Jawad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 09 Dec 2021 04:49:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Jawad – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Weather Update: জাওয়াদের জেরে বঙ্গে বিঘ্নিত হচ্ছে শীত https://ekolkata24.com/uncategorized/weather-update-jawad-has-delayed-winter-in-west-bengal Thu, 09 Dec 2021 04:49:43 +0000 https://ekolkata24.com/?p=14165 নিউজ ডেস্ক, কলকাতা : বৃহস্পতিবার সকালেও শহর ও শহরতলির আকাশ আংশিক মেঘলা। তবে কলকাতায় বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলে খবর। বুধবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। বৃহস্পতিবার সকালেও শহর কুয়াশার চাদরে ঢেকেছে। তবে জানা যাচ্ছে, শুক্রবার থেকে এই আবহাওয়ার (Weather) বদল ঘটতে পারে। 

আবহাওয়া অফিস সূত্রের খবর, জাওয়াদের ছেড়ে যাওয়া জলীয়বাষ্পের প্রভাবে শীত বিঘ্নিত হচ্ছে। যদিও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা একটু একটু করে কমবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতায় শীতের আমেজ ফিরে আসবে। শুক্র, শনি এবং রবিবারে সর্বনিম্ন তাপমাত্রা আর বাড়বে না। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা বাড়বে। এই মুহূর্তে কোনোরকম নিম্নচাপের ভ্রুকুটি নেই। বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলের বাতাস সম্পূর্ণ পরিষ্কার বলে জানিয়েছে উপগ্রহ চিত্র। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা না নামলেও উত্তরবঙ্গে নেমেছে। উত্তরবঙ্গের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত। ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৩ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শুক্রবারের পর স্বাভাবিকের নীচে নামবে কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে শীতের আমেজ। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও।

আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে। হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ জম্মু-কাশ্মীর এ তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন কেরল, তামিলনাড়ু, করাইকাল, পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু আরব সাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

]]>
Cyclone Jawad Updates: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ https://ekolkata24.com/uncategorized/cyclone-jawad-updates-jawad-has-lost-its-strength-and-turned-into-a-deep-depression Sun, 05 Dec 2021 14:05:54 +0000 https://ekolkata24.com/?p=13678 নিউজ ডেস্ক, কলকাতা: ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) দাপটে শনিবার থেকেই ওড়িশা (orisha) এবং অন্ধপ্রদেশের (Andhra Pradesh) উপকূলবর্তী এলাকাগুলিতে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। রবিবারও একটানা বৃষ্টি হয়ে চলেছে। তবে আশার কথা, এই প্রবল ঘূর্ণিঝড় (cyclone) জাওয়াদ তার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে (deep depression) পরিণত হয়েছে।

রবিবার বিকেলের দিকে জাওয়াদ গোপালপুর থেকে ৯০ কিলোমিটার, পুরী থেকে ১২০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। জাওয়াদ ক্রমশ পুরী থেকে উত্তর-পশ্চিমে পশ্চিমবঙ্গের দিকে সরে যাচ্ছে। জাওয়াদের প্রভাবে আগামীকাল অর্থাৎ সোমবারও ওড়িশা, অন্ধ্র এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে।

মৌসম ভবন জানিয়েছে, জাওয়াদের প্রভাবে সোমবার উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অন্ধপ্রদেশের একাংশে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি অসম, মেঘালয় এবং ত্রিপুরাতেও সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন আরও জানিয়েছে, জাওয়াদের কারণে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইবে। সতর্কতামূলক বার্তা হিসেবে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাওয়াদের কারণে অন্ধপ্রদেশেও শনিবার বিকেল থেকেই চলছে প্রবল ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই রাজ্যের শ্রীকাকুলাম, বিজয়নগরম ও বিশাখাপত্তনম থেকে প্রায় ৫৫ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা দুই রাজ্যেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। রবিবার দুই রাজ্যেই রাস্তায় সেভাবে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। একটানা চলছে বৃষ্টি।

ঘটনার জেরে পথে লোকজনও তেমন ছিল না। খুব জরুরি কোনও প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে না আসার পর সতর্কবার্তা দিয়েছিল প্রশাসন। একটানা প্রবল বৃষ্টির কারণে অন্ধপ্রদেশের বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে পড়েছে। এ ঘটনায় ৪ জন জখম হলেও প্রাণহানির কোন খবর নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সম্ভবত মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।

