Juan Fernando – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 02 Jan 2022 11:47:08 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Juan Fernando – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ATK মোহনবাগানের ইনস্ট্রাগ্রাম পেজে হুয়ান ফেরান্দোর চাঞ্চল্যকর মন্তব্য https://ekolkata24.com/sports-news/juan-fernandos-shocking-remarks-on-the-atk-mohun-bagan-instagram-page Sun, 02 Jan 2022 11:47:08 +0000 https://ekolkata24.com/?p=17645 আগামী বুধবার ATK মোহনবাগান ১১ তম রাউন্ডে নিজেদের ন’নম্বর ম্যাচ খেলতে নামছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে। প্লে অফের টিকিট নিশ্চিত করতে দু’দলের কাছে এই ম্যাচ হাইভোল্টেজ। অন্যদিকে বুধবারের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। তার আগে মুম্বইকে আগামী সোমবার, ওডিশা এফসি’র বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে।

লিগ টেবিলে ATK মোহনবাগান থার্ড বয়, ৮ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট গোল পার্থক্যে (২), হায়দরাবাদ এফসি সেকেন্ড বয় সম সংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্টে, গোল পার্থক্যে (১১) এবং শীর্ষে মুম্বই সিটি এফসি ৮ ম্যাচ ১৬ পয়েন্ট, গোল পার্থক্যে (৭)। লিগ টেবিলে চারে রয়েছে জামশেদপুর এফসি, যারা ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (৫)।

Juan Fernando

আইএসেলের লিগ টেবিলের দিকে চোখ রাখলে স্পষ্টতই ধরা পড়ছে পয়েন্ট টেবিলে প্রথম চার দল একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলে অনবরত চ্যালেঞ্জ ছুঁড়ছে। কোনও দলেরই পজিশন পাকাপোক্ত নয়। প্লে অফের টিকিট কনফার্ম করতে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই শুধু অন দ্য ফিল্ডে এমনটা নয়, লড়াইটা এখন অন দ্য ফিল্ডের থেকেও অনেকটাই বেশি অফ দ্য ফিল্ড। কেননা টাইটেলশিপের ইঁদুর দৌড়ে টিকে থাকতে গেলে টিম ম্যানেজমেন্টকে মনস্তাত্ত্বিক লড়াইটাও লড়তে হচ্ছে প্রতি সেকেন্ডে প্র‍্যাকট্রিস সেশন থেকে শুরু করে টিম হোটেলের অন্দরমহল জুড়ে।

এমন আবহে রবিবার, ২ জানুয়ারি ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর জন্মদিন। আর এই উপলক্ষ্যে
Atkmohunbaganfc ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে হেডকোচ হুয়ান ফেরান্দোর প্রতিক্রিয়া বেশ তাৎপর্যপূর্ণ। ওই পোস্টে হুয়ান ফেরান্দোর প্রতিক্রিয়া, “আপনাদের সমস্ত জন্মদিনের বার্তার জন্য অনেক ধন্যবাদ🙏 আমি আপনাদের সবাইকে ২০২২ সালের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই”! ইনস্ট্রাগ্রাম পোস্টের সবথেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য ফেরান্দোর,”এর (২০২২ নতুন বছর) সবচেয়ে বেশি লাভ করার চেষ্টা করা যাক”।

<

p style=”text-align: justify;”>আসন্ন হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচ যে হাইভোল্টেজ তা, ঠারেঠোরে বুঝে গিয়েছেন স্প্যানিয়ার্ড হেডকোচ হুয়ান ফেরান্দো। এই ম্যাচ চলতি আইএসএলে ATK মোহনবাগানের প্লে অফের যোগ্যতা অর্জনের ভাগ্য পরীক্ষার দিন। এমনটা বুঝতেই ধুরন্ধর স্প্যানিশ হেডকোচ ফেরান্দো সবুজ মেরুন সমর্থকদের আকাশসম প্রত্যাশার চাপকে লঘু করতে আসরে নেমে পড়েছেন, অত্যন্ত স্ট্র‍্যাটেজিক প্রতিক্রিয়ায় সমর্থকদের আশ্বস্ত করার মোটিভ নিয়ে। আর ওই মোটিভ হল দলের ফুটবলারেরা যাতে প্রত্যাশার অতিরিক্ত চাপে পড়ে হাইভোল্টেজ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে খেলায় খেই হারিয়ে না ফেলে, ছন্দ ধরে রেখে পুরো তিন পয়েন্ট পকেটে পুড়ে ফেলে।

]]>
ATK মোহনবাগানের নতুন হেডকোচ হুয়ান ফেরান্ডো https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-new-head-coach-juan-fernando Mon, 20 Dec 2021 14:46:59 +0000 https://ekolkata24.com/?p=15553 Sports desk: সমস্ত জল্পনার অবসান ঘটে গেল। ATK মোহনবাগান দলের হেডকোচ হিসেবে নিযুক্ত হলেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো। সোমবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে ATK মোহনবাগান,”নতুন যুগ শুরু!
ATK মোহনবাগানে স্বাগতম, হুয়ান ফেরেন্ডো ⚡💚♥
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon”।

চলতি আইএসএলে কেরালা ব্লাস্টার্স এবং চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেয়েছে সবুজ মেরুন শিবির তৎকালীন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাসের কোচিং’এ। এরপর ১১ তম রাউন্ডে পরের চার ম্যাচে ড্র এবং হার বিপক্ষের মুখোমুখি হয়ে, ATK মোহনবাগানের।

অন্যদিকে, রয় কৃষ্ণ ফিজিয়ান “গোল্ডেন বয়” গোলের খরায়। আর প্রিয় দল প্রথম দুই ম্যাচ জিতে টুর্নামেন্টে খেই হারিয়ে যেতেই,হতাশ হয়ে পড়ে সবুজ মেরুন সমর্থকরা।

লিগ টেবিলে সপ্তম স্থানে ATK মোহনবাগান। ৬ ম্যাচ খেলে দুই ম্যাচে জয়, দুই ম্যাচ ড্র আর দু ম্যাচে হারের মুখ দেখেছে। এমন আবহে হঠাৎ করে স্বেচ্ছায় আন্তোনিও লোপেজ হাবাসের ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং টিম ম্যানেজমেন্টকে ইস্তফা পত্র দিয়ে দেন। ইস্তফা ইস্যুতে অনড় হাবাসের কাছে ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত অনিচ্ছাতেই ইস্তফা পত্র গ্রহণ করে নিতেই সবুজ মেরুন বিগ্রেডে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস যুগের অবসান ঘটে।

অন্যদিকে, হুয়ান ফেরান্ডোর আচমকা এফসি গোয়ার হেডকোচ ছাড়ার গোটা প্রক্রিয়ায় টিমের সভাপতি অক্ষয় ট্যান্ডন ক্ষোভ উগড়ে দেয় টুইট পোস্টে। নিজের অসন্তুষ্টি চেপে না রেখে ভক্তদের আশ্বস্ত করেন টুইট পোস্টে। আপাতত এফসি গোয়ার অন্তবর্তীকালীন কোচিং’র দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ক্লিফোর্ড মেনেন্ডাকে।

]]>