Juan Ferrando – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 08 Jan 2022 08:10:03 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Juan Ferrando – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 ATK Mohun Bagan: ওডিশার বিপক্ষে পুরো ৯০ মিনিট ফোকাস ধরে রাখতে হবে: হেডকোচ ফেরান্দো https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-focus-on-the-full-90-minutes-against-odisha-head-coach-juan-ferrando Sat, 08 Jan 2022 08:10:03 +0000 https://ekolkata24.com/?p=18403 শনিবার চলতি আইএসএলে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) খেলতে নামছে ওডিশা এফসি’র বিরুদ্ধে। ওডিশা নিজেদের গত ম্যাচে মুম্বই সিটি এফসিকে ৪-২ গোলে হারিয়ে টাইটেলশিপ জমিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে সবুজ মেরুন বিগ্রেডের হেডস্যার হুয়ান ফেরান্দো ওডিশা এফসি দলের শক্তি নিয়ে সতর্ক তা স্পষ্ট বোঝা গেল কথায়। হুয়ানের কথায়,”এই ম্যাচ কঠিন হতে চলেছে।কেননা বিপক্ষ দলের ডিফেন্স এবং আক্রমণ বিভাগ পরিষ্কারভাবে দুরন্ত পারফর্ম করছে”।

মুম্বই সিটি এফসি ম্যাচে ওডিশা এফসির পারফরম্যান্স যে ATK মোহনবাগান হেডস্যারকে চিন্তায় ফেলছে সেটা হুয়ান ফেরান্দোর কথা থেকেই বোঝা যায়। মুম্বই’র বিরুদ্ধে ওডিশা পুরো ৯০ মিনিট ধরে লড়ে জয় ছিনিয়ে নিয়েছিল,পিছিয়ে থেকেও। এই প্রসঙ্গে হুয়ান ফেরান্দো বলেন,”আমাদের এই ম্যাচে পুরো ৯০ মিনিট ম্যাচে ফোকাস ধরে রাখতে হবে। কেননা ২-১ গোলে পিছিয়ে থাকার পর ওডিশা এফসি টিম তিন গোল দিয়ে ম্যাচ জিতে যায়। তাই আগের ম্যাচে ওডিশার পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে তারা পুরো ৯০ মিনিট ধরে লড়াই করতে জানে,তাই আমাদেরও পুরো ৯০ মিনিট ম্যাচে ফোকাস ধরে রাখতে হবে”।

নিজের দলের ডিফেন্স প্রসঙ্গে সবুজ মেরুন হেডস্যারের সাফ কথা,”দলের ডিফেন্স নিয়ে তার কোনও অভিযোগ নেই। ম্যাচ সিচুয়েশনে কিভাবে পরিস্থিতি সামলাতে হবে তা নিয়ে আমরা পরিকল্পনা মাফিক কাজ করে চলেছি।অবশ্যই আমরা নিজেদের পরিকল্পনাতে উন্নতিও করছি। ফুটবলারদের চোট পরিস্থিতিকে কঠিন করে তুললেও আমার টিমের প্রতি একশো শতাংশ আস্থা রয়েছে এবং আমি তাদের সাহায্য করতে উদ্যোগী।

ওডিশা এফসি নিজেদের গত ম্যাচে মুম্বই এফসি’র বিরুদ্ধে ৭৭ এবং ৮৯ মিনিটে যেভাবে গোল করে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে এই শেষ মুহুর্তের দুই গোল নিয়ে হুয়ান ফেরান্দো বলেন,”আমি তাদের শেষ ম্যাচের পারফরম্যান্স নিয়ে অবগত। ওডিশা গেমের নার্ভ ধরে রেখেছিল শেষ মুহুর্ত পর্যন্ত। শেষ মুহুর্তে দুই গোল করে ওডিশা মুম্বই’র বিরুদ্ধে, যা ম্যাচের ট্রান্সজ্যাকসন পিরিয়ডে ওডিশা দুর্দান্ত ভাবে কাজে লাগায়। তাই আমাদেরও ম্যাচে প্রয়োজন ৯০ মিনিট ফোকাস ধরে রাখা”।

