২০২১ সালের গোড়ার দিকে ছবির শ্যুটিং শুরু হলেও করোনা আবহে তা বন্ধ হয়ে যায়। অবশেষে ‘মহানন্দা’র শ্যুটিং জুন মাস থেকে ফের শুরু হয়েছিল। বছরের প্রথমদিনেই সেই ছবি পোস্টার সামনে এল। পোস্টারে বয়স্ক মহাশ্বেতা দেবীর রূপে দেখা গেল গার্গী রায়চৌধুরীকে। পরিচালক অরিন্দম শীল নিজেই ‘মহানন্দা’র শ্যুটিং শুরুর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন । কলকাতাতে হয়েছে ছবির শুটিং।
প্রসঙ্গত, মহাশ্বেতা দেবী ও বিজন ভট্টাচার্যের বিবাহবিচ্ছেদ হয় ১৯৬২ সালে । সেসময় ছেলে নবারুণ ভট্টাচার্যের কথা ভেবে মহাশ্বেতা দেবীয়মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমনকি আত্মহত্যাও করতে যান তিনি । যদিও বেঁচে যান চিকিৎসকদের চেষ্টায় । আর ‘মহানন্দা’ ছবিতে মহাশ্বেতা দেবী, বিজন ভট্টাচার্যের পাশে নবারুণ ভট্টাচার্যের চরিত্রটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
]]>বিরাট কোহলিকে অনুশীলনে নেটে ব্যাট করার সময়ে দেখা গিয়েছে তরুণ দুই ক্রিকেটার ঈশান কিশান এবং শ্রেয়স আইয়ার কোহলির ব্যাটিং গভীর ভাবে পর্যবেক্ষণ করে চলেছেন নেটের পিছন থেকে। নেট সেশনের সময় কিছু স্পেল-বাইন্ডিং শটে স্ট্রোক করেছিলেন বিরাট কোহলি, যা দেখে ভীষণভাবে অনুপ্রাণিত সতীর্থ কিশান এবং আইয়ার।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি ভিডিওতে দেখা গিয়েছে কোহলিকে দুরন্ত ফর্মে শট নিতে। যদিও ক্যাপ্টেন কোহলি তার দিকে ছুঁড়ে দেওয়া প্রায় প্রতিটি বলকে ব্যাটের মাঝখান দিয়ে খেলছিলেন, শ্রেয়স এবং ঈশান চুপ করে দেখে যাচ্ছিলেন এবং শট দেখে ক্রমেই চার্জড হয়ে উঠছিলেন, এমনকি পিছন থেকে থ্রোডাউনের মধ্যেও প্রশংসা করেছিলেন। ঈশানকেও কোহলির নেওয়া শট স্যাডো প্রাকটিস করতে দেখা গিয়েছে। আইসিসির ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে “কোহলির তেজ দেখে কিশান এবং আইয়ার বিস্মিত হয়ে চলে গেলেন। “
View this post on Instagram
ভারতের টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ৩১ অক্টোবর। সুপার ১২ নক আউট স্টেজে কঠিন লড়াই’র মুখে টিম বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ভারতের লজ্জাজনক হার,১০ উইকেটে বাবর আজমের পাকিস্তানের ঐতিহাসিক জয়। বিশ্বকাপের মঞ্চে এখন দুই আর্চ রাইভালের জয় পরাজয়ের হিসেব ১২-১।
টিম ইন্ডিয়া কিউইদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে, আত্মবিশ্বাস তুঙ্গে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হেরেও। ক্যাপ্টেন কোহলির চওড়া ব্যাট পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ভরসা জুগিয়েছিল ৪৯ বলে অর্দ্ধশতরান ৫৭ রানের দুরন্ত ইনিংস। নেট সেশনেও বিরাটের ব্যাটিং ফর্ম ঈশান এবং আইয়ারকে অনুপ্রাণিত করেছে। এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম বিরাটের জ্বলে ওঠার দিকে তাকিয়ে গোটা ভারত।
]]>