Job Vacancy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 04 Jan 2022 17:47:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Job Vacancy – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 কলেজে কয়েক হাজার অধ্যাপক নিয়োগ, জানুন পরীক্ষা সংক্রান্ত তথ্য https://ekolkata24.com/uncategorized/recruitment-of-thousands-of-professors-in-the-college-know-the-information-about-the-examination Tue, 04 Jan 2022 17:43:42 +0000 https://ekolkata24.com/?p=18009 নতুন বছরের শুরুতেই সুখবর দিল কলেজ সার্ভিস কমিশন। এবার কয়েক হাজার অধ্যাপক নিয়োগ হতে চলেছে রাজ্যের কলেজগুলিতে। ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে । আগামী ১৭ ই জানুয়ারি থেকেই কলেজ সার্ভিস কমিশন বিভিন্ন বিষয়ে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে । করোনা পরিস্থিতির কারণে ইন্টারভিউ নেওয়ার পদ্ধতিতেও একাধিক বদল আনছে কমিশন। কমিশন সূত্রে খবর, সহকারী অধ্যাপক নিয়োগের জন্য প্রায় ৩৩ হাজার আবেদন জমা পড়েছে ।

প্রাথমিকভাবে বাংলা এবং ইংরেজি, এই দুটি বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে কমিশন। ৪৫ টি বিষয়ের জন্য ইন্টারভিউ নেবে কলেজ সার্ভিস কমিশন। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী এ’কথা মাথায় রেখে এবার ইন্টারভিউ প্রক্রিয়াতেও একাধিক বদল আনছে কলেজ সার্ভিস কমিশন। প্রতিদিন প্রত্যেক বিষয়ে ৪০ জনের বেশি ইন্টারভিউতে ডাকা হচ্ছে না। পাশাপাশি একই দিনে দুটি বিষয়ের বেশি আবেদনকারীদের ইন্টারভিউতে ডাকা হবে না।

আগামী ১৭ই জানুয়ারি থেকে বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয় এর মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে কলেজ সার্ভিস কমিশন। ঐদিন দুটি বিষয়ের জন্যই ৪০-৪০ করে ইন্টারভিউতে ডাকা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। এই ভাবেই প্রত্যেকটি বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর। অন্যদিকে আগামী রবিবার কলেজ সার্ভিস কমিশন স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট নেবে। করোনা পরিস্থিতির জন্য পরীক্ষার সময় সীমা এক ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে দশটা থেকে শুরু করা হবে।

]]>
মাধ্যমিক পাশেই মিলবে সত্তর হাজার বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি https://ekolkata24.com/uncategorized/the-central-government-job-with-a-salary-of-seventy-thousand-will-match-the-secondary-side Tue, 28 Dec 2021 16:48:24 +0000 https://ekolkata24.com/?p=16994 News Desk: নতুন বছরের শুরুতেই চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেবল মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই শাখা জুনিয়র টেকনিশিয়ান এবং ফায়ারম্যান মিলিয়ে মোট ২৭ জনকে নিয়োগ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র টেকনিশিয়ানের ২৫ টি এবং ফায়ারম্যানের ২ টি শূন্যপদ রয়েছে। ফায়ারম্যানের ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক পাশ হতে হবে। ফায়ারম্যান ট্রেনিংয়ের সার্টিফিকেট বাধ্যতামূলক। পাশাপাশি, আবেদনকারীদের উচ্চতা ৫’৫” এবং দুটি চোখেই ফিল্ড ভিশন থাকতে হবে। চোখের কোনো সমস্যা থাকলে আবেদন গ্রহণ হবেনা।

প্রিন্টিং ট্রেডের রেগুলার কোর্সের আইটি শংসাপত্র থাকলে জুনিয়র টেকনিশিয়ানের জন্য আবেদন করা যাবে।

দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী। দুই পদে নিযুক্ত কর্মীদের বেতন হবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।

ইচ্ছুক ব্যক্তিরা https://spphyderabad.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

