KMC – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Mon, 16 Sep 2024 09:29:26 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png KMC – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 कोलकाता के तपसिया में एल्युमीनियम कारख़ाने में आग https://ekolkata24.com/top-story/%e0%a4%95%e0%a5%8b%e0%a4%b2%e0%a4%95%e0%a4%be%e0%a4%a4%e0%a4%be-%e0%a4%95%e0%a5%87-%e0%a4%a4%e0%a4%aa%e0%a4%b8%e0%a4%bf%e0%a4%af%e0%a4%be-%e0%a4%ae%e0%a5%87%e0%a4%82-%e0%a4%8f%e0%a4%b2%e0%a5%8d Mon, 16 Sep 2024 09:29:26 +0000 https://ekolkata24.com/?p=49627 कोलकाता : कोलकाता के तपसिया थाना क्षेत्र में अविनाश चौधरी लेन पर स्थित एक एल्युमीनियम कारख़ाने में आग लग गई। इस घटना की सूचना मिलने पर दमकल विभाग ने तत्काल कार्रवाई की और मौके पर 5 दमकल इंजन भेजे गए।दमकल कर्मियों ने घटनास्थल पर पहुंच कर आग पर नियंत्रण पाने के लिए तेजी से काम किया।

कारख़ाना संकरी गली में स्थित होने के कारण आग बुझाने में काफी कठिनाइयों का सामना करना पड़ा। हालांकि, दमकल विभाग की तत्परता से आग को नियंत्रित कर लिया गया और पूरी तरह बुझा दिया गया। इस आग की घटना में कोई हताहत नहीं हुआ। सभी कर्मचारियों और अन्य लोगों को सुरक्षित बाहर निकाल लिया गया, और किसी को भी गंभीर चोटें नहीं आईं।

दमकल अधिकारियों के अनुसार, आग लगने का प्राथमिक अनुमान शॉर्ट सर्किट के कारण लगाया जा रहा है। आग की विस्तृत जांच अभी चल रही है, लेकिन शॉर्ट सर्किट ही आग का मुख्य कारण मानकर चल रहे हैं। इस घटना के बाद कारख़ाने की सुरक्षा उपायों की समीक्षा की जाएगी और भविष्य में ऐसी घटनाओं की पुनरावृत्ति को रोकने के लिए आवश्यक कदम उठाए जाएंगे।

]]>
New Market में फुटपाथ पर कब्जा करने वालों ने किया स्थानीय दुकानदारों पर हमला https://ekolkata24.com/top-story/people-occupying-the-footpath-in-new-market-attacked-local-shopkeepers Sat, 29 Jun 2024 12:29:36 +0000 https://ekolkata24.com/?p=48675 कोलकाता : पश्चिम बंगाल की राजधानी कोलकाता के दिल कहे जाने वाले धर्मतल्ला में फुटपाथ पर कब्जा कर गुंडागर्दी करने वाले हॉकर्स ने शनिवार को स्थानीय दुकानदारों पर भी हमला कर दिया है। यहां ग्रैंड ओबेरॉय होटल के सामने से लेकर पूरे न्यू मार्केट के इलाके में फुटपाथ पर दुकान लगाने वाले अमूमन खरीददारी के लिए आने वाले ग्राहकों से मारपीट करते ही रहते हैं।

इसके बाद फुटपाथ को खाली करने के मुख्यमंत्री ममता बनर्जी के आदेश के बाद चले पुलिस के अभियान की वजह से नाराजगी पहले से ही बढ़ रही थी। हालांकि न्यू मार्केट में पुलिस के अभियान को ममता बनर्जी ने रोक दिया था और हॉकर्स को एक महीने का समय दिया था।

इस बीच शनिवार को अचानक न्यू मार्केट में फुटपाथ पर कब्जा कर दुकानदारी करने वाले हॉकर्स ने स्थानीय दुकानदारों पर हमला कर दिया है। इसके खिलाफ जब दुकानदारों ने सड़कों पर उतरकर विरोध प्रदर्शन किया तो फुटपाथ पर कब्जा करने वाले हॉकर्स ने सत्तारूढ़ पार्टी तृणमूल कांग्रेस का झंडा लेकर उन दुकानदारों पर दोबारा हमला कर दिया।

उसके बाद दोनों तरफ से धर्मतल्ला के दो हिस्सों में विरोध प्रदर्शन शुरू हो गए। सूचना मिलने के बाद पुलिस की टीम मौके पर पहुंची। शाम होते होते मामला कुछ हद तक शांत हो गया 

]]>
चक्रवात के चलते कोलकाता में एक व्यक्ति की मौत https://ekolkata24.com/uncategorized/died-in-kolkata-due-to-cyclone Mon, 27 May 2024 08:17:54 +0000 https://ekolkata24.com/?p=47606 कोलकाता : बंगाल की खाड़ी में उठे भीषण चक्रवर्ती तूफान रेमल ने बंगाल के तटीय क्षेत्रों में रविवार आधी रात बाद लैंड फॉल किया। इसके प्रभाव से तेज आंधी-तूफान के साथ हो रही भारी बारिश में एक अधेड़ शख्स की मौत राजधानी कोलकाता में हो गई। वह व्यक्ति बारिश के समय घर से बाहर मौजूद अपने बेटे को लेने गया था। तभी सड़क किनारे एक घर का हिस्सा टूटकर उसके ऊपर गिर गया, जिससे मौत हो गई।

मृतक का नाम मोहम्मद साजिब (51) है। घटना एंटाली पुलिस स्टेशन के बिबी बागान इलाके में सोमवार रात हुई। बताया गया है कि साजिब का बेटा आईपीएल मैच देखने अपने दोस्त के घर गया था। साजिद इस डर से उसे बुलाने गया कि कहीं तूफान में उसे खतरा न हो। जैसे ही वह सड़क पर निकला, तेज बारिश होने लगी। उस वक्त साजिब ने बीबी गार्डन नंबर 10 में एक घर के नीचे शरण ली तभी मकान का छज्जा उसके ऊपर गिर गया।

