Italy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 16 Sep 2024 08:52:35 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Italy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 एयरटेल बिजनेस और स्पार्कल ने भारत और इटली के बीच ब्लू-रमन क्षमता के लिए किया समझौता https://ekolkata24.com/technology/airtel-business-and-sparkle-sign-agreement-for-blue-raman-capability-between-india-and-italy Mon, 16 Sep 2024 08:47:59 +0000 https://ekolkata24.com/?p=49621 कोलकाता: भारत के प्रमुख दूरसंचार सेवा प्रदाताओं में से एक, भारती एयरटेल की बी2बी (बिज़नेस टू बिज़नेस) शाखा एयरटेल बिजनेस ने एक महत्वपूर्ण समझौता किया है। यह समझौता इटली के अग्रणी अंतरराष्ट्रीय सेवा प्रदाता और विश्व स्तर पर प्रमुख ऑपरेटर स्पार्कल के साथ हुआ है। इस समझौते का उद्देश्य एशिया और यूरोप के बीच विविधीकृत और कम विलंबता वाले मार्ग पर अतिरिक्त क्षमता का विस्तार करना है।

इस समझौते के तहत, एयरटेल ब्लू-रमन समुद्री केबल प्रणाली पर स्पार्कल से क्षमता प्राप्त करेगी, जो भारत को इटली से जोड़ेगी। इस अतिरिक्त क्षमता के साथ, एयरटेल अपने वैश्विक नेटवर्क को कई अंतरराष्ट्रीय समुद्री केबल प्रणालियों में और अधिक विविधता प्रदान करेगी। इसका उद्देश्य भारत और उसके पड़ोसी देशों में डेटा सेवाओं की बढ़ती मांग को पूरा करना है। यह कदम एयरटेल की अपने अंतरराष्ट्रीय नेटवर्क को मजबूत और विस्तारित करने की रणनीति का हिस्सा है।

दोनों कंपनियां भारतीय उपमहाद्वीप में नए व्यावसायिक अवसरों और परियोजनाओं के विकास पर भी मिलकर काम करेंगी। इस सहयोग में वे अपने-अपने केबल बुनियादी ढांचे का लाभ उठाएंगी। यह साझेदारी दोनों कंपनियों को अपनी विशेषज्ञता और संसाधनों का उपयोग करके क्षेत्र में अपनी उपस्थिति और सेवाओं का विस्तार करने में मदद करेगी।

एयरटेल बिजनेस की वैश्विक व्यापार की मुख्य कार्यकारी अधिकारी, वाणी वेंकटेश ने कहा, “हम स्पार्कल के साथ साझेदारी करके बहुत खुश हैं, क्योंकि इससे हम वैश्विक कनेक्टिविटी में अपनी अग्रणी स्थिति को और मजबूत करेंगे। यह साझेदारी हमारे नेटवर्क को बड़ी एकीकृत क्षमताओं के साथ और अधिक विविधता प्रदान करेगी। इससे हम अपने ग्राहकों की लगातार बढ़ती कनेक्टिविटी आवश्यकताओं और डेटा की मांग को पूरा कर सकेंगे।”

स्पार्कल के मुख्य कार्यकारी अधिकारी, एनरिको बैग्नास्को ने कहा, “हम इस समझौते से बहुत प्रसन्न हैं, जो ब्लू और रमन द्वारा प्रदान किए गए नए समाधान पर आधारित है। यह समझौता क्षेत्र के डिजिटल विकास को समर्थन देता है और भारती एयरटेल के साथ हमारी ऐतिहासिक साझेदारी को और मजबूत बनाता है।”

एयरटेल बिजनेस भारत की अग्रणी और सबसे भरोसेमंद आईसीटी सेवा प्रदाता है। इसके पास रणनीतिक रूप से स्थित समुद्री केबल, उपग्रह नेटवर्क और वैश्विक नेटवर्क हैं जो 50 देशों और पांच महाद्वीपों में 4,00,000 आरकेएम से अधिक (आईआरयू सहित) फैले हुए हैं। 1200 से अधिक वैश्विक कैरियर साझेदारियों के साथ, कंपनी अपने ग्राहकों को दुनिया भर में, यहां तक कि कठिन पहुंच वाले क्षेत्रों में भी कनेक्ट करने में सक्षम बनाती है। भारत में, एयरटेल बिजनेस सुरक्षित कनेक्टिविटी, क्लाउड और डेटा सेंटर सेवाएं, साइबर सुरक्षा, आईओटी और क्लाउड-आधारित संचार सहित उद्यमों, सरकारों, कैरियर और छोटे और मध्यम व्यवसायों को कई तरह के समाधान प्रदान करती है।

