International – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 27 Nov 2024 12:59:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png International – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 अब Paytm के जरिए विदेशों में भी UPI भुगतान की सुविधा https://ekolkata24.com/business/travel-cashless-paytm-upi-now-active-in-uae-singapore-and-more Wed, 27 Nov 2024 12:59:06 +0000 https://ekolkata24.com/?p=50309 डिजिटल भुगतान में अग्रणी वन97 कम्युनिकेशंस लिमिटेड (OCL), जो Paytm ब्रांड का मालिक है, ने घोषणा की है कि अब भारतीय यात्री UAE, श्रीलंका, सिंगापुर, फ्रांस, मॉरीशस, भूटान और नेपाल जैसे देशों में UPI भुगतान कर सकते हैं।

अंतरराष्ट्रीय UPI सेवा का विस्तार
यह सेवा भारतीय यात्रियों को विदेश यात्रा के दौरान कैशलेस और सुविधाजनक लेनदेन का मौका देती है। शॉपिंग, रेस्टोरेंट में खाने या स्थानीय अनुभवों के दौरान Paytm ऐप का उपयोग करके UPI भुगतान किया जा सकता है।

कंपनी के अनुसार, Paytm ऐप पर UPI अंतरराष्ट्रीय सेवा को एक बार सक्रिय करना होगा, जो उपयोगकर्ता के बैंक खाते से जुड़ा रहेगा। विदेश में UPI-सक्षम QR कोड स्कैन करने पर ऐप इसे स्वचालित रूप से सक्रिय करने का विकल्प देगा।

भुगतान अवधि और सुरक्षा विकल्प
यात्रा की अवधि के आधार पर उपयोगकर्ता 1 से 90 दिनों तक की अवधि चुन सकते हैं। यात्रा समाप्त होने के बाद इस सुविधा को बंद करने का विकल्प भी है, ताकि अनावश्यक लेनदेन न हो।

मुद्रा विनिमय दर और शुल्क में पारदर्शिता
भुगतान करते समय उपयोगकर्ता विदेशी मुद्रा विनिमय दर और बैंक द्वारा लगाए गए किसी भी शुल्क को देख सकते हैं, जिससे पूर्ण पारदर्शिता सुनिश्चित होती है।

आकर्षक पर्यटन स्थलों पर नई सुविधा
चाहे दुबई के रेस्टोरेंट, सिंगापुर के लोकप्रिय बाजार, मॉरीशस के बीच मार्केट, भूटान के हस्तशिल्प की दुकानें या श्रीलंका में रत्न खरीदना हो, Paytm के जरिए UPI भुगतान अब और भी आसान हो गया है।

कंपनी का बयान
Paytm के प्रवक्ता ने कहा, “भारत में मोबाइल भुगतान के क्षेत्र में अग्रणी होने के नाते, हम हमेशा अपने उपयोगकर्ताओं के लिए नई सुविधाएं लाने की कोशिश करते हैं। UPI अंतरराष्ट्रीय सेवा के साथ, भारतीय यात्रियों को विदेशों में सुरक्षित और कैशलेस भुगतान करने का अवसर देने पर हमें गर्व है। त्योहारों के मौसम में यह सेवा यात्रा को और भी सुविधाजनक बनाएगी।”

UPI स्टेटमेंट डाउनलोड की नई सुविधा
Paytm ने एक और सुविधा जोड़ी है, जहां उपयोगकर्ता लेनदेन का विस्तृत विवरण डाउनलोड कर सकते हैं। यह अंतरराष्ट्रीय यात्रा के दौरान और बाद में खर्च प्रबंधन और बजट बनाने में उपयोगी है।

]]>
আন্তর্জাতিক সংস্থা Deloitte দিচ্ছে এবার বিদেশে কাজের সুযোগ https://ekolkata24.com/uncategorized/the-international-organization-deloitte-is-giving-the-opportunity-to-work-abroad-this-time Tue, 04 Jan 2022 19:01:04 +0000 https://ekolkata24.com/?p=18029 এই বছরে Deloitte-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নবাগত তরুণ-তরুণীদের জন্য ইন্টার্নশিপে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। শীঘ্রই আবেদন করতে পারেন যোগ্য ও আগ্রহী প্রার্থীরা। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা Deloitte-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,কানাডার টরন্টো এবং মন্ট্রিলে ইন্টার্নশিপের সুযোগ মিলবে। বর্তমানে ইন্টার্নশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত টরন্টোর পজিশনের জন্য এবং ২৩ জানুয়ারি পর্যন্ত মন্ট্রিল পজিশনের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও প্রার্থীদের দক্ষ হতে হবে রিপোর্ট ডেলিভারির ক্ষেত্রে ও প্রজেক্টের চাহিদা অনুযায়ী অন্যান্য বিষয়ে সক্রিয় থাকতে হবে। ডেলিভারি এবং কমিউনিকেশন স্কিলের ওপর দক্ষতা থাকা আবশ্যক। যারা দক্ষ ভাবে কাজ করতে পারদর্শী এবং টার্গেট প্রজেক্ট সম্পর্কে ওয়াকিবহাল,কোম্পানি অবশ্যই এমন প্রার্থীদের অগ্রাধিকার দেবে ।