स्थानीय लोग उसे तुरंत अस्पताल ले गए। डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। मेयर फिरहाद हकीम ने इसकी पुष्टि की है। उन्होंने कहा कि बहुत दुखद घटना। बार-बार सचेत करने के बावजूद लोग नहीं मानते हैं।

नगर निगम के मुताबिक, रेमल के कहर के कारण शहर के कुछ हिस्सों में घरों के कुछ हिस्से ढह गए हैं। सियालदह में भी एक व्यक्ति के घायल होने की सूचना है। घर की दीवार गिरने की घटना कैमक स्ट्रीट में भी हुई है। शेक्सपियर सरणी थाने की पुलिस मौके पर पहुंची है।

]]>
KMC: ববিতেই ভরসা মমতার, ফের মেয়র https://ekolkata24.com/uncategorized/kmc-mayor-firhad-hakim Thu, 23 Dec 2021 09:24:30 +0000 https://ekolkata24.com/?p=15997 News Desk: কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হলেন। ডেপুটি মেয়র অতীন, মেয়র ইন কাউন্সিল পদে ১৩ জনের নাম ঘোষণা মুুুুুখ্যমন্ত্রীর। 

পুরনিগমের ভোটে বিপুল জয় এসেছে। লেগেছে ছাপ্পা ভোটের তকমা। তবে তৃণমূল কংগ্রেস সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। জয়ের পর ববি হাকিম যে ফের মেয়র পদে বসছেন তা স্পষ্ট হয়ে যায়। কারণ তিনি ছাড়া আর কেউই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতে নেই।

গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে ফিরহাদ হাকিমকে মেয়র করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল ত্যাগ, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রীর কাছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে ববি হাকিম ছাড়া আর কেউ ছিলেন না। ফলে অ্যাক্সিডেন্টাল মেয়র হিসেবে ববি আবির্ভূত হন।

তাঁকে সামনে রেখেই পুর নির্বাচন লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। তবে ববি হাকিমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সব হয়েছে।

]]>
KMC: মমতার পছন্দ ‘অ্যাক্সিডেন্টাল মেয়র’ ববি, শিলমোহরের অপেক্ষা https://ekolkata24.com/uncategorized/kmc-firhad-hakim-mayor Thu, 23 Dec 2021 07:21:05 +0000 https://ekolkata24.com/?p=15977 News Desk: শিলমোহরের অপেক্ষা। শপথ ৩১ জানুয়ারি। কলকাতা পুরনিগমের মেয়র পদেই থাকতে চলেছেন ফিরহাদ হাকিম (ববি)। মহারাষ্ট্র ভবনে বৈঠকে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিতে আনুষ্ঠানিক বৈঠকের পর ঘোষণা শুধু বাকি আছে।

পুরনিগমের ভোটে বিপুল জয় এসেছে। লেগেছে ছাপ্পা ভোটের তকমা। তবে তৃণমূল কংগ্রেস সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। জয়ের পর ববি হাকিম যে ফের মেয়র পদে বসছেন তা স্পষ্ট হয়ে যায়। কারণ তিনি ছাড়া আর কেউই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতে নেই।

গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে ফিরহাদ হাকিমকে মেয়র করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল ত্যাগ, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রীর কাছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে ববি হাকিম ছাড়া আর কেউ ছিলেন না। ফলে অ্যাক্সিডেন্টাল মেয়র হিসেবে ববি আবির্ভূত হন।

তাঁকে সামনে রেখেই পুর নির্বাচন লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। তবে ববি হাকিমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সব হয়েছে।

]]>
KMC: ‘ছাপ্পা’ ভোট অভিযোগেও সংখ্যালঘু সমর্থন অটুট মমতার https://ekolkata24.com/uncategorized/kmc-minority-support-for-chhappa-vote-is-also-unwavering Wed, 22 Dec 2021 18:10:42 +0000 https://ekolkata24.com/?p=15914 News Desk: পুরভোটের ফলপ্রকাশের পর খোশমেজাজে পাওয়া গিয়েছিল ফিরহাদ হাকিমকে৷ হুডখোলা বাসে করে নাতনি সাড়ে তিন বছরের আয়াতকে নিয়ে কলকাতা ঘোরাতে বেরিয়ে পড়েছিলেন তিনি৷ পুরভোটে সাফল্যের আনন্দ নিজের নাতি-নাতনিদের সঙ্গেই ভাগ করে নিয়েছিলেন ফিরহাদ হাকিম৷

পুরভোটে নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে ১৪,৯১৬ ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ৷ পরিবহনমন্ত্রী একাই পেয়েছেন ৭৯ শতাংশের বেশি ভোট৷ নিজের ওয়ার্ড থেকে ফিরহাদের জয় নিশ্চিতই ছিল৷ কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের সাতটি ওয়ার্ডে সাফল্যের জন্য তৃণমূল তাকিয়ে ছিল ফিরহাদের দিকেই।

পুরভোটে বন্দর দুর্গ অক্ষত রয়েছে তৃণমূল কংগ্রেসের।  এবার ২৯, ৩৯, ৪৩, ৪৪, ৬২ ও ৬৬ সহ কুড়িটি ওয়ার্ড থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী করেছিলেন তৃণমূল সুপ্রিমো।  তালিকায় ছিলেন ৬২ ও ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সানা আহমেদ ও ফৈয়াজ আহমেদ খানের মতো তরুণ হেভিওয়েটরা।

ঘাসফুল শিবিরের জয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে একুশে নজির গড়েছেন ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। অস্ট্রেলিয়া থেকে ম্যানেজমেন্টের ডিগ্রিপ্রাপ্ত ফৈয়াজ বস্তিবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েই ভোটের ময়দানে নেমেছিলেন। এই ওয়ার্ড থেকে  নিকটতম প্রতিদ্বন্দীকে বিপুর ভোটে পরাজিত করেছেন কলকাতা পুরভোটে জয়ী কসবার বিধায়ক তথা মন্ত্রী জাভেদ খানের ছেলে। ফৈয়াজ শুধু জেতেননি, উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন ভোটের মার্জিনও। ওই ওয়ার্ড থেকে ৯৫ হাজার ৩৮টি ভোট পড়েছে, যা শতাংশের বিচারে ৭৮.৫৯ শতাংশ।

