jail – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 28 Dec 2021 16:43:49 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png jail – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 পাকিস্তানের জেলে ২৫ বছর কাটিয়ে দেশে ফিরলেন কুলদীপ সিং https://ekolkata24.com/uncategorized/kuldeep-singh-returns-home-after-spending-25-years-in-pakistani-jail Tue, 28 Dec 2021 16:43:49 +0000 https://ekolkata24.com/?p=16988 News Desk: কুলদীপ সিং তখন ২৪ বছরের এক তরুণ। ১৯৯২ সালে হঠাৎই ভুল করে তিনি সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়েছিলেন পাকিস্তান (Pakistan ) ভূখণ্ডে। সঙ্গে সঙ্গেই তাঁকে পাকড়াও করে পাকিস্তানি সেনা। যথারীতি কুলদীপকে ভারতীয় গুপ্তচর (indian spy) বলে চিহ্নিত করা হয়। পাক আদালতের বিচারে ২৫ বছরের কারাদণ্ড হয় কুলদীপের (kuldeep sing)। সাজার মেয়াদ শেষ হতে শুক্রবার রাতে নিজের গ্রামের বাড়িতে ফিরছেন জম্মু-কাশ্মীরের কাঠুয়ার (kathuya) বাসিন্দা কুলদীপ সিং।

ভারত-পাক সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরের কাঠুয়ার বাসিন্দা কুলদীপ। প্রায় তিন দশক আগে কীভাবে সীমান্ত অতিক্রম করে তিনি পাক ভূখণ্ডে প্রবেশ করেছিলেন সে কথা আজ ভালভাবে মনেও করতে পারেন না তিনি। কুলদীপ গ্রামের বাড়িতে ফিরে আসতেই তাঁকে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানান গ্রামবাসীরা। পরিবারের আত্মীয়রাও কুলদীপকে নিয়ে খুশিতে মেতে ওঠেন।

কুলদীপ এদিন সীমান্ত সংলগ্ন গ্রামগুলির বাসিন্দাদের উদ্দেশ্য বলেছেন, দয়া করে কেউ ভুল করেও সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করবেন না। কারণ পাকিস্তানে কোনও ভাবে কেউ ঢুকে পড়লে পাকসেনাদের একটাই কথা, তারা নাকি সকলেই ভারতীয় গুপ্তচর। চরবৃত্তির অভিযোগে ভারতীয়দের ওপর কী ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর নিজের উপরেও সাড়ে তিন বছর ধরে এ ধরনের নির্যাতন চলছে বলে কুলদীপ জানান।

৫৩ বছরের কুলদীপ বলেছেন, পাক সেনার হাতে ধরা পড়ার পর তাঁকেও ভারতীয় গুপ্তচর বলে চরম নির্যাতন শুরু হয়। এভাবেই তিনি টানা সাড়ে তিন বছর ধরে তদন্তকারী সংস্থার নির্যাতনের শিকার হয়েছেন। শেষপর্যন্ত আদালত তাঁকে ২৫ বছরের কারাদণ্ড দেয়। আদালতের নির্দেশে লাহোরের কোর্ট লাখপত জেলে বন্দি ছিলেন তিনি। জেল থেকেই তিনি পরিবারকে চিঠি লিখে পুরো বিষয়টি জানিয়েছিলেন। ওই চিঠি পাওয়ার পরই কুলদীপের পরিবার জানতে পেরেছিলেন যে তিনি পাকিস্তানে আছেন। আপাতত জীবিতও আছেন। তবে তিনি যে আর কোনওদিন বাড়ি ফিরতে পারবেন এতটা তাঁর পরিবার আশা করেনি। জীবনের মূল অধ্যায়টা কেটে গিয়েছে পাকিস্তানের জেলে।