আবেদন পদ্ধতি :

প্রার্থীদের আবেদনের সময় কভার লেটার, রেজিউমে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ একটি মাত্র পিডিএফের মাধ্যমে জমা করতে হবে।

· Deloitte-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার পেজে যেতে হবে।

· এর পর ক্লিক করতে হবে ‘Analyst Intern, Crisis and Resilience- Risk Advisory-Summer 2022 (National)’ লেখা লিঙ্কটিতে ।

· এর পর ক্লিক করতে হবে ‘অ্যাপ্লাই অনলাইন’ অপশনে ।

· ইমেল আইডি দিয়ে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য প্রদান করতে হবে।

· এর পর কোম্পানি দ্বারা প্রেরিত মেইলের নিয়মাবলী ভালো করে পড়ে নিয়ে সেই অনুযায়ী আবেদন করতে হবে।

]]>
লিজেন্ডস ক্রিকেট লীগে প্রাক্তন তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি https://ekolkata24.com/sports-news/former-star-cricketers-scatter-in-the-legends-cricket-league Fri, 24 Dec 2021 10:06:48 +0000 https://ekolkata24.com/?p=16095 Sports Desk: লিজেন্ডস ক্রিকেট লীগ, অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের একটি পেশাদার ক্রিকেট লীগ। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে তিনটি দলের মধ্যে এই লিগটি অনুষ্ঠিত হবে।

এই লীগে পাকিস্তানের পেস বোলার শোয়েব আখতার এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার সনৎ জয়সুরিয়া আগামী মাসে উদ্বোধনী পর্বে এশিয়া লায়ন্স দলে হয়ে মাঠে নামবে।এশিয়া লায়ন্স ছাড়াও বাকি দুটি দল ভারত ও অবশিষ্ট বিশ্বের হবে।

এশিয়া লায়ন্সে টিমে রয়েছেন শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, জয়সুরিয়া, মুত্থাইয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রোমেশ কালুভিতার্না, তিলকরত্নে দিলশান, আজহার মাহমুদ, উপুল থারাঙ্গা, মিসবাহ-উল হক, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মহম্মদ ইউসুফ, উমর গুল, ইউনিস খান এবং আসহার আফগান।

ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী লিজেন্ডস ক্রিকেট লিগের কমিশনার। তিনি বলেন, ‘শীর্ষ স্তরে এটা উত্তেজনাপূর্ণ ক্রিকেট হবে। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের এশিয়ান তারকারা একটি দলে একত্রে রয়েছে যা অবশ্যই অন্য দুটি দলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেবে।

শাস্ত্রী বলেন, ‘আফ্রিদি, মুরলিধরন, চামিন্দা, শোয়েব মালিক সবাই এক দলে খেললে তা হবে বিস্ফোরণ’।

]]>
Omicron: ফেব্রুয়ারির আগে শুরু হচ্ছে না আন্তর্জাতিক উড়ান পরিষেবা https://ekolkata24.com/business/omicron-international-flights-will-not-start-before-february Thu, 09 Dec 2021 16:17:25 +0000 https://ekolkata24.com/?p=14266 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: চলতি মাসের ১৫ তারিখ থেকে আন্তর্জাতিক উড়ান (international flight ) পরিষেবা চালু করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের (omicron ) আতঙ্কে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (civil aviation)। সূত্রের খবর, ২০২২-এর ফেব্রুয়ারির (february 2022)আগে শুরু হচ্ছে না আন্তর্জাতিক বিমান চলাচল।

সূত্রের খবর, ২০২২-এর ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। বিমান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে। অর্থাৎ যদি ওমিক্রন ভেরিয়েন্ট নিয়ন্ত্রণের মধ্যে আসে তবেই ফেব্রুয়ারি মাসে চালু হবে আন্তর্জাতিক উড়ান।