]]>
ATK Mohun Bagan: হুয়ান ফেরান্ডোর “প্রাথমিক প্রতিক্রিয়া” ঘিরে সমর্থকদের উত্তাল প্রতিবাদ https://ekolkata24.com/sports-news/atk-mohun-bagan-supporters-protest-over-juan-ferrandos-initial-reaction Tue, 21 Dec 2021 14:46:33 +0000 https://ekolkata24.com/?p=15736 Sports desk: আন্তোনিও লোপেজ হাবাসের স্বেচ্ছায় ইস্তফা পত্র প্রদানের প্রক্রিয়া গৃহীত হওয়ার পর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার ATK Mohun Bagan দলের হেডকোচ হিসেবে নিযুক্ত হন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো। সোমবারই নিজেদের অফিসিয়াল টুইটার হ্যাণ্ডেলে ATK মোহনবাগান পোস্ট করে,”নতুন যুগ শুরু!

ATK মোহনবাগানে স্বাগতম, হুয়ান ফেরেন্ডো ⚡💚♥
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon”।
এরপরেই ATK মোহনবাগান নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে নব নিযুক্ত স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্ডোর প্রাথমিক প্রতিক্রিয়া,”আমি চাই আমরা আমাদের নিজস্ব ডিএনএ তৈরি করি’ – ATK মোহনবাগানের প্রধান কোচ হিসেবে @JuanFerrandoF-এর প্রথম কথা 💥
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL”।

সঙ্গে নব নিযুক্ত সবুজ মেরুন হেডস্যার বলেন,”আমি ধন্যবাদ জানাতে চাই ATK মোহনবাগান দলের কর্ণধার শ্রী সঞ্জীব গোয়েঙ্কাকে আমার কাজের প্রতি বিশ্বাস রাখার জন্য”। স্প্যানিশ হেডকোচ এও বলেন,”আজকের দিন থেকে আমি নিজের একশো দশ শতাংশ উজাড় করে দিতে চাই সমস্ত সমর্থকদের উদ্দ্যেশ্যে যাতে তারা আনন্দ পায় সেরা ছন্দময় ফুটবলের এবং আশা রাখি আমরা সকলে মিলে একসাথে উৎসবে মেতে উঠবো। সবুজ মেরুন দলের হেডকোচ হুয়ান ফেরান্ডো বলেন,”এমনভাবে এটিকে প্রাতিষ্ঠানিক আকার দিতে হবে যাতে ভারতের তরুণ খেলোয়াড়রা নিজেদের সেরাটা নিঙড়ে দিতে পারে”। কিন্তু নব নিযুক্ত ATK মোহনবাগান হেডকোচের এমন প্রতিক্রিয়াতে সবুজ মেরুন সমর্থক এবং ফুটবল ভক্তরা রিপ্লাইং টুইট পোস্টে পাঁচমিশালি প্রতিক্রিয়া রেখেছে।

পাঁচমিশালি ওই রিপ্লাইং টুইট পোস্টে Rajeev Jalandhra’র পোস্ট, “মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 100 বছরের পুরনো ঐতিহাসিক ফুটবল ক্লাব, তাদের শুধুমাত্র 100 বছরের পুরনো ঐতিহাসিক টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলা উচিত”।Rajeev Jalandhra’র ওই রিপ্লাইং পোস্টের জবাবে পাল্টা রিপ্লাইং Samrat Guha’র পোস্ট, “আইএসএল হল ভারতীয় জাতীয় ফুটবলের খরচ দিয়ে কিছু ধনী লোকের পকেট ভর্তি করা… অদ্ভুত এআইএফএফ সেগুলিকে কিছু ধনী লোকের কাছে বিক্রি করে দিয়েছে…কিভাবে তারা আই লীগকে বাদ দিয়ে আইএসএলকে প্রচার করতে পারে? আইএসএল চালু হওয়ার পর থেকে ভারতীয় ফুটবল ফিফা স্তরের কোনও উন্নতি দেখতে পাচ্ছেন না”। Rajeev Jalandhra এবং Samrat Guha’র রিপ্লাইং পোস্টের জবাব Arnab Sadhu🇮🇳 এই উত্তরে রিপ্লাইং পোস্ট করেছে,”হুবহু ! আপনি কাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন? লোকটি রাজস্থানের, সেখানে ফুটবলের অস্তিত্ব নেই”।

