ISIS – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 06:46:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png ISIS – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Nigeria: জঙ্গিদের গুলিতে ২০০ জনের মৃত্যু, নাইজেরিয়ায় গণকবর https://ekolkata24.com/uncategorized/nigeria-militant-attack-masskilling Sun, 09 Jan 2022 06:46:43 +0000 https://ekolkata24.com/?p=18520 নাইজেরিয়ায় (Nigeria) গণহত্যা। দেশটির জামফারা রাজ্যে এই ঘটনা সংঘটিত হয়েছে। অন্তত ২০০ জন নিহত। এমনই জানাচ্ছে বিবিসি। তবে সরকারের দাবি নিহতের সংখ্যা ৫৮ জন।

সম্প্রতি এই জামফারা এলাকায় সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর শতাধিক সদস্যকে খতম করা হয়। এর ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ। গার্ডিয়ান জানাচ্ছে, বদলা নিতে ওই গোষ্ঠী হামলা চালায়। এতে বহু মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কেউকে দেখা মাত্রই গুলি করেছে হামলাকারী। ১০টি গ্রামে এলোপাতাড়ি তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এখনও অনেকে নিখোঁজ। তাদের সন্ধান চালানো হচ্ছে। অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি বনে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে দুই নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হয়।

নাইজেরিয়ায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েই চলছে। প্রায় সময় অপহরণ, গুম, হত্যার মতো ঘটনা ঘটিয়ে আসছে। এই গোষ্ঠীগুলোকে নির্মুলে দীর্ঘ দিন ধরে অভিযান চালিয়ে আসছে নাইজেরীয় নিরাপত্তা বাহিনী।

]]>
Nigeria: মসজিদের ভিতর গুলির ঝড়, নাইজেরিয়ায় রক্তাক্ত পরিস্থিতি https://ekolkata24.com/uncategorized/at-least-18-villagers-died-in-northern-nigeria Tue, 26 Oct 2021 08:40:47 +0000 https://www.ekolkata24.com/?p=9178 News Desk: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলা হয়েছে। আল জাজিরার খবর, কমপক্ষে ১৮ জন নিহত।

নাইজার রাজ্যের মাজাকুকা গ্রামের মসজিদে হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলাকারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায়। মসজিদে ঢুকে শুরু করে গুলি চালনা। ঘটনাস্থলেই অনেকে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। অন্তত ২০ জন জখম হয়েছেন।   নাইজার প্রদেশের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা।

নাইজেরিয়া বারবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়। ইসলামিক স্টেটের শাখা হিসেবে বোকো হারাম জঙ্গি সংগঠন হামলা চালায়। তবে এবারের হামলায় জঙ্গি যোগ নেই বলে জানাচ্ছে নাইজার প্রদেশ পুলিশ।

নাইজেরিয়ায় জঙ্গি হামলা রুখতে সেনা অভিযানে বহু বোকো হারাম জঙ্গি মৃত। তবে স্থানীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও গুলি চলে দেদার।

]]>
Iraq: বাগদাদির সহকারী ISIS জঙ্গি নেতা ধৃত, ফাঁসি দিতে পারে ইরাক সরকার https://ekolkata24.com/uncategorized/isis-finance-chief-and-former-deputy-leader-sami-jasim-al-jaburi-arrested Tue, 12 Oct 2021 06:54:15 +0000 https://www.ekolkata24.com/?p=7401 নিউজ ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা সামি জসিম আল জাবুরিকে (Sami Jasim al Jaburi) গ্রেফতার করেছে ইরাক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদেমি জানিয়েছেন একথা।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে জাবুরিকে গ্রেফতার করেছে ইরাকের গোয়েন্দা বিভাগ। কোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করেননি খাদেমি।

আইএসের প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির এক সময়ের প্রধান সহকারী জাবুরি বর্তমানে জঙ্গি সংগঠনটির আর্থিক বিষয়ের প্রধান। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ২০১৯ সালের ২৬ অক্টোবর সিরিয়ায় এক আমেরিকান সেনা অভিযানে মারা যায় বাগদাদি। তারপর থেকে জঙ্গি সংগঠনটির শীর্ষ পদে আছে জাবুরি।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের দখল করা অঞ্চলে তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন ও বিক্রির বিষয় তদারক করার দায়িত্ব জাবুরির উপরে। মনে করা হচ্ছে জাবুরি ধরা পড়ায় আইএস জঙ্গিদের অর্থনৈতিক দিকটি ভেঙে ফেলা যাবে।

