Jobby Justin – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 10 Jan 2022 07:00:52 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Jobby Justin – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 SC East Bengal : জবির সঙ্গে জুটি বাঁধতে পারেন এক ব্রাজিলিয় তারকা https://ekolkata24.com/sports-news/sc-east-bengal-may-sign-jobby-justin-and-a-brazilian-striker Mon, 10 Jan 2022 07:00:52 +0000 https://ekolkata24.com/?p=18647 জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে ছিলেন আপামর ইস্টবেঙ্গল (SC East Bengal) ভক্তরা। এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে বেশ কিছু ফুটবলারের নাম শোনা যাচ্ছে ইতিমধ্যে। যার মধ্যে অন্যতম, জবি জাস্টিন।

লাল-হলুদ জার্সিতে জবি জাস্টিনের উত্থান। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার আমলে চমকে দিয়েছিলেন তিনি। এরপর ক্লাব বদল। চলে গিয়েছিলেন এটিকে-তে। লোপেস হাবাস তাঁকে দলে নিলেও সুযোগ পাননি খুব বেশি। এরপর আইএসএল- এর একাধিক ক্লাবে নাম লিখিয়েছিলেন জবি। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া কোনো দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি প্রথম একাদশে৷ এখন রয়েছেন চেন্নাইয়ান এফসিতে। সেখানেও একই হাল৷ সাইড লাইনের ধারেই কাটাতে হচ্ছে বেশি সময়৷ ভারতীয় ফুটবল মানচিত্র থেকে একপ্রকার হারিয়েই গিয়েছেন তিনি। সেই জবি জাস্টিনকেই এবার আনতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। কথা বেশ কিছুটা এগিয়েছে বলেই গুঞ্জন ভারতীয় ফুটবল মহলে।

শোনা যাচ্ছে এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা চাইছে আক্রমণ ভাগকে মজবুত করতে। একজন বল বাড়ানোর লোক এবং একজন স্ট্রাইকারের কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে খবর। ড্যানিয়েল চিমার বিদায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিদেশি স্ট্রাইকার নিয়েও ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ব্রাজিল থেকে একজন স্ট্রাইকারকে আনা হতে পারে। ইতিমধ্যে কথা বার্তাও এগিয়েছে। তবে এখনই কিছু নিশ্চিত নয়।

অন্যদিকে অন্তবর্তী কোচ রেনেডি সিং চাইছেন অভিজ্ঞ এক ডিফেন্ডার। সুযোগ পেয়ে প্রতি মুহূর্তে তা কাজে লাগাচ্ছে৷ আদিল খান। তাঁর সঙ্গে আনাসের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল সম্প্রতি। চোটের কারণে আনাসও ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। তবে আনাসের আসার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন অনেকে। আপাতত শিকে ছিঁড়তে পারে জবির ভাগ্যে।

]]>
SC East Bengal: লাল-হলুদ তাবুতে যোগ দিতে পারেন বিতর্কিত ফুটবলার জবি জাস্টিন https://ekolkata24.com/sports-news/controversial-footballer-jobby-justin-can-join-sc-east-bengal Sat, 08 Jan 2022 13:56:48 +0000 https://ekolkata24.com/?p=18459 শুক্রবার চলতি আইএসএলে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে।১০ ম্যাচ পরেও জয় অধরা লাল হলুদ শিবিরে। এমন আবহে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যে লাল হলুদ শিবির দলের আক্রমণের ঝাঝ বাড়াতে উঠে পড়ে লেগেছে।তাই চেন্নাইন এফসি’র ফরোয়ার্ড জবি জাস্টিনের ওপর এখন চোখ পড়েছে লিগের লাস্ট বয়দের।

অসমর্থিত সুত্রে খবর,গত রাতের পর থেকে জবি জাস্টিনের রেড এন্ড গোল্ড বিগ্রেডের জার্সি পরার সম্ভাবনা কয়েক ধাপ বেড়ে গিয়েছে। লোনে এসসি ইস্টবেঙ্গল আসতে পারেন চেন্নাইন এফসি’র ফুটবলার জবি জাস্টিন।

২০১৭-১৮ আই লিগ ফুটবল মরসুমে জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে ৩৯ ম্যাচে ১৬ গোল করেন। ২৮ আগস্ট ২০১৮ জাস্টিন রেলওয়ের বিরুদ্ধে ২০১৭-১৮ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ম্যাচে ক্লাবের হয়ে প্রথম মাঠে নামেন। খেলার ৩ মিনিটে তিনি গোল করে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডকে প্রথম দিকে এগিয়ে দেন এবং ওই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-০ ব্যবধানে খেলা জিতে নেয়।

২ জানুয়ারী ২০১৮’তে জবি জাস্টিন ২০১৭-১৮ আই লিগে ইন্ডিয়ান অ্যারোসের বিরুদ্ধে প্রথম একাদশে অন্তর্ভুক্ত হওয়ায় তার পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হয়। ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার উইলিস প্লাজার ইনজুরি জাস্টিনের জন্য প্রথম একাদশের দরজা খুলে দিয়েছিল। চার্চিল ব্রাদার্স এবং মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে পরের দুই ম্যাচে গোল করে জবি জাস্টিন কোচ খালিদ জামিলের আস্থাভাজন হয়ে ওঠে। মরসুমে জবি জাস্টিন মোট ৯ ম্যাচ খেলেন লাল হলুদ জার্সিতে।

২০১৮-১৯ ফুটবল মরসুমেও জবি জাস্টিন লাল হলুদ জার্সি গায়ে শিলং লাজং’র বিপক্ষে জোড়া গোল করেন এবং দল ১-৩ ব্যবধানে জয় পায়।
জাস্টিন ১২টি গোল (আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট) করেন, যা মরসুমে ইস্টবেঙ্গলের মোট গোলের (২৩) ৫০ শতাংশেরও বেশি। উভয় ডার্বি ম্যাচেই জবি জাস্টিন গোল করেন।

২৬ ফেব্রুয়ারী ২০১৯ জবি জাস্টিনকে আইজল এফসি’র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ চলাকালীন আইজলের করিম নুরাইনের সাথে অন্তর্বর্তীকালীন সাসপেনশন দেওয়া হয়েছিল। জাস্টিন দ্বিতীয়ার্ধের ট্যাকলের পর নুরাইনের গায়ে থুতু ফেলার জন্য দোষী সাব্যস্ত হন, যখন নাইজেরিয়ান ইস্টবেঙ্গল ডিফেন্ডার বোর্জা গোমেজের সাথে লড়াইয়ের জন্য দোষী সাব্যস্ত হন। ৫ মার্চ ২০১৯’এ AIFF’র শৃঙ্খলারক্ষা কমিটি ৬ ম্যাচের সাসপেনশন সহ জাস্টিনকে ১ লাখ টাকা জরিমানা আরোপ করে।

আইএসএলে এসসি ইস্টবেঙ্গল এখনও জয় পায়নি,১১ তম রাউন্ডের শেষে।জয়ের খোঁজে নিজেদের বিশ্বস্ত সৈনিককে নিয়ে আসার একটা সম্ভাবনা উকি দিচ্ছে। এখন দেখার আইএসএলের দ্বিতীয় পর্যায়ের ফিক্সারে লাল হলুদ শিবিরের পরের ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে, ওই ম্যাচে আদৌ জবি জাস্টিনকে লাল হলুদ জার্সি পড়ে মাঠে দেখা যায় কিনা।

]]>