Joseba Beitia – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 05 Jan 2022 13:24:21 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Joseba Beitia – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 লাল হলুদ জার্সি গায়ে বেইতিয়ার মাঠে নামার জোরালো সম্ভাবনা https://ekolkata24.com/sports-news/east-bengal-joseba-beitia Wed, 05 Jan 2022 13:24:21 +0000 https://ekolkata24.com/?p=18087 ফিফার জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো এখন চলছে। বিশ্বের প্রতিটি ক্লাব দল এই সময়ে ওৎপেতে থাকে নিজেদের স্কোয়াডের খামতি পূরণের লক্ষ্যে। বাদ যাচ্ছে না চলতি আইএসএলের লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল। স্প্যানিয়ার্ড আক্রমণাত্মক মিডফ্লিডার জোসেবা বেইতিয়ার দিকে ঝুকে রয়েছে লাল হলুদ শিবির।

আত্মঘাতী গোল মঙ্গলবার সৌরভ দাসের,বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। শয়নে স্বপনে লাল হলুদ ফুটবলার সৌভিক দাস হয়তো আজীবন আফসোস করেই যাবে। ২৮ মিনিটে হাওকিপের গোলে এগিয়ে গিয়ে, নিজের গোলেই বল জালে জড়িয়ে দিয়ে সৌভিক দাস এখন ‘খলনায়ক’, লাল হলুদ সমর্থকদের কাছে।

১১ তম রাউন্ডে ৯ ম্যাচের পরেও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। এমন হতশ্রী পারফরম্যান্সে স্কোয়াড মেরামতি করতে তাই জানুয়ারি ফিফা ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বেইতিয়াকে তুলে হালে পানি ফেরাতে চাইছে।

২০১৯-২০ আই লিগ মরসুমে সবুজ মেরুন জার্সি গায়ে ১৬ ম্যাচে ৩ গোল জোসেবা বেইতিয়ার। ২০২০ সালে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে বেইতিয়া ১৬ ম্যাচে ২ গোল করে।

জোসেবা বেইতিয়াকে নিয়ে ভারতীয় ফুটবলে হইচই করার অন্যতম কারণ একটাই। তা হল বেইতিয়া রেয়াল সোসিদাদের ইয়ুথ ডেভেলপমেন্টের ফসল এবং রেয়াল সোসিদাদ হল রেয়াল মাদ্রিদের সিস্টার কনসার্ন অর্থাৎ রেয়াল মাদ্রিদের ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল পরিকল্পনা
রেয়াল সোসিদাদের মাধ্যমেই হয়ে থাকে। আর তাই ভারতীয় ফুটবলে জোসেবা বেইতিয়াকে নিয়ে ক্লাব দলগুলোও টানাহ্যাঁচড়া করে থাকে।

]]>