আবার faltugrafer’র রিপ্লাইং পোস্টে কটাক্ষ মূল টুইটের রিপ্লাইং পোস্ট দাতাদের উদ্দেশ্য করে, “শুধু কৌতূহলের বাইরে মন্তব্য বিভাগে এত নোনতা ভক্ত কেন?”faltugrafer’র রিপ্লাইং পোস্টের ওপর পাল্টা রিপ্লাইং পোস্ট Only Mohun Bagan টুইটার হ্যাণ্ডেলারের থেকে,”Check out #RemoveATK and #BreakTheMerger campaign(বিক্ষোভ প্রদর্শন)”।

Jayakrishna_CSKfan’র রিপ্লাইং পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে,ওই পোস্টে রিপ্লাইং,”🤣🤣🤣🤣
এই ধরনের ডিচ ক্লাবের জন্য কোন নতুন মন নেই..@atkmohunbaganfc 🤣🤣
#banATKMB #onlyATK (or) বা ( #onlyMohunBagan
🤣🤣🤣🤣”। এই রিপ্লাইং পোস্টের জবাবে Arnab Sadhu🇮🇳 রিপ্লাইং,”💯”।

গত সোমবার নব নিযুক্ত ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্ডোর প্রাথমিক প্রতিক্রিয়াকে ATK মোহনবাগান নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্টের পাল্টা প্রতিক্রিয়াতে Krishnan Iyar’র রিপ্লাইং পোস্ট, “অনুগ্রহ করে 22 স্ট্র্যান্ড অভিজাত ডিএনএর সাথে নিজেকে পরিচিত করুন। যে এই ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক।
#RemoveATK
#breakthemerger
গলি গলি মে শোর হ্যায়, ডিডি টুম্পাই চোর হ্যায়”।
Mumbai Pune Meriners হুয়ান ফেরান্ডো’র প্রাথমিক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে রিপ্লাইং পোস্ট,”এই সত্ত্বার ডিএনএতে প্রচুর প্লাস্টিক রয়েছে #ATKMBisnotmyclub”।এর জবাবে Goutam Dass’র রিপ্লাইং পোস্ট,”#BoycottATKMBMatchDay #ATKMBisnotmyclub
#BreakTheMerger
#JoyMohunBagan
JIBONER RONG SOBUJ MAROON_J… হুয়ান ফেরান্ডোর প্রাথমিক প্রতিক্রিয়াকে ঢাল করে রিপ্লাইং পোস্ট, “
#BreakTheMerger বা #RemoveATK ভাইরাস”।
সব মিলিয়ে “পাঁচমিশালি” প্রতিক্রিয়া এসেছে ATKমোহনবাগানের নব নিযুক্ত হেডকোচ হুয়ান ফেরান্ডো’র প্রাথমিক প্রতিক্রিয়াতে।

]]>
ISL: হুয়ান ফেরান্ডো’র ATK মোহনবাগান ক্লাবের হেডকোচ হিসেবে নিযুক্তির সম্ভাবনা প্রবল https://ekolkata24.com/sports-news/juan-ferrando-likely-to-be-appointed-head-coach-of-atk-mohun-bagan-club Mon, 20 Dec 2021 09:08:01 +0000 https://ekolkata24.com/?p=15520 Sports desk: ক্রিফোর্ড মেনেন্ডাকে এফসি গোয়া অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত করেছে চলতি আইএসএলে। দলের আগের কোচ হুয়ান ফেরান্ডো এবং তার সার্পোট স্টাফ দেবেন্দ্র মুরগাঁওকর এবং জাভি গঞ্জালেস এবার পাড়ি জমাবে ATK মোহনবাগান ক্লাবের উদ্দেশ্যে। যদিও গঙ্গা পাড়ের ক্লাব এই ইস্যুতে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি, তবে প্রবলভাবে ATK মোহনবাগানের মূখ্য কোচ হুয়ান ফেরান্ডো এবং তার সার্পোট স্টাফদের নাম ঘোষণা,এখন শুধুইই সময়ের অপেক্ষা।

