Jawad Updates – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 05 Dec 2021 14:05:54 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Jawad Updates – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Cyclone Jawad Updates: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ https://ekolkata24.com/uncategorized/cyclone-jawad-updates-jawad-has-lost-its-strength-and-turned-into-a-deep-depression Sun, 05 Dec 2021 14:05:54 +0000 https://ekolkata24.com/?p=13678 নিউজ ডেস্ক, কলকাতা: ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) দাপটে শনিবার থেকেই ওড়িশা (orisha) এবং অন্ধপ্রদেশের (Andhra Pradesh) উপকূলবর্তী এলাকাগুলিতে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। রবিবারও একটানা বৃষ্টি হয়ে চলেছে। তবে আশার কথা, এই প্রবল ঘূর্ণিঝড় (cyclone) জাওয়াদ তার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে (deep depression) পরিণত হয়েছে।

রবিবার বিকেলের দিকে জাওয়াদ গোপালপুর থেকে ৯০ কিলোমিটার, পুরী থেকে ১২০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। জাওয়াদ ক্রমশ পুরী থেকে উত্তর-পশ্চিমে পশ্চিমবঙ্গের দিকে সরে যাচ্ছে। জাওয়াদের প্রভাবে আগামীকাল অর্থাৎ সোমবারও ওড়িশা, অন্ধ্র এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে।

মৌসম ভবন জানিয়েছে, জাওয়াদের প্রভাবে সোমবার উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অন্ধপ্রদেশের একাংশে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি অসম, মেঘালয় এবং ত্রিপুরাতেও সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন আরও জানিয়েছে, জাওয়াদের কারণে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইবে। সতর্কতামূলক বার্তা হিসেবে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাওয়াদের কারণে অন্ধপ্রদেশেও শনিবার বিকেল থেকেই চলছে প্রবল ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্যের শ্রীকাকুলাম, বিজয়নগরম ও বিশাখাপত্তনম থেকে প্রায় ৫৫ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা দুই রাজ্যেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। রবিবার দুই রাজ্যেই রাস্তায় সেভাবে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। একটানা চলছে বৃষ্টি।

ঘটনার জেরে পথে লোকজনও তেমন ছিল না। খুব জরুরি কোনও প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে না আসার পর সতর্কবার্তা দিয়েছিল প্রশাসন। একটানা প্রবল বৃষ্টির কারণে অন্ধপ্রদেশের বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে পড়েছে। এ ঘটনায় ৪ জন জখম হলেও প্রাণহানির কোন খবর নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সম্ভবত মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।

]]>