KMC election – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 29 Dec 2021 04:30:57 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png KMC election – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Dilip Ghosh: প্রত্যেক নির্বাচনের পরেই মমতা পাপ ধুতে যান: দিলীপ ঘোষ https://ekolkata24.com/uncategorized/dilip-ghosh-attacks-mamata-banerjee-2 Wed, 29 Dec 2021 04:30:57 +0000 https://ekolkata24.com/?p=17032 নিউজ ডেস্ক, কলকাতা : মঙ্গলবার গঙ্গাসাগরের মোহন্ত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন। 

তিনি বলেন, ‘মোহন্ত রাজনীতি বোঝেন না। তিনি সবাইকে আশীর্বাদ করেন। এখানেও করেছেন।’ দিলীপ কটাক্ষ করে বলেন, ‘কলকাতা পুরভোটে যে পাপ করেছেন তা ধুতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক নির্বাচনের পরেই এটা করেন তিনি।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর দুয়োরানি প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিই যদি গঙ্গাসাগরের উন্নয়ন চান তাহলে নির্দিষ্ট প্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলুন। বিগত ১০ বছরে গঙ্গাসাগরে কী উন্নয়ন করেছে তৃণমূল?’  

প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলার কোনো দায়িত্ব কেন্দ্র নেয় না, এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘গঙ্গাসাগর মেলায় বাইরে থেকে যে লোক আসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। বাইরে থেকে আসা মানুষের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। অন্যদিকে জেটি ভেঙে পড়ে যায়। কোনও ডিসিপ্লিন নেই। রাজ্য সরকার চাইলেই কেন্দ্র সাহায্য করবে কিন্তু তার জন্য সদিচ্ছা থাকতে হবে।’

এদিকে মঙ্গলবার রাতে গোয়া সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিলীপ ঘোষ অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ করে বলেন, ‘গোয়াতেই থেকে যান উনি। বিমান কেনা হয়েছে বলে সেটা ব্যবহার করতে হবে, তাই বার বার অভিষেক গোয়া যাচ্ছেন। ত্রিপুরার লোক পুরভোটে উত্তর দিয়েছে। গোয়ার লোক আগেই বুঝে গিয়েছে। তাই তৃণমূলে ভাঙন ধরেছে। তৃণমুলের আসল রূপ সবাই বুঝে গিয়েছে।’

]]>
KMC Election: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, আদালতে বামপক্ষ https://ekolkata24.com/uncategorized/the-left-has-lodge-case-against-tmc Wed, 22 Dec 2021 11:26:38 +0000 https://ekolkata24.com/?p=15858 নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার কলকাতা পৌরসভা ভোটের নির্বাচনের ফল অনুযায়ী ‘ছোট লাল বাড়ি’তে এখন একছত্র অধিকার তৃণমূল কংগ্রেসের। তবে ভোটের দিন সরগরম হয়েছিল কলকাতার একাধিক নির্বাচনী বুথ সংলগ্ন এলাকা। নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরেই নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিআইএম এবং সিপিআই। আগামিকালই দুইদলের জোড়া মামলার শুনানির সম্ভাবনা।

সিপিআইএম এবং সিপিআই শাসকদলের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনেছে। দুইদলের তরফ থেকেই তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুইদলের জোড়া মামলায় একাধিক অভিযোগ উঠে আসছে শাসকদলের বিরুদ্ধে। এমনকি পুনর্নির্বাচনের দাবিও উঠছে। সিপিআইএম প্রার্থী ফৈয়াজ আহমেদ শাসকদলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় সিপিআইএম ও সিপিআই অভিযোগ জানিয়েছে,

১) ১৯ ডিসেম্বর কলকাতা ভোট লুট হয়েছে, তার সঠিক তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট (special investigation team) বা কোনো নিরপেক্ষ তদন্তকারী দল দ্বারা স্বচ্ছভাবে তদন্ত করা হোক।

২) যে সমস্ত বুথে অস্বাভাবিক ভোট পড়েছে সেই সমস্ত বুথের ভোট বাতিল করা হোক।

৩) কোনো বুথ থেকে বিরোধী এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠলে সেই বুথের ভোট বাতিল করা হোক।

৪) রাজ্যের ১১ টি‌ নির্বাচনে ৭ দিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে।

৫) প্রতিটি বুথে সিসিটিভি সচল রয়েছে কিনা এবং সেগুলি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তা যথাযথভাবে খতিয়ে দেখতে হবে।

দুই বিরোধীদলের জোড়া মামলায় এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জোড়া মামলায় কি প্রতিক্রিয়া হবে শাসক‌দলের? আগামিকালই কি এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে? একাধিক প্রশ্ন ঘুরপাক খেলেও সময়ের সঙ্গে সঙ্গেই একে একে সব প্রশ্নের উত্তর মিলবে।

]]>
Tripura: TMC জিততেই ‘মীরজাফর’ রাজীব রসগোল্লা আমেজে মত্ত https://ekolkata24.com/uncategorized/tripura-tmc-leader-rajib-banerjee-celebrated-kmc-poll-victory-with-rosogolla Wed, 22 Dec 2021 05:43:32 +0000 https://ekolkata24.com/?p=15801 News Desk: এখনও মন ফেরত পাননি দলীয় কর্মীদের। সর্বশেষ হাওড়ায় গিয়ে মীরজাফর গো ব্যাক শুনে মাথা নামিয়ে ফেরত এসেছেন। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের রোষ এতটাই যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রবাসী রাজনীতি মেনে নিতেই হয়েছে। বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরেও রক্ষে নেই নিজভূমে।

তবে দল জিতলে আনন্দ করবেন না তা কী হয় নাকি ! মঙ্গলবার যখন কলকাতা পুরনিগমে বিপুল জয় পাচ্ছিল তৃণমূল কংগ্রেস, তখন আগরতলাতেও টিএমসি উল্লাস শুরু হয়। সেই উল্লাসে মেতে উঠতে দেখা গেছে মীরজাফর রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

ত্রিপুরায় তৃণমূলের হেভিওয়েট নেতা সুবল ভৌমিক রসগোল্লার হাঁড়ি নিয়ে সমর্থকদের ঘেরাটোপে। যে পারছে টপাটপ রসগোল্লা খাচ্ছে। সেই ভিড়ে কে যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে ভরে দিয়েছে রসগোল্লা। তিনি গবগবিয়ে খাচ্ছেন। মুখে অনাবিল হাসির ছোঁয়া।

কটা রসগোল্লা খেয়েছেন রাজীববাবু? কেউ জানে না। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে গোটা কতক খেয়েছেন। ত্রিপুরায় তিনি টিএমসির হয়ে রাজনৈতিক জমি খুঁজছেন।

পশ্চিমবঙ্গের টিএমসি সমর্থকদের বিশেষত হাওড়ার সমর্থকদের নজরে ‘মীরজাফর’ রাজীব বন্দ্যোপাধ্যায়। কারণ, তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে টিএমসি ছেড়ে চাটার্ড প্লেনে চেপে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে হারেন। বিজেপি সরকার গড়তে পারেনি। ফের তৃণমূলে ফিরেছেন। ত্রিপুরায় পৌর ভোটের আগে তিনি আগরতলায় এসে টিএমসিতে যোগ দেন। প্রবল লড়ে আগরতলা পুরনিগমে একটি ওয়ার্ড দখলে আনতে পেরেছেন।