]]>
Afghanistan: কাবুলে মারের বদলা কুন্দুজে নিল ইসলামিক স্টেট? মসজিদে বিস্ফোরণে বহু মৃত্যু https://ekolkata24.com/uncategorized/mosque-blast-in-afghanistan-causes-several-dead Fri, 08 Oct 2021 15:13:06 +0000 https://www.ekolkata24.com/?p=6941 নিউজ ডেস্ক: তালিবান সরকারের পুলিশের দাবি ১০০ জনের বেশি মৃত কুন্দুজের মসজিদে। ভয়াবহ বিস্ফোরণ ঘটানোর পিছনে ইসলামিক স্টেট খোরাসান জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। অন্তত ৯০ জন জখম। এদের অনেকের অবস্থা আশঙ্কা জনক।

কুন্দুজ প্রদেশ আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাজিকিস্তান সীমান্তের লাগোয়া। বিস্ফোরণ ঘটানোর পিছনে কোনও তালিবান বিরোধী গেরিলা সংগঠনের হাত আছে কিনা তাও আলোচিত হচ্ছে।

আফগানিস্তানে দ্বিতীয় তালিবান সরকারের আমলে কুন্দুজ মসজিদের বিস্ফোরণ প্রথম ভয়াবহ নাশকতা। শুক্রবার ধর্মীয় দিন। ফলে মসজিদে ছিল ভিড়। সেই ভিড়ে হয় বিস্ফোরণ। রক্তাক্ত এই মসজিদ প্রাঙ্গনে বহু মানুষের দেহ পড়ে আছে। দেহ সরানোর কাজ চলছে।

আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠন করার পর তালিবান জঙ্গিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট খোরাসানের সংঘর্ষ চলছে। সম্প্রতি রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তালিবান হামলা চালায় আইএস ঘাঁটিতে। বেশ কিছু আইএস জঙ্গি মারা যায়। তালিবান বনাম আইএস দুই জঙ্গি সংগঠনের মধ্যে সংঘর্ষের কেন্দ্র আফগানিস্তান।

কুন্দুজের বিস্ফোরণের ঘটনায় তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

]]>
Afghanistan : মসজিদ কাঁপল নাশকতায়, কেমন সেই মুহূর্ত দেখুন https://ekolkata24.com/uncategorized/afghanistan-deadly-blast-in-afghsn-mosque Fri, 08 Oct 2021 12:32:37 +0000 https://www.ekolkata24.com/?p=6931 নিউজ ডেস্ক: ফের আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। শুক্রবার কুন্দুজ শহরে একটি মসজিদে বিস্ফোরণ হয়। এই ঘটনা নাশকতা। জানিয়েছে তালিবান জঙ্গি সরকার। অভিযোগ উঠতে শুরু করেছে প্রতিপক্ষ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে।

শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরের মসজিদে ধর্মীয় জমায়েত ছিল নিয়মমাফিক। তখনই ঘটানো হয় বিস্ফোরণ। মৃতের সংখ্যা বাড়ছে।

blast in afghsn mosqueবিস্ফোরণের মুহুর্ত কেমন ছিল তা দেখা যাচ্ছে। বিরাট মসজিদের পুরোটা কালো ধোঁয়ায় ঘেরা। দলে দলে সবাই বেরিয়ে আসছে।

blast in afghsn mosque

আরেকটি ছবিতে স্পষ্ট, ঘটনাস্থল। পুরো মসজিদের ভিতর লন্ডভন্ড পরিস্থিতি। সেখানে কয়েকজনের দেহ পড়ে রয়েছে।

blast in afghsn mosque

আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠন করার পর তালিবান জঙ্গিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট খোরাসানের সংঘর্ষ চলছে। সম্প্রতি রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তালিবান হামলা চালায় আইএস ঘাঁটিতে। বেশ কিছু আইএস জঙ্গি মারা যায়। তালিবান বনাম আইএস দুই জঙ্গি সংগঠনের মধ্যে সংঘর্ষের কেন্দ্র আফগানিস্তান।

blast in afghsn mosqueকুন্দুজের বিস্ফোরণের ঘটনায় তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

]]>
Afghanistan: তালিবান-আইএস জঙ্গিদের গুলির লড়াই, মরেছে দুপক্ষের বেশ কয়েকজন https://ekolkata24.com/uncategorized/taliban-and-isis-militant-clash-near-afghan-capital-kabul Mon, 04 Oct 2021 14:34:56 +0000 https://www.ekolkata24.com/?p=6573 নিউজ ডেস্ক: দু’পক্ষই বন্দুক নিয়ে মুখোমুখি গুলি চালিয়ে দিল। তালিবান ও ইসলামিক স্টেট(ISIS) এই দুই জঙ্গি সংগঠনের সংঘর্ষে মৃত কয়েকজন। আফগান রাজধানী কাবুলের কাছেই হয়েছে এই রক্তারক্তি কান্ড। কাবুলের (Kabul) এক মসজিদের সামনে বিস্ফোরণের জেরে আফগানিস্তানের শাসক তালিবান জঙ্গিরা দায়ি করে প্রতিপক্ষ ইসলামিক স্টেট জঙ্গিদের। বিস্ফোরণে দুজন মারা যান।