ফৈয়াজ জিতেছেন ৬২ হাজার ৪৫ ভোটে। সাফল্যের নিরিখে উজ্জ্বল ৬২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সানা আহমেদের নামও। ওই ওয়ার্ড থেকে পুরভোটে জয়ী হয়েছেন ইকবাল আহমেদের কন্যা সানা আহমেদ।ভোটের ফল বলছে, সমাজের বিভিন্ন স্তর থেকেই বিপুল সমর্থন পেয়েছেন লরেটোর প্রাক্তনী সানা।

ঘাসফুল শিবিরের হয়ে জয় পেয়েছেন

২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইকবাল আহমেদ

৩৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মহম্মদ জসিমুদ্দিন

৪৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী রেহানা খাতুন                   

৫৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আমিরুদ্দিন ববি

৬০ নম্বর ওয়ার্ডের প্রার্থী মহম্মদ ইয়েজুজার রহমান

৬১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনজর ইকবাল

৬৪ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন সাম্মি জাহান

৭৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিজামুদ্দিন শামস

১৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শামস ইকবাল

১৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শামসুজ্জামান আনসারি

১৩৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী রেহমত আলম আনসারি

১৩৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফরিদা পারভিন

১৩৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী শেখ মুস্তাক আহমেদ

১৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবু মহম্মদ তারিক

৪৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সগুফতা পরভিন জয় ছিনিয়ে আনতে না পারলেও ঘাসফুল শিবিরের আওতায় আসতে পারে এই ওয়ার্ড। সূত্রের খবর, ৪৩ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী আয়েশা কনিজ নাম লেখাতে পারেন তৃণমূলে।

জোড়াফুলের উপরি পাওনা হতে পারে ১৩৫ নম্বর ওয়ার্ডও। গুঞ্জন বলছে, এই ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজও হাতে নিতে পারেন তৃণমূলের পতাকা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পিছনে ফ্যাক্টর হয়েছিল মুসলিম ভোট। পুর নির্বাচনেও তার অন্যথা হয়নি।

পরিসংখ্যান বলছে, কুড়িটি ওয়ার্ডে মুসলিম প্রার্থীর ওপরে ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর দুর্দশিতা যে প্রশ্নাতীত, তা আরও একবার প্রমাণ করেছে ভোটের ফল। তেমনিই মুসলিম সমাজও যে জোড়াফুলকে হাত উপুর করে সমর্থন জানিয়েছে, তার প্রমাণ বন্দর এলাকা-সহ ফৈয়জ-সানাদের মতো প্রার্থীদের প্রাপ্ত ভোটের অঙ্ক। এমনকি, ফিরহাদ হাকিমের আরও একবার মেয়র হওয়ার পিছনেও এই সাফল্যকেই উল্লেখযোগ্য একটি কারণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

]]>
KMC Election: পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, আদালতে বামপক্ষ https://ekolkata24.com/uncategorized/the-left-has-lodge-case-against-tmc Wed, 22 Dec 2021 11:26:38 +0000 https://ekolkata24.com/?p=15858 নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার কলকাতা পৌরসভা ভোটের নির্বাচনের ফল অনুযায়ী ‘ছোট লাল বাড়ি’তে এখন একছত্র অধিকার তৃণমূল কংগ্রেসের। তবে ভোটের দিন সরগরম হয়েছিল কলকাতার একাধিক নির্বাচনী বুথ সংলগ্ন এলাকা। নির্বাচনের ফল প্রকাশের ঠিক পরেই নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিআইএম এবং সিপিআই। আগামিকালই দুইদলের জোড়া মামলার শুনানির সম্ভাবনা।

সিপিআইএম এবং সিপিআই শাসকদলের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনেছে। দুইদলের তরফ থেকেই তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুইদলের জোড়া মামলায় একাধিক অভিযোগ উঠে আসছে শাসকদলের বিরুদ্ধে। এমনকি পুনর্নির্বাচনের দাবিও উঠছে। সিপিআইএম প্রার্থী ফৈয়াজ আহমেদ শাসকদলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলায় সিপিআইএম ও সিপিআই অভিযোগ জানিয়েছে,

১) ১৯ ডিসেম্বর কলকাতা ভোট লুট হয়েছে, তার সঠিক তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট (special investigation team) বা কোনো নিরপেক্ষ তদন্তকারী দল দ্বারা স্বচ্ছভাবে তদন্ত করা হোক।

২) যে সমস্ত বুথে অস্বাভাবিক ভোট পড়েছে সেই সমস্ত বুথের ভোট বাতিল করা হোক।

৩) কোনো বুথ থেকে বিরোধী এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠলে সেই বুথের ভোট বাতিল করা হোক।

৪) রাজ্যের ১১ টি‌ নির্বাচনে ৭ দিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে।

৫) প্রতিটি বুথে সিসিটিভি সচল রয়েছে কিনা এবং সেগুলি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তা যথাযথভাবে খতিয়ে দেখতে হবে।

দুই বিরোধীদলের জোড়া মামলায় এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জোড়া মামলায় কি প্রতিক্রিয়া হবে শাসক‌দলের? আগামিকালই কি এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে? একাধিক প্রশ্ন ঘুরপাক খেলেও সময়ের সঙ্গে সঙ্গেই একে একে সব প্রশ্নের উত্তর মিলবে।

]]>
BJP: দলের ভরাডুবিতে ‘গর্দভসুলভ সৌজন্য’ খুঁজে পেলেন তথাগত রায় https://ekolkata24.com/uncategorized/bjp-tarhagata-roy-facebook-post Wed, 22 Dec 2021 08:55:15 +0000 https://ekolkata24.com/?p=15831 News Desk: কলকাতা পুরনিগম ভোটে বিজেপি তিন নম্বরে নেমে যাওয়ার পর প্রবীণ নেতা তথাগত রায় টুইটে লিখেছিলেন যা বলার বুধবার বলব। অপেক্ষার অবসান। তিনি দলের পরাজয়ের বিশ্লেষণে লিখেছেন “গর্দভসুলভ ‘সৌজন্য’।”