আপাতত ত্রিপুরাতেই তিন আছেন। কারণ, আগামী বিধানসভা ভোটে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রবল শক্তি নিয়ে নামবে বলেই জানিয়েছেন দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তাঁর লড়াই শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএমের সঙ্গে।

]]>
KMC: তৃতীয় হয়েছি, জয় শ্রী রাম! BJP নেতাদের কটাক্ষ করে আক্ষেপ সংঘ প্রচারকের https://ekolkata24.com/uncategorized/after-masive-defet-in-kmc-election-bjp-leaders-facing-questions-from-rss-ground-workers Tue, 21 Dec 2021 11:31:35 +0000 https://ekolkata24.com/?p=15715 News Desk: কলকাতা পুরনিগমের (KMC) ভোট কি দলের ললাট লিখন? কী বলবেন? রাজ্য নেতাদের বেশিরভাগই ‘অপদার্থ’, ভেবেছিল টাকা দিয়ে উতরে যাবে, বাংলার ভোট যে হিন্দি এলাকার নয় তা কে বোঝাবে। তিন নম্বরে নামিয়েছে এবার শেষ করে দেবে। বলেই থামলেন মফস্বল ভিত্তিক আরএসএস নেতা। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। বরাবর সংঘের সাংগঠনিক দিক থেকে শাখা দলকে সতর্ক করেছেন।

এ তো রক্তক্ষরণ শুরু হয়ে গেল। দেখুন কত ভাঙবে এবার। দিলীপবাবু যে শক্তি নিয়ে নেমেছিলেন, তার বিচার না করে চটজলদি টাকা ছড়িয়ে ভোটের ফায়দা তুলেছেন তবে ওতে কিছু হবে না। কলকাতা পুর নির্বাচনের ফলাফল তো দেখলেন, সিপিএমেরও নিচে নেমেছি আমরা!

সংঘ প্রচারকের সাফ জবাব, যে কমিউনিস্টদের হটাতে কালঘাম ছুটেছে তাদের প্রভাব কি এতই কম হবে হুড়হুড়িয়ে, এটা সম্ভব না। বিধানসভা ভোটের পরেই বলেছিলাম খেসারত দিতে হবে। কলকাতা থেকে দিতে শুরু করল বিজেপি। আমরা কি আর বিরোধী দল হিসেবে কিছু বলতে পারব। পাব্লিক কি এতই মাথামোটা? সরাসরি প্রশ্ন সংঘ নেতার।

আরএসএসের তরফে দক্ষিণ বঙ্গের ছটি জেলায় শাখা শক্তিশালী করার কাজ করছেন। গত বাম জমানায় দীর্ঘ সময় শুধু লেগেছে নিজেদের পরিচিত করতে। তাঁর সাফ দাবি, মমতা রাজ্যের ক্ষমতায় আসার পর সুযোগ বেড়েছে বৈকি। তবে সংঘের রাজনৈতিক শাখা বিজেপির নেতারা সবই চান তড়িঘড়ি। তার কুফল আসছে।

বিজেপি কী করবে?
সংঘী প্রচারকের দাবি, বিজেপিই জানে। আমরা সংঘ করি আমরা নিজেদের কাজ করব। আগেও করেছি। তবে আমাদের মূল প্রতিপক্ষ কমিউনিস্ট পার্টি।

বামেরা তো বিধানসভায় নেই আর। পুর নিগমের ফলাফল থেকে কী আঁচ করলেন। সংঘী নেতার জবাব, নেই তো কী করে কলকাতায় দ্বিতীয় হয়ে আমাদের তিন নম্বরে ঠেলে দিল। ভবিষ্যতের ছবিটা বিজেপির জন্য ভালো না।

]]>
KMC Election Result: ১৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ১টিতে এগিয়ে বিজেপি https://ekolkata24.com/uncategorized/tmc-is-leading-in-18-wards-bjp-in-1-ward Tue, 21 Dec 2021 04:05:33 +0000 https://ekolkata24.com/?p=15600 নিউজ ডেস্ক, কলকাতা : গত ১৯ ডিসেম্বর রবিবার কলকাতায় পুরভোট হয়। আজ সকাল থেকেই কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা (Counting) শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, কলকাতা পুরভোট (KMC Election 2021) গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে তৃণমূল (TMC)। এখনও পর্যন্ত মোট ১৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১টিতে এগিয়ে বিজেপি (BJP)। 

২ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন, ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার,  ৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়, ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল। ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিন্দ্যকিশোর রাউত, ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক, ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী। আপাতত মোট ৩৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

আজ সাড়ে ৯০০ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবলে গণনা। ভোট গণনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে ১ জন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার রয়েছেন। প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার রয়েছেন।

এছাড়াও রয়েছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। তবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই।

]]>
KMC Election: সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে তৃণমূল https://ekolkata24.com/uncategorized/kmc-election-trinamool-is-moving-towards-majority Tue, 21 Dec 2021 03:48:53 +0000 https://ekolkata24.com/?p=15601 News desk: কলকাতা (Kolkata) ফের একবার সবুজ হতে চলেছে। তেমনটাই বলছে ভোট গণনার (KMC Election) প্রাথমিক ফল।  ১১টা কেন্দ্রে চলছে পুরভোটে গণনা। শুরুতেই প্রায় সব ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।

পুর লড়াইয়ের নতুন প্রার্থী কাজরি বন্দ্যোপাধ্যায়, পূজা পাঁজা নিজেদের ওয়ার্ডে এগিয়ে। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, পরেশ পাল, অতীন ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে নিজেদের ওয়ার্ডে। পুরসভার ৭নং ওয়ার্ডে বাপি ঘোষ এগিয়ে। ৮ নং ওয়ার্ডে গণনার শুরুতেই এগিয়ে গেল তৃণমূল।

ইতিমধ্যেই নিজের তিন কন্যাকে নিয়ে কাউন্টিং সেন্টারে পৌঁছেছেন ফিরহাদ হাকিম। ‘এই ইলেকশন আমাদের কাছে খুব ছোট্ট ইলেকশন’  মন্তব্য ৮২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর। অন্যদিকে, ৮৮ নং ওয়ার্ডে এগিয়ে মালা রায়। ৩১ নং ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী পরেশ পাল, ৪১ টি ভোটে এগিয়ে তিনি।

]]>
KMC Election: ‘ছাপ্পা’-বোমায় রক্তাক্ত পুরভোটের গণনায় মমতা নিশ্চিন্ত https://ekolkata24.com/uncategorized/kmc-election-kolkata-pre-poll-count-on-sunday Mon, 20 Dec 2021 14:54:44 +0000 https://ekolkata24.com/?p=15556 নিউজ ডেস্ক, কলকাতা: শান্তি-অশান্তি। এই দুইয়ের চাপানউতরে রবিবার শেষ হয়েছে কলকাতা পুরসভা নির্বাচন (KMC Election)। ইভিএম বন্দি হয়েছে ৯৫০ জন প্রার্থীর ভাগ্য। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীদের পুনর্নির্বাচনের দাবি নস্যাৎ করে কমিশন জানিয়েছে নির্ধারিত সময়ই হবে গণনা। এখন ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার মুখের হাসি চওড়া হয়, তা জানতে ভোটগণনার দিকে তাকিয়ে রাজ্য-রাজনীতি। ভোটের ফল ঘোষণার দিকে তাকিয়ে আমজনতা।

