Khela Hobe – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 04:06:06 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Khela Hobe – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Bangladesh: ‘পশ্চিমবঙ্গ খেলা হবে স্লোগান ভাড়া নিয়েছে, সব খেলায় জিতব’ https://ekolkata24.com/uncategorized/bangladesh-khela-hobe-slogan-political-controversy-in-narayanganj-city-corporation-election Sun, 09 Jan 2022 04:04:20 +0000 https://ekolkata24.com/?p=18491 খেলা হবে। ‘সব খেলার জিতব!’ চর্চিত স্লোগানটির জন্মদাতা বাংলাদেশের (Bangladesh) প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান ফের শিরোনামে। তিনি হুমকি দিতে শুরু করেছেন বলে অভিযোগ। বাংলাদেশ জমজাট।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (পুরনিগম) ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলের সংসদ সদস্য শামীম ওসমান স্বাভাবিকভাবেন নজরে ও প্রচারে। বিতর্কিত নেতার তৈরি খেলা হবে স্লোগান আরও চর্চিত। ১৬ জানুয়ারি ভোট।

বাংলাদেশের রাজনীতিতে চর্চিত নাম শামীম ওসমান। তাঁর বহু চর্চিত স্লোগান ‘খেলা হবে’ সীমাম্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একপ্রকার তৃণমূল কংগ্রেসের ভোট স্লোগানে পরিণত হয়। এখন সেই স্লোগান যে কোনও ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। স্লোগানটির জন্মদাতা শামীম ওসমান আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (পুরনিগম) নির্বাচনে ফের ‘খেলা হবে’ স্লোগানেই ভর করেছেন।

গ্রাম্য নৌবাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংসদ শামীম ওসমান বলেছেন, পশ্চিমবঙ্গ আমার খেলা হবে স্লোগান ভাড়া করেছে। ‘নৌকাবাইচ খেলা আমি জীবনে প্রথম দেখেছি। খেলাটি দেখে অনেক ভালো লেগেছে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমাদের গ্রামীণ যেসব খেলা আছে নৌকাবাইচ, হাডুডু, কাবাডি, সাঁতার খেলা হবে। সব ধরনের খেলা হবে। আমরা সব ধরনের খেলায় জিতব।’

প্রভাবশালী শামীম ওসমানের মন্তব্যের শেষ বাক্যটি  অর্থাৎ ‘আমরা সব ধরনের খেলায় জিতবো’, চরম রাজনৈতিক হুমকি বলেই মনে করছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি। যদিও বাংলাদেশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হলো জাতীয় পার্টি। নারায়ণগঞ্জ কর্পোরেশনের ভোটে মূল লড়াই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে বিএনপি এখানে নির্দল (স্বতন্ত্র) প্রার্থী দিয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের ভোটে আএয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। টানা ১৯ বছর মেয়র। তাঁর প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বকলমে বিএনপি লড়াই করছে।

ভোটে বিতর্ক উস্কে দিয়েছেন খোদ আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আইভী। তাঁর বিস্ফোরক দাবি, দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের মদত নিয়েছেন প্রতিদ্বন্দ্ব্বিতা তৈমুর। চরম বিতর্কের মধ্যে পড়েন আইভী।গোষ্ঠীকোন্দল আরও স্পষ্ট হওয়ায় বিব্রত আওয়ামী লীগ। পরে পরিস্থিতি সামাল দিতে আইভী ও শামিম ওসমানের মধ্যে মৌখিক মিটমাট হয়েছে বলেই খবর।

]]>
তৃণমূলের ‘খেলা হবে’ অনুকরণে বিজেপির বিরুদ্ধে সমাজবাদী পার্টি হাতিয়ার ‘‘Khadeda Hoibe’’ https://ekolkata24.com/uncategorized/khadeda-hoibe-akhilesh-yadav-adopts-mamata-banerjees-viral-slogan-khela-hobe-with-a-twist Sat, 27 Nov 2021 15:51:14 +0000 https://ekolkata24.com/?p=12598 নিউজ ডেস্ক, লখনউ: চলতি বছরে বিধানসভা নির্বাচনে (assembly election)বাংলায় তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ‘খেলা হবে'(khela hobe)। শাসক দলের এই স্লোগান বাংলায় কেমন সাড়া ফেলেছিল সেটা আজ সকলেই জানেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) সেই স্লোগানকেই বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করলেন উত্তরপ্রদেশের (utter Pradesh) সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

২০২২-এর শুরুতেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। এই প্রচারেই অখিলেশের দল তৃণমূলের স্লোগানকে অনুকরণ করে পাল্টা স্লোগান তুলল ‘খদেড়া হইবে’। যার বাংলা অর্থ ‘তাড়ানো হবে’, অর্থাৎ বিজেপিকে এবার উত্তরপ্রদেশের ক্ষমতা থেকে হঠানো হবে।