কেন এমন লিখলেন তথাগতবাবু ? তাঁর ফেসবুক পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন রাজ্যপাল লিখেছেন:
“একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, course correction করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না। তৃণমূল দলটার চরম অসাধুতার প্রকাশ এইখানে, যে তারা জানত তারা ভালভাবেই জিতবে, কিন্তু তা সত্ত্বেও তারা গুন্ডামি, বদমায়েশি, ছাপ্পা করেছে, পুলিশকে দিয়ে দলদাসের মতো আচরণ করিয়েছে। কিন্তু এটা বিজেপির পক্ষে আত্মবিশ্লেষণ না করার কোনো কারণ হতে পারে না।

বস্তুত বিজেপির শতাংশের হিসেবে তৃতীয় স্থানে নেমে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। বিধানসভা নির্বাচনে যে বিপর্যয় হয়েছিল এটা তারই প্রসারণ। যদি দল তার পরে আত্মানুসন্ধান করত এবং যে অসৎ-লম্পট চক্র এর জন্য দায়ী তাকে নির্মমভাবে অপসারণ করত তাহলে কর্মীরা উজ্জীবিত হত, পুরসভার ফল এর চেয়ে অনেক ভাল হতে পারত। কিন্তু তার বদলে হয়েছে ‘তিন থেকে সাতাত্তর’, তৃণমূলের শয়তানির উপর সব দোষ চাপানো, এবং সবশেষে এক গর্দভসুলভ ‘সৌজন্য’।

ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, “নাসতো বিদ্যতে ভাবঃ নাভাবো বিদ্যতে সতঃ” (ভগবদ্গীতা ২:১৬)। তৃণমূলের মত কাটমানি-সিন্ডিকেট-দুর্নীতিতে নিমজ্জিত অসৎ দল কখনো টিকতে পারে না। শুধু তার জায়গা নেবার কেউ নেই বলেই এখনো তারা দাপিয়ে যাচ্ছে। হিন্দু বাঙালির কি যে হবে !”

]]>
BJP: টুইটে কী লিখবেন তথাগত রহস্য জিইয়ে রাখলেন, নিশানায় কে ? https://ekolkata24.com/uncategorized/tathagata_roy_tweet_bjp-kmc_election Tue, 21 Dec 2021 13:53:29 +0000 https://ekolkata24.com/?p=15718 News Desk: দিনভর ফলাফল দেখে সন্ধ্যায় এক বাক্যের টুইট। তাতেই বিজেপি (BJP) শিবিরে হই, রাজনৈতিক মহলে আলোচনা-কী লিখবেন তথাগত রায়। তিনি কী লিখতে চলেছেন তার রহস্যজনক ইঙ্গিত দিয়েছেন।

টুইট করে বিজেপি নেতা প্রাক্তন রাজ্যপাল (ত্রিপুরা ও মেঘালয়) তথাগত রায় লিখলেন “কি হবে জানাই ছিল, কিন্তু দুঃখ তো চেপে রাখা যায় না ! কালকে টুইট হবে।”

কাল অর্থাৎ বুধবার তথাগত বিস্ফোরণ হতে চলেছে ফের। নিজেকে পশ্চিমবঙ্গ বিজেপি থেকে সরিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন আগেই। বিধানসভা উপনির্বাচনে বিরোধী দল বিজেপির ভরাডুবি, জামানত হারানো নিয়ে দলেরই রাজ্য ও কেন্দ্রীয় নেতা, পরিদর্শকদের বারবার আক্রমণ করেছেন।

এর আগে তথাগতবাবুর টুইটে একাংশ নেতাদের মহিলা দেখলে লালা ঝরে এমন কথায় তীব্র রাজনৈতিক শোরগোল পড়েছে। কখনও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো কখনও কৈলাস বিজয়বর্গীয় কাউকেই টুইট হামলা থেকে রেহাই দেননি বর্ষীয়ান বিজেপি নেতা।

কলকাতা পুরভোটের ফলাফল বের হওয়ার পর তথাগত রায়ের টুইটে ইঙ্গিত, তিনি দলের বিপর্যয়ের দিকটি তুলে ধরতে চেয়েছেন। একইসঙ্গে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের প্রসঙ্গ। কলকাতা পুর নির্বাচনে ব্যাপক ছাপ্পা-রিগিং হয়েছে বলেই অভিযোগ।

ভোট প্রাপ্তির নিরিখে কলকাতা পুরভোটের ফলাফলে চমকপ্রদভাবে বামফ্রন্টের উত্থান হয়েছে। বিজেপি নেমেছে বামেদের নিচে। এই নিয়ে বিজেপি মহল বিমর্ষ। রাজ্যে বিরোধী দল হয়েও কলকাতা পুরনিগমের ভোটো তাদের তিন নম্বরে নেমে যাওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা।

]]>
KMC: তৃতীয় হয়েছি, জয় শ্রী রাম! BJP নেতাদের কটাক্ষ করে আক্ষেপ সংঘ প্রচারকের https://ekolkata24.com/uncategorized/after-masive-defet-in-kmc-election-bjp-leaders-facing-questions-from-rss-ground-workers Tue, 21 Dec 2021 11:31:35 +0000 https://ekolkata24.com/?p=15715 News Desk: কলকাতা পুরনিগমের (KMC) ভোট কি দলের ললাট লিখন? কী বলবেন? রাজ্য নেতাদের বেশিরভাগই ‘অপদার্থ’, ভেবেছিল টাকা দিয়ে উতরে যাবে, বাংলার ভোট যে হিন্দি এলাকার নয় তা কে বোঝাবে। তিন নম্বরে নামিয়েছে এবার শেষ করে দেবে। বলেই থামলেন মফস্বল ভিত্তিক আরএসএস নেতা। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। বরাবর সংঘের সাংগঠনিক দিক থেকে শাখা দলকে সতর্ক করেছেন।

এ তো রক্তক্ষরণ শুরু হয়ে গেল। দেখুন কত ভাঙবে এবার। দিলীপবাবু যে শক্তি নিয়ে নেমেছিলেন, তার বিচার না করে চটজলদি টাকা ছড়িয়ে ভোটের ফায়দা তুলেছেন তবে ওতে কিছু হবে না। কলকাতা পুর নির্বাচনের ফলাফল তো দেখলেন, সিপিএমেরও নিচে নেমেছি আমরা!