অনলাইন পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংলিশ ল্যাঙ্গোয়েজের বিষয়ে ১ নম্বরের প্রশ্ন থাকবে ১৬০ টি। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দেড় ঘণ্টা।

]]>
রাজ্য খাদ্য দফতরে চাকরির সুযোগ, প্রকাশিত বিজ্ঞপ্তি https://ekolkata24.com/uncategorized/news-of-relief-amid-the-omicron-panic-two-vaccines-approved-simultaneously-2 Tue, 28 Dec 2021 12:32:40 +0000 https://ekolkata24.com/?p=16944 News Desk: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও পরিবহণ দফতরে শুরু হচ্ছে কর্মী নিয়োগ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন করা যাবে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য খালি থাকা ১ টি পদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক ব্যক্তিরা স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১.১.২০২২ অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে বয়সের ক্ষেত্রে এসসি, এসটিরা ৫ বছরের এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবে।

অ্যাপ্লিকেশন ফর্ম, বার্থ সার্টিফিকেট, স্নাতক পাশ সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র একটি খামে ভরে মুখ বন্ধ করে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি, ২০২২।

কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

]]>
অ্যামাজনে চাকরির বিজ্ঞপ্তি, ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা https://ekolkata24.com/uncategorized/job-notice-on-amazon-work-from-home-benefits Mon, 27 Dec 2021 13:53:59 +0000 https://ekolkata24.com/?p=16817 News Desk: অ্যামাজন সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেলিং পার্টনার সাপোর্ট (এসপিএস) পদে প্রার্থী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। তবে আবেদনকারীদের ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।

সপ্তাহে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ৪ মাস ট্রেনিং চলবে এবং ট্রেনিং চলাকালীন উইক অফ ছাড়া ছুটি নেওয়া যাবেনা। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা রয়েছে। বাড়িতে বসেই ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজ করতে হবে। প্রার্থীদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

অ্যামাজন ওয়েবসাইটে যেসকল ব্যক্তিরা ‘সেলিং অন অ্যামাজন’ প্রোগ্রামে জয়েন করে নিজেদের প্রোডাক্ট সেল করতে চায়, তাদের কল, ইমেল কিংবা মেসেজের মাধ্যমে সাহায্য করা। কলকাতা কিংবা তার পার্শ্ববর্তী জায়গার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করবেন।

]]>
রাজ্যের বিভিন্ন জেলায় সমবায় দফতরে চলছে গ্রুপ সি কর্মী নিয়োগ https://ekolkata24.com/uncategorized/group-c-workers-are-being-recruited-in-the-cooperative-offices-in-different-districts-of-the-state Sun, 26 Dec 2021 16:26:23 +0000 https://ekolkata24.com/?p=16351 News Desk: পশ্চিমবঙ্গে যে সকল ব্যক্তিরা চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর। সমবায় দফতরের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ চলছে। ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির নোটিশ নম্বর ০৫/২০২১। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হবে।

ফিল্ড সুপারভাইজারঃ শূন্যপদ রয়েছে ২ টি। আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। পাশাপাশি, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে প্রার্থী নিয়োগ করা হবে। প্রতি মাসের বেতন ২০,০০০ টাকা।

অফিস অ্যাসিস্টেন্টঃ নিয়োগের স্থান দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোস্যাইটি লিমিটেড (তন্তুজা)। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ। এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ৩ টি। প্রার্থীদের প্রতিমাসে বেতন হবে ২৬,৬০৫ টাকা। এই কোম্পানিতেই টেকনিক্যাল অ্যাসিস্টেন্টের জন্য শূন্যপদ রয়েছে ২ টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ। প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে ২৬,৬০৫ টাকা।

আবেদনকারীরা অনলাইনে চাকরির আবেদন করতে পারবেন।

]]>
রাজ্যের বি.কম পাশদের জন্য রয়েছে ব্যাঙ্কে চাকরি করার সুযোগ https://ekolkata24.com/uncategorized/there-are-opportunities-for-b-com-graduates-in-the-state-to-work-in-banks Sat, 25 Dec 2021 16:13:44 +0000 https://ekolkata24.com/?p=16215 পশ্চিমবঙ্গের মধ্যে যারা চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছেন তাঁদের জন্য সুখবর। এ রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