চলতি পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করা যায় কিনা তা নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষায় দেশের অধিকাংশ মানুষই আপাতত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রকে রীতিমতো চিঠি দিয়ে এখনই আন্তর্জাতিক বিমান চলাচল শুরু না করার জন্য আর্জি জানিয়ে ছিলেন। ওমিক্রন ভেরিয়েন্ট রুখতে ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশ আন্তর্জাতিক উড়ান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ভারতও এবার সেই পথেই হাঁটল। ওমিক্রন ঠেকানোর লক্ষ্যে ইতিমধ্যেই নরেন্দ্র মোদি সরকার দেশের বিমানবন্দরগুলিকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। বিদেশ থেকে আগত যাত্রী বিশেষ করে কেন্দ্রের নির্দিষ্ট করা ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে একাধিক বিধি-নিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, সম্প্রতি ভারতে যারা ওমিক্রন আক্রান্ত হয়েছেন তারা সকলেই বিদেশ থেকে ফিরেছেন।

এদিকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকায় দেশের পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে। একইসঙ্গে লোকসানের মুখে পড়েছে বিভিন্ন বিমান সংস্থা। যে কারণে বিমান সংস্থাগুলি করোনা বিধি মেনে আন্তর্জাতিক উড়ান চালু করার দাবি জানিয়েছিল সরকারের কাছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সবকিছুই ভেস্তে দিল করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন।

]]>
আতঙ্কের নাম Omicron: ১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা https://ekolkata24.com/uncategorized/panic-name-omicron-international-air-service-will-not-be-launched-from-december-15 Wed, 01 Dec 2021 15:48:52 +0000 https://ekolkata24.com/?p=13055 নিউজ ডেস্ক: গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় (South Africa) সন্ধান মিলেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের। এই নতুন ভ্যারিয়েন্ট গোটা বিশ্বে আতঙ্ক তৈরি করেছে। ওমিক্রনের (Omicron) প্রবেশ রুখতে একাধিক দেশ ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

কয়েকদিন আগে নরেন্দ্র মোদি সরকার (Modi government) ঘোষণা করেছিল ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান (International Flight) পরিষেবা চালু হবে। সূত্রের খবর সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে মোদি সরকার। অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে না। ওমিক্রন রুখতে ইতিমধ্যেই যথেষ্ট কড়াকড়ি চালু করেছে মোদি সরকার।

যে সমস্ত দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে সেই সব দেশ থেকে আসা যাত্রীদের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। বিমানবন্দরেই তাদের করোনা পরীক্ষা এবং যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে নিভৃতবাসে পাঠানো হচ্ছে।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের জয়েন্ট ডিরেক্টর এদিন বলেছেন, চলতি আন্তর্জাতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে ১৫ ডিসেম্বর থেকেই যে আন্তর্জাতিক উড়ান চালু হবে তা জোর দিয়ে বলা যাচ্ছে না। কারন সবার আগে মানুষের জীবন।

উল্লেখ্য, করোনার কারণে ২০২০-র মার্চ মাস থেকে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়। যা দীর্ঘ ২০ মাস বলবৎ রয়েছে। আপাতত হাতেগোনা কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিমান চালানো হচ্ছে। এক সপ্তাহের মধ্যে ১২ টি দেশে ছড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যথারীতি ওই দেশগুলি থেকে সব ধরনের যাত্রীর আসা বন্ধ করে দিয়েছে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশ। তবে আমেরিকা এখনও কোনও নিষেধাজ্ঞা জারি করেনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আপাতত নতুন করে পর্যটকদের উপর বিধিনিষেধ বা লকডাউন জারির কোনও সম্ভাবনা নেই। তবে তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন।

অন্যদিকে মার্কিন স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর ফ্রান্সিস কলিন্স বলেছেন, বুস্টার ডোজ নেওয়া থাকলে ওমিক্রন নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আশা করা যায়, ওমিক্রনকে রুখে দিতে পারবে করোনার বুস্টার ডোজ। যদিও ইতিমধ্যেই গোটা দুনিয়াতেই ওমিক্রনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ভারত-সহ একাধিক দেশের শেয়ারবাজার পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দর। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির আর্থিক পুনরুজ্জীবন আরও ধাক্কা খাবে। ২০২২ সালে বিশ্ব অর্থনীতি চাঙ্গা হবে বলে যে অনুমান করা হচ্ছিল তা নাও হতে পারে।