সংঘ প্রচারকের সাফ জবাব, যে কমিউনিস্টদের হটাতে কালঘাম ছুটেছে তাদের প্রভাব কি এতই কম হবে হুড়হুড়িয়ে, এটা সম্ভব না। বিধানসভা ভোটের পরেই বলেছিলাম খেসারত দিতে হবে। কলকাতা থেকে দিতে শুরু করল বিজেপি। আমরা কি আর বিরোধী দল হিসেবে কিছু বলতে পারব। পাব্লিক কি এতই মাথামোটা? সরাসরি প্রশ্ন সংঘ নেতার।

আরএসএসের তরফে দক্ষিণ বঙ্গের ছটি জেলায় শাখা শক্তিশালী করার কাজ করছেন। গত বাম জমানায় দীর্ঘ সময় শুধু লেগেছে নিজেদের পরিচিত করতে। তাঁর সাফ দাবি, মমতা রাজ্যের ক্ষমতায় আসার পর সুযোগ বেড়েছে বৈকি। তবে সংঘের রাজনৈতিক শাখা বিজেপির নেতারা সবই চান তড়িঘড়ি। তার কুফল আসছে।

বিজেপি কী করবে?
সংঘী প্রচারকের দাবি, বিজেপিই জানে। আমরা সংঘ করি আমরা নিজেদের কাজ করব। আগেও করেছি। তবে আমাদের মূল প্রতিপক্ষ কমিউনিস্ট পার্টি।

বামেরা তো বিধানসভায় নেই আর। পুর নিগমের ফলাফল থেকে কী আঁচ করলেন। সংঘী নেতার জবাব, নেই তো কী করে কলকাতায় দ্বিতীয় হয়ে আমাদের তিন নম্বরে ঠেলে দিল। ভবিষ্যতের ছবিটা বিজেপির জন্য ভালো না।

]]>
কে মেয়র, মমতার রহস্যের আড়ালে ববির মুচকি হাসি https://ekolkata24.com/uncategorized/who-is-the-mayor-bobby-smiles-behind-mamatas-secret Tue, 21 Dec 2021 10:11:48 +0000 https://ekolkata24.com/?p=15701 News Desk, Kolkata: মঙ্গলবার কলকাতা পুরসভায় সবুজের ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই নতুন মেয়র কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার অসমের কামাখ্যা মন্দিরে দর্শনে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২ টোয় মহারাষ্ট্র ভবনে সকল জয়ী প্রার্থীদের উপস্থিতিতে নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে এবং আলোচনার মাধ্যমে এবং সকলের মত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পুরভোটে জয়লাভ করেছেন। ফলে আগামী মেয়র হিসেবে তাঁর নামই অগ্রাধিকার পেয়েছে। যদিও ফিরহাদ হাকিম নিজেকে দলের ‘অনুগত সৈনিক’ হিসেবে সম্বোধন করেছেন। তাঁর কথায়, দলের হয়ে যেকোনো কাজই নিষ্ঠার সাথে করতে রাজি তিনি। নতুন মেয়রের পদের জন্য উঠে এসেছে ৪৪ নং ওয়ার্ডের জয়ী প্রার্থী মালা রায়ের নামও। তবে জল্পনার অবসান ঘটিয়ে নতুন মেয়রের নাম জানতে এখনও আরও একটি দিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

]]>
Kolkata: শীতের দুপুরে হাই তুলতে গিয়ে হেঁচকি খেলেন বাম নেতারা, বলি হচ্ছে কী! https://ekolkata24.com/uncategorized/kolkata-kmc-election-main-opposition-bjp-facing-masive-defet-left-uprising Tue, 21 Dec 2021 09:05:55 +0000 https://ekolkata24.com/?p=15684 News Desk, Kolkata: ভাবা যাচ্ছে না, বুঝলেন! এটা কি স্বপ্ন নাকি! পূর্ব বর্ধমান থেকে বাঁঁকুড়়া, বীরভূমের রাঙা মাটি ছুঁয়ে মোবাইল তরঙ্গে সুদূর দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায় বাম নেতাদের যাদের সঙ্গেই যোগাযোগ করা হলো, প্রায় সবাই চমকে গেছেন। ততক্ষণে বিশ্লেষণে আরও স্পষ্ট রাজধানীতে বিরোধী হয়েছে ভোটের ভাঁড়ে এতদিন মা ভবানী থাকা সিপিআইএম। রক্তক্ষরণ কিছুটা কম। 

কলকাতা পুরনিগমের ভোট ফলাফলে রাজ্যের বিরোধী দল হিসেবে লজ্জা পেল বিজেপি। ভোট প্রাপ্তি ও শতাংশের হারে তারা নেমেছে তিন নম্বরে। চমকে দেওয়া ফলাফল বামফ্রন্ট ও কংগ্রেস দুই শিবিরের। পুরনিগমের সবকটি বরো-তে বিজেপি বিরাট ধাক্কা খেল। ১৪টি বরোতে বামফ্রন্ট দ্বিতীয়। শাসক তৃণমূল কংগ্রেস প্রথম।

লোকসভা,বিধানসভা, ও বিধানসভা উপনির্বাচনে শূন্য হয়ে যে ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল রাজ্যের একদা সাড়ে তিন দশকের শাসক দল সিপিআইএম, পুর নিগমের ভোটে তাদের উত্থান।

বেলা গড়াতেই ভোট পরিসংখ্যানে বামেদের উত্থান ধরা পড়তে থাকে। হিসেব বলছে কলকাতা পুর নিগমে সিপিআইএমের ভোট বেড়েছে প্রায় ৯ শতাংশ। প্রধান বিজেপির ভোট কমেছে ২৩ শতাংশের মতো। শুধু তাই নয়, বরোগুলিতে বামেরা দ্বিতীয়। (বেলা ১.৪৫ পর্যন্ত)

