Irfan Pathan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 27 Dec 2021 17:33:34 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Irfan Pathan – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 মহামেডান স্পোর্টিং’র 𝐁𝐫𝐚𝐧𝐝 𝐀𝐦𝐛𝐚𝐬𝐬𝐚𝐝𝐨𝐫 ইরফান পাঠান https://ekolkata24.com/sports-news/mohammedan-sporting-clubs-brand-ambassador-irfan-pathan Mon, 27 Dec 2021 17:33:34 +0000 https://ekolkata24.com/?p=16841 Sports desk: মহামেডান স্পোর্টিং ক্লাবের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।মহামেডান স্পোর্টিং ক্লাব অফিসিয়াল পেজে এই ঘোষণা করেছে সোমবার।
অফিসিয়াল পেজের ওই ঘোষণাতে বলা হয়েছে, ” 𝐋𝐚𝐝𝐢𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐆𝐞𝐧𝐭𝐥𝐞𝐦𝐞𝐧, 𝐁𝐨𝐞𝐞𝐧, 𝐁𝐨𝐲𝐚𝐬৷ এটা অফিসিয়াল. অপরিসীম আনন্দ এবং গর্বের সাথে, বাঙ্কারহিল স্পোর্টস ইরফান পাঠানকে নতুন 𝐁𝐫𝐚𝐧𝐝 𝐀𝐦𝐛𝐚𝐬𝐬𝐚𝐝𝐨𝐫 হিসেবে ঘোষণা করেছে #ইরফানপাঠান #জানজান মহম্মদ #ভারতীয় ফুটবল”।

অন্যদিকে, সোমবার আই লিগের ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জিতেছে, সুদেবা দিল্লী এফসি’র বিরুদ্ধে। মহামেডান স্পোর্টিং ম্যাচের শুরুটা বেশ ভালো করে এবং পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ছিল তাদের। ব্ল্যাক প্যান্থাররা অনেক সুযোগ তৈরি করে এবং সেখ ফৈয়াজের গোলে তারা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করেন মার্কাস জোসেফ।

সুদেবা দিল্লী এফসি ফুটবলার অভিজিৎ সরকারের একটি দুর্দান্ত গোল না হওয়া পর্যন্ত তাদের পার্কে সহজ হাঁটা ছিল এবং তাদের সুদেবার চূড়ান্ত ঝড়ের মোকাবিলা করতে হয়েছিল। শেষমেশ মহামেডান স্পোর্টিং তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করেছে।

]]>