KIFF – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 05 Jan 2022 18:02:27 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png KIFF – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 করোনা আবহে বন্ধ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব https://ekolkata24.com/entertainment/kolkata-international-film-festival-closed-in-corona Wed, 05 Jan 2022 18:02:27 +0000 https://ekolkata24.com/?p=18119 করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে এবারের মত ২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত হয়ে গেল। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ ধরা পড়েছে আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়েরও।

আগামী ৭ জানুয়ারী থেকে চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিল। আগামী ১৪ জানুয়ারী শেষ হওয়ার কথা ছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় উৎসব স্থগিত রাখার ।

বিবৃতিতে বলা হয়েছে, “রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মূল্যায়ন করে ও চলচ্চিত্র উৎসব কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তির কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা বিবেচনা করে রাজ্য সরকার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উৎসবের পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে।”

]]>
ভার্চুয়াল উদ্বোধন চলচ্চিত্র উৎসবের, ৫০ শতাংশ দর্শক নিয়ে ১০টি প্রেক্ষাগৃহে ব্যবস্থা https://ekolkata24.com/entertainment/virtual-opening-film-festival-arranged-in-10-theaters-with-50-percent-audience Tue, 04 Jan 2022 17:33:34 +0000 https://ekolkata24.com/?p=18004 অতিমারিকে সঙ্গে নিয়ে, কোভিড বিধি মেনে ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পূর্ব ঘোষণা অনুযায়ী ওই দিন থেকেই পরবর্তী সাত দিনের জন্য রকমারি ছবি দেখবে কলকাতা। চলতি বছরে করোনার কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন হবে। মঙ্গলবার শিশির মঞ্চে সেই নির্দেশই বহাল থাকল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর। এ দিন সাংবাদিক বৈঠকে থাকতে পারেননি বিধায়ক-পরিচালক তথা উৎসবের চেয়ার পার্সন রাজ চক্রবর্তী । উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, একই দফতরের সাধারণ সম্পাদক শান্তনু বসু, প্রচার কমিটিরপক্ষ থেকে অনন্যা চট্টোপাধ্যায়, নন্দনের পক্ষ থেকে মিত্র চট্টোপাধ্যায়, পরিচালন কমিটির নৈরাঞ্জন চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে।

৭ জানুয়ারি বিকেল ৪টেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উৎসবের উদ্বোধন হবে । ওই দিন উপস্থিত থাকার কথা হাতেগোনা কিছু অতিথির। তবে তাঁদের নাম এখনও ঘোষিত হয়নি। এ বছর শতবর্ষে পা রেখেছেন সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জ্যাঁসো। উৎসবের প্রধান মুখ তাঁরাই এ বারে। এঁদের পাশাপাশি বিশেষ ভাবে সম্মানিত হবেন বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ার, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে। এ বছরের থিম ফিনল্যান্ড। সে দেশের ৬টি ছবি দেখানো হবে ।

সিনেপ্রেমীদের জন্য ১০৩টি বড় ছবি থাকছে । ৫৮টি ছোট ছবি এবং তথ্য চিত্র বেছে নেওয়া হয়েছে ৭১টি দেশ থেকে। ৪১টি দেশ থেকে বেছে নেওয়া বিদেশি ছবির সংখ্যা ৪৬টি। নবান্নের ঘোষণা অনুযায়ী, নানা ধরনের ছবি সাত দিন ধরে প্রদর্শিত হবে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র-ওকাকুরা ভবন, নজরুল তীর্থ সহ শহরের মোট ১০টি প্রেক্ষাগৃহে। ৫০ শতাংশ দর্শক নিয়ে মোট ২০০টি শো-এর ব্যবস্থা করা হয়েছে এই উৎসবে। আর থাকবে নানা ধরনের প্রদর্শনী, আলোচনা সভা, সিনে আড্ডা,বিভিন্ন সম্মাননা, পুরস্কার। বিশিষ্ট পরিচালক সুজিত সরকার ১১ই জানুয়ারি বিকেল ৩টেয় সত্যজিৎ রায়কে নিয়ে স্মারক বক্তৃতা দেবেন। সেরা ছোট-বড় দেশি-বিদেশি ছবি বেছে নেওয়া হবে প্রতিযোগিতা থেকে। সম্মানিত হবেন দেশ ও বিদেশের সেরা ছবির পরিচালক।

]]>