Karachi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 26 Jun 2024 13:45:41 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Karachi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 कराची में 450 लोगों की मौत, शवों को रखने के लिए नहीं मिल रही जगह https://ekolkata24.com/uncategorized/450-people-died-in-karachi-there-is-no-place-to-keep-the-bodies Wed, 26 Jun 2024 13:45:41 +0000 https://ekolkata24.com/?p=48590 कराची : पाकिस्तान के कराची में भीषण गर्मी का कहर जारी है। पिछले कुछ दिनों से कराची के लोग भीषण गर्मी से जूझ रहे हैं। बीते चार दिनों में कराची में लू से 450 लोगों की मौत हो चुकी है। चिंताजनक बात यह है कि यह मौत बेघर और सड़क पर रहने वालों की हुई है जिसकी वजह से परिजनों से शवों की पहचान करवाने में काफी दिक्कत हो रही है।

पाकिस्तान के सबसे बड़े शहर कराची में भीषण गर्मी के कारण पिछले चार दिनों में 450 लोगों की मौत हो गई है। एक प्रमुख एनजीओ ईधी फाउंडेशन ने बुधवार को यह दावा किया है। पाकिस्तान का बंदरगाह शहर कराची शनिवार से लू की चपेट में है। बुधवार को लगातार तीसरे दिन पारा 40 डिग्री के पार रहा, जो तटीय क्षेत्रों के लिए बहुत अधिक तापमान है। फाउंडेशन के प्रमुख फैसल ईधी ने कहा कि कराची में हमारे चार मुर्दाघर हैं। वहां शवों को रखने के लिए जगह नहीं बची है।

ज्यादातर शव बेघर लोगों और सड़कों पर नशा करने वालों के हैं। उन्होंने कहा कि मुर्दाघर में सोमवार को 128 और मंगलवार को 135 शव लाए गए थे। अधिकांश मृतकों की पहचान नहीं हो पाई है, क्योंकि परिवार का कोई भी सदस्य दावा करने नहीं आया है।

मौत के लगातार मामले सामने आने के बाद सिंध की सरकार ने कराची में 77 हीट वेव राहत केंद्र स्थापित किए हैं। यह कदम पाकिस्तान मौसम विज्ञान विभाग द्वारा देश के दक्षिणी क्षेत्रों में अत्यधिक तापमान को लेकर गंभीर चेतावनी के बीच उठाया गया है। कराची के अस्पतालों में हर दिन भारी संख्या में मरीज आ रहे हैं, जिससे शहर के चिकित्सा संसाधनों पर दबाव बढ़ रहा है।

]]>
26/11 Mumbai Attacks: পাক মদতপুষ্ট জঙ্গিদের ভয়ের কারণ ‘কারকারের হত্যাকারী কে?’ https://ekolkata24.com/uncategorized/who-killed-karkare-a-controversial-book-on-2008-mumbai-terror-attacks Fri, 26 Nov 2021 05:27:53 +0000 https://ekolkata24.com/?p=12423 26/11 Mumbai Attacks
প্রসেনজিৎ চৌধুরী: আরব সাগর তীরে বিস্তৃত ফেনিল ঢেউ দুই মহানগরের তটরেখায় ধাক্কা খেয়ে ভেঙে খান খান হয়ে যায়। এপারে মুম্বই-ভারতের বাণিজ্য নগরী, ঘুমহীন এক শহর। কোনাকুনি সরলরেখা টানলে সাগরের অন্যদিকে আছে করাচি- পাকিস্তানের বাণিজ্য নগরী, ঘুমহীন আরও এক শহর। ঘুমহীন? কারণ, মুম্বই ও করাচির জীবনযাত্রা হুবহু এক। দিনে রাতে সদা চঞ্চল। জাহাজঘাটা থেকে বিশাল কর্পোরেট অফিসের বহুতল পেরিয়ে সাপের মতো কিলবিলিয়ে এলিয়ে থাকা গলিপথগুলো সদা চঞ্চল। সুপথে-বিপথে রোজগারের প্রাণকেন্দ্র এমনই হয়।