নয়া বিজ্ঞপ্তির নম্বর ০৫/২০২১। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ইচ্ছুকরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের হতে হবে ভারতীয়।

লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্টের জন্য শূন্যপদ রয়েছে ১১ টি। কলকাতা পুলিশ কোপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের ৫০ শতাংশ নম্বর নিয়ে বি.কম পাশ বাধ্যতামূলক। কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ২৬,৬০৫ টাকা।

]]>
স্নাতক পাশ হলেই মিলবে ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ https://ekolkata24.com/uncategorized/once-you-graduate-you-will-get-a-golden-opportunity-to-work-in-a-bank Fri, 24 Dec 2021 14:04:09 +0000 https://ekolkata24.com/?p=16134 News Desk: ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুকদের জন্য দারুন সুযোগ। জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ করবে সারস্বত ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র অফিসারের ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। আবেদন করতে হবে অনলাইনে। তবে পুণে‌ এবং মহারাষ্ট্রেই নিয়োগ করা হবে কর্মী।

আবেদনকারীর নূন্যতম যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। পাশাপাশি ব্যাঙ্ক, ডিএসএ, ক্রেডিট সোসাইটিতে কাজের অভিজ্ঞতা প্রয়োজন ১ বছরের।

ইন্টারভিউ-সহ আরও কয়েকটি পদ্ধতির মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। আবেদনকারীদের বয়স ১/১২/২০২১ অনুযায়ী ৩০ অনূর্ধ্ব হতে হবে। এই চাকরির যাবতীয় বিবরণ সারস্বত ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।

]]>
বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক, প্রকাশিত তালিকা https://ekolkata24.com/uncategorized/state-bank-will-employ-a-large-number-of-staff-according-to-the-published-list Thu, 23 Dec 2021 09:00:08 +0000 https://ekolkata24.com/?p=15987 News Desk: ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যায় কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সার্কেল বেসড অফিসার পদে কর্মী নিয়োগ করবে এই ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আবেদন করা যাবে। স্টেট ব্যাঙ্ক দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর সিআরপিডি/সিবিও/২০২১-২২/১৯।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১২৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ১.১২.২০২১ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ইচ্ছুক ব্যক্তিরা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

দুই ধাপে অনলাইন লিখিত পরীক্ষা হবে। প্রথম ধাপে ২ ঘন্টার ১২০ নম্বরের অবজেক্টিভ টেস্ট (এমসিকিউ ধরণ)। দ্বিতীয় ধাপে ৩০ মিনিটের ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট। এরপর‌ স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। প্রতি মাসের বেতন হবে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকার মধ্যে।

]]>
রাজ্যের পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ https://ekolkata24.com/uncategorized/publication-of-recruitment-notice-for-group-c-posts-in-the-state-municipalities Thu, 23 Dec 2021 07:58:43 +0000 https://ekolkata24.com/?p=15981 News Desk: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক পদে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিউনিটি অরগানাইজারের জন্য এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ২ টি।

এই পদে আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা থাকতে হবে উচ্চমাধ্যমিক পাশ। পাশাপাশি, সোশ্যাল ডেভলপমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ৩ থেকে ৫ বছর। জানতে হবে এমএস অফিস। প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়া, আবেদনকারীদের বয়সসীমা ১৮-৪০ বছর।

একাউন্ট্যান্টের ১ টি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মী।

আবেদনকারীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। এছাড়া, এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং সরকারি সোসাইটি, ফার্ম, অ্যাসোসিয়েশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ৩ বছর। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। প্রতিমাসে বেতন হবে ১৪,০০০ টাকা।