]]>
জেনে নিন: বিশ্বের কোথায় একটি বালতির জন্য যুদ্ধ হয়েছিল https://ekolkata24.com/offbeat-news/where-in-the-world-was-the-battle-for-a-bucket Wed, 08 Dec 2021 12:20:11 +0000 https://www.ekolkata24.com/?p=1739 নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে বড় বড় এবং যথেষ্ট ভয়াবহ যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলিতে হাজার-হাজার,লক্ষ- লক্ষ প্রাণ গিয়েছে। বেশিরভাগ যুদ্ধের ক্ষেত্রেই লক্ষ্য ছিল একে অপরকে পরাজয়ের মাধ্যমে সেই জায়গায় নিজের অধিপত্য স্থাপন করা। তবে এই বিশ্বে এমন একটি বিরল যুদ্ধ হয়েছে যেটা অনেকেরই অজানা। এই অজানা যুদ্ধের লক্ষ্য ছিল একটি বালতিতে নিজের অধিপত্য স্থাপন করা ।এই যুদ্ধের কথা শুনে নিশ্চয়ই আপনারা চমকে উঠবেন ।তবে এটাই বাস্তব। অনেক বছর আগে এমনই একটি যুদ্ধ হয়েছিল ইটালিতে।

১৩২৫সালে ধর্ম নিয়ে টানাটানি যথেষ্ট বেড়ে গিয়েছিল ইতালীতে। এখানকার দুটি রাজ্য বোলোগ্না এবং মোডেনার মধ্যে প্রায়শ যুদ্ধ লেগে থাকত। ইতিহাস বলছে রিনাল্ডো বোনাকোল্সীর শাসনকাল যথেষ্ট আক্রমণাত্মক ছিল বোলোগ্নো। প্রায়ই একে অপরের বিরুদ্ধে চড়াও হত এই দুটি রাজ্য।একটা সময় এমন এল যখন এই দুটি রাজ্য একে অপরের প্রতি শত্রুতার মনোভাব রেখে প্রায় যুদ্ধের ঘোষণা করত।

এমন একটি ঘটনা ঘটেছিল ১৩২৫ সালে। এইসময় মোডেনার সৈনিকরা বোলোগ্নার কিলাই ঢুকে পড়েছিল। সেখান থেকে চুপচাপ একটি কাঠের বালতি তারা চুরি করে নেয়। বলা হয় এই বালতিটি হীরে-মুক্তো দিয়ে ভর্তি ছিল। এই চুরির খবর যখন বোলোগ্নার সৈনিকরা জানতে পারে তখন মোডেনার কাছ থেকে এই বালতিটি তারা ফেরত চায়। তবে মোডেনার পক্ষ থেকে এই বালতিটি ফেরত দেয়ার বিষয়ে স্পষ্ট মানা করে দেওয়া হয়। এর পরেই এই বালতিটি থেকে ফিরে পাওয়ার জন্য বোলোগ্না মোডেলার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়।

যে সময়ে এই যুদ্ধের ঘোষণা হয়েছিল সেই সময় বোলোগ্রনার কাছে ৩২ হাজার মানুষের সৈনিক ছিল ।ঠিক সেখানেই মোডেনার কাছে মাত্র ৭ হাজার মানুষের সৈনিক ছিল। এই দুই রাজ্যের মধ্যে বালতি নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় ।তবে অবাক করার বিষয় মাত্র ৭ হাজার লোকের সৈনিক নিয়ে এত বড় সেনাসহ বোলোগ্না রাজ্যকে পরাজিত করে মোডেনা। বলা হয় এই যুদ্ধে প্রায় ২০০০ সৈনিক মারা গিয়েছিল। বোলোগ্না এবং মোডেলার মধ্যে এই যুদ্ধকে ‘ওয়ার অফ দ বাকেট’ নাম দেওয়া হয়। এই নামেই এখন বিশ্বে বিখ্যাত এই যুদ্ধ। এই বালতিটি এখনও পর্যন্ত একটি মিউজিয়ামে রাখা রয়েছে ।যে বালতির জন্য এই বিশ্বে একটি যুদ্ধ হয়েছিল সেই বালতিটি দেখার জন্য বিশ্ব থেকে মানুষ মিউজিয়ামে আসেন।