]]>
Cyclone Jawad Updates:ঝড় নেই নিম্নচাপের বিপুল বৃষ্টিতে কাবু শহর কলকাতা https://ekolkata24.com/uncategorized/cyclone-jawad-updates-heavy-rains-with-low-pressure-in-the-city-of-kolkata Sun, 05 Dec 2021 09:13:25 +0000 https://ekolkata24.com/?p=13638 নিউজ ডেস্ক, কলকাতা: জাওয়াদ (Jawad) শক্তি ক্ষয় করেছে আগেই , সে আর ঝড় নেই। পরিণত হচ্ছে নিম্নচাপে। সেই হিসাবেই বাংলায় পৌঁছাবে। আর তাঁর প্রভাবেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে সর্বত্র। বৃষ্টি কখনও বাড়ছে, কখনও কমছে কিন্তু থামার লক্ষন নেই। পূর্বাভাস মেনেই হচ্ছে বৃষ্টি।

রবিবার দুপুরে পুরীর কাছ দিয়ে যাবে ঘূর্ণিঝড় জওয়াদ। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। আজ ভোর ৪টে থেকে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ উপকূলে হাওয়ার গতি হবে ঘণ্টায় ৪৫-৫৫ কিমি। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি। আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি। ৬ ডিসেম্বর নদিয়া, মালদা, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে।

ঘূর্ণিঝড় জওয়াদের সঙ্গী অমাবস্যার ভরা কটাল। দুইয়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা। বাঁধ উপচে ঢুকতে পারে জল। এদিকে, ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ। আজই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তারপর আরও কিছুটা উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূল বরাবর সরে আগামীকাল দুপুর নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এরপর ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হলেও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জওয়াদের স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। বাংলায় ঢোকার আগে তা পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে চলে যাবে। তবে এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। আগামীকাল কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।

]]>
Cyclone Jawad Updates: জাওয়াদ আতঙ্কে পিছিয়ে দেওয়া হল ইউজিসির নেট পরীক্ষা https://ekolkata24.com/uncategorized/ugcs-net-test-was-postponed-due-to-cyclone-jawad Sat, 04 Dec 2021 16:05:46 +0000 https://ekolkata24.com/?p=13534 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: রবিবার ৫ ডিসেম্বর ইউজিসি নেট পরীক্ষা (ugc net exam) হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি(national testing agency)। তবে করোনাজনিত কারণে নয়, পরীক্ষা পিছান হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) আতঙ্কের কারণে।

তবে গোটা দেশেই যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে তা নয়। পরীক্ষা পিছানো হয়েছে সেই সমস্ত জায়গায় যেখানে জাওয়াদের সর্তকতা (jaoad alert) জারি করা হয়েছে। যে সমস্ত এলাকায় পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে কবে এই পরীক্ষা নেওয়া হবে তা এদিন জানানো হয়নি।

উল্লখ্য, মৌসম ভবনের (mousam bhavan) সতর্কবার্তার প্রেক্ষিতে ওড়িশা ও অন্ধপ্রদেশে ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ৫ ডিসেম্বর রবিবার। স্বাভাবিকভাবেই এ ধরনের দুর্যোগের মধ্যে পরীক্ষার্থীদের পক্ষে নির্দিষ্ট সময় মেনে পরীক্ষা কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। কারণ অন্ধ্র এবং ওড়িশা দুই রাজ্যে বাতিল হয়েছে একাধিক ট্রেন। রাস্তাতেও সেভাবে যানবাহন চলছে না। তাই পরীক্ষার্থী এবং যাঁরা পরীক্ষা নেবেন তাঁরা সকলেই চরম সমস্যায় পড়বেন। সে কারণেই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওড়িশার কটক, ভুবনেশ্বর, পুরী এবং অন্ধ্রের বিশাখাপত্তনম, বিজয়নগরম, শ্রীকাকুলাম, মছলিপত্তনম-সহ দক্ষিণ অন্ধপ্রদেশের আরও কিছু শহরে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে দুই রাজ্যে অন্যান্য শহরগুলিতে নির্ধারিত সূচি মেনেই রবিবার পরীক্ষা নেওয়া হবে। যে কেন্দ্রগুলিতে পরীক্ষা বাতিল করা হয়েছে সেখানেও পরীক্ষার দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য একটি একটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। ওই হেল্পডেস্কের ফোন নম্বর হল (০১১) ৪০৭৫৯০০০। ফোন নম্বরের পাশাপাশি একটি ই-মেইল আইডিও দেওয়া হয়েছে। ওই ইমেইল আইডিটি হল. ugcnet@ nta.ac.in.