তবে কুলদীপ এদিন জোরের সঙ্গে বলেছেন, দেশের জন্য কখনোই কোনও ত্যাগ স্বীকার করতে তিনি পিছপা হবেন না। পাকসেনারা কোনওভাবেই ভারতীয়দের সহ্য করতে পারে না। ভারতীয়দের উন্নয়ন-অগ্রগতিকে তারা রীতিমতো হিংসা করে। সেই হিংসা থেকেই তারা ভারতীয়দের উপর নির্যাতন চালায়।

]]>
Aryan Khan: জেল থেকে বেরিয়ে বাবা শাহরুখের সঙ্গে মন্নত ফিরলেন আরিয়ান https://ekolkata24.com/entertainment/aryan-khan-released-from-jail-srks-son-returns-home-after-29-days Sat, 30 Oct 2021 08:24:15 +0000 https://www.ekolkata24.com/?p=9689 News Desk: প্রত্যাশামতোই শনিবার সকালে জেল থেকে মুক্তি ঘটল শাহরুখপুত্র আরিয়ান খানের (Aryan Khan)। আরিয়ানকে বাড়ি নিয়ে যেতে এদিন শাহরুখ খান স্বয়ং চলে আসেন। তবে তিনি আর্থার রোড জেলে যাননি। জেল থেকে বের হওয়ার পর শাহরুখের দেহরক্ষীরাই আরিয়ানকে নিয়ে গাড়িতে ওঠেন। আর্থার রোড জেল থেকে আড়াই কিলোমিটার দূরে একটি হোটেলে অপেক্ষা করছিলেন ছোটা নবাব।

এদিন নির্দিষ্ট কিছু আইনি প্রক্রিয়া শেষ করার পর সকাল এগারোটা নাগাদ আর্থার রোড জেল থেকে বেরিয়ে আসেন আরিয়ান। শাহরুখের দেহরক্ষীদের আনা গাড়িতেই তিনি মন্নতের উদ্দেশে রওনা হন। মাঝ রাস্তায় শাহরুখ আরিয়ানের সঙ্গে যোগ দেন।

অন্যদিকে মন্নতের সামনে এদিন ছিল শাহরুখ ভক্তদের উপচে পড়া ভিড়। ভক্তদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস। আরিয়ানকে স্বাগত জানাতে রীতিমতো প্রস্তুতি নিয়েছিলেন শাহরুখ ভক্তরা। এমনকী, আরিয়ানের মঙ্গলকামনায় একাধিক পোস্টার দেখা যায় শাহরুখ ভক্তদের হাতে। শাহরুখ ভক্তরা সকলেই একবার আরিয়ানকে দেখতে উদগ্রীব ছিলেন। শনিবার সকাল থেকেই মন্নতে ছিল অকাল দেওয়ালি। আরিয়ানের গাড়ি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহরুখ ভক্তরা আতসবাজি পোড়াতে থাকেন। মন্নতের প্রতিটি সদস্যই এদিন সকাল থেকেই খুশিতে মেতে ওঠেন। চলে মিষ্টিমুখের পালা। তবে সকলেই অপেক্ষা করছিলেন আরিয়ানের বাড়ি ফেরার জন্য।

আরিয়ান বাড়ি ফিরতেই সেই আনন্দ যেন উথলে ওঠে। আরিয়ানকে গাড়ি থেকে নামতে নামতে দেখেই তাঁর মা গৌরী দেবীকে চোখের জল মুছতে দেখা যায়। শাহরুখের অন্য সন্তান-সন্ততিরাও আরিয়ানের গাড়ি ঢুকতে দেখে দৌড়ে যান বাড়ির গেটে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু জামিন মঞ্জুর করার পরেও থাকে বেশকিছু আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়া শুক্রবারও না মেটায় শেষ পর্যন্ত আরও একটা দিন আরিয়ানকে আর্থার রোড জেলেই থাকতে হয়। আর্থার রোড জেল সুপার শুক্রবার বেশ কিছুক্ষণ অতিরিক্ত সময় আরিয়ানের মুক্তির জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু সেই আইনি প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় শুক্রবারও মুক্তি পাননি আরিয়ান। শনিবার সকালেই আর্থার রোড জেলবক্সে আরিয়ানের রিলিজ অর্ডার বা মুক্তির নির্দেশ এসে পৌঁছয়। তারপরই আরিয়ানকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেলেও আরিয়ানকে আপাতত বেশ কিছুদিন আদালতের বেঁধে দেওয়া একাধিক শর্ত মেনে চলতে হবে।