]]>
বিজ্ঞপ্তি প্রকাশ: উচ্চশিক্ষা দফতর প্রায় ৬০০ অধ্যাপক নিয়োগ করছে https://ekolkata24.com/uncategorized/cgpsc-recruitment-2021-professor-595-post-last-date-end-tomorrow-apply-soon-here Sun, 12 Sep 2021 17:49:47 +0000 https://www.ekolkata24.com/?p=4468 CGPSC Recruitment 2021: আপনি যদি অধ্যাপক নিয়োগ সংক্রান্ত তথ্য খুঁজছেন, তাহলে আপনার জন্য একটি বড় খবর আছে। ছত্তিশগড় পাবলিক সার্ভিস কমিশন (CGPSC) রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে অধ্যাপকের পদে নিয়োগ করছে৷ মোট ৫৯৫ টি পদে নিয়োগ করা হবে।

যদি আপনিও এই নিয়োগে আগ্রহী হন এবং আবেদন করার যোগ্য হন, তাহলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন। কারণ আবেদনের প্রক্রিয়া ১৩ সেপ্টেম্বরের পরে শুরু হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.cg.gov.in- এ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২১। এর পর কোন প্রার্থীর ফরম গ্রহণ করা হবে না। প্রার্থীদের আবেদন করার আগে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবরণগুলি পড়ার এবং সঠিকভাবে ফর্মটি পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে৷ কারণ, ভুলভাবে পূরণ করা ফর্ম কমিশন গ্রহণ করবে না।

আবেদন করার যোগ্যতা
অধ্যাপক পদে আবেদনকারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতাসহ প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি গবেষণার রেকর্ডও থাকা আবিশ্যিক৷ এছাড়া প্রার্থীদের বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না৷
বেতন

নির্বাচিত প্রার্থীদের পেস্কেল -১৪ (পে ব্যান্ড ৩৭,৪০০-৬৭,০০০+ এজিপি ১০,০০০) এর ভিত্তিতে করা হবে।

]]>
দেশের বিভিন্ন ব্যাংকে প্রায় ৫৮৩০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে https://ekolkata24.com/uncategorized/vacancy-announce-by-ibps Wed, 14 Jul 2021 12:20:27 +0000 https://ekolkata24x7.com/?p=744 দেশের বিভিন্ন ব্যাংকে ক্লার্ক পদে ৫৮৩০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন(ibps)। যে কোনও ভারতীয় নাগরিক এই পরীক্ষায় বসতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

১) কোন কোন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে

ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,ব্যাংক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাংক,ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

২) প্রার্থীদের বয়সগত যোগ্যতা

পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এর পাশাপাশি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

৩) প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা

ভারত সরকার অনুমোদিত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কম্পিউটারে কোনও সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

৪) অনলাইন পরীক্ষার পদ্ধতি

১. প্রিলিমিনারি পরীক্ষা – মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে। তাঁর মধ্যে ইংরেজিতে ৩০ নম্বর, নিউমেরিক্যাল এবিলিটিতে ৩৫ নম্বর এবং রিজনিং এবিলিটিতে ৩৫ নম্বর।

২. মেন পরীক্ষা – মোট ২০০ নম্বরে পরীক্ষা হবে। তাঁর মধ্যে জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ৫০ নম্বর, জেনারেল ইংলিশে ৪০ নম্বর, রিজনিং এবিলিটি ও কম্পিউটার aptitude ৬০ নম্বর এবং কোয়ান্টিটেটিভে aptitude ৫০ নম্বর।

৫) আবেদন ফি
অসংরক্ষিত প্রার্থীদের আবেদন করার জন্য ৮৫০ টাকা দিতে হবে। অন্যদিকে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫ টাকা ধার্য করা হয়েছে।

৬) আবেদন পদ্ধতি
আবেদন করার আগে প্রার্থীর স্ক্যান করা ছবি, সই এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ সঙ্গে রাখতে হবে। এবারে IBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজে লিখিত পরীক্ষার (CRP Clerks- XI) লিংকটিতে ক্লিক করুন। সেখানে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে, স্ক্যান করা ফটো, সই এবং বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১ আগস্ট ২০২১। বিস্তারিত জানার জন্য www.ibps.in লিঙ্কে ক্লিক করুন।

]]>