পরিস্থিতি এমন দেখে সিপিআইএমের রাজ্য দফতরে যেন ঝটকা লেগেছে। ২০১১ সালের পর থেকে শীতঘুমে চলে যাওয়া বাম নেতৃত্বের অভ্যাস মতো দুপুরের হাই তোলা বন্ধ। আধখানা হাই তুলেই যেন হেঁচকি উঠে আসছে। বলি হচ্ছে টা কী?এও কি সম্ভব নাকি। আড়মোড়া ভাঙা বাম নেতারা যেন খোলস ত্যাগ করতে চাইছেন।

এর পর কী হবে?
চটকা ভাঙা সিপিআইএম নেতাদের বেশিরভাগই বললেন শিলিগুড়িতে মমতা না ধাক্কা খান।

]]>
KMC: পুরভোটে লড়ছেন ‘কমরেডরা’, ক্ষীণ দৃষ্টি, শ্বাসকষ্ট নিয়ে শুনলেন ‘হাল ছাড়া’ বুদ্ধবাবু https://ekolkata24.com/uncategorized/buddhadeb_bhattacharya_-kmc_election_cpim Sun, 19 Dec 2021 12:04:31 +0000 https://ekolkata24.com/?p=15449 News Desk: পারেননি ময়দান আগলে রাখতে। ২০১১ সালের পর সেই যে পরাজয়ের গ্লানি নিয়ে ঘরে চলে গিয়েছেন আর ময়দানে নেই। সিপিআইএম শূন্য হয়েছে। জমানত বাঁচাতে পারেনা এমন অবস্থা। নোটা ভোটের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এসবই শুনে নীরব থেকে নীরবতর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বি়ধানসভার পর পুরভোটেও তিনি ভোট দিতে পারলেন না বুদ্ধদেববাবু। তাঁর এখন চোখের অবস্থাও একেবারেই ভালো নয়। দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে,শয্যাশায়ী। এমনই জানিয়েছেন স্ত্রী মীরা ভট্টাচার্য।

বুদ্ধবাবু ক্রমে দৃষ্টিশক্তি হারাচ্ছেন। তিনি শয্যাশায়ী। এই দুটি তথ্য পুরভোটের ব্যাপক হাঙ্গামার মাঝে রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়ে গেল।

সকাল থেকে বুথ দখল, ছাপ্পা ও সংঘর্ষ বোমাবাজির মাঝে নজর ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের দিকে। পরে মীরা দেবী জানান, চিকিৎসকদের নির্দেশ মেনেই বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে বের হওয়া সম্ভব না আর।

২০১১ সালে বুদ্ধবাবুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার বিধানসভায় লড়ে হেরে যায়। তিনি নিজেও পরাজিত হন। এরপর রাজনৈতিক মঞ্চে অল্প অল্প করে উপস্থিতি কমাতে থাকেন বুদ্ধবাবু। গত কয়েকবছর একদমই সংশ্রব ত্যাগ করেছেন। অসুস্থতার কারণে গৃহবন্দি। কে বলবে, তাঁর আমলেই সিপিআইএম সর্বোচ্চ পর্যায়ে ছিল।

বাম মহলেই অভিযোগ আছে, পরাজয় মানতে না পারার যন্ত্রণা বুদ্ধবাবুকে একলা করে দিচ্ছিল। তিনি আসলে শক্ত ধাঁচের নেতা নন তাই সরে গিয়েছেন। তুলনায় উঠে আসে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথা। সেখানেও টানা ২৫ বছর বামফ্রন্ট সরকারের পতন হয়। তবে মানিকবাবু রাস্তায় আছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের যুক্তি, বুদ্ধবাবু পরাজয় মেনে নিয়ে ফের হাল ধরলে তাঁর দল রাজ্যে শূন্য হত না, বরং সরকারের ঘাড়ে নিশ্বাস ফেলত।

রাজ্যের বাম নেতাদের অনেকের অভিযোগ, পরাজয়ের পর হাল ছেড়ে দেওয়া মানসিকতা বুদ্ধবাবুর এতটাই প্রকট যে দলের উপর ধাক্কা ভয়াবহ। তবে নতুন প্রজন্মের ‘কমরেড’রা লড়ছেন। সেই খবর পান বুদ্ধবাবু।

]]>
KMC Election: পুরভোট লুঠ রুখতে শূন্য বামেদের বিক্ষোভেই ভরসা বিরোধী দল বিজেপির https://ekolkata24.com/uncategorized/kmc-election-main-opposition-bjp-facing-masive-organizational Sun, 19 Dec 2021 08:48:48 +0000 https://ekolkata24.com/?p=15432 News Desk: পুরভোটেই কি হাল ছাড়ল বিরোধী দল? রাজনৈতিক মহলে বড় হয়েছে এই প্রশ্ন। নির্বাচনের (KMC Election) সকাল থেকে স্পষ্ট ১৪১টি ওয়ার্ডের বহু বুথে এজেন্টই দিতে পারেনি বিজেপি। তারাই রাজ্য প্রধান বিরোধী দল। সত্তরের বেশি বিধায়ক। দলের মধ্যেই গুঞ্জন সংগঠন ভেঙ্গে পড়ছে তা স্পষ্ট।

বিজেপির অন্দরমহলের হিসেব দরকার ছিল কমপক্ষে ৯ হাজার কর্মী। মেলেনি কিছুই। পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে মোট বুথের সংখ্যা ৪ হাজার ৯৫৯টি। ১ জন এজেন্ট ও রিলিভার মিলিয়ে মোট ৯ হাজার ৯১৮ জন বুথ কর্মী প্রয়োজন বিজেপির। তার অর্ধেক বুথ এজেন্ট জোগাড় করতে পারেনি বিরোধী দল।

অপর দিকে বিধানসভায় শূন্য হওয়া সিপিআইএমের এজেন্ট দেয় বেশিরভাগ বুথে। কংগ্রেসেরও এজেন্ট বিজেপির তুলনায় ভালো।