]]>
শাহরুখ বিজেপিতে যোগ দিলে তাঁর ছেলেকে জেলে যেতে হত না, মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর https://ekolkata24.com/uncategorized/if-shah-rukh-had-joined-the-bjp-his-son-would-not-have-had-to-go-to-jail-commented-the-maharashtra-minister Sun, 24 Oct 2021 08:18:18 +0000 https://www.ekolkata24.com/?p=8934 News Desk: শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দিতেন তাহলে পরিস্থিতি এমনটা হত না। এই বলিউড তারকা গেরুয়া দলে যোগ দিলে মাদক কাণ্ডে তাঁর ছেলেকে হয়তো জেলে যেতেও হত না। শাহরুখ বিজেপিতে যোগ দিলে ড্রাগ তখন চিনির গুঁড়ো হয়ে যেত। শাহরুখ বিজেপিতে যোগ না দেওয়ায় তাঁর উপর প্রতিহিংসা মেটাতেই আরিয়ানকে জেলে ভরে দেওয়া হয়েছে। রবিবার এই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা ছাগন ভুজবল।

উল্লেখ্য, মুম্বইয়ের এক প্রমোদতরীতে মাদক কাণ্ডে জড়িত থাকার অপরাধে চলতি মাসের ২ তারিখে আরিয়ানকে আটক করেছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। একটানা ১৬ ঘণ্টা জেরা করার পর ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করা হয়। কয়েকদিন এনসিবির হেফাজতে থাকার পর আরিয়ান এখন রয়েছেন মুম্বইয়ের আর্থার রোড জেলে। ইতিমধ্যেই আরিয়ানের জামিনের আর্জি পাঁচবার নাকচ হয়ে গিয়েছে। বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আর্জির পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার।

কিন্তু মাদক কাণ্ডে আরিয়ানের জড়িত থাকার ঘটনায় প্রথম থেকেই এনসিবি’র একাধিক নেতা ও মন্ত্রী বিজেপির কূটনৈতিক চাল দেখছেন। এদিন ভুজবল বলেন, আরিয়ান অল্প বয়সি ছেলে। হয়তো সে কোনও ভুল করেও থাকতে পারে। কিন্তু শাহরুখ যদি বিজেপিতে যোগ দিতেন তাহলে এই ভুলটা আদৌ সামনে আসতো না। যেমনটা হয়েছে গুজরাতের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে মুন্দ্রা বন্দর থেকে ১৯ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে।

কিন্তু এনসিবি বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কোনও তদন্ত করছে না। একটি বাচ্চা ছেলের কাছে কী পাওয়া গিয়েছে তা নিয়েই এনসিবির বাঘা বাঘা অফিসাররা ব্যস্ত হয়ে পড়েছেন। আসলে তাঁদের মূল কাজ হল বলিউড তারকাদের হেনস্তা করা। বলিউড তারকারা সেভাবে বিজেপিকে সমর্থন করে না। সে কারণেই প্রতি হিংসা মেটাতে বিজেপির অঙ্গুলিহেলনে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এ ধরনের আচরণ করছে। আরিয়ান আসলে বিজেপির প্রতি হিংসার বলি।