সমীক্ষা বলছে, একুশেও কলকাতা পুরসভা নির্বাচনে কিস্তিমাত করবে তৃণমূল। এবার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপিও প্রতিটি আসনের প্রার্থী দিলেও পরে দুটি ওয়ার্ডের প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কলকাতার পুরভোটে বিজেপি লড়ছে ১৪২ টি ওয়ার্ডে। বাম-কংগ্রেস বিধানসভার মতো সরাসরি জোটে না গিয়ে উভয়পক্ষই কিছু আসন ছেড়ে ভোটে লড়েছে। পুরভোটে নির্দল প্রার্থী ৩৭৮ জন। কলকাতা পুর নির্বাচনে ভোট-যুদ্ধ চতুর্মুখী হলেও হাড্ডাহাড্ডির লড়াই যে তৃণমূল-বিজেপির মধ্যেই, তা বললে অত্যুক্তি করা হবে না।

সমীক্ষানুযায়ী, একুশের পুরসভা ভোটে ১৩৭ থেকে ১৪১টি আসন পেতে পারে তৃণমূল। ভোট শতাংশে ঘাসফুল শিবির অর্জিত ভোট হতে পারে ৬৯ শতাংশ ভোট। অপরদিকে, শতাংশের বিচারে পদ্মশিবির পেতে পারে ১৫শতাংশ ভোট। অর্থাত্ সারা কলকাতায় বিজেপি সর্বোচ্চ ৩টি আসন পেতে পারে বলে বলছে সমীক্ষা। বামেদের ঝুলিতেও পড়তে পারে ১৫ শতাংশ ভোট। কলকাতা পুরসভা দখলের লড়াইয়ে সর্বোচ্চ ৩টি আসন পেতে পারে বামশিবির। কংগ্রেস পেতে পারে ১টি আসন। ভোট শতাংশ ৫। শহরের বিভিন্ন গণনাকেন্দ্রে সোমবার দিনভর চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, হেস্টিংস হাউস, গীতাঞ্জলি স্টেডিয়াম, বরিশা বিবেকানন্দ কলেজ সহ ১১টি কেন্দ্রে মঙ্গলবার ভোটগণনা।

হাইকোর্টের নির্দেশ মেনে সব গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে পর্যাপ্ত সিসিটিভির নজরদারি ব্যবস্থা রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। কমিশন সূত্রের খবর, ১৩ থেকে ১৬ রাউন্ড পর্যন্ত ভোট গণনা হবে। ফলে মঙ্গলবার দুপুরের মধ্যেই ১৪৪ টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছ। কমিশন সূত্রের খবর, বিভিন্ন গণনাকেন্দ্রে প্রতিটি হলে জাল লাগানো আলাদা কাউন্টার করা হয়েছে। কাউন্টিং রুমে দুজন করে আধিকারিক থাকবেন। জালের অপরদিকে প্রার্থীর কাউন্টিং এজেন্টের বসার জায়গা করা হয়েছে। কাউন্টিং হলের সামনে একজন করে সুপারভাইজার থাকবেন। গণনা কেন্দ্রগুলিতে গণনাকর্মী ও রাজনৈতিক কর্মীদের কোভিডবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে কমিশনের নির্দেশ।

গণনাকেন্দ্রে থাকবে মাস্ক, স্যানিটাইজার এবং থার্মাল গান দিয়ে শারীরিক পরীক্ষার ব্যবস্থা। করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই মঙ্গলবারও দলীয় কর্মী সমর্থকদের বিজয় মিছিল করতে নিষেধ করেছে তৃণমূল। রবিবারের পর ফলাফল ঘোষণার দিনও অশান্তি রুখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বিজয় উল্লাসের নামে কোনও বাড়াবাড়ি সহ্য করা হবে না বলেও স্থানীয় নেতা-কর্মীদের সতর্ক করেছে জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। রাজ্য নির্বাচন কমিশনের একাধিক বিধিনিষেধ-আশ্বাস আর কড়া পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কলকাতা পুরভোটে অশান্তি ঠেকানো যায়নি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বিক্ষিপ্ত অশান্তির খবর। দু জায়গায় বোমাবাজি। ঝরেছে রক্ত।

শাসকদলের বিরোধিতায় বড়তলা থানার সামনে একসঙ্গে অবস্থানে বসেছে বাম-কংগ্রেস-বিজেপি। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার প্রতিবাদে মিছিল করে পদ্ম শিবির। সেই মিছিলকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুরলীধর সেন লেনে। দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এখন ভোটের ফল ঘোষণার দিন কলকাতার ছোট লালবাড়ি কার দখলে যায়, সেদিকে নজর রাখার পাশাপাশি শহরে কোনও অশান্তির বাতাবরণ তৈরি হয় কি না, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

]]>
KMC Election: ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়’, সাফ জানাল কমিশন https://ekolkata24.com/uncategorized/election-commission-decides-not-to-conduct-repoll-in-kmc-election Mon, 20 Dec 2021 04:31:05 +0000 https://ekolkata24.com/?p=15496 নিউজ ডেস্ক : বিরোধীদের দাবি খারিজ করে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, ‘কোনও বুথেই পুনর্নির্বাচন নয়।’ কমিশন সূত্রে খবর, পুরভোটের প্রত্যেক বুথের তথ্যই খতিয়ে দেখা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও বুথেই পুনর্নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না। 

কলকাতায় পুরভোটে বিক্ষিপ্ত অশান্তি ঘটতে দেখা যায়। বোমাবাজি-ছাপ্পাভোটের একাধিক অভিযোগ আসে বিরোধীদের। রাজ্যপালের কাছে নালিশই নয়, এদিন নির্বাচন কমিশনে গিয়েও ভোটের কারচুপির অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের অফিস থেকে বেরিয়ে বলেন, ‘আমরা কমিশনকে বলেছি, যদি দম থাকে তাহলে ভোট বাতিল করে পুর্ননির্বাচন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ধুলো মিশিয়ে দিয়েছেন।’

কেন্দ্রীয় সরকারের কোনও ল্যাবে ৬ হাজার বুথের সিসিটিভি ক্যামেরার ফরেন্সিক অডিট করারও দাবি জানান তিনি। এরআগে শুভেন্দু রাজ্যপালের কাছেও একই দাবি করেন। তাঁর অভিযোগ, চরম রিগিং হয়েথে। কলকাতা পুরনিগমে মাত্র ২০ শতাংশ ভোট হয়েছে। বাকি সব ভুয়ো ভোট। নির্বাচনকে প্রহসন করেছে তোলামূল পার্টি। বিরোধী দল বিজেপির অভিযোগ, বহিরাগতদের দিয়ে ভোট করিয়েছে শাসক দল। আদালতে ভিডিও দিয়ে প্রমাণ করা হবে কীভাবে রিগিং হয়েছে।

এদিকে পুরভোটে (KMC Election 2021) কলকাতায় রক্ত ঝরেছে। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। বুথে এজেন্টকে বসতে না দেওয়া, ধাক্কাধাক্কি-মারধর-হুমকির অভিযোগও এসেছে বিভিন্ন জায়গা থেকে। খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ‘পোশাক ছিঁড়ে দেওয়া’ হয়। এলএলএ হস্টেলে ‘তালাবন্দি’ থাকতে হয় একদল বিজেপি বিধায়ককেও। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভও দেখান।