]]>
এই শহরের মানুষ থেকে পশুও পাথরের হয়ে গিয়েছিল https://ekolkata24.com/offbeat-news/bringing-the-ghostly-city-of-pompeii-back-to-life Mon, 06 Dec 2021 10:58:52 +0000 https://www.ekolkata24.com/?p=1864 নিউজ ডেস্ক: সাধারণত এমন ঘটনা শুধুমাত্র গল্পে শোনা যায়। যেখানে মানুষ থেকে নিয়ে পশু সবাই পাথর হয়ে গিয়েছে। কিন্তু ইতালিতে এমন একটি প্রাচীন শহর আছে যেখানে এমন ঘটনা বাস্তবে ঘটেছিল। এই শহরে মানুষ থেকে নিয়ে পশু, সবাই পাথর হয়ে গিয়েছিল।

এখনও এই তাদের দেহ পাথরের অংশ রূপে উদ্ধার হয়। উদ্ধার হওয়া এই অংশগুলি দেখে মনে হয় যেন, তাদের মধ্যে কোন দিনই প্রাণ ছিল না। এই অংশগুলি দেখে মনে হয় যেন, এগুলো কোন পাথরের মূর্তি। কিন্তু এই পাথরের মূর্তিগুলির পিছনের সত্য ঘটনা মানুষ জানতে পেরে ভয়ে আঁতকে ওঠে।

আমরা কথা বলছি পোম্পাই শহরের। এই শহর প্রায় ১৯৪০ বছর আগের। বলা হয় এখানে অনেক বছর আগে বসতি ছিল। এই শহরে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটে যার জেরে শহরটি ধুলিস্যাৎ হয়ে যায়। এই জায়গা থেকে বৈজ্ঞানিকরা এমন কিছু প্রমাণ পেয়েছে যার ভিত্তিতে বলা হয় সেই সময় একটাও মানুষও বাঁচতে পারেনি।

এই শহর প্রায় ৭০ একর জমির উপর ছড়িয়ে ছিল। এই শহরের গুহা দেখে অনুমান করা হয় যে শহরটিতে প্রায় ১১ থেকে ১৫ হাজার লোক বসবাস করত। কয়েক বছর আগে এই এলাকায় একটি ঘোড়ার দেহের অংশ পাওয়া গিয়েছে। যে অংশটি সম্পূর্ণভাবে পাথরের হয়ে গিছেয়ে৷ মন অনেক পাথরের অংশ এই এলাকা থেকে প্রায়শই উদ্ধার হয়ে থাকে।

Pompeii

এবার জানা যাক কি এমন ঘটনা ঘটেছিল এই শহরটিতে
পোম্বাইয়ের কাছে নেপাল্সের খাড়িতে একটি আগ্নেয়গিরি আছে। যার নাম মাউন্ট বিউবিয়াস। অনেক বছর আগে হঠাৎ এই আগ্নেয়গিরিটি ফেটে যায়৷ যার ফলে ভারী মাত্রায় লাভা এবং বিভিন্ন ধরনের জৈব পদার্থ বের হয়। যার ফলে বড় মাপের ক্ষয়ক্ষতি হয়।

পম্পাই শহরের বাসিন্দারা শহর ছেড়ে পালানোর আগেই এই আগ্নেয়গিরির লাভা এসে শহরটিকে তছনছ করে দেয়। এই কারণেই এই এলাকা এতটাই গরম হয়ে যায় যার জেরে মানুষের রক্ত ফুটন্ত হয়ে পড়ে এবং মাথার ঘিলু ফেটে যায়। এই জৈব পদার্থের সম্পর্কে আসার ফলে এই শহরের বাসিন্দাদের ভয়াভহ মৃত্যু হয়। পরবর্তী সময়ে তাপমাত্রা নেমে যাওয়ার ফলে লাভা শক্ত হয়ে যায়। যার কারণেই মানুষের শরীরে পাথরের হয়ে যায়।

পোম্পাই শহরটি ছাড়াও এই আগ্নেয়গিরির জেরে আরও একটি শহর তছনছ হয়ে যায়। অপর শহরটির নাম ছিল হর্কুলেনিয়াম। এই ঘটনার জেরে এই শহরটিতেও অসংখ্য মানুষের মৃত্যু হয়।