এর আগে আরিয়ানের পাশে দাঁড়িয়েছিলেন আর এক এনসিপি নেতা ও রাজ্যের মন্ত্রী নবাব মালিক। তিনি সরাসরি বলেছিলেন, বিজেপির ইশারাতেই এনসিবি আরিয়ান ও তার পরিবারকে হেনস্তা করছে। এই ঘটনায় যে বিজেপি জড়িত আছে সে ব্যাপারে তাঁর কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ আছে। সময় মতোই তিনি সেগুলি প্রকাশ করবেন। এদিন ভুজবল এই মন্তব্য করলেও এনসিবির পক্ষ থেকে পাল্টা কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

]]>
Shah Rukh Khan: আরিয়ানের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ https://ekolkata24.com/entertainment/shah-rukh-went-to-jail-and-met-aryan Thu, 21 Oct 2021 09:13:55 +0000 https://www.ekolkata24.com/?p=8546 নিউজ ডেস্ক: পরপর পাঁচবার শাহরুখপুত্র (Shah Rukh Khan) আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। বুধবারও জামিন পাননি আরিয়ান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালেই শাহরুখ মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন।

জানা গিয়েছে, শাহরুখ আরিয়ানের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। বাবা ও ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। অন্যদিকে শাহরুখ আরিয়ানের সঙ্গে দেখা করে ফেরার কিছুক্ষণ পরেই বৃহস্পতিবার দুপুরে এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়িতে গিয়ে হাজির হন। এনসিবি প্রতিনিধি দলের মন্মতে পৌঁছে যাওয়া শাহরুখকে আরও বেকায়দায় ফেলেছে। অনেকেই মনে করছেন, মাদক মামলায় এনসিবি এবার শাহরুখ বা তাঁর পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে।

যদিও কী কারণে এনসিবির তদন্তকারীরা মন্নতে গিয়েছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। শাহরুখ বা বাড়ির কোনও সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা বা কোনও তল্লাশি অভিযান চালিয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, এনসিবির তদন্তকারীরা শাহরুখের বাড়ি থেকে কিছু নথিপত্র আনার জন্য গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান যে সমস্ত মন্তব্য করেছে তার ভিত্তিতেই কিছু নথিপত্র শাহরুখের বাড়ি থেকে আনার জন্যই এনসিবি তদন্তকারীরা গিয়েছিলেন। তবে এনসিবির তদন্তকারীরা জানিয়েছেন, আরিয়ান যে এই প্রথম মাদক নিয়েছেন তা নয়। আরিয়ান দীর্ঘদিন ধরেই মাদক নিতেন। সে কারণেই মাদকচক্রের বহু লোকের নাম একে একে আরিয়ানের কাছ থেকে জানা যাচ্ছে।

এনসিবির একটি প্রতিনিধি দল যখন মন্নতে গিয়েছেন ঠিক একই সময়ে আরও একটি প্রতিনিধিদল গিয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের অভিনেত্রী মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে। এনসিবি গোয়েন্দাদের দাবি, আরিয়ানের কাছ থেকেই তারা অনন্যার নাম জানতে পেরেছে। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটেও অনন্যার নাম পাওয়া গিয়েছে।

সে কারণেই এনসিবির গোয়েন্দারা এদিন মন্নত ছাড়াও অনন্যার বাড়িতে যান। এনসিবি অনন্যাকেও ডেকে পাঠিয়েছে বলে খবর। মাদকচক্রের সঙ্গে অনন্যার কোন যোগাযোগ আছে কিনা অনন্যা মাদকচক্রের কাউকে চেনেন কিনা তা জানতে এই অভিনেত্রীকেও এনসিবি ডেকে পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে। আরিয়ান কাণ্ডে যেভাবে একের পর এক বলিউড তারকা নাম ক্রমশই এনসিবির তদন্তকারীরা জানতে পারছেন তাতে এই মামলার জল কোথায় গড়ায় তা নিয়ে একটা কৌতুহল তৈরি হয়েছে।

বুধবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান ও তাঁর পরিবার। তবে বম্বে হাইকোর্ট গিয়েও বিশেষ কোনও সুরাহা হয়নি। কারণ হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, আজ তারা কোনওভাবেই আরিয়ানের জামিনের আর্জি শুনবে না। আরিয়ানের জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে ২৬ অক্টোবর। অর্থাৎ ওই দিন জামিন মিললেও আরিয়ানকে আপাতত আরও ছয়দিন জেল হেফাজতেই থাকতে হবে। তবে ২৬ অক্টোবর যদি হাইকোর্ট আরিয়ানকে জামিন না দেয় তাহলে তাকে আরো বেশ কিছুদিন জেলের মধ্যেই কাটাতে হবে। সেক্ষেত্রে দীপাবলির আগে বাড়ি ফেরা হবে না শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের।

]]>
Aryan Khan: ফের খারিজ জামিনের আবেদন, আপাতত জেলই ঠিকানা আরিয়ানের https://ekolkata24.com/entertainment/bail-application-rejected-again-aryans-address-is-currently-in-jail Fri, 08 Oct 2021 17:20:39 +0000 https://www.ekolkata24.com/?p=6962 বায়োস্কোপ ডেস্ক: মুম্বই ক্রুজ কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার আদালতে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের (Aryan Khan) জামিন আবেদনের শুনানি ছিল। কিন্তু এত তাড়াতাড়ি রেহাই পাচ্ছেন না জুনিয়র ‘কিং খান’। প্রায় এক সপ্তাহ ধরে নারকটিকস ব্যুরোর হেফাজতে রয়েছেন আরিয়ান খান।

এদিন আদালতে ১৪ দিনের জামিনের আবেদন পেশ করা হলে তা খারিজ করে দিল বিচারক। আদালতে আরিয়ান ছাড়াও মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া আরো দুজনের জামিনের আবেদন খারিজ করল আদালত। 

Aryan Khan

শুনানি চলাকালীন এনসিবির তরফ থেকে আরিয়ানের জামিনের আবেদনের বিরুদ্ধে আপিল করা হয়। এনসিবি কর্তপক্ষ থেকে থেকে দাবি করা হয় যে আরিয়ানের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে। তদন্তের স্বার্থেই তাই জামিন দেওয়া হলনা শাহরুখ পুত্রকে।

এদিন আদালতে আরিয়ান ছাড়াও জামিনের আবেদন পেশ করেছিলেন মুনমুন ঢামেছা ও আরবাজ মার্চেন্ট। জামিনের আবেদনের বিরোধিতা করে এনসিবি কর্তৃপক্ষ বলেন, “এরা প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি, সুযোগ পেলে তদন্তের প্রয়োজনীয় প্রমাণ অনুমতি পত্র নষ্ট করে দিতে পারেন।” জামিনের আবেদন খারিজ হওয়ার পর ফের অভিযুক্তদের পক্ষকে NDPS আদালতে জামিনের আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়।

Aryan Khan’s arrest

আদালতের রায় ঘোষণার পর বেশ হতাশ আরিয়ানের আইনজীবী। তিনি জানিয়েছেন, “প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে প্রমাণ নষ্ট করে দেবো এটা কোন যুক্তি হতে পারে না। এর চেয়েও অনেক গুরুতর অপরাধ করে অপরাধীরা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে।”

আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুলেছেন ফারাহ খান থেকে বলিউড অভিনেত্রী সমি আলি। বিনোদন জগতের একাংশের মতে, এনসিবি কর্তৃপক্ষ শুধু খবরে আসার জন্য আরিয়ান খানকে ব্যবহার করে চলেছে। প্রসঙ্গত, আরিয়ানের মা গৌরী খানের জন্মদিন ছিল এইদিন। ফারাহ খান সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে বলেছেন, “গত এক সপ্তাহ জুড়ে গৌরী হয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মায়ের ভূমিকা পালন করছেন।”

]]>