]]>
International Women’s Football: উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারল ভারত https://ekolkata24.com/sports-news/india-lost-to-brazil-in-the-opening-match-of-the-international-womens-football-tournament Fri, 26 Nov 2021 17:17:40 +0000 https://ekolkata24.com/?p=12539 স্পোর্টস ডেস্ক: শুক্রবার নভেম্বর ২৬ ব্রাজিলের মানাউসের আমাজন অ্যারেনায় মহিলাদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের (International Women’s Football Tournament) উদ্বোধনী ম্যাচে ভারত ব্রাজিলের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেও ১-৬ গোলের বড় ব্যবধানে হেরে গেল।

ম্যাচের প্রথম মিনিটেই সেলেকাওদের এগিয়ে দেন অলিভেরা দেবিনহা। ভারতীয় ডিফেন্সের ওপরে বল পায়ে আক্রমণে উঠে আসে ব্রাজিলের মহিলা ফুটবলারেরা। দেবিনহা বলের দিকে দৌড় দেয়। ভারতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার অদিতি চৌহান তার লাইন থেকে চলে আসে, কিন্তু দেবিনহা শটটি নেয় যা ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে দেবিনহার সামনে পড়তেই বল খালি জালে বল ঠেলে দেয়। ভারতের বিরুদ্ধে ব্রাজিল ১-০ লিড নিয়ে ফেলে।

ম্যাচের ৫ মিনিটে ব্রাজিল গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। বাম দিক থেকে আক্রমণে উঠে আসে ব্রাজিল, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল ব্রাজিলের ফুটবলারেরা। ব্রাজিল একটা লুপ ক্রস সেন্টার লক্ষ্য করে বাড়িয়ে দেয়, কিন্তু ব্রাজিলিয়ন ফুটবলারেরা হেডার টার্গেট ধরে রাখতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় ওই হেডার,গোলের সুযোগ হাতছাড়া সেলেকাওদের।

ম্যাচের ৮ মিনিটে দুরন্ত টুইস্ট। বাউন্সব্যাক ভারতের। ব্রাজিল বল পায়ে ভারতের তিনকাঠি লক্ষ্য করে শট মারে। ভারতীয় গোলকিপার অদিতি “ডি জোনে” বেরিয়ে এসে ওই উড়ন্ত শট ক্লিয়ার করতেই জটলা থেকে বল ভারতীয় ডিফেন্ডারের সামনে এসে পড়ে, ওই ডিফেন্ডার বল ফাঁকা জায়গায় বাম ফ্ল্যাঙ্কে থাকা মনীষা কল্যাণকে লক্ষ্য করে বাড়িয়ে দেয়।

প্রতি আক্রমণে মনীষা বল পায়ে বাম ফ্ল্যাঙ্ক ধরে অনেকটা উঠে আসে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মনীষাকে শটের জন্য তার পজিশন ছোট করার জন্য এগিয়েও আসে, কিন্তু ভারতীয় ফরোয়ার্ড মনীষা কোনও সুযোগই দেয়নি কাছে থাকা ব্রাজিলিয়ন ডিফেন্ডারকে। দূরের কোণ থেকে নেওয়া মনীষার জোরালো এবং নিচু শট ব্রাজিলের গোলকিপার সিলভাকে পরাস্ত করে জালের ঠিকানায় জড়িয়ে যেতেই সেলিব্রেশনে মেতে উঠে। ভারত ১-১ গোলের সমতায় ফিরে আসে ম্যাচে। ৩৩ মিনিটে সিলভিয়া মারিয়ার গোল অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু ম্যাচের ৩৭ মিনিটে জিওভানা ​​কস্তার গোলে ব্রাজিল ২-১ গোলের লিড নিয়ে ফেলে।

দ্বিতীয়ার্ধে বোর্হেস আরিয়াদিনা ৫২ এবং ৮১ মিনিটে জোড়া গোল এবং কেরোলিন ফেররাজ ৫৫ মিনিটের করা গোলের সুবাদে ব্রাজিল ৪-১ গোলের বড় লিড নিয়ে নেয়। গেইসে ফেরেরা ৭৬ মিনিটে গোল, ৫-১। ৮১ মিনিটে বোর্হেস আরিয়াদিনার গোল।ফরমিগার শট অদিতি চৌহান শুধুমাত্র বলক্র প্যারি আউট করতে পারে, ফিরতি বলে বোর্হেস স্কোর করে ব্রাজিল ৬-১ গোলে লিড নেয়। রেফারির শেষ বাশিতে ব্রাজিল ৬-১ গোলের বড় ব্যবধানে ম্যাচ জেতে।