উল্লেখ্য, ২০ নভেম্বর থেকে ইউজিসির নেট পরীক্ষা শুরু হয়েছে। ৫ ডিসেম্বর ছিল শেষ দিনের পরীক্ষা। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

]]>
Cyclone Jawad Updates: জাওয়াদের জের, সকাল থেকেই শুরু বৃষ্টি https://ekolkata24.com/uncategorized/cyclone-jawad-updates-todays-weather-update-in-kolkata Sat, 04 Dec 2021 05:41:12 +0000 https://ekolkata24.com/?p=13445 নিউজ ডেস্ক, কলকাতা: এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে তার জের শুরু হয়ে গিয়েছে বৃষ্টিও। হাওয়া অফিস জানিয়েছে উপকূলীয় এলাকায় আজ বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা হাওড়ায় আজ প্রথমে হালকা বৃষ্টি হবে পরে বাড়বে বৃষ্টি। রবিবার দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

বেড়েছে কলকাতার তাপমাত্রাও। ১৮ থেকে লাফিয়ে কলকাতার তাপমাত্রা হয়ে গিয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ সর্বনিম্ন ৪৬ শতাংশ। বৃষ্টিতে দ্রুত কমবে দিনের তাপমাত্রা ২৯ থেকে কমে তা ২৬এ নেমে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থিত সামুদ্রিক ঘূর্ণিঝড় “জাওয়াদ” গত ৬ ঘন্টায় ২২ কিমি/ঘঃ বেগে উত্তর -উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়েছে। এটি এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এর কেন্দ্রবিন্দু ১৫.০ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ ) থেকে দক্ষিণ -দক্ষিণপূর্ব দিকে প্রায় ২২০ কিমি দূরে , গোপালপুর থেকে দক্ষিন -দক্ষিণপূর্ব দিকে ৪৪০ কিমি দূরে , পুরী (ওড়িশা ) থেকে দক্ষিন -দক্ষিণপশ্চিম দিকে ৪০০ কিমি দূরে এবং পারাদ্বীপ (ওড়িশা ) থেকে দক্ষিন -দক্ষিণপশ্চিম দিকে ৬০০ কিমি দূরে অবস্থিত। এরপর এটি উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ- দক্ষিণ ওডিশা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে আগামী কাল, ৪ডিসেম্বর সকালে।

এরপর এর গতির অভিমুখ পরিবর্তন করে ওডিশা উপকূল বরাবর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ৫ ডিসেম্বর দুপুরে পুরীর (ওডিশা ) নিকট অবস্থান করার সম্ভাবনা আছে। তারপর ঘূর্ণিঝড় টি উত্তর-উত্তরপূর্ব অভিমুখে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করার সম্ভাবনা আছে।

]]>
Odisha: জাওয়াদের হামলা হবে সৈকত শহর পুরীতে, ফেনিল ঢেউয়ে দুলছে সাগর https://ekolkata24.com/uncategorized/odisha-cyclone-jawad-puri Sat, 04 Dec 2021 05:27:36 +0000 https://ekolkata24.com/?p=13440 News Desk: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওডিশা (Odisha)ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে।

পিআইবি জানাচ্ছে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে জাওয়াদ নামে এই ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের কাছাকাছি গিয়ে পৌঁছবে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে, ওডিশা উপকূল বরাবর বাঁক নিয়ে, রবিবার দুপুর নাগাদ এটি পুরীর কাছে গিয়ে পৌঁছবে বলে, আবহাওয়া বিভাগের পূর্বাভাস।

জাওয়াদ হামলার কারণে ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগর উপকূলের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে জারি সতর্কতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

পড়ুন: Asani cyclone: জাওয়াদের পর জন্ম নেবে অশনি, সাগর দানবের মরণ নেই

পিআইবি জানাচ্ছে, ঘূর্ণিঝড়-জাওয়াদ উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার পাশাপাশি সমুদ্র উত্তাল হতে পারে। ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের ৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গেছেন, তাঁদের দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

সাইক্লোন জাওয়াদ সতর্কতার প্রেক্ষিতে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ মধ্য রেলের বেশ কিছু এক্সপ্রেস ও সুপার ফাস্ট ট্রেন শনিবার থেকে সোমবার পর্যন্ত বাতিল থাকবে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে এই খবর।

]]>
Cyclone Jawad: জাওয়াদের জেরে সপ্তাহ শেষে বাংলায় দুর্যোগের আশঙ্কা https://ekolkata24.com/uncategorized/cyclone-jawad-alert-for-coastal-areas-rain-may-hit-in-the-weekend Fri, 03 Dec 2021 04:46:28 +0000 https://ekolkata24.com/?p=13285 নিউজ ডেস্ক: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় আছড়ে না পড়লেও, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বিপদ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। তবে জাওয়াদ (Cyclone Jawad) আসার আগেই পূর্বাভাস অনুযায়ী কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ল। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