]]>
২৪০ পাতার এই রহস্যময় বই আজও কেউ পড়তে পারেনি https://ekolkata24.com/offbeat-news/heres-what-you-need-to-know-about-the-mysterious-voynich-manuscript Fri, 03 Dec 2021 20:34:28 +0000 https://www.ekolkata24.com/?p=1937 নিউজ ডেস্ক: এই জগতে রহস্য ভরে রয়েছে। কিছু রহস্য ভেদ করতে সফল হয়েছে মানুষ৷ তবে কিছু রহস্য এখনও পর্যন্ত অজানা রয়ে গিয়েছে মানবজাতির কাছেও। ঠিক এমনই একটি রহস্য হল ২৪০ পাতার একটি বই। কথিত আছে, আজ পর্যন্ত কেউ এই বইটি পড়তে পারেনি।

ইতিহাসকারিরা বলছেন, এই রহস্যময় বইটি ৬০০ বছরেরও বেশি পুরনো। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা গিয়েছে, বইটি ১৫ শতাব্দীতে লেখা হয়েছিল। এই বইটি হাতে লেখা হয়েছিল। কিন্তু কী লেখা হয়েছিল এবং কোন ভাষায় লেখা হয়েছিল, তা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি৷ বইটি আজ পর্যন্ত রহস্যময় হয়ে রয়ে গিয়েছে। বইটির ‘বায়োনিক ম্যানুস্ক্রিপ্ট’ নামে নামকরন করা হয়েছে। বইটিতে মানুষ থেকে নিয়ে গাছপালার একাধিক ছবি বানানো হয়েছে।

Mysterious Voynich Manuscript

‘বায়োনিক ম্যানুস্ক্রিপ্ট’ নামের এই বইটির সবথেকে অদ্ভুত বিষয় হল, বইটিতে এমন কিছু গাছপালার ছবি রয়েছে, যেগুলির পৃথিবীর গাছপালার সঙ্গে কোন মিল নেই। এই বইটির নাম ‘বায়োনিক ম্যানুস্ক্রিপ্ট’৷ ইতালির একটি বইয়ের ডিলার বিলফ্রিড বায়োনিকয়ের নামে নামকরণ হয়েছে। বলা হয় তিনি এই বইটি ১৯১২ সালে কিনে এনেছিলেন। কিন্তু তিনি কোন জায়গা থেকে বইটা কিনেছিলেন আজ পর্যন্ত বড় রহস্য।

Mysterious Voynich Manuscript

এই রহস্যময় বইটিতে অনেক পাতা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পাতাগুলি নষ্ট হচ্ছে। এই মুহূর্তে বইটিতে মাত্র ২৪০টি পাতা রয়েছে৷ এই বিষয়ে বেশি কিছু তথ্য খুঁজে পাওায়া যায়নি৷ কিন্তু এটা স্পষ্ট বোঝা যায় যে, বইটির কিছু শব্দ ল্যাটিন এবং জার্মান ভাষায় রয়েছে।

অনেকে বলে থাকেন, এই বইটি ইচ্ছাকৃতভাবে এইভাবে লেখা হয়েছে৷ যাতে কেউ পড়তে না পারে এবং এর রহস্যভেদ না হয়। তবে সেই রহস্যটা কী, সেটা শুধুমাত্র এই বইটির লেখকই হয়তো জানতেন। কিংবা আগামিদিনে হয়তো কেউ এই বইটিতে কী লেখা রয়েছে, সেই রহস্যভেদ করতে সফল হবে। এখন শুধুই সময়ের অপেক্ষা।

]]>
Covid 19: লকডাউন বিরোধী তুমুল সংঘর্ষ, জ্বলছে নেদারল্যান্ডস, পুলিশের গুলি https://ekolkata24.com/uncategorized/dutch-police-open-fire-on-covid-lockdown-protesters-in-netherlands Sun, 21 Nov 2021 04:42:48 +0000 https://ekolkata24.com/?p=11904 News Desk: একদিকে প্রবল করোনা সংক্রমণে অসহায় সরকার। পরিস্থিতি সামাল দিতে লকডাউন জারি করে আরও সমস্যায় জড়াল দেশটির সরকার। সাধারণ ডাচ নাগরিকরা লকডাউন বিরোধী সমাবেশ থেকে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করলেন। ভাঙচুর, হামলা রুখতে পুলিশের গুলি চলল। ঘটনার কেন্দ্র আন্তর্জাতিক শহর দ্য হেগ।