অওয়াধি ও ভোজপুরি ভাষার মিশ্রণে এই গানটি তৈরি করা হয়েছে। এই গানে শুধু যে বিজেপিকে তাড়ানোর কথা বলা হয়েছে তা নয়। ক্ষমতায় ফিরলে উত্তরপ্রদেশের উন্নয়নে অখিলেশ সরকার কী কী কাজ করবে তারও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। পাশাপাশি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে যোগীর বিদায় শুধু সময়ের অপেক্ষা।

খেলা হবে এই স্লোগানটি মুখ্যমন্ত্রীর মুখে মুখে ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি আনাচে-কানাচে। তৃণমূল নেত্রীর এই স্লোগান তাঁর দলকে বিপুল ভোটে জিতিয়ে বাংলার ক্ষমতায় ফিরিয়েছে। ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সেই স্লোগানকেই কিছুটা এদিক ওদিক করে ফিরিয়ে আনলেন অখিলেশ।

তবে অখিলেশ যে প্রথমবার এই স্লোগানের কথা বললেন তা নয়। মাস খানেক আগে এক জনসভায় তিনি প্রথম ‘খদড়া হইবে’ কথাটি বলেছিলেন। তারপর থেকেই সমাজবাদী পার্টির বিভিন্ন সভায় নিয়মিত তাঁর মুখে খদড়া হইবে কথাটি শোনা গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের খেলা হবে স্লোগানের মতই খদেড়া হবে স্লোগানটিও বেশ জনপ্রিয় হয়েছে।

উল্লেখ্য গত মাসেই সপা ‘সমাজবাদী সুগন্ধি’ নামে একটি পারফিউম বাজারে এনেছে। অখিলেশের আনা সেই সুগন্ধীর বোতলের গায়ে রয়েছে দলীয় পতাকার রং ও চিহ্ন। অখিলেশের এই অভিনব প্রচার কৌশলও মানুষের নজর কেড়েছে। এবার এল গান। রাজনৈতিক মহল মনে করছে, যোগীকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরাতে চেষ্টার কোন খামতি করছেন না অখিলেশ। যদিও সাম্প্রতিক এক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, অল্প ব্যবধানে হলেও উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় ফিরছেন যোগী।

]]>
Bangladesh: মমতার প্রিয় ‘খেলা হবে’ স্লোগান, শেখ হাসিনার দল আওয়ামী লীগের ‘না’ https://ekolkata24.com/uncategorized/bangladesh-khela-hobe-slogan Tue, 05 Oct 2021 10:03:36 +0000 https://www.ekolkata24.com/?p=6637 নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকেই ধার করা ভোট স্লোগান ‘খেলা হবে’ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে জনগণের মুখে মুখে। আর বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দিলেন ‘নির্বাচন নিয়ে খেলা হবে না’।

বিরোধীদের প্রতি বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তথা বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, রাষ্ট্রপতি সব দলের কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন।

সম্প্রতি বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি নেতৃত্ব বারবার নির্বাচনে রিগিং অভিযোগ ও সুষ্ঠু ভোট পদ্ধতির দাবি তুলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এবার ‘নির্বাচন-নির্বাচন খেলা’ মানবে না বিএনপি। তিনি বলেন, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে জনগন ভোট দিতে পারবে। ইভিএম দিয়ে কারচুপি সহ ভোট জালিয়াতির জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

বি়এনপি মহাসচিবের এই মন্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোনও নির্বাচন নির্বাচন খেলা হবে না। নির্বাচনের মতোই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, রাষ্ট্রপতি সবাইকে নিয়েই একটি নির্বাচন কমিশন গঠন করবেন।

‘খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র আলোচিত। তবে এই শব্দকে একসময় তুমুল জনপ্রিয় করেছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সেই স্লোগান পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ঝড় তুলেছিল।

তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি যোগ দিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জনসভায় ‘খেলা হবে’ শব্দ ব্যবহার করেন। এর পরেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল তাঁর নিজস্ব ভঙ্গীতে বলতে থাকেন ‘খেলা হবে’।

পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে প্রচারে গিয়ে পায়ে আঘাত পান। তাঁর প্লাস্টার করা পা-এর ছবি দেখিয়ে তৃণমূল প্রচার করেছিল ‘ভাঙা পায়ে খেলা হবে’। বিপুল ভোটে জিতে টিএমসি পশ্চিমবঙ্গে তিনবার সরকার গড়েছে। এবার

উপনির্বাচনের আবহে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলছেন, ‘শুধু খেলা হবে না, ভয়ঙ্কর খেলা হবে’। তাঁর বাচন রীতি অনেকটা বাংলাদেশের এমপি শামীম ওসমানের মতো।

]]>