]]>
KMC Election:ঘরে ঢুকে CPIM এজেন্টের মা কে খুনের হুমকি, অভিযুক্ত TMC https://ekolkata24.com/uncategorized/kmc-election-attack-on-left-agents Sun, 19 Dec 2021 06:31:00 +0000 https://ekolkata24.com/?p=15417 News Desk: বিধানসভা ভোটে যাদের ন্যুনতম রাজনৈতিক শক্তি নেই রাজ্যে। শূন্য হয়ে গেছে। তাদেরই প্রার্থীদের এত ভয়? প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা পুরনিগম ভোটে বাম প্রার্থীর এজেন্ট ও তাঁর মা কে খুনের হুমকি দেওয়ায় অভিযুক্ত টিএমসি।

ঘটনাস্থল মহানগরের কসবা বোসপুকুর এলাকা। এখানকার ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএআইএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উছেছে তৃণমূলের বিরুদ্ধে।

পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ওই বাম এজেন্টের মা। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, বাড়িতে ঢুকে কয়েকজন হুমকি দেয়। ছেলেকে বুথ থেকে নিয়ে আয়, তা না হলে চিহ্ন পাবি না।

এই শাশানির পরে ওই বাম এজেন্টের মা আতঙ্কে ফোন করেন দলীয় কর্মীদের। কর্মীরা আশ্বস্ত করেন তাঁর ছেলে নিরাপদ। আক্রান্ত মহিলার দাবি শাশানি দিয়েছে বহিরাগত টিএমসির সমর্থকরা।

আগরতলার ছবি কি কলকাতা পুরনিগমে উঠে এলো? বেলা গড়াতেই এই প্রশ্ন। সকাল থেকে কলকাতা পুরনিগমের ভোটে অশান্তি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ওয়ার্ডে ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা। শাসক তৃণমূল কংগ্রেসের দাবি সব অভিযোগ ভুয়ো।

ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভার নির্বাচন। শান্তিপূর্ণভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে প্রশাসন। সেই চ্যালেঞ্জ সকালেই মুখ থুবড়ে পড়েছে।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট চলছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে বিক্ষিপ্ত হামলা ও অশান্তির ঘটনার খবর।

]]>
KMC Election: ভোটের আগেই কলকাতায় গ্রেফতার ২ সশস্ত্র দুষ্কৃতী https://ekolkata24.com/uncategorized/two-armed-miscreants-arrested-in-kolkata-before-the-kmc-election Sun, 19 Dec 2021 04:54:53 +0000 https://ekolkata24.com/?p=15391 নিউজ ডেস্ক: ভোটের দিন কলকাতায় ২৩ হাজার পুলিশ কর্মীকে নামানো হয়েছে। কলকাতা পুরসভা (KMC Election 2021) নির্বাচন শান্তিপূর্ণ করতে তত্‍পর কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার রাতে কলকাতার প্রবেশ পথে নাকা চেকিং করে নাকা চেকিং শুরু হতেই তারাতলা এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই যুবক।

পুলিশ সূত্রের খবর, তাদের কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে। বজবজের দিক থেকে তারা তারাতলায় এসেছিল। কোনও অসত্‍ উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে ধারণা পুলিশের। এরপরই ওই ২জনকে গ্রেফতার করা হয়। ‌পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সৌমেন মালাকার ওরফে নীল এবং নিশান চৌধুরী ওরফে গোলু। শনিবার রাতে তারাতলা রোডে নাকা চেকিং চলার সময় তাদের গাড়ি থামিয়ে তল্লাশি করেন কলকাতার পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকরা। তখনই তাদের গাড়ি থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি।

প্রসঙ্গত, রবিবার, ভোটের দিন যাতে শহর শান্ত থাকে তারজন্য রাতভর চলেছে নাকা তল্লাশি। কী উদ্দেশ্যে ওই ২ যুবক আগ্নেয়াস্ত্র বা কার্তুজ নিয়ে কলকাতায় ঢুকছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ২ জনকেই আজ আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ভোটের আগে থেকেই শহরের বিভিন্ন প্রবেশ পথে নাকা চেকিং করতে দেখা গিয়েছে পুলিশকে। চারচাকা গাড়ি থেকে আরম্ভ করে দু চাকা গাড়ি, সঙ্গে থাকা ব্যাগ থেকে আরম্ভ করে গাড়ির সিটের তলা, সবই তল্লাশি করছেন পুলিশ কর্মীরা। শহরের বিভিন্ন হোটেলের রেজিস্টারও খতিয়ে দেখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সূত্রের খবর, কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের তরফ থেকে ৫৫০০ ফোর্স মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্র থেকে ২০০ মিটার অবধি ১৪৪ ধারা জারি থাকবে। সমস্ত স্পর্শকাতর এলাকায় ২৫ টি ক্যুইক রেসপন্স টিম (QRT) থাকছে। থাকছে ৩৪ টি HRFS টিম। কলকাতা জুড়ে আজ ১৪০টি মোটরসাইকেল পেট্রোলিং করবে। কলকাতায় ঢোকার প্রবেশপথগুলোতে মোট ৫০ টি জায়গায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ সম্মিলিতভাবে নাকা চেকিং করছে। সঙ্গে হুগলি নদীতে রিভার পুলিশ পেট্রোলিংয়ে থাকছে। প্রতিটি বুথে একজন করে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার থাকবেন। সঙ্গে অন্যান্য ফোর্সও থাকছে।

]]>
KMC Election: বিক্ষিপ্ত অশান্তি নিয়ে শুরু হল কলকাতা পুরভোট https://ekolkata24.com/uncategorized/kmc-election-is-has-started Sun, 19 Dec 2021 04:41:24 +0000 https://ekolkata24.com/?p=15387 নিউজ ডেস্ক, কলকাতা : আজ কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে ভোট (KMC Elections 2021)। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। ফলে শহরের বুকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটাই বড়ো চ্যালেঞ্জ কমিশনের কাছে। পাশাপাশি কলকাতা পুলিশেরও (Kolkata Police) বড়ো ভূমিকা রয়েছে। যদিও পুলিশের তরফে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে।

সর্বত্র পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। শুধু কলকাতার রাস্তায় নয়, জলপথেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য ডিজিপি(DGP) ও সিপিকে(CP) নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে অবাধ ভোট হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বিরোধীদের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের উপরই আস্থ রেখেছে কলকাতা হাইকোর্ট।

রবিবার ২৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে গোটা শহরজুড়ে। ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী কাজ করছেন। জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের ময়দানে নামানো হয়েছে। প্রায় এমন ১০ জন পুলিশ আধিকারিক ভোট কলকাতায় রাজপথে রয়েছেন। এছাড়াও ডেপুটি কমিশনার রয়েছেন ২৬ জন। ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাজ করছেন। এছাড়াও শহরের একাধিক জায়গাতে ২০০টি পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহরে ঢোকা এবং বের হওয়ার প্রত্যেকটি জায়গাতে পুলিশ পিকেট রয়েছে। জলপথেও রিভার পেট্রোলিং চলছে ৬ জায়গায়। আরএফএস(RFS) ও আরটি(RT) মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকছে ৭২টি, এইচআরএফএস(HRFS) থাকবে ৩৫টি। ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে। চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম-২২৯০ ০০৪০/৪১।

