেশ রাহুল ১৩৩ বলে ৫০ রান করে মার্কো জ্যানসনের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে আসে। বিরাট কোহলির বাদ যাওয়ার কারণে প্রথম একাদশে জায়গা পাওয়া হনুমা বিহারি তেমন কিছুই করতে পারেনি,২০ রান করে ফিরে আসে।

অজিঙ্কা রাহানে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন। কেএল রাহুল এবং অশ্বিন ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রোটিয়া বোলিং লাইন আপের বিরুদ্ধে মুখ তুলে দাঁড়াতে পারেনি।

মায়াঙ্ক ২৬,পূজারা ৩,পহ্ন ১৭ অন্যদিকে শার্দূল ঠাকুর রানের খাতা না খুলেই আউট। এই হল প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স।
ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের জমকালো বোলিং পারফরম্যান্স দেখা যায়। দক্ষিণ আফ্রিকার (South Africa) বাহাতি জোরে বোলার মার্কো জ্যানসনের ৪ উইকেট, ৩১ রানে। কাগিসো রাবাদা এবং ডুয়ান অলিভিয়ার ৩ টি করে উইকেট পেয়েছে।

]]>
বুমরাহের চোট নিয়ে বিসিসিআই’র টুইট https://ekolkata24.com/sports-news/bccis-response-to-bumrahs-injury Wed, 29 Dec 2021 08:19:06 +0000 https://ekolkata24.com/?p=17067 Sports desk: বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে চোট পেয়েছেন জসপ্রিত বুমরাহ। ডেলিভারি করার পর ফলোথ্রুতে বুমরাহের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়, তারপরেই ব্যাথা অনুভব করতেই পিচে বসে পড়েন বুমরাহ।

ভারতীয় দলের ফিজিও মাঠে এসে বুমরাহকে প্যাভিলিয়ন নিয়ে যান প্রাথমিক শ্রুশষার জন্য। টেস্টের তৃতীয় দিনে জসপ্রীত বুমরাহের চোট নিয়ে বিসিসিআই টুইট পোস্ট করেছে।ওই টুইট পোস্টে বলা হয়েছে,”দক্ষিণ আফ্রিকা ইনিংসের সময়, বুমরাহ বোলিং করার সময় তার ডান পায়ের গোড়ালি মচকে যায়, বর্তমানে তাকে মেডিকেল টিম দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, শ্রেয়স আইয়ার তার বিকল্প হিসাবে মাঠে রয়েছেন”।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সময় বুমরাহ দুর্দান্ত বোলিং করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে আউট করে ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন জসপ্রীত বুমরাহ।

ভারতের প্রথম ইনিংস ৩২৭ রানে গুটিয়ে যায়। টেস্ট ম্যাচের তৃতীয় দিনে মাত্র ৫৫ রান যোগ করতে পারে ভারত। লুঙ্গি এনগিদি বল হাতে ঝলসে ওঠে টিম ইন্ডিয়ার বিপক্ষে এবং ৬ উইকেট শিকার করে। সঙ্গে রাবাদা ৩ উইকেট নিয়ে ভারতের বড় স্কোর গড়ার স্বপ্ন ভেস্তে দেয়। ভারতের প্রথম ইনিংসে, অজিঙ্কা রাহানে নিজের হাফ সেঞ্চুরি থেকে দুই রান পিছনে থাকাকালীন, ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

দ্বিতীয় দিন লাগাতার বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যায় এবং তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে মহম্মদ সামির পেস বোলিং শক্তির মুখে পড়ে ১৯৭ রানে অল আউট হয়ে যায়। ১৩০ রানের লিড নেয় ভারত।সামি ৫ উইকেট শিকার করে।

ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ১ উইকেটের বিনিময় এই প্রতিবেদন লেখার সময়ে ২২ রান তুলেছে। মায়াঙ্ক অগ্রবাল ৪ রানে আউট হয়েছে তৃতীয় দিনে। চতুর্থ দিনে ক্রিজে রয়েছে কেএল রাহুল ১১ এবং শার্দূল ঠাকুর ৪ রানে অপরাজিত।

]]>
Rohit Sharma injury : রোহিতের “ইনজুরি” ইস্যুর আগুনে ঘি ঢালছে বিসিসিআই https://ekolkata24.com/sports-news/bcci-statement-on-rohit-sharma-injury Tue, 14 Dec 2021 11:55:56 +0000 https://ekolkata24.com/?p=14816 Sports desk: ২০২০ সালে রোহিত শর্মা (Rohit Sharma) চোট (ইনজুরি) পেয়েছিলেন। ওই ইনজুরি আবার নতুন করে কি মাথাচাড়া দিয়েছে? এবার আসন্ন দক্ষিন আফ্রিকা সিরিজের আগে এই প্রশ্নে নাজেহাল রোহিত ভক্তকুল।

রোহিত শর্মা’র ইনজুরি এমন সময়ে সামনে এসেছে যখন ভারতীয় টেস্ট দল মাত্র দুই দিন পরে ১৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্ট ও তিন ওডিআই ফর্ম্যাটের সিরিজ খেলার জন্য উড়ান ধরবে। রোহিত শর্মার এই রহস্যজনক ইনজুরির জেরে আসন্ন সফর থেকে বাদ পড়ার দু’দিন আগে অনেক প্রশ্ন উঠছে।

গত সোমবার সন্ধ্যেতে নেট সেশনে থ্রো-ডাউন অনুশীলনের সময় রোহিত হাতে আঘাত পেয়েছে বলে জানা যায়, কিন্তু পরে বিসিসিআই একটি অফিসিয়াল প্রেস বিবৃতি প্রকাশ করতেই কানাঘুষো শুরু হয়ে যায় ক্রিকেটার রোহিত শর্মা কী ধরনের চোট পেয়েছে?