তাৎপর্যপূর্ণ, পুরনিগম ভোটে আক্রান্ত হওয়ার পর বিজেপি বিক্ষোভ দেখাতে গিয়েও নিজের শক্তি পাচ্ছে না বলে দলেরই মধ্যে প্রশ্ন। এমনকি দেখা যাচ্ছে বামফ্রন্ট ও কংগ্রেসের বিক্ষোভে জমি খুঁজে নিতে।

বিজেপির তরফে বারবার ভোট লুঠ, প্রার্থীর উপর হামলার অভিযোগ করা হয়েছে। কিন্তু নেতৃত্বের দেখা নেই বলে কর্মীদের অভিযোগ। সূত্রের খবর, পুরভোটের পর আরও ধসের কবলে পড়ছে বিজেপি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গরম ভাষণ ছিল ফাঁকা বুলি, এমনই অ়ভিযোগ করছেন দলীয় কর্মীরা। তবে বিজেপির দাবি, নেতৃত্ব বিক্ষোভে আছেন।

]]>
KMC Election: বোমাবাজি, হামলায় কল্লোলিত কলকাতা! অভিযুক্ত TMC https://ekolkata24.com/uncategorized/kmc-election-political-agitation Sun, 19 Dec 2021 07:50:15 +0000 https://ekolkata24.com/?p=15422 News Desk: পুরভোটে বোমা হামলা। বেলা গড়াতেই শাসক টিএমসির বিরুদ্ধে একের পর এক ওয়ার্ড থেকে বুথ দখলের অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি। বোমাবাজি, হামলায় কলকাতা কল্লোলিত!

শিয়ালদায় টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনা তীব্র আকার নেয়। অভিযুক্ত টিএমসি। বাঘাযতীনে পথ অবরোধ বামেদের। খান্নায় হাইস্কুলে বোমাবাজি। রাস্তা অবরোধ বামেদের। শিয়ালদহে ভোটার আক্রান্ত।
বোমা হামলায় জখম ব্যক্তি।

বেব্রোর্ন রোডে আক্রান্ত কংগ্রেস এজেন্ট। মারধর। বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ।

KMC election meena devi

সিপিআইএম প্রার্থীর পরিবারের লোককে ভয় দেখিয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা জড়ালেন সিপিআইএম প্রার্থীর।

প্রধান বিরোধী দলের সাংগঠনিক দূর্বলতা:
ভোট শুরু হতেই দেখা যায় একাধিক ওয়ার্ডে বিজেপি এজেন্ট দিতে পারেনি। প্রবল সাংগঠনিক দূর্বলতার প্রকাশ বিরোধী দলের। তবে বিজেপির দাবি, টিএমসি হুমকি দিচ্ছে। আক্রান্ত হন প্রাক্তন ডেপুটি কমিশনার ও বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিত।

(KMC Election police

সিপিআইএমের প্রতিবাদ:
পুরনিগম ভোটে বাম প্রার্থীর এজেন্ট ও তাঁর মা কে খুনের হুমকি দেওয়ায় অভিযুক্ত টিএমসি। ঘটনাস্থল মহানগরের কসবা বোসপুকুর এলাকা। এখানকার ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএআইএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উছেছে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ওই বাম এজেন্টের মা। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, বাড়িতে ঢুকে কয়েকজন হুমকি দেয়। ছেলেকে বুথ থেকে নিয়ে আয়, তা না হলে চিহ্ন পাবি না। এই শাশানির পরে ওই বাম এজেন্টের মা আতঙ্কে ফোন করেন দলীয় কর্মীদের। কর্মীরা আশ্বস্ত করেন তাঁর ছেলে নিরাপদ। আক্রান্ত মহিলার দাবি শাশানি দিয়েছে বহিরাগত টিএমসির সমর্থকরা।

আগরতলার বদলা?
কলকাতা পুরনিগমের বিক্ষিপ্ত হামলায় অভিযুক্ত শাসক টিএমসি। সদ্য হয়ে যাওয়া ত্রিপুরার পুর নির্বাচনের সে রাজ্যে অভিযুক্ত বিজেপির সঙ্গে এর মিল পাচ্ছেন বিশ্লেষকরা।

<

p style=”text-align: justify;”>ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভার নির্বাচন। শান্তিপূর্ণভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে প্রশাসন। সেই চ্যালেঞ্জ সকালেই মুখ থুবড়ে পড়েছে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট চলছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে বিক্ষিপ্ত হামলা ও অশান্তির ঘটনার খবর।

]]>
KMC Election: আগরতলার বদলা! বোমাবাজি, বুথ দখলে অভিযুক্ত তৃণমূল https://ekolkata24.com/uncategorized/kmc-electtion-politics-clash Sun, 19 Dec 2021 04:58:15 +0000 https://ekolkata24.com/?p=15392 ছবির ক্যাপশন: সিপিআইএম প্রার্থীর পরিবারের লোককে ভয় দেখিয়ে ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা জড়ালেন সিপিআইএম প্রার্থীর।

News Desk: আগরতলার ছবি কি কলকাতা পুরনিগমে (KMC Election) উঠে এলো? বেলা গড়াতেই এই প্রশ্ন। সকাল থেকে কলকাতা পুরনিগমের ভোটে অশান্তি ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ওয়ার্ডে ওয়ার্ডে আক্রান্ত বিরোধীরা। শাসক তৃণমূল কংগ্রেসের দাবি সব অভিযোগ ভুয়ো।

ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভার নির্বাচন। শান্তিপূর্ণভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে প্রশাসন। সেই চ্যালেঞ্জ সকালেই মুখ থুবড়ে পড়েছে।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট চলছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে বিক্ষিপ্ত হামলা ও অশান্তির ঘটনার খবর। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের দাবি, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিসের সাড়ে ২৩ হাজার অফিসার ও কর্মী।