এদিকে অবাধ ভোট করাতে তৈরি কলকাতা পুলিশ। পুরভোটের জন্য বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজপথে নামেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। রাতেই কলকাতার সবকটি ডিসি অফিসে পৌঁছে যান। খতিয়ে দেখেন অবস্থা। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী এই ভোটও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। আমরা নির্বাচনের জন্য তৈরি। এর আগে অনেকগুলি নির্বাচনে কাজ করেছি আমরা। সব মিলিয়ে কলকাতা ভালো ভোট হওয়ার আশ্বাস দেন কলকাতা পুলিশ কমিশনার।’

যদিও রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গাতে অশান্তির খবর সামনে আসছে। কোথাও ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ আবার কোথাও বুথ দখলের অভিযোগ। একের পর এক বিরোধীদের অভিযোগ সামনে আসছে।

]]>
KMC Election: দুর্নীতির হিমালয় প্রমাণ অভিযোগ নিয়েও TMC ‘নিশ্চিন্ত’, বিরোধীরা ওয়ার্ড খুঁজছে https://ekolkata24.com/uncategorized/tmc-confident-to-win-kmc-election Sat, 18 Dec 2021 06:43:39 +0000 https://ekolkata24.com/?p=15304 News Desk: বিরোধী দল বিজেপি কি জমি ছেড়ে দিচ্ছে ? দলীয় নেতাদের ভোটে গা ছাড়া মনোভাব নিয়ে তেমননই প্রশ্ন সমর্থকদের মধ্যে। ‘ধসাতঙ্কে’ ভূগছে বিজেপি। তবে বিরোধী দলনেতা হুঙ্কার ছেড়েছেন। কলকাতা পুরনিগম (KMC Election) ভোটে দল জয়ী হলে বিপুল কর ছাড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষ বামফ্রন্ট মিছিলে আছে। তবে ভোটে নেই তা বিগত নির্বাচনগুলিতেই স্পষ্ট।

শাসক তৃণমূল কংগ্রেস ‘নিশ্চিন্ত’। বিধানসভা নির্বাচন থেকে পরপর জয়। উপনির্বাচনে জয়ের ধারা অটুট। সর্বপোরি, বিরোধী দল বিজেপি থেকে ফের তৃণমূলে প্রত্যাবর্তনের ধারা বইছে। টিএমসির বিরুদ্ধে আছে হিমালয় প্রমাণ দুর্নীতির অভিযোগ। চাপে নেই মমতা শিবির। ছোট লালবাড়ির ‘ভোট করাতে’ ওয়ার্ডস্তরে দলনেত্রীর বিশেষ নির্দেশ পৌঁছে গেছে।

কলকাতা পুরনিগমের (KMC) আদুরে নাম. ‘ছোট লালবাড়ি’। পূর্বতন রাজ্য প্রশাসনিক কেন্দ্র মহাকরণের ডাক নাম ‘বড় লালবাড়ি’। এই নামের সঙ্গে তাল মিলিয়ে কে যে পুরনিগম (পুরসভা) ‘ছোট লালবাড়ি’ রেখেছিল তার খোঁজ পাওয়া জল জমা সমস্যা সমাধানের থেকেও কঠিন।

রবিবার ভোট। ‘একুশের ভোট’ নামে ২০২১ সালের বহু আলোচিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বছরটির সর্বশেষ ভোট যুদ্ধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনিগমের বিদায়ী মেয়র তথা প্রশাসক ফিরহাদ হাকিম ফের মেয়র?

বিধানসভায় শূন্য হয়ে গেলেও বামফ্রন্টোর কটাক্ষ, নারদা মামলার সেই বিতর্কিত ফুটেজে অভিযুক্ত টিএমসির ফিরহাদ হাকিম ছাড়া মমতার গতি নেই। ঠিক যেমন নারদা ঘুষ কাণ্ডের অভিযুক্ত তৎকালীন মমতা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী বিজেপি হয়ে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা।

প্রদেশ কংগ্রেসের অভিযোগ। টিএমসি বিজেপি সেটিং স্পষ্ট। তবে ভোট লড়াই হবে। কংগ্রেস ভাঙানোর খেলায় মমতা নিজের বিপদ ডেকে আনছেন বলেও সতর্কতা দিতে শুরু করেছেন দলটির সর্বভারতীয় নেতারা।

মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বিরোধী মুখ হওয়ার তীব্র প্রচারের জন্য গোয়া, মহারাষ্ট্রে দৌড়েছেন। ব্যর্থতা এসেছে। উত্তর প্রদেশেও যেতে মরিয়া চেষ্টা করছেন। ডাক পাচ্ছেন না। আবার মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়ে প্রধান বিরোধী দলের মর্যাদায় টিএমসিকে তুলেছেন। ত্রিপুরার পুর ভোটে শূন্য থেকে ১৬ শতাংশে পৌঁছে গেছেন।

সফলতা ব্যর্থতার মিশেলে টানা তিনবার রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন। ছোট লালবাড়ি দখল না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। মমতা খুব ভালো করে জানেন সেটা।

]]>
KMC Election: ভোটে নিরাপত্তার সুব্যবস্থা আছে আদালতে জানাল কমিশন https://ekolkata24.com/uncategorized/kmc-election-commission-has-informed-the-court-that-there-are-security-arrangements-in-the-polls Fri, 17 Dec 2021 09:31:09 +0000 https://ekolkata24.com/?p=15235 News Desk: কলকাতা পুর নিগম নির্বাচন (KMC Election) প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তার সুষ্ঠু ব্যবস্থা আছে। আদালতে এমনই জানাল রাজ্য নির্বাচন কমিশন।

আগের নির্বাচন গুলিতে ভোটারদের অভিজ্ঞতার নিরিখে এবার কী হবে আদালত জানতে চায়। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী রত্নাকর ব্যানার্জি আদালতে জানান, যে কোনওরকম অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিরোধী দল বিজেপি ও বিধানসভা না থাকলেও বামফ্রন্ট ও কংগ্রেসের অভিযোগ, পূর্ববর্তী ভোটগুলির অভিজ্ঞতা বলে দিচ্ছে কলকাতা পুর নির্বাচন কেমন হতে পারে। তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, পুর নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আদালতে দাবি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের দিন এবং গণনার দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কলকাতা পুলিশ কে আর ফোর্স দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে কমিশন জানায়, নির্বাচনী নিরাপত্তায় কমিশনের নির্দেশে কলকাতা পুলিশ কমিশনার কাজ করছেন। কুইক রেসপন্স টিম, মোবাইল ভ্যান, নাকা পুলিশ, এছাড়াও নজরদারি চালানো হচ্ছে শহরের ঢোকার মুখে। হাওড়া, বিধাননগর, উত্তর ও দক্ষিণ২৪ পরগনার থেকে কলকাতা ঢোকার মুখে প্রতিনিয়ত নজরদারি চলছে।

সমস্ত বুথে অস্ত্রধারী পুলিশ, সমস্ত সেক্টরে RT ভ্যান, সমস্ত জেলা বর্ডারে জেলা পুলিশ সতর্ক থাকবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও বিধান নগর পুলিশকে কলকাতা পুলিশের সাথে বর্ডার এলাকায় একসাথে কাজ করার কথা বলা হয়েছে।