সরকারি নির্দেশে শনিবার থেকে তিন সপ্তাহের আংশিক লকডাউন শুরু হয়েছে নেদার‍ল্যান্ডসে। রাত ৮টায় পানশালা ও রেস্তোরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে। পুরোপুরি দর্শকশূন্য থাকবে সব ধরনের খেলাধুলার আয়োজন।

সরকারের ঘোষণার পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্য হেগ শহরের সড়কে সার সার সাইকেলে আগুন ধকিয়ে দেন বিক্ষুব্ধরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় হামলা। রটারডাম শহরে বিক্ষোভ প্রবল রূপ নিলে পুলিশ গুলি চালায়। বিবিসি জানাচ্ছে এই খবর।

netherlands

পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক আদালতের সদর কার্যালয়ের শহর দ্য হেগ। এই শহরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নেদারল্যান্ডসের বিক্ষোভের রেশ ছড়াতে শুরু করেছে ইউরোপের অন্যান্যদের দেশে। করোনা সংক্রমণ বাড়ার ফলে নতুন করে লকডাউনসহ কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইটালিতে। স্বাভাবিক জীবনযাপনে বাধার প্রতিবাদ করছেন সেসব দেশের জনগন।

এদিকে পরিসংখ্যানে উঠে আসছে, শিল্পন্নোত পশ্চিম ইউরোপের দেশগুলিতে চরম অবৈজ্ঞানিক মনোভাবের কারণে টিকা নেওয়ার হার খুবই কম। এর ফলে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে দ্রুত। ইউরোপের অনেক দেশে নতুন করে করোনা বেড়ে যাওয়ায় সেসব দেশের সরকার নতুন করে কড়াকড়ি আরোপ করছে। কয়েকটি দেশে এক দিনে রেকর্ড সংখ্যক সংক্রমণের তথ্য পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, ইউরোপে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। হু আঞ্চলিক কর্মকর্তা ড. হ্যান্স ক্লুগ আশঙ্কা করেন, ইউরোপে কড়াকড়ি না করা হলে আগামী বসন্তের আগে পর্যন্ত আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু দেখতে হবে। কোভিড সংক্রমণে এই অঞ্চলে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে।

সোমবার থেকে ২০ দিনের লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া। এর প্রতিবাদে রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। আগামী ফেব্রুয়ারি থেকে করোনার টিকা বাধ্যতামূলক করার কথা ভাবছে অস্ট্রিয়া সরকার। ইউরোপের প্রথম দেশ হিসেবে টিকা বাধ্যতামূলক করতে যাচ্ছে এই দেশ। বিবিসি জানাচ্ছে ক্রোয়েশিয়ায় সরকারি চাকরিজীবীদের টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে রাজধানী জাগরেব শহরে বিক্ষোভ হয়েছে।

]]>
G 20: মাস্ক বিহীন মোদীকে নিয়ে তীব্র সমালোচনা আন্তর্জাতিক মহলে https://ekolkata24.com/uncategorized/g-20-criticism-of-modi-without-mask-in-international-arena Sun, 31 Oct 2021 08:00:38 +0000 https://www.ekolkata24.com/?p=9791 News Desk: একের পর এক ছবি। কখনও রাষ্ট্রপ্রধান, তো কখনও পোপ সবার সঙ্গে ঘনিষ্ঠ মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এমন কোভিডবিধি লঙ্ঘন ঘিরে বিশ্ব জুড়ে শুরু হয়েছে সমালোচনা।

বিশ্বনেতাদের আলিঙ্গনের মুহূর্তে মাস্ক ছাড়া ছবিতে বিতর্কের মুখে নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপের সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রীর মাস্ক কেন ছিল না। উঠছে এই প্রশ্ন।

জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালি এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে। কেন এমন করছেন তিনি? প্রশ্ন বিশ্বজুড়ে। অথচ মোদীর সফরে থাকা

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মুখে মাস্ক ছিল। অন্যান্য রাষ্ট্রপ্রধানরা মাস্ক পরেছিলেন।

ভারতে ফের বেড়েছে করোনা সংক্রমণ। আর ভারত থেকেই জি ২০ তে যোগ দেওয়া মোদীর কোভিড বিধি না মেনে চলার অভিযোগ ঘিরে সরগরম আন্তর্জাতিক সম্মেলন মঞ্চ।

