Job News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 18:56:38 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Job News – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদে CISF-এর কর্মী নিয়োগ https://ekolkata24.com/uncategorized/recruitment-of-cisf-personnel-to-the-post-of-head-constable-under-sports-quota Tue, 04 Jan 2022 18:53:20 +0000 https://ekolkata24.com/?p=18025 সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (Central Industrial Security Force) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে আগামী ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই ।

এক নজরে দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force)
পদের নাম: স্পোর্টস কোটার অধীনে হেড কনস্টেবল পদ
শূন্যপদের সংখ্যা : ২৪৯

আবেদনের যোগ্যতা : প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে স্বীকৃত বোর্ড থেকে। এছাড়াও থাকতে হবে রাজ্য/দেশীয় ও আন্তর্জাতিক স্তরে প্রার্থীদের খেলাধুলোয় সার্টিফিকেট । বিশদে যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে প্রার্থীরা এই লিঙ্কটি দেখতে পারেন- http://davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_5_2122b.pdf

আবেদন ফি : প্রার্থীদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে আবেদন ফি বাবদ। আবেদন ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডারের মাধ্যমে । আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে।

]]>
প্রায় ২,৫২৭১ টি শূন্যপদে কনস্টেবেল নিয়োগ, বেতন শুরু ২১,৭০০ টাকা থেকে https://ekolkata24.com/uncategorized/after-madhyamik-pass-one-can-apply-for-this-job Fri, 23 Jul 2021 10:38:12 +0000 https://www.ekolkata24.com/?p=1224 ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ২,৫২৭১ টি শূন্যপদে কনস্টেবেল নিয়োগ করা হবে। ভারত সরকার অনুমোদিত এসএসসি পরীক্ষার মাধ্যমে শূন্যপদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ কারা হয়েছে। প্রতিমাসের বেতন হিসেবে দেওয়া হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

শূন্যপদের বিবরণ

১. বিএসএফ – পরুষ প্রার্থী ৬৪১৩ জন এবং মহিলা প্রার্থী ১১৩২ জন।
২. সিআইএসএফ – পরুষ প্রার্থী ৭৬১০ জন এবং মহিলা প্রার্থী ৮৫৪ জন।
৩. এসএসবি – পরুষ প্রার্থী ৩৮০৬ জন।
৪. আইটিবিপি – পরুষ প্রার্থী ১২১৬ জন এবং মহিলা প্রার্থী ২১৫ জন।
৫. এসএসএফ – পরুষ প্রার্থী ১৯৪ জন এবং মহিলা প্রার্থী ৪৬ জন।
৬. এআর – পরুষ প্রার্থী ৩১৮৫ জন রবং মহিলা প্রার্থী ৬০০ জন।

আবেদনের শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও পরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি।

আবেদন ফি

পরুষ এবং অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। অন্যদিকে এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদনের বয়সগত যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি

মোট ১০০ নম্বরে অনলাইনে পরীক্ষা হবে। তার মধ্যে জেনারেল ইন্টালিজেন্স-এর উপর থাকবে ২৫ নম্বর, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর থাকবে ২৫ নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স-এর উপর থাকবে ২৫ নম্বর এবং ইংরেজির জন্য থাকবে ২৫ নম্বর।

আবেদন পদ্ধতি

অনলাইনে ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ইতিমধ্যেই আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ দিন হলো ৩১ অগাস্ট ২০২১।

]]>
রাজ্যের পোস্ট অফিসে প্রায় ২৩৫৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে, জেনে নিন বিস্তারিত https://ekolkata24.com/uncategorized/vacancy-release-of-post-office Thu, 22 Jul 2021 15:21:45 +0000 https://www.ekolkata24.com/?p=1167 রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসগুলিতে প্রায় ২৩৫৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট বিভাগ। আগামী ১৯ অগাস্ট ২০২১ এর মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে। ভারতীয় পোস্ট অফিসের BPN/ABPM/Dak সেবক পদে প্রার্থী নিয়োগ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়েসের প্রার্থীরা আবেদন করেতে পারবেন তা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১) আবেদনের বয়সগত যোগ্যতা
ডাক সেবক পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। অন্যদিকে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় দেওয়া হবে।