এতদূর পর্যন্ত সব ঠিক। আরও একটা মিল রয়েছে, মুম্বই ও করাচির গোপন ফোনাফুনি। এ একদম সাদা সত্য। দুই শহরের ছায়ামানুষরা ফোনে ফোনে এদিক থেকে ওদিক বা ওদিক থেকে এদিক নিমন্ত্রণ করে। তেমনই এক নিয়ন্ত্রিত ঘটনা ২০০৮ সালের ২৬ নভেম্বর জঙ্গি হামলা।

‘মুম্বই খতরে মে’, অনেকবার হয়েছে। আরও আশঙ্কা আছে। এক যুগেরও আগে ২০০৮ সালের সেই জঙ্গি হামলায় পাকিস্তানের বাণিজ্য নগরী করাচি থেকে সুচতুর উপায়ে যেভাবে মুম্বইকে রক্তাক্ত করা হয় সেটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তালিকায় অতি আলোচিত রক্তাক্ত পর্ব।

২৬/১১ মুম্বই হামলার সেই ঘটনায় হামলাকারী পাকিস্তান মদতপুষ্ট লস্কর ই তৈবা জঙ্গিদের রুখতে মুম্বইয়ের জঙ্গি দমন শাখার অফিসার (এটিএস) হেমন্ত কারকারের ভূমিকা যতটা বীরত্বের ততটাই সেদিন জঙ্গিদের গুলিতে শহিদ হওয়া বিতর্কের। কেন এই বিতর্ক ? হেমন্ত কারকারের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের তরফেই বারবার প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ হিসেবে উঠে এসেছে ‘উগ্র হিন্দুত্ববাদী শক্তির কিছু নাশকতার পরিকল্পনা বানচাল করা হেমন্ত কারকারের ভূমিকা।’ প্রবল আলোচিত হয় শহিদ আরও এক পুলিশকর্তা অশোক কামতের পরিবারের কিছু বক্তব্য।

karkare-book

‘কারকারের হত্যাকারী কে’ (ভারতে সন্ত্রাসবাদের প্রকৃত চেহারা) বইটি তীব্র আলোচিত। মূল বই “Who Killed Karkare? The Real Face of Terrorism in India” থেকে বাংলা সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে এই বই। লেখক, এস এম মুশরীফ (প্রাক্তন আই.জি পুলিশ, মহারাষ্ট্র)। লেখক তাঁর সুদক্ষ সহকর্মী হেমন্ত কারকারের মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। কর্মজীবনের অভিজ্ঞতা দিয়ে গোপন সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। যুক্তির পর যুক্তি তুলে ধরেছেন। বইটির বাংলা অনুবাদক সব্যসাচী চক্রবর্তী। বাংলায় প্রকাশ করেছে বিশ্ববঙ্গীয় প্রকাশন।
”ভারতে সন্ত্রাসবাদের প্রকৃত চেহারা’ বর্ণনা করতে গিয়ে লেখকের যুক্তি, ভারতের পক্ষে সৌভাগ্যজনক ও তাদের পক্ষে দুর্ভাগ্যজনক, মহারাষ্ট্র পুলিশের এটিএস প্রধান হেমন্ত কারকারে, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণকাণ্ডের তদন্ত যেভাবে করেছিলেন, তাতে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। স্বপ্নও রয়ে গেল অধরা। কারকারে তদন্তের অর্ধেকটা পথ এগিয়েছিলেন, তারপরেই মুম্বই হামলার ঘটনা।”

লেখক পুলিশের শীর্ষ কর্তা হিসেবে তাঁর গবেষণা ও অনুষন্ধানের ভিত্তিতে তুলে ধরেন “২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ পর যখন আসল সন্ত্রাসবাদীদের গ্রেফতার করা হল, তখন বিস্ফোরণের ঘটনা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।”

মালেগাঁও বিস্ফোরণ ও নাশকতার তদন্তে উঠে আসে এতে জড়িত অভিনব ভারত সহ কিছু সংগঠন। মুম্বই পুলিশের তদন্তে বলা হয়েছে এই সংগঠনটি উগ্র হিন্দুত্ববাদী মতবাদ নিয়ে চলে। মালেগাঁও বিস্ফোরণের পরপরই হয়েছিল ২৬/১১ মুম্বই হামলা।