]]>
KMC Election: কলকাতায় বিপুল কর ছাড় প্রতিশ্রুতি দিচ্ছে BJP https://ekolkata24.com/uncategorized/kmc-election-tax-free-issue-suvendhu-adhikari Fri, 17 Dec 2021 08:07:53 +0000 https://ekolkata24.com/?p=15219 News Desk: কলকাতা পুর নিগমের (KMC election)  ভোটে রাজ্যের বিরোধী দল বিজেপির প্রতিশ্রুতি কর ছাড়। আয় অনুসারে একাধিক শ্রেণিতে মহানগরে বসবাসকারী বাড়ির মালিকদের প্রতি বিজেপির বার্তা দল পুর নিগমে ক্ষমতায় এলে কর ছাড়ের ক্ষেত্রে আসবে বিপুল পরিবর্তন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি কলকাতা পুরসভা নির্বাচনে জিতে পুর বোর্ড গঠন করলে বাড়ির মালিকদের স্ক্যোয়ার ফিট অনুযায়ী কর দিতে হবে না।

শুভেন্দু অধিকারী বলছেন,শহরে যেসব মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাড়ির মালিক রয়েছেন তাদের উপর স্ক্যোয়ার ফিট অনুযায়ী বাড়ির কর চাপানো হবে না। কর বকেয়া থাকলেও কোন বাড়ি নিলাম করা হবে না।

তিনি বলেন, পুরনো বাড়ির মালিকদের উপর অত্যধিক করের বোঝার বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং কোনও বাড়তি করের বোঝা চাপানো হবে না।

বিরোধী দলের নেতা বলেন, যাদের বাড়িতে কোন ভাড়াটে নেই বা ব্যবসায়িক কাজে বাড়ি ব্যবহার হচ্ছে না সেইসব মালিকদের বর্তমানের তুলনায় অনেক কম কর দিতে হবে। একইসঙ্গে তিনি বস্তিবাসীদের জন্য কর ছাড়ের ঘোষণাও করেন।

]]>
KMC Election: বুথের ভোটারকেই পোলিং এজেন্ট? মামলা করল বিজেপি https://ekolkata24.com/uncategorized/kmc-election-booth-voters-are-polling-agents-the-bjp-filed-the-case Wed, 15 Dec 2021 10:40:52 +0000 https://ekolkata24.com/?p=14977 News Desk: কলকাতা পুরভোট (KMC Election) নিয়ে আরও একটি মামলা বিজেপির। এ বার মামলা করলেন বিজেপি প্রার্থী স্বপ্না বন্দ্যোপাধ্যায়। ১১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে মামলাটি করা হয়।

এ বারের ভোটে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, বুথের ভোটারকেই পোলিং এজেন্ট হতে হবে। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাই কোর্টে দ্বারস্থ বিজেপি প্রার্থী। আদালতে তাঁর আবেদন, বুথভিত্তিক নয়, ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্ট বসানো হোক। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।

কলকাতা পুরনিগম ভোটের আগেই ১১১টি পুরসভা ভোট সংক্রান্ত জনস্বার্থ মামলার রায় বুধবার।রায় দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই রায়ের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

আইনজীবী মহল মনে করছে, বুধবারের রায়ে স্পষ্ট হবে ১১১টি টি পুরসভা ভোটের দিনক্ষণ এবং তার গণনার তারিখ।

]]>
KMC Election : ‘দিল্লি বিজেপির চাকরিটা এখনও ছাড়েননি’, ধনকড়কে নিশানা কল্যাণের https://ekolkata24.com/uncategorized/kalyan-banerjee-targeted-governor-jagdeep-dhankar-for-seeking-central-forces-in-kmc-election Wed, 08 Dec 2021 05:40:14 +0000 https://ekolkata24.com/?p=14067 নিউজ ডেস্ক, কলকাতা : আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতার পুরভোট (KMC Election)। আর এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল (TMC) সাংসদ বলেন, ‘কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation Election) জন্য আপনি কেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইছেন? এবার আপনার ক্ষমতার সীমারেখাটা বোঝা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য। আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’  

ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্য নির্বাচন কমিশনের দৃঢ় বিরোধিতা সুষ্ঠু ভোটের জন্য শুভ নয়।’ 

যদিও কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে রাজভবনের উল্টো সুর রাজ্য নির্বাচন কমিশনের। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন রাজভবনকে জানায়, কলকাতা পুরভোটে আপাতত কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই। রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। কমিশন পুলিশ মোতায়েনের ফর্মুলায় আশ্বস্ত। সেক্ষেত্রে কলকাতা ও রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করাতে সমস্যা নেই। ২৩ হাজার পুলিশ দিয়ে কলকাতায় পুরভোট হবে। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি হবে বলে কমিশন জানিয়ে দেয়। প্রতি বুথে ২ জন করে সশস্ত্র পুলিশ থাকবে। আর এরপরই রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইট করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেন। 

https://twitter.com/jdhankhar1/status/1468222368451543049?s=20

]]>
KMC Election: বিধানসভায় শূন্য CPIM, ছোট লালবাড়ির যুদ্ধে ‘সেনাপতি’ ফৈয়াজ আহমেদ খান https://ekolkata24.com/uncategorized/kmc-election-left-front-heavyweight-faiyaz-ahmed-khan Wed, 01 Dec 2021 15:17:23 +0000 https://ekolkata24.com/?p=13042 News Desk: তিরুঅনন্তপুর কর্পোরেশনের ক্ষমতায় থাকা সিপিআইএমের ‘কর্পোরেট লুক’ কাজকর্ম দেখে চমকে যায় দেশ। এমনকি ভিনদেশিরাও। একই দলের দখলে কলকাতা কর্পোরেশন (KMC election ) দীর্ঘ সময় থাকলেও কিন্তু অমনটা হয়নি। ঠিক যেন দুয়োরানি ! কেন? উত্তর নেই কোনও বাম নেতার কাছেই। মাঝে মধ্যে দু’একজন বঙ্গ বাম নেতার আক্ষেপ, আরে দলটাই তো শূন্য হয়ে গেল বিধানসভায়। আর এসব বলে কী হবে !

তবে ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরভবন দখলের যুদ্ধে আছে বামফ্রন্ট। আছেন পুরনিগমের অত্যন্ত পরিচিত, আলোচিত সিপিআইএম নেতা ফৈয়াজ আহমেদ খান। বামফ্রন্ট যদিও ঘোষণা করেনি, তবে প্রাক্তন মেয়র পারিষদ ফৈয়াজ অঘোষিত ‘মেয়র মুখ’, বামেদের খাতায় পুরভোট যুদ্ধের ‘সেনাপতি’।

পড়ুন: KMC Election: মনে আছে বাজপেয়ীর কবিতা, মীনাদেবী পুরোহিত বিজেপির মেয়র মু়খ?

