jawans – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 08 Nov 2021 07:25:49 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png jawans – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Chhattisgarh: সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে হত চার সিআরপিএফ জওয়ান https://ekolkata24.com/uncategorized/chhattisgarh-4-crpf-jawans-killed-as-colleague-opens-fire-at-sukma-camp Mon, 08 Nov 2021 07:25:49 +0000 https://www.ekolkata24.com/?p=10687 News Desk: ছত্রিশগড়ে সুকমায় (Chattishgarh) প্রায়শই মাওবাদীরা সেনাদের উপর হামলা করে থাকে। কিন্তু এবার আর মাওবাদী হামলা নয়, এক সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল চার সিআরপিএফ জওয়ানের। জখম হয়েছেন সাতজন। সোমবার ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এদিন সিআরপিএফ জওয়ানদের ওই ক্যাম্পে তখন বেশিরভাগ জওয়ান ঘুমোচ্ছিলেন। কয়েকজন তৈরি হচ্ছিলেন ডিউটি করার জন্য। এসময় আচমকাই এক জওয়ান একে-৪৭ রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

ছত্রিশগড় পুলিশের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি (Sunderraj p) জানিয়েছেন, জেলার মারাইগুডা (Maraiguda) থানার কাছেই লিঙ্গালাপল্লী (Lingalapalli) গ্রামে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর ৫০ নম্বর ব্যাটালিয়নের একটি ক্যাম্প রয়েছে। ওই ক্যাম্পেই সোমবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই ক্যাম্পের এক জওয়ান হঠাৎই নিজের একে-৪৭ রাইফেল থেকে ঘুমিয়ে থাকা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। জখম হয়েছেন সাতজন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রীতেশ রঞ্জন (Ritesh Ranjan) নামে ওই জওয়ানকে অবশ্য গ্রেফতার করা হয়েছে। কী কারণে সে সহকর্মীদের উপর এভাবে গুলি চালাল তা জানতে তাকে জেরা করা হচ্ছে।

এদিনের ঘটনায় সিআরপিএফ জওয়ানদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ওই ক্যাম্পে থাকা অন্য জওয়ানরা জানিয়েছেন, এদিন ভোর বেলা তাঁরা কয়েকজন ডিউটিতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সে সময়ে আচমকাই তাঁরা গুলির শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে তাঁরা দেখেন, তাঁদেরই এক সহকর্মী অন্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। নিহত জওয়ানদের মধ্যে একজন বাঙালিও রয়েছেন। তাঁর নাম রাজীব মণ্ডল। বাড়ি নদীয়া জেলায়। জখম সাত জওয়ানের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে তাদের রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

রীতেশ নামে যে জওয়ান গুলি চালিয়েছেন তিনি নিজেও ৫০ নম্বর ব্যাটালিয়নে কর্মরত। অনেকেই মনে করছেন, মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে রীতেশ। তবে ঠিক কী কারণে সে এই ঘটনা ঘটাল তা জানতে তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি ক্যাম্পে থাকা অন্যদের সঙ্গে রীতেশের কোন ঝুটঝামেলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সিআরপিএফ এই রীতেশের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

]]>
Kashmir: উৎসবের আনন্দ ম্লান, কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ ৫ জওয়ান https://ekolkata24.com/uncategorized/5-jawans-martyred-in-militant-firing-in-kashmir Mon, 11 Oct 2021 10:26:36 +0000 https://www.ekolkata24.com/?p=7298 নিউজ ডেস্ক, শ্রীনগর: প্রতিবেদন, ম্লান হতে চলেছে উৎসবের আনন্দ। গোটা দেশে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। এরই মাঝে জম্মু কাশ্মীরে পুঞ্চ এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন ৫ সেনা জওয়ান। এদিনের সংঘর্ষের জেরে ফের নতুন করে উত্তপ্ত হল ভূস্বর্গ।

সোমবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় তল্লাশি অভিযানে নেমেছিল সেনা। তখনই লুকিয়ে থাকা জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনী। উভয়পক্ষের এইগুলির লড়াইয়ে ৫ জওয়ান শহিদ হয়েছেন। শহিদ জওয়ানদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার। তবে বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গুলির লড়াই। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। জঙ্গিরা যাতে কোনওভাবেই পালাতে না পারে সেদিকে সতর্ক নজর রাখা হয়েছে। এদিনই সেনা বাহিনীর গুলিতে বান্দিপোরায় এক লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছে। সম্প্রতি কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তা অনেক বেড়েছে। বিশেষ করে কাবুল তালিবানের হাতে যাওয়ার পর জঙ্গিরা আরো সক্রিয় হয়ে উঠেছে। কাশ্মীর-সহ গোটা দেশে তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে। জঙ্গিদের প্রতিরোধ করতে সোমবার উপত্যকার ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সে সময়ই এই সংঘর্ষ ঘটে।

সম্প্রতি ভূস্বর্গে নতুন করে জঙ্গিদের সক্রিয়তা বেড়েছে বিশেষ করে কাশ্মীরি সংখ্যালঘু পরিবারকে নিশানা করছে জঙ্গিরা। ইতিমধ্যেই জঙ্গি আতঙ্কে বহু পরিবার। জম্মু ছেড়ে চলে যেতে শুরু করেছে। গত সপ্তাহেই কাশ্মীরে একজন হিন্দু ও একজন শিখ শিক্ষককে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, জঙ্গিরা কাশ্মীরে বিভেদ তৈরি করতে চাইছে। তাই তারা একটি নির্দিষ্ট ধর্মের মানুষকেই নিশানা করেছে।

সম্প্রতি সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশ ৭০০-রও বেশি মানুষকে আটক করেছে। তাদের মধ্যে বেশিরভাগই যুবক। জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই সমস্ত যুবসম্প্রদায়কে টাকার টোপ ও অন্যান্য প্রলোভন দেখিয়ে জঙ্গিরা নিজেদের দলে টানার চেষ্টা করছে। পুলিশ মনে করছে, জঙ্গিদের পাতা ফাঁদে যুবকরা পা দিলে তা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। জঙ্গিদের লক্ষ্য হল, জম্মু-কাশ্মীরের যুব সম্প্রদায়কে সেখানকার মানুষ, সরকার ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা। এটা করা সম্ভব হলে জঙ্গিরা খুব সহজেই নিজেদের স্বার্থসিদ্ধি করতে পারবে ভূস্বর্গে।

]]>