প্রাক্তন পুলিশকর্তার বইটি নিয়ে বিতর্ক ও আলোচনা সমানতালে চলেছে। তাৎপর্যপূর্ণ, বইটির বিষয়বস্তু নিয়ে তৎকালীন ও বর্তমান কোনও কেন্দ্রীয় সরকার উচ্চবাচ্য করেনি। যদিও বিভিন্ন সংগঠনের তরফে বইটি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে বারবার।

]]>
T20 WC: ভারতকে হারিয়ে বন্দুক নিয়ে উল্লাস, নিজেদের গুলিতেই জখম পাকিস্তানিরা https://ekolkata24.com/sports-news/after-victory-against-india-12-pakistani-injured-in-celebratory-firing-across-karachi Mon, 25 Oct 2021 14:21:00 +0000 https://www.ekolkata24.com/?p=9105 স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার আর দরকার নেই! ভারতকে হারানো গেছে বিশ্বকাপের আসরে প্রখমবার সেই আনন্দে মাতোয়ারা পাক জনগণ। আনন্দের চোটে শূন্যে গুলি ছুঁড়ে বিপত্তি ডেকে আনলেন অনেকে। গুলিবিদ্ধ হয়ে একাধিক পাকিস্তানি হাসপাতালে চিকিৎসাধীন।

বাণিজ্য রাজধানী তথা দেশটির বৃহত্তম শহর করাচিতে বন্দুকের গুলি ছুড়ে বিজয়োৎসব করতে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ জন। এই খবর জানাচ্ছে, পাক সংবাদমাধ্যম জিও টিভি।

রবিবার রাতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ জয়ের পরেই রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করেছেন তারা। চিৎকার করতে করতে আত্মহারা পাকিস্তানির ঠিক কী করবেন ভেবে উঠতে পারছিলেন না।

পাক সংবাদপত্র দ্য নেশন এর রিপোর্ট বলা হয়েছে, ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ত্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তখন যে আনন্দ হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে তার বেশি উল্লসিত দেশের জনগণ। বিশ্বকাপের ম্যাচে এর আগে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্থান।

আনন্দের চোটে করাচিতে শূন্যে গুলি চালান অনেকে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে পুলিশের এক উপপরিদর্শকও রয়েছেন। তিনিও গুলি ছুঁড়ে আনন্দে সামিল হন। সোমবার সকাল থেকে গুলিবিদ্ধ জখম ব্যক্তির সংখ্যা বাড়তে থাকে। করাচির হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।

]]>
Pakistan: নবরাত্রি পোশাক ঝলকে চমক পাকিস্তানি ললনাদের https://ekolkata24.com/uncategorized/navratri-festival-in-pskistan Tue, 12 Oct 2021 08:23:21 +0000 https://www.ekolkata24.com/?p=7419 নিউজ ডেস্ক: ধর্ম অবমাননা আইনের ঘেরাটোপে পাক সংখ্যালঘুরা বারবার বিপদে পড়েন। চাপিয়ে দেওয়া মামলায় মৃত্যুভয় থাকে। কারণ এই আইনের চরম শাস্তি মৃত্যুদন্ড। পাকিস্তানের (Pakistan) সংখ্যালঘুরা আক্রান্ত বলেই বিশ্বজোড়া সমালোচনা হয়। 

তবে পাকিস্তানি সংখ্যালঘুদের প্রধান দুই উৎসব নবরাত্রি ও দীপাবলীতে চমক থাকে। সেই চমক পোশাকে প্রবল। বিশেষত মহিলাদের পোশাকে।

Navratri festival in pskistan

সোশ্যাল সাইটে নবরাত্রি উপলক্ষে পাকিস্তানি ললনাদের পোশাক ঝলক আলোড়ন ফেলেছে। দেশটির সিন্ধ প্রদেশর করাচি, পাঞ্জাব প্রদেশের লাহোর, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার, বালোচিস্তান প্রদেশের কোয়েটা সহ সর্বত্র নবরাত্রি পালিত হচ্ছে।

Navratri festival in pskistan

উৎসব উপলক্ষে পাক সরকার দিয়েছে শুভেচ্ছাবার্তা। নাশকতা রুখতে আছে বিশেষ নিরাপত্তা। পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বড় অংশ থাকেন সিন্ধ প্রদেশে। প্রাদেশিক রাজধানী করাচির বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির ঘিরে নবরাত্রি পালিত হচ্ছে।

]]>