জাওয়াদের প্রভাবে শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর সমুদ্রে ১০ থেকে ১২ ফুট উঁচু ঢেউ থাকবে। উপকূল এলাকায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। শনিবার উপকূলের জেলায় বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ঝড়খালি, বাসন্তী, ক্যানিং, নামখানা, গোসাবা, গদখালি, বকখালি সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, তালসারি, তাজপুর, মন্দারমণি সহ একাধিক এলাকায়। এরই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকতে পারে এই সব অঞ্চলে।

রবিবার সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতলে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উপকূল অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও মুর্শিদাবাদ, মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরেকটু ঘনীভূত হবে। ৩ তারিখ নিম্নচাপ তৈরির ২৪ ঘণ্টা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ৪ তারিখ পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি উপকূলবর্তী জেলাগুলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

৫ তারিখ বৃষ্টি আরেকটু বাড়বে। উপকূলবর্তী জেলা, দুই মেদিনীপুর , দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৪ তারিখ সকাল থেকে ঝোড়া হাওয়া শুরু হবে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ৪৫-৫৫ কিলোমিটার থাকতে পারে। গাস্টিং ৬৫ কিমি। বাড়বে ৬০-৭০ কিমোলিটার বেগে। গাস্টিং ৮০ কিমি। সন্ধের পর থেকে চলবে ১২ ঘণ্টার জন্য।’

পূর্ব উপকূল রেলওয়ে (East Coast Railway) অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিন দিনের জন্য ৯৫ টির মতো ট্রেন বাতিল করেছে। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ২-৪ ডিসেম্বরের মধ্যে ওই জায়গা দিয়ে যাওয়া ট্রেনগুলি বাতিল করা হয়েছে।  

]]>
Cyclone Jawad: সপ্তাহান্তে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ https://ekolkata24.com/uncategorized/cyclone-jawad-over-bay-of-bengal Wed, 01 Dec 2021 05:21:10 +0000 https://ekolkata24.com/?p=12957 নিউজ ডেস্ক: ইয়াসের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad)। সপ্তাহের শেষে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরের দিকে ঢুকবে। শক্তি সঞ্চয় করে এই গভীর নিম্নচাপ সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নাম হবে জাওয়াদ।

শনিবার সকালে এটির উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শনিবার সকালে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে। যারা সমুদ্রের রয়েছেন তাঁদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলের দুই জেলা দুই মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে।

শুক্রবার থেকে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘলা আকাশ সঙ্গে হালকা পূবালী বাতাস থাকবে। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতায় বৃষ্টি ও ঝড়ের ব্যাপকতা বাড়বে। উল্লেখ্য, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি।

 

 

]]>
Bangladesh: বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড় জাওয়াদ জন্মের আশঙ্কা https://ekolkata24.com/uncategorized/bangladesh-bay-of-bengal-cyclone-alert Sun, 14 Nov 2021 06:16:37 +0000 https://ekolkata24.com/?p=11251 News Desk: আসবে কি তেড়ে ঘূর্ণিঝড়? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী হওয়ার একটা আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী আগামী ১৫ থেকে ১৬ নভেম্বরের ভেতর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যদি তেমন হয়, সেক্ষেত্রে আগামী ১৮ থেকে ১৯ নভেম্বর ভারতের উপকূলে সেই ঝড় আঘাত হানতে পারে।

পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা আছে জাওয়াদ। এটি সৌদি আরবের দেওয়া নাম। চলতি বছর সেপ্টেম্বরে ভারতের ওডিশা উপকূলে আঘাত হানে ঘূর্ণঝড় ‘গুলাব’। আর মে মাসে ‘ইয়াস’ হামলা করেছিল।

বাংলাদেশ ও ভারতের উপকূল থেকে দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর দেওয়া তথ্য, উপগ্রহ ছবি বিশ্লেষণ করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

বাংলাদেশের আবহাওয়াবিদরা ঢাকার সংবাদ মাধ্যমে জানাচ্ছেন, বঙ্গোপসাগরে যদি শক্তিশালী হয়ে নিম্নচাপ তৈরি হয় তাহলে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।

দুই দেশের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, ভারতের উত্তর তামিলনাড়ু ও আশেপাশের এলাকায় অবস্থারত নিম্নচাপটি দুর্বল হয়েছে। একটি নিম্নচাপ রেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত নিম্নচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ আন্দামান সাগর এবং এর আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

]]>