রয়টার্স জানাচ্ছে, রবিবার কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণ ঘটানো হয় তালিবান (Taliban) সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের স্মরণসভায়। মসজিদে বিস্ফোরণের পরেই তালিবান জঙ্গিরা হামলা চালায় ইসলামিক স্টেটের (ISIS) একটি ডেরায়। সেই ডেরা ধ্বংস হয়েছে বলে দাবি তালিবান সরকারের।

taliban and Isis militant clash near afghan capital kabul

তালিবান জঙ্গি সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে,রবিবার কাবুলের উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালানো হয়। অভিযানে আইএস জঙ্গিদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা সব জঙ্গিকে মেরে দেওয়া হয়েছে।

তাৎপর্যপূর্ণ আফগানিস্তানে (Afghanistan) সক্রিয় ইসলামিক স্টেট জঙ্গিদের স্থানীয় শাখা আইএসআইএস (খোরসান) গোষ্ঠী জানিয়েছে, হামলার কথা।

তালিবানও ইসলামিক স্টেট এই দুই জঙ্গি সংগঠন পরস্পর বিরোধী। আফগানিস্তানে দ্বিতীয়বার তালিবান সরকার হওয়ার পর থেকেই দুই জঙ্গি সংগঠনের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ছিল। সেটাই শুরু হয়েছে এবার। এর জেরে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হবে বলে মনে করা হচ্ছে।

]]>
বাংলাদেশি বংশোদ্ভূত ISIS জঙ্গি শামীমা এখন ফ্যাশন পোশাকে, লন্ডনে ফিরতে মরিয়া https://ekolkata24.com/uncategorized/isis-militant-shamima-begum-makes-appeal-to-return-to-uk Thu, 16 Sep 2021 07:48:37 +0000 https://www.ekolkata24.com/?p=4747 নিউজ ডেস্ক: খোলা পোশাকে বাংলাদেশি বংশোদ্ভূত আত্মসমর্পণকারী আইএস জঙ্গি শামীমা বেগম। লন্ডনের একটি টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকারে শামীমার দাবি, ‘আমি যদি কোনও অপরাধ করে থাকি, সেটি হচ্ছে আইএসে যোগ দেওয়ার মতো বোকামি করা।’ এই ছবি হয়েছে ভাইরাল। নেটিজেনদের দাবি, ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা ক্রমাগত নাটক করে চলেছে।

Shamima Begum

ছাত্রী শামীমা ও জঙ্গি শামীমা

ইসলামিক স্টেটে যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০১৫ সালে ১৫ বছর বয়সে লন্ডন ছেড়ে সিরিয়ায় চলে যায় শামীমা। তার লন্ডন ত্যাগের ছবি সিসিটিভিতে ধরা পড়ে। চার বছর পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবির থেকে তাকে উদ্ধার করা হয়।

ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় সেনা অভিযানে সংগঠনটির মূল ঘাঁটি ভেঙে দেওয়া হয়। জঙ্গি শমীমার খোঁজ মেলে সিরিয়ায়। তার জঙ্গি স্বামী ও সন্তানরা মৃত। ইংল্যান্ডে ফিরতে চেয়ে শামীমা বারবার আবেদন জানাচ্ছে।

Shamima Begum

লন্ডন থেকে সিরিয়া পালানোর মুহূর্তে শামীমা।

ব্রিটেন সরকারের তরফে শামীমাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ঢাকা সরাসরি সেই আবেদন নাকচ করেছে। তবে শামীমা জানায়, সে বাংলাদেশি বংশোদ্ভূত হলেও বাংলাদেশে আর ফিরতে চায় না।

টি়ভি অনুষ্ঠানে প্রায় আধঘণ্টার সাক্ষাৎকারে শামীমা বেগম জানায়, কী করে লন্ডন থেকে পালিয়ে গিয়ে আইএসে যোগ দিয়েছিল। সেখানে তার জীবন এবং কেন এখন আবার ব্রিটেনে ফিরে আসতে চায়। বোরখা ফেলে একেবারে খোলামেলা পোশাক পরে সাক্ষাতকার দিয়েছে শামীমা।

]]>