]]>
স্পেনকে হারিয়ে ইউরো ফাইনালে অপ্রতিরোধ্য ইতালি https://ekolkata24.com/sports-news/italy-beat-spain-on-penalties-and-through-euro-2020-final Wed, 07 Jul 2021 07:02:52 +0000 https://ekolkata24x7.com/?p=311 লন্ডন: রবার্তো মানচিনির হাত ধরে অন্য ইতালিকে দেখছে ফুটবলবিশ্ব৷ ওয়েম্বলিতে ফুটবলীয় রোমাঞ্চে শেষ হাসি হাসল ইতালি৷। টাই-ব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরো কাপের ফাইনালে উঠল মানচিনির দল। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হয়৷ প্রথমার্থ গোলশূন্য থাকার পর ৬০ মিনিটে ফেডেরিকো কিয়েসার গোলে এগিয়ে গিয়েছিল ইতালি৷ কিন্তু স্পেনের হয়ে ৮০ মিনিটে গোল শোধ করেন আলভারো মোরাতা। ফলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে৷ পেনাল্টি শুট-আউটে বাজিমাত করে ইতালি৷

টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে ইউরো কাপের ফাইনালে নামবে মানচিনির দল৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইউরোর প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে জেতে ইতালি। আজুরিদের সামনে ভেঙে পড়ে স্প্যানিশ আর্মার্ডা৷ জয়োল্লাসে ফেটে পড়ে ইতালি, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দে আত্মহারা আজুরিরা৷

টাই-ব্রেকারে লোকাতেল্লির নেওয়া ইতালির প্রথম শট ঠেকিয়ে দেন উনাই সিমোন। কিন্তু নিজেদের প্রথম শট উড়িয়ে মেরে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন দানি ওলমো। তারপর আর পিছন ফিরে তাকায়নি মানচিনির ছেলেরা৷ পরের তিন শটে একে একে বল জালে পাঠান বেলোত্তি, বোনুচ্চি, বের্নারদেস্কি। স্পেনের দুই ও তিন নম্বর শটে জেরার্দ মোরেনো ও থিয়াগো আলকান্তারা গোল করেন। কিন্তু মোরাতার শট আটকে দেন জানলুইজি দোন্নারুমা। এরপর জর্জিনিও ঠাণ্ডা মাথায় বল জালে জড়াতেই সেলিব্রেশন শুরু হয়ে যায় আজুরিদের৷

টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে ইউরোর ফাইনালে ইতালি। ইউরোপের দুই বিশ্বজয়ী ফুটবল শক্তির এই সেমিফাইনাল ম্যাচটা নিয়ে আমার আগ্রহ ছিল প্রবল। এই দুই দেশই আকর্ষণীয় ফুটবল খেলে শেষ চারে উঠে এসেছিল। ম্যাচের শুরু থেকে দেখা মেলে স্পেনের চিরপরিচিত ফুটবল। প্রথম ১৫ মিনিটে ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রাখলেও সুযোগ কাজে লাগাতে পারেনি৷ ধীরে ধীরে গুছিয়ে নিতে থাকে ইতালি। প্রতি আক্রমণ থেকেই দুর্দান্ত এক ডান পায়ের বাঁকানো শটে ৬০ মিনিটে দলকে এগিয়ে দেন জুভেন্তাসের উইঙ্গার কিয়েসা।

গোল খেয়ে স্পেন আরও বেশি চেপে ধরে ইতালিকে। এর মধ্যে অবশ্য ফেরান তোরেস ও মিকেল ওইয়ারসাবালের জায়গায় জেরার্দ মোরেনো ও আলভারো মোরাতাকে মাঠে নামায় লুই হেনরিকে। অলমোর পাসে ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্পেনকে সমতায় ফেরান মোতেরা। ইউরোর ইতিহাসে স্পেনের হয়ে ছ’টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। পেছনে ফেললেন ফার্নান্দো তোরেসকে। মোতেরার গোল হেনরিকের মুখে হাসি ফোটালেও টাই-ব্রেকারে বাজিমাত করেন মানচিনির ছেলেরা৷

৯ বছর আগের ফাইনালে এই স্পেনের বিরুদ্ধে ভরাডুবি হয়েছিল ইতালির। এবার সেই স্পেনকে হারিয়েই ফাইনালে উঠল আজুরিরা। টানা ৩৩ ম্যাচে অপরাজিত আগামী রবিবার এই ওয়েম্বলিতে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে ইতালি৷ প্রতিপক্ষ ইংল্যান্ড কিংবা ডেনমার্ক।

]]>