Janhvi Kapoor – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 27 Nov 2021 20:26:42 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Janhvi Kapoor – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 দিনে দিনে ফিগার যেন আরও বোল্ড, ফাঁস ডায়েটের গোপন রহস্য https://ekolkata24.com/entertainment/janhvi-kapoor-diet-chart-reveals Sat, 27 Nov 2021 19:50:19 +0000 https://ekolkata24x7.com/?p=264 Online Desk: জাহ্নবীর প্রথম লুক যেমন অনেকেই পছন্দ করেছিলেন, তেমনই আবার অনেকেই ভেবেছিলেন, আলিয়াদের টেক্কা দেওয়ার ফিগার বা লুকের অভাব। সত্যিই কি তাই! প্রমাণ হয়ে গেল নদীয় পাড়, গানের বোলে। বেলি ডান্স থেকে শুরু করে সেক্সি ফিগারে আগুন ধরিয়েছিলেন জাহ্নবী। এক কথায় ভক্তদের চোখ হয়েছিল ছানাবড়া। 

তবে এই লুকের রহস্য কি! কীভাবে নিজেকে পার্ফেক্ট লুক দিলেন জাহ্নবী কাপুর, এবার রইল সেই রহস্য। প্রতিনিয়ত কোন কোন পদে ফিগার হয়ে উঠছে স্টানিং! 

ঘুম থেকে উঠেই জাহ্নবীর চাই একগ্লাস জল, ব্রেকফাস্টে মেনুতে থাকে জাহ্নবীর থাকে টোস্ট, ফলের রস, ডিমের সাদা অংশ ও দুধ। এরপর লাঞ্চের পালা তাতে, স্যালাড ব্রাউন রাইস, চিকেন স্যান্ডুইচ। রাতে খাবারের তালিকাতে জাহ্নবীর থাকে ভেজিটেবল স্যুপ, ডাল, গ্রিল্ড ফিস, স্যালাড।

রাতে শোওয়ার ঠিক তিন ঘণ্টা আগে খাবার খেয়ে থাকেন জাহ্নবী। বাউরের খাবারে তাঁর সাফ না। বেবল বাড়িতে তৈরি খাবারই খেয়ে থাকেন জাহ্নবী। শ্যুটিং থাকলেও বাড়ি থেকেই খাবার নিয়ে যান শ্রীদেবী কন্যা। তবে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করে থাকেন জাহ্নবী। শরীরচর্চাতেও কড়া নজর দিয়ে থাকেন তিনি।

]]>
​দুবাই ট্রিপে বোল্ড জাহ্নবী, মরুভূমির মাঝে ডন লুকে পোজ https://ekolkata24.com/entertainment/janhvi-kapoor-dubai-trip-pictures Thu, 11 Nov 2021 12:42:29 +0000 https://www.ekolkata24.com/?p=11007 জাহ্নবী কাপুর মানেই স্টাইল স্টেটমেন্টে ঝড়। সদ্য একাধিক কারণ বশত খবরের শিরোনামে নিত্য আনাগোনা শ্রীকন্যার। সারা আলি খানের সঙ্গে ট্রিপ থেকে শুরু করে তাঁদের সমধ্যে থাকা সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুলতেই নয়া গসিপ সৃষ্টি। ছোট থেকে সারা ও জাহ্নবী একে অন্যকে চিনতেন। বন্ধুত্বও তাঁদের মধ্যে বেশ গভীর। কিন্তু বিটাউনে এই খবর খুব একটা ছড়ায়নি কয়েকদিন আগে পর্যন্ত। এবার দুই বন্ধু মিলে কেদারনাথ ট্রিপে গিয়ে ছবি দিতেই মুহূর্তে তা ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

জাহ্নবী বরাবরই ঘুরতে ভিষণ পছন্দ করেন। তিনি মাঝে মধ্যেই কাজের ফাঁকে খানিকটা ছুটি নিয়ে বেরিয়ে পড়েন বিদেশ বিভূঁইয়ে। এবার তাঁর ডেস্টিনেশন দুবাই। সেখানে গিয়েই একতের পর এক ছবি শেয়ার করছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। হাতে একাধিক কাজ, তারই মাঝে খানিক ছুটির স্বাদ নিতে বোন ও বন্ধুর সঙ্গে দুবাইতে উড়ে গেলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

 

সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন একাধিক ছবি, শেয়ার করে নিলেন ফান মোমেন্ট। মরুভূমির মাঝে বাইক নিয়ে বোল্ড ফোটোশ্যুট। দেখতে দেখতে সন্ধ্যে গড়িয়ে আসে। ঝড়ের গতীতে এই ছবি ছড়িয়ে পড়ে সকলের হাতে হাতে। কয়েকদিন আগেই জন্মদিনের পার্টিতে সেজে উঠেছিল জাহ্নবীর ইনস্টাগ্রাম, এবার সেই ছবিকে ছাপিয়ে গেল নয়া লুক। ধড়ক ছবির জাহ্নবী এখন অতীত। বিটাউনে এখন সর্বত্রই পাপরাজিৎ-দের তোলা ছবিতে তিনি বোল্ড বিউটি। জাহ্নবী কাপুর ভীষণ ঘুরতে পছন্দ করেন। আর সেই সুবাদেই একাধিক ট্রিপে তাঁদের দেখা যায় বছরভোর। 

কেদারনাথ দর্শণের কয়েকমাস আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন মলদ্বীপ। সেখান থেকেই একাধিক বিকিনি লুকে ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। হটনেসের ঝড়ে কাবু করেছিলেন ভক্তমহলকে। খুশির সঙ্গেই এখন কাটছে সময় ফিরে এসেই পাইপলাইনে থাকা একাধিক ছবির কাজে হাত দেবেন তিনি। 

]]>