২) আবেদনের সময়সীমা

ইতিমধ্যেই ২০ জুলাই থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী ১৯ অগাস্ট ২০২১ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩) আবেদনের শিক্ষাগত যোগ্যতা

এই পোস্টে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ অথবা সেকেন্ডারি পাশ হতে হবে। এছাড়াও কোনও স্বীকৃত বোর্ড থেকে অঙ্ক, ইংরেজি এবং স্থানীয় ভাষায় পাশ নম্বর থাকতে হবে।

৪) আবেদনের ফি

OBC/OC/EWS Male/trans-man দের আবেদনের জন্য ১০০ টাকা দিতে হবে। অন্যদিকে মহিলা ও ট্রান্সওম্যান-দের ক্ষেত্রে আবেদনের জন্য কোনও টাকা লাগবে না।

৫) আবেদনের পদ্ধতি

আবেদনকারীদের appost.in সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৯ অগাস্ট-এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন হয়ে গেলে তার রসিদ নিজের কাছে প্রমাণ হিসেবে রেখে দিতে হবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন @indiapost.gov.in .

]]>
আয়কর দপ্তরে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ চলছে, অনলাইনে আবেদন করা যাবে https://ekolkata24.com/lifestyle/vacancy-announce-income-tax-department Sun, 11 Jul 2021 09:58:28 +0000 https://ekolkata24x7.com/?p=643 আয়কর দপ্তরে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। সম্প্রতি ভারত সরকারের আয়কর দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে ইন্সপেক্টর থেকে শুরু করে এমটিএস-এর মতো একগুচ্ছ শূন্যপদে নিয়োগ করা হবে। মোট কটি পদের জন্য কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন তাও বলে দেওয়া হয়েছে।

১) শূন্যপদের বিবরণ
আয়কর দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স-এর জন্য রয়েছে ৮ টি শূন্যপদ, ৮৩ টি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মালটি টাসকিং স্টাফ পদে ৬৪ জন নিয়োগ হবে।

২) আবেদনের বয়সগত যোগ্যতা
১. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স-এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করারা জন্য বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
৩. মালটি টাসকিং স্টাফ পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর।

৩) বেতন
১. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স – প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – প্রিতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
৩. মালটি টাসকিং স্টাফ – প্রিতি মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা।

৪) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স-এই পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।
২. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-এই পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক হওয়ার পাশাপাশি ভালো টাইপিং স্কিল থাকা প্রয়োজন।
৩. মালটি টাসকিং স্টাফ-এই পদের জন্য আবেদনকারীদের মাধ্যমিক পাস হতে হবে।

৫) আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যেই আবেদন করা শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ ২৫ আগস্ট ২০২১। ভারত সরকারের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.incometaxmumbai.in.

]]>
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজে নন টিচিং স্টাফ নিয়োগ, জেনে নিন বিস্তারিত https://ekolkata24.com/uncategorized/recruitment-of-non-teaching-staff-of-shyamaprasad-mukherjee-college Fri, 09 Jul 2021 11:40:57 +0000 https://ekolkata24x7.com/?p=512 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজে নন টিচিং স্টাফ কর্মী বিভাগে বেশ কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট কটি পদের জন্য কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন তাও বলে দেওয়া হয়েছে।

১) শূন্যপদের বিবরণ
মোট ১৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
১. এডমিনিস্ট্রেটিভ অফিসার
২. সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
৩. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
৪. তবলা অ্যাকমপ্যানিস্ট
৫. কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
৭. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
৮. লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট

২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. এডমিনিস্ট্রেটিভ অফিসার – অন্তত ৫৫ শতাংশ নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রি থাকা প্রয়োজন। এছাড়াও অভিজ্ঞতা থাকতে হবে ৩ বছরের।
২. সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট – যে কোনও ব্যাচেলর ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।
৩. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – যে কোনও বিভাগে স্নাতক এবং তার সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকা প্রয়োজন।
৪. কম্পিউটার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট – এই ক্ষেত্রে সেকেন্ডারি পরীক্ষায় পাস থাকলেই হবে।
৫. তবলা অ্যাকমপ্যানিস্ট – তবলা বা পাওয়ারেজে ডিগ্রি থাকতে হবে।
৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট – যে কোনও বিষয়ে স্নাতক এবং ইংরেজি ও হিন্দিতে যথাক্রমে মিনিতে ৩৫ ও ৩০ শব্দ টাইপ করার স্কিল।
৭. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট – বিজ্ঞান বিষয়ে দশম শ্রেণি পাস থাকতে হবে।
৮. লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট – নুনতম দশম শ্রেণি পাস থাকতে হবে। সঙ্গে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে।

৩) আবেদনের ফি
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৭০০ টাকা দিতে হবে। এছারা ওবিসি/ইউব্লুএস/মহিলাদের ক্ষেত্রে ৫০০ টাকা দিতে হবে। অন্যদিকে এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা দিতে হবে।

৪) আবেদন করার পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে http://spm.du.ac.in/index.php?lang=en অথবা http://www.du.ac.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এবারে সমস্ত প্রতিলিপি ও আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় – The Principal, Shayama Prasad Mukherjee college (for women), Punjabi Bagh (west). আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন পাঠাতে হবে। বিস্তারিত জানতে http://spm.du.ac.in/images/SPMC_Non_Teachin লিঙ্কে ক্লিক করুন।

]]>
বড় সুযোগ NBEMS- এ ৪২ শূন্যপদে নিয়োগ, বিস্তারিত জানুন https://ekolkata24.com/uncategorized/%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-nbems-%e0%a6%8f-%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf Thu, 08 Jul 2021 12:46:06 +0000 https://ekolkata24x7.com/?p=355 NBEMS বা ন্যাশানাল বোর্ড অফ একজামিনেশন ইন সায়েন্সসের নিয়োগ শুরু হতে চলেছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সহ একাধিক পদে নিয়োগ করা হবে। পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সব মিলিয়ে মোট ৪২ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।

১) শূন্যপদের বিবরণ
ন্যাশানাল বোর্ড অফ একজামিনেশন ইন সায়েন্সসের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪২ টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট-এর জন্য রয়েছে ৮ টি শূন্যপদ, ৩০ টি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এর জন্য ৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

২) আবেদনের ফি
অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১৫০০ টাকা দিতে হবে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি আলাদা দিতে হবে। অন্যদিকে এসসি/এসটি দের ক্ষেত্রে কোনও রকম আবেদন ফি লাগবে না।

৩) আবেদনের বয়সগত যোগ্যতা
পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

৪) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ এবং যে কোনও ডিগ্রি কোর্সে পাশ থাকা প্রয়োজন।
২. জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে HS পাশ হলেই চলবে।
৩. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ বাধ্যতামূলক। এছাড়াও কোনও কম্পিউটার কোর্সের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

৫) নিয়োগের নির্বাচন প্রক্রিয়া
মোট দুটি ধাপে পরীক্ষা হবে। একটি ধাপে সর্বাধিক ২০০ নম্বরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে কম্পিউটার জ্ঞান এবং স্কিল টেস্টের উপর ১০০ নম্বরের পরীক্ষা হবে। বিস্তারিত জানতে এনইবিএমএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে http://www.natboard.edu.in দেখুন। আবেদন পদ্ধতি আগামী ১৫ ই জুলাই ২০২১ থেকে শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ই আগস্ট ২০২১।

]]>