ফৈয়াজ আহমেদকে কব্জা করতে আদা জল খেয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলত্যাগের অনেক সদুপদেশ পেয়েছেন ঘনিষ্ঠ মহল থেকে। পক্ষত্যাগ করেননি। দলের প্রতি আস্থা রেখেছেন। দলও ভরসা করেছে। তবে পক্ষত্যাগ করেছেন ফৈয়াজের ঘনিষ্ঠ বিলকিস বেগম। সিপিআইএম প্রার্থী না করায় বিলকিস তৃণমূলে ঢুকেই প্রার্থী হয়েছেন।

Faiyaz Ahmed Khan

বাম আমলেই টিএমসি-বিজেপি জোটের মেয়র সুব্রত মুখোপাধ্যায় নেতৃত্বে পুরবোর্ড হয়েছিল কলকাতা পুরনিগমে। ২০০৫ সালে পরাজিত হয় সেই জোট। ফের ছোট লালবাড়ি দখল করেছিল বামফ্রন্ট। সেবার মেয়র হন বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর মেয়র পারিষদ হিসেবে সামনে চলে এসেছিলেন ফৈয়াজ আহমেদ। কলকাতা বন্দর এলাকায় মমতাকে রুখতে ফৈয়াজ বিশেষ গুরুত্বপূর্ণ বলে এখনও মেনে নেন বাম নেতারা।

বাম জমান শেষ হলেও বন্দর এলাকার রাজনীতির অনেকটা হাতছাড়া হয় ফৈয়াজের। তবে দলীয় পতাকা হাতে নিয়ে সরাসরি টিএমসির মুখোমুখি হন তিনি। থমকে যায় শাসক দল। সেই সুবাদে ওয়ার্ড ভিত্তিক সংগঠন এখনও ধরে রেখেছেন।

অভিযোগ, দেশের অন্যতম মহানগরের পুরনিগম দীর্ঘ বাম জমানায় যে পর্যায়ে ওঠার কথা ছিল তা হয়নি। আবার এও অভিযোগ, গত দশ বছরে পুরসভা ভিত্তিক দুর্নীতির চূড়ায় উঠতে চলেছে কলকাতা পুরনিগম। অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস।

<

p style=”text-align: justify;”>এই অভিযোগগুলি নিয়েই ৭৫ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন ‘পরিষেবাদাতা’ হিসেবে পরিচিত ফৈয়াজ আহমেদ খান। তার মতো নেতাদের কাঁধে ভরসা রাখছে বামফ্রন্ট।

]]>
KMC Election: মনে আছে বাজপেয়ীর কবিতা, মীনাদেবী পুরোহিত বিজেপির মেয়র মুখ? https://ekolkata24.com/uncategorized/kmc-election-heavyweight-candidate-ex-deputy-mayor-meena-devi-purohit Wed, 01 Dec 2021 10:38:51 +0000 https://ekolkata24.com/?p=13013 News Desk: রাজনৈতিক জীবনে দাপুটে সিপিআইএমকে দেখেছেন, জ্যোতি বসুর কড়া শাসন দেখেছেন ও বুদ্ধবাবুর কবিতা শুনেছেন। আর প্রয়াত বাজপেয়ীর কিছু ‘কবিতায়েঁ’ মনে রেখেছেন। বিজেপির মীনাদেবী পুরোহিতের (Meena Devi Purohit) রাজনৈতিক জীবনে এমন সব আছে তা এখনকার বঙ্গ বিজেপি নেতারা চেষ্টা করেও ছুঁতে পারবেন না।

আসলে যখন এ রাজ্যে বিজেপির শক্তিই ছিল না। তখন গুটিকয়েক বিজেপি নেতা-নেত্রীর একজন মীনাদেবী পুরোহিত। এবারেও কর্পোরেশন ভোটে বিজেপির অঘোষিত মুখ তিনিই।

পড়ুন: KMC Election: বিধানসভায় শূন্য CPIM, ছোট লালবাড়ির যুদ্ধে ‘সেনাপতি’ ফৈয়াজ আহমেদ খান

বাজপেয়ী যখন কেন্দ্রীয় রাজনীতির হালে পানি খুঁজছিলেন, ধীরে ধীরে সংসদে বিজেপির শক্তি বাড়ছিল। বন্ধুর কাছে কলকাতায় এলে প্রবল আলোচিত সাংসদ অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা হতো, মুচকি হেসে বলতেন কেয়া ‘সির্ফ দো!’

পশ্চিমবঙ্গে তখন সিপিআইএমের দাপট। বঙ্গ রাজনীতিতে বিজেপির পাতা বরাদ্দ ছিল না। বাজপেয়ীর মজারু শব্দে ‘সির্ফ দো’ মানে দুটি কাউন্সিলর। তারই একজন মীনাদেবী পুরোহিত।

Meena Devi Purohit

হিন্দি উচ্চারণ ঘেঁষা বাংলায় বলেন, সিপিএমের জমানা দেখেছি তো ! টিএমসির আমলও দেখছি। ফারাক আছে। সেকাল একালের ব্যবহারের ফারাক আছে। তবে চরম রাজনৈতিক প্রতিপক্ষ কমিউনিস্টদের সমালোচনাতেও মুখর মীনাদেবী।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির পায়ের তলায় জমি দেওয়ার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা এই দাবি করে বারবার। বিজেপির পক্ষেও এটি অস্বীকারের উপায় নেই। বাজপেয়ীর এনডিএ জমানায় মমতার আশীর্বাদে বিজেপি ‘সির্ফ দো’ তকমা ঝাড়তে শুরু করেছিল।

সেই স্বর্ণালী জোট আমলে বিজেপির মীনাদেবী পুরোহিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র। আর মেয়র-বহু আলোচিত সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। মমতার ‘সুব্রত দা’। বাম জমানায় টিএমসি-বিজেপি জোট কলকাতা পুরনিগমে ২০০০-২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল।

বঙ্গ রাজনীতির বিস্তর ‘উতার-চড়াও’ (উত্থান-পতন) দেখেছেন বিজেপির নেত্রী কলকাতা পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত। বাম গেছে। টিএমসি এসেছে। আবার বিজেপি হয়েছে প্রধান বিরোধী দল। বামেরা শূন্য হয়েছে।

১৯৯৫ সালে ভরা বাম জমানায় যখন বিজেপির রাজনীতিতে বিশেষভাবে আসেন মীনাদেবী, তখন থেকেই কর্পোরেশনের কাউন্সিলর। মূলত তিনি কলকাতার অবাঙালি প্রধান এলাকা বড়বাজার ভিত্তিক বিজেপির নেত্রী। কলকাতার বাইরে তেমন কোনও রাজনৈতিক ভূমিকা নেই। কর্পোরেশন রাজনীতিই জড়িয়ে গেছে মীনাদেবী পুরোহিতের সঙ্গে। বিধানসভায় ঠেক মেলেনি।

<

p style=”text-align: justify;”>কর্পোরেশনের ২৫ বছর টানা কাউন্সিলর থাকা বিজেপির মীনাদেবী পুরোহিত লড়ছেন ২২ নম্বর ওয়ার্ড থেকে। বিজেপির হেভিওয়েট মুখ নিজের জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী। বিধানসভা ভোটের পর দলত্যাগে বিধ্বস্থ বিজেপি যদি মিরাক্যাল দেখাতে পারে তাহলে মীনাদেবীর কপালে একবার হলেও মেয়র কুর্সি জুটবে। তবে লড়াই খুব কঠিন জানেন তিনি।

]]>
Kolkata Municipal Election: CPIM ছেড়ে জবরদস্ত বিলকিস এবার মমতার ‘সাথী’ https://ekolkata24.com/uncategorized/kmc-election-heavy-weight-left-leader-bilkish-begum-quits-cpim-and-joins-tmc Sat, 27 Nov 2021 13:07:53 +0000 https://ekolkata24.com/?p=12583 News Desk, Kolkata: সেই সোনালি দিন অতীত। যখন লাল দলের দাপটে বাকিরা হেঁচকি তুলত। ছবিটা উল্টো। তবে মহানগরীর এক কোনায় যে লাল মরুদ্যান ছিল সেখানকার মালকিন বিলকিস হয়ে গেলেন মমতার সাথী। জবরদস্ত সিপিআইএমের নেত্রী দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে এসেছেন।

পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ড সিপিআইএমের দাপট। গত দশ বছরে রাজ্যের বামেরা বিলীন হয়েছে। যে কয়েকটি পকেটে সিপিআইএমের পতাকা ওড়ে তারই একটি কলকাতা বন্দর এলাকার ৭৫ নম্বর ওয়ার্ড। তৃণমূল কংগ্রেস এখানে হারত বিলকিস বেগমের কাছে।

সেই বিলকিসকে প্রার্থী করেছি বামফ্রন্ট। এই ওয়ার্ড থেকেই লড়বেন সিপিআইএমের অপর জবরদস্ত নেতা ফৈয়াজ আহমেদ খান। তিনিও বামেদের শক্তিশালী মুখ। তাঁর বিরুদ্ধে বিলকিশকে প্রার্থী করবেন মমতা।

বিলকিস বেগম তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলেছেন, সিপিআইএম যে পথে চলছে তার চেয়ে বিজেপিকে ঠেকানোর প্রশ্নে দিদি অনেক এগিয়ে। 

বিলকিস যে বিরাট পাওনা তা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ওকে টিকিট না দিয়ে বামেরা আরেকটা ঐতিহাসিক ভুল করল।

কলকাতা পুরনিগমের লড়াইতে বামেদের প্রার্থী তালিকায় নতুন মুখের ছড়াছড়ি। তেমনই মুখ বদল করেছে শাসক টিএমসি। বিরোধী দল বিজেপির প্রার্থী করা চলছে প্রশ্ন।

]]>
Kolkata Municipal Election: টুম্পা নেচে শূন্য বামেদের ভরসা এবার কাদম্বিনী! https://ekolkata24.com/uncategorized/kolkata-municipal-election-left-front-digital-poster-making-debate-in-public-life Sat, 27 Nov 2021 05:30:01 +0000 https://ekolkata24.com/?p=12548 News Desk, Kolkata: কাদম্বিনী আছেন ইতিহাস থেকে সমকালীন ডিজিটাল পোস্টারে। তিনি আছেন কলকাতা পুরনিগম ভোটে বামপন্থীদের প্রতিশ্রুতির প্রতীক হয়ে !

পুরনিগমের ভোটে বাম ইস্তেহার, নির্বাচনী প্রতুশ্রুতি প্রচার নিয়ে যথারীতি আলোচনার শীর্ষে সিপিআইএম। উত্তরবঙ্গে দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমেও চলেছে চর্চা। সেইসঙ্গে বাম-অবাম দুই রাজনৈতিক মহলেই উঠে আসছে টুম্পা নেচে বিধানসভার ভোটে গোল্লা পেয়েছে সিপিআইএম। এবার টুম্পা উড়ে গেল! চলে এলেন কাদম্বিনী! এমন বুদ্ধিজীবী প্রচার কি পাব্লিক নিতে পারবে?

CPIM new generation

শুক্রবার কলকাতা পুরনিগমের ভোটে চমক তৈরি করেছে কলকাতা জেলা বামফ্রন্ট। রাজ্যে শাসক টিএমসি ও প্রধান বিরোধীদল বিজেপির আগে বাম শিবির প্রার্থী ঘোষণা করে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বামেদের নির্বাচনী প্রতিশ্রুতি ও নাগরিক পরিষেবার চমকদার সব ঘোষণা। এই ঘোষণাগুলি কলকাতা ছাড়িয়ে দেশের অন্যান্য জায়গায় থাকা প্রবাসী বাঙালি বা বিদেশে থাকা প্রবাসীদের মধ্যেও সাড়া ফেলেছে। পুর পরিষেবার মধ্যে সবথেকে নজরকাড়া পোস্টারটি হল ‘কাদম্বিনীর কলকাতা’।

কলকাতা নিবাসী মহিলাদের বিভিন্ন সামাজিক বিষয় , নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে কাদম্বিনীর কলকাতা নামে পরিষেবার ডিজিটাল পোস্টার।

কে এই কাদম্বিনী?
বিধানসভায় টুম্পা নেচে শূন্য হওয়া বাম বুদ্ধিজীবীদের ধারণা, পোস্টারে যদিও স্পষ্ট করা হয়নি। তবে এই নামে জড়িয়ে আছেন ভারতের দুই প্রথম মহিলা চিকিৎসকের একজন কাদম্বিনী গাঙ্গুলী। তিনি ঐতিহাসিক ব্যক্তিত্ব। রক্ষণশীল সমাজের বিরুদ্ধে মহিলাদের লড়াইয়ের সদা উজ্জ্বল। কলকাতাতেই তিনি চিকিৎসা করতেন।

unique manifestos published by left front

টুম্পা ছেড়ে কিংবদন্তি চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলী?
প্রশ্নের মুখে পড়ছে বাম মহল। নাগরিক পরিষেবা দিতে গিয়ে কেন এত আঁতেলমার্কা পোস্টার এমনও কটাক্ষ উড়ে আসছে।

তবে কলকাতা পুরনিগমের ভোটে বামফ্রন্টের আরও একটি পোস্টার প্রতিশ্রুতি নিয়ে তীব্র আগ্রহ জনতার মনে। ‘সবুজ সিটি’ ও ‘গ্রীন অ্যাডমিন’ নামে দুটি পোস্টার সহ প্রতিশ্রুতি চূড়ান্ত পেশাদারি ছাপ রেখেছে বামেরা। এতে বলা হয়েছে, ‘পরিবেশ বাঁচাতে চাই গণ উদ্যোগ। চালু হবে মোবাইল অ্যাপ। এই অ্যাপে আপনি নিজেকে অ্যাডমিন হিসেবে রেজিস্টার করুন। কোথাও গাছ কাটা, পুকুর ভরাট বা পরিবেশের জন্য ক্ষতিকারক কিছু দেখলে ওই অ্যাপে তার ছবি তুলে আপলোড করুন। ছবি ও লোকেশন সাথে সাথে চলে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’

প্রতিশ্রুতির পোস্টারগুলি তীব্র আলোড়ন ফেলেছে। কোনওটার নাম ‘রামধনুর অধিকার’- এটি তৃতীয় লিঙ্গের জন্য। এছাড়া আছে শ্রমিকের অধিকার, ফিট সিটি, কাজের কলকাতা, উঠোন পাঠশালা সহ আরও।

কলকাতা পুরনিগমের সর্বশেষ বামপন্থী মেয়র ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি এখন রাজ্যসভার সাংসদ। তবে বাম জমানাতেই মহানগরের পুরনিগম কার্যালয় অর্থাৎ ‘ছোট লালবাড়ি’ ( বড় লালবাড়ি মানে মহাকরণ) চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে। সে ছিল এক যুযুধান পরিস্থিতি।

বাম জমানা শেষে রাজ্যে ভোট বাজারে বিধায়ক, সাংসদ সংখ্যার নিরিখে ডোডো পাখির ন্যায় অবলুপ্ত হয়েছে বামেরা। পরিস্থিতি এমন যে নামমাত্র কয়েকটি ওয়ার্ডে জয়ের ক্ষীণ আসা আর কিছু ওয়ার্ডে ‘ফাইট’ করা ছাড়া আর কোনও বড় আশা দেখছেন না বাম সমর্থক, কর্মী ও নেতারা।

]]>