বড় ব্যবধানে হেরেও ভারতীয় সিনিয়র মহিলা দল মুষড়ে পড়েনি। ব্রাজিলের বিরুদ্ধে খেলার অভিঞ্জতাকে কাজে লাগিয়ে টিম স্পিরিট অটুট রয়েছে, যা ম্যাচ পরবর্তী ভারতীয় সিনিয়র মহিলা ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার। ভারতীয় মহিলা দলের পরের ম্যাচ ২৯ নভেম্বর চিলির বিরুদ্ধে।

]]>
স্বাভাবিক হচ্ছে পঞ্জশির, খুলছে সড়ক-টেলিকম পরিষেবা https://ekolkata24.com/uncategorized/panjshir-is-becoming-normal-road-telecom-service-is-opening Sat, 18 Sep 2021 09:18:03 +0000 https://www.ekolkata24.com/?p=4927 নিউজ ডেস্ক: পরস্পর বিরোধী বার্তা আসছে ক্ষণে ক্ষণে। তালিবান (Taliban) দাবি করছে পঞ্জশির (Panjshir valley) তাদের দখলে। বিভিন্ন আন্তর্জাতিক ও আফগান (Afghanistan) সংবাদ মাধ্যমেরও একই খবর। পঞ্জশিরের মূল সদর শহর সহ বিভিন্ন নগর, জেলা থেকে হটে গিয়েছে জুনিয়র মাসুদের আফগান রেজিস্ট্যান্স ফোর্স। ৩৪তম প্রদেশ হিসেবে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নেয় তালিবানরা। ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। 

আরও পড়ুন গেরিলা কায়দায় পঞ্জশিরকে তালিবান মুক্ত করতে মাসুদ বাহিনীর লড়াই

আবার সংবাদ মাধ্যমেই আসছে মাসুদ বাহিনীর ভিডিও বার্তা-লড়াই এখনও শেষ হয়নি। তালিকা জঙ্গি বিরোধী আফগান রেজিস্ট্যান্স ফোর্সের দাবি, পার্বত্যাঞ্চলে তাদের শক্তি অটুট। এর মাঝেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পঞ্জশির। টোলো নিউজ সূত্র জানা গিয়েছে, বিদ্যুত ব্যবস্থা চালু না হলেও পঞ্জশিরে খুলেছে রাস্তা। চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া টেলিকম পরিষেবাও।

আরও পড়ুন তালিবানদের পঞ্জশির দখলের নেপথ্যে কি পাক বাহিনী?


আরও পড়ুন ২৫০০ বছরের অজেয় পঞ্জশিরের পতন, উড়ল তালিবান পতাকা

যদিও জঙ্গি সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে জানায় আফগান রেজিস্ট্যান্স ফোর্স। পঞ্জশিরের পরিস্থিতি এখনও তীব্র সংঘাতময়। এখানেই একমাত্র তালিবান বিরোধী শক্তি সংগঠিত। তবে ক্রমাগত হামলায় তারা পিছু হটে যায়। পঞ্জশিরের সিংহ প্রয়াত আহমেদ শাহ মাসুদের বাড়ি দখল করে তালিবান। তাঁর পুত্র আহমেদ মাসুদ সরে গিয়েছেন পার্বত্য এলাকায়। শুধু তিনিই নন, তালিবানদের সঙ্গে সংঘাতের জেরে প্রায় ৯০% মানুষ পঞ্জশির ছেড়েছেন।

আহমদ মাসুদ, সোভিয়েত বিরোধী প্রতিরোধ আহমদ শাহ মাসুদ এর পুত্র

পঞ্জশিরের রাস্তার বিভিন্ন দিকে তাকালে এখন দেখা মেলে সশস্ত্র তালিবান যেদ্ধাদের৷ পঞ্জশির ঘিরে যখন রেজিস্টেন্স ফোর্সের পাহারা চলত, সে সময় সেখানকার মানুষ নিরাপদ মনে করতেন নিজেদেরকে৷ কিন্তু তালিবানদের পঞ্জশির দখলের পর সেখান থেকে সাধারণ মানুষ পালাতে শুরু করেন৷ যদিও এই জঙ্গি সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে জানায় আফগান রেজিস্ট্যান্স ফোর্স। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, মানুষের বাহিনী কাবুলের তালিবান সরকারকে কোনওভাবেই মেনে নেবে না বলেই জানিয়েছে।

]]>