রবিবার নিজেই BCCI TV-কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে অনেক বিষয়ে বিস্তারিত কথা বলেছেন রোহিত। ওই সাক্ষাৎকারে বিরাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে চলতি আলোচনার অবসান ঘটিয়ে হিটম্যান রোহিত অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে বলেছেন, “কোহলির অধিনায়কত্বে খেলার প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন”। এছাড়াও, কোহলি আসন্ন চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেছেন।

তবে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার মাত্র ২ দিন আগে বিসিসিআই’র আনুষ্ঠানিক প্রেস বিবৃতি অনুসারে “হ্যামস্ট্রিং ইনজুরি”র তত্ত্ব অনেক প্রশ্নের উত্থাপন করেছে। সব মিলিয়ে কী ধরনের চোট পেয়েছেন রোহিত?
রোহিতের হ্যামস্ট্রিং ইনজুরির কোন গ্রেড আছে?ইনজুরিটি কি আসলে হ্যামস্ট্রিংয়ে নাকি আঙুলে আঘাত? আর এই প্রশ্নবাণে জর্জরিত পরিস্থিতিতে বিসিসিআই’র দেওয়া প্রেস
বিবৃতিতে সচিব হিসেবে স্বাক্ষরিত জয় শাহ’র রোহিত শর্মার ইনজুরি বিতর্কের জন্ম দিয়েছে, যা সহজে থামার নয়।

রোহিত ভক্ত দেশের ক্রিকেট মহল এবং আন্তজার্তিক ক্রিকেট মহলেও রোহিত শর্মার ইনজুরি বিতর্ক এখন কোটি টাকার প্রশ্নে ঝুলে রয়েছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে,কত দিন মাঠের বাইরে থাকবেন রোহিত? গ্রেড 1 হ্যামস্ট্রিং ইনজুরি মুক্ত হতে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে, আর গ্রেড 2 হ্যামস্ট্রিং ইনজুরি মুক্ত হতে আট সপ্তাহ সময় নেয়।

এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন হচ্ছে রোহিতের হ্যামস্ট্রিং থাকলেও এবং ফিট হয়ে গেলেও কি ওডিআই সিরিজে খেলতে পারবেন তিনি?

রোহিতের সহ-অধিনায়কত্বের ইস্যুতেও প্রশ্ন উঠেছে? প্রোটিয়ার্সদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে রোহিত শর্মার ছিটকে যাওয়ার পর নির্বাচকরা রোহিতের জায়গায় আরেক ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চালের নাম ঘোষণা করলেও টেস্টে এখন সহ-অধিনায়ক কে হবেন তা বলা হয়নি।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে, বিসিসিআই রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরের জন্য দলে নির্বাচন করেনি, রোহিত ফিট নন এই ইস্যুতে। কিন্তু দল ঘোষণার এক ঘন্টা পরে রোহিত শর্মা ব্যাটিং নেট সেশন চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনুশীলনে ছন্দময় সাহসী শট ব্যাট থেকে বেরিয়ে আসতে থাকে,যা ঝড় তুলেছিল।

]]>
চোটের কারণে গোলাপি টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত https://ekolkata24.com/sports-news/harmanpreet-kaur-dropped-out-of-the-pink-test-match-due-to-injury Wed, 29 Sep 2021 09:41:26 +0000 https://www.ekolkata24.com/?p=5996 স্পোর্টস ডেস্ক: হরমনপ্রীত কৌর (harmanpreet kaur) আগামীকাল থেকে শুরু হতে চলা দিন ও রাতের ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপী বলের টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন। কৌর এখনও তার থাম্ব ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি।

পুনম রাউত যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন, অথবা ইয়াস্তিকা ভাটিয়ার জন্য ওয়ানডে সিরিজের পর এটি একটি অসাধারণ সুযোগ হতে পারে। ভারতের সিম-বোলিং অলরাউন্ডার বিভাগে কে জায়গা পাবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। এই সিদ্ধান্ত দলের স্কোয়ার্ডের সঙ্গে ভারসাম্যপূর্ণ হতে হবে। এক্ষেত্রে লড়াই রয়েছে শিখা পাণ্ডের সঙ্গে পূজা বস্ত্রাকারের। তবে পাল্লা ভারী বস্ত্রাকারের দিকে। কেননা

এই বছর ব্যাট হাতে পান্ডের চেয়ে পূজা বস্ত্রাকার অনেক ভালো ব্যাট করেছে। তানিয়া ভাটিয়া রিচা ঘোষের কাছ থেকে গ্লাভস ফিরে পাবেন এমনটাই মনে করা হচ্ছে।

এদিকে এই গোলাপি টেস্ট ম্যাচ নিয়ে কুইন্সল্যাণ্ডের আবহাওয়ার খবরও খুব একটা স্বস্তিদায়ক নয়।আবহাওয়ার পূর্বাভাস প্রথম দুই দিনের জন্য ঝড়ের পূর্বাভাস রয়েছে।আবহাওয়া টেস্টের প্রথম দুই দিন নষ্ট করতে পারে হাওয়া অফিসের এমন খবর ঘিরে ভারত এবং অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল দুশ্চিন্তায় রয়েছে। ২০০৬ সালে এই দুই দল শেষবারের জন্য টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল।

]]>