এফসি গোয়া নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য শর্টলিস্ট করেছে অ্যাঞ্জেল ভায়াদেরোকে। ক্রিফোর্ড মেনেন্ডার অন্তবর্তীকালীন কোচিং সেশনে এফসি গোয়া আইএসএলে তাদের পরের ম্যাচ ২৪ ডিসেম্বর খেলতে নামবে,ওডিশা এফসি’র বিরুদ্ধে। ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গোয়া রয়েছে অষ্টম স্থানে আইএসএলে। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হেরেছে,কিন্তু পরের দুই ম্যাচ জিতেছে এবং ড্র করেছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে।

এফসি গোয়ার নতুন কোচ হওয়ার দৌড়ে ডেরেক পেরেরা নাম রয়েছে।ডেরেক ২০১৮ সালে এই দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ভারতীয় এই ডিফেন্ডার এর আগের বছর এফসি গোয়ার ইয়ুথ ডেভেলপমেন্ট তথা সহকারী ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন।

অসমর্থিত সূত্রে খবর,বিপুল অঙ্কের ক্ষতিপূরণ বাবদ হুয়ান ফেরান্ডো এবং তার সার্পোট স্টাফরা সবুজ মেরুন শিবির যোগ দিতে চলেছে

]]>
ATK Mohun Bagan: সবুজ-মেরুন দলের নতুন কোচ হতে চলেছেন হুয়ান ফেরানডো https://ekolkata24.com/sports-news/juan-ferrando-is-set-to-be-the-new-coach-of-the-atk-mohun-bagan-team Sun, 19 Dec 2021 15:30:31 +0000 https://ekolkata24.com/?p=15477 Sports desk: আন্তোনিও লোপেজ হাবাস  মোহনবাগান (ATK Mohun Bagan) দলের মুখ্য কোচ পদ থেকে ইস্তফা দিতেই আসরে নেমে পড়ে টিম ম্যানেজমেন্ট। “পাখির চোখ” প্লে অফে যোগ্যতা অর্জন ইন্ডিয়ান সুপার লিগে (ISL)। তাই সাত তাড়াতাড়ি সময় নষ্ট না করে রেকর্ড অর্থে ATKMB টিমের নতুন কোচ করা হয়েছে হুয়ান ফেরানডো,অসমর্থিত সূত্রে এমনটাই খবর। যদিও ATK মোহনবাগান ক্লাব দল আনুষ্ঠানিক ভাবে এই ইস্যুতে কিছু ঘোষণা করেনি।

স্প্যানিশ কোচ হুয়ান ফেরানডো এফসি গোয়া টিমের হেডকোচ চলতি আইএসএলে। ATKMB’র পরের ম্যাচ আইএসএলে ২১ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। অসমর্থিত সূত্রে খবর, নতুন স্প্যানিশ কোচ দলের সঙ্গে যোগ দেবেন নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের আগে। সবুজ মেরুন শিবিরের কাছে ১১ তম রাউন্ডের শেষ চার ম্যাচ “ডু অর ডাই” সিচুয়েশন। প্লে অফের টিকিট জোগাড় করতে হলে চার ম্যাচ জেতা ছাড়া বিকল্প রাস্তা নেই ATK মোহনবাগানের কাছে।

অন্যদিকে, ATK মোহনবাগানের ফুটবলারেরা রবিবার চুটিয়ে অনুশীলন সেরেছে।এই নিয়ে ATK মোহনবাগান টুইটে পোস্ট করেছে,”একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখা 💪💚♥
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL “।

অক্ষয় ট্যান্ডন এফসি গোয়া দলের সভাপতি জানিয়েছেন, “হতাশার সাথে আমি নিশ্চিত করতে চাই যে @JuanFerrandoF তার রিলিজ ক্লজ ট্রিগার করেছে, আমাদের তাকে তার দায়িত্ব থেকে মুক্তি দিতে বাধ্য করেছে যাতে সে @atkmohunbaganfc এ যোগ দিতে পারে। যতক্ষণ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়, ততক্ষণ তার সিদ্ধান্তে আমাদের কোনো বিকল্প নেই”।

]]>