একের পর এক ওয়ার্ডে হামলার ঘটনা প্রমাণ করছে প্রশাসন নিষ্ক্রিয়। পোস্তা এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ এসেছে। তিনি প্রাক্তন ডেপুটি মেয়র। একাধিক ওয়ার্ডে বিজেপি সাংগঠনিক দূর্বলতায় কোনও এজেন্ট দিতে পারেনি। বিরোধী দলের ক্ষেত্রে এটি লজ্জাজনক বলে কটাক্ষ শাসক তৃণমূল কংগ্রেসের।

<

p style=”text-align: justify;”>বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্টের এজেন্টরা আক্রান্ত। বামেদের পক্ষে প্রশাসনকে শাসকের পক্ষ নেওয়ার অভিযোগ করা হয়েছে।

]]>
KMC Election: বিক্ষিপ্ত অশান্তি নিয়ে শুরু হল কলকাতা পুরভোট https://ekolkata24.com/uncategorized/kmc-election-is-has-started Sun, 19 Dec 2021 04:41:24 +0000 https://ekolkata24.com/?p=15387 নিউজ ডেস্ক, কলকাতা : আজ কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে ভোট (KMC Elections 2021)। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। ফলে শহরের বুকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটাই বড়ো চ্যালেঞ্জ কমিশনের কাছে। পাশাপাশি কলকাতা পুলিশেরও (Kolkata Police) বড়ো ভূমিকা রয়েছে। যদিও পুলিশের তরফে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে।

সর্বত্র পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। শুধু কলকাতার রাস্তায় নয়, জলপথেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য ডিজিপি(DGP) ও সিপিকে(CP) নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে অবাধ ভোট হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বিরোধীদের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের উপরই আস্থ রেখেছে কলকাতা হাইকোর্ট।

রবিবার ২৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে গোটা শহরজুড়ে। ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী কাজ করছেন। জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের ময়দানে নামানো হয়েছে। প্রায় এমন ১০ জন পুলিশ আধিকারিক ভোট কলকাতায় রাজপথে রয়েছেন। এছাড়াও ডেপুটি কমিশনার রয়েছেন ২৬ জন। ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাজ করছেন। এছাড়াও শহরের একাধিক জায়গাতে ২০০টি পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহরে ঢোকা এবং বের হওয়ার প্রত্যেকটি জায়গাতে পুলিশ পিকেট রয়েছে। জলপথেও রিভার পেট্রোলিং চলছে ৬ জায়গায়। আরএফএস(RFS) ও আরটি(RT) মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকছে ৭২টি, এইচআরএফএস(HRFS) থাকবে ৩৫টি। ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে। চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম-২২৯০ ০০৪০/৪১।

এদিকে অবাধ ভোট করাতে তৈরি কলকাতা পুলিশ। পুরভোটের জন্য বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজপথে নামেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। রাতেই কলকাতার সবকটি ডিসি অফিসে পৌঁছে যান। খতিয়ে দেখেন অবস্থা। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী এই ভোটও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। আমরা নির্বাচনের জন্য তৈরি। এর আগে অনেকগুলি নির্বাচনে কাজ করেছি আমরা। সব মিলিয়ে কলকাতা ভালো ভোট হওয়ার আশ্বাস দেন কলকাতা পুলিশ কমিশনার।’

যদিও রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গাতে অশান্তির খবর সামনে আসছে। কোথাও ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ আবার কোথাও বুথ দখলের অভিযোগ। একের পর এক বিরোধীদের অভিযোগ সামনে আসছে।

]]>
KMC Election: দুর্নীতির হিমালয় প্রমাণ অভিযোগ নিয়েও TMC ‘নিশ্চিন্ত’, বিরোধীরা ওয়ার্ড খুঁজছে https://ekolkata24.com/uncategorized/tmc-confident-to-win-kmc-election Sat, 18 Dec 2021 06:43:39 +0000 https://ekolkata24.com/?p=15304 News Desk: বিরোধী দল বিজেপি কি জমি ছেড়ে দিচ্ছে ? দলীয় নেতাদের ভোটে গা ছাড়া মনোভাব নিয়ে তেমননই প্রশ্ন সমর্থকদের মধ্যে। ‘ধসাতঙ্কে’ ভূগছে বিজেপি। তবে বিরোধী দলনেতা হুঙ্কার ছেড়েছেন। কলকাতা পুরনিগম (KMC Election) ভোটে দল জয়ী হলে বিপুল কর ছাড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষ বামফ্রন্ট মিছিলে আছে। তবে ভোটে নেই তা বিগত নির্বাচনগুলিতেই স্পষ্ট।

শাসক তৃণমূল কংগ্রেস ‘নিশ্চিন্ত’। বিধানসভা নির্বাচন থেকে পরপর জয়। উপনির্বাচনে জয়ের ধারা অটুট। সর্বপোরি, বিরোধী দল বিজেপি থেকে ফের তৃণমূলে প্রত্যাবর্তনের ধারা বইছে। টিএমসির বিরুদ্ধে আছে হিমালয় প্রমাণ দুর্নীতির অভিযোগ। চাপে নেই মমতা শিবির। ছোট লালবাড়ির ‘ভোট করাতে’ ওয়ার্ডস্তরে দলনেত্রীর বিশেষ নির্দেশ পৌঁছে গেছে।

কলকাতা পুরনিগমের (KMC) আদুরে নাম. ‘ছোট লালবাড়ি’। পূর্বতন রাজ্য প্রশাসনিক কেন্দ্র মহাকরণের ডাক নাম ‘বড় লালবাড়ি’। এই নামের সঙ্গে তাল মিলিয়ে কে যে পুরনিগম (পুরসভা) ‘ছোট লালবাড়ি’ রেখেছিল তার খোঁজ পাওয়া জল জমা সমস্যা সমাধানের থেকেও কঠিন।

রবিবার ভোট। ‘একুশের ভোট’ নামে ২০২১ সালের বহু আলোচিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বছরটির সর্বশেষ ভোট যুদ্ধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনিগমের বিদায়ী মেয়র তথা প্রশাসক ফিরহাদ হাকিম ফের মেয়র?

বিধানসভায় শূন্য হয়ে গেলেও বামফ্রন্টোর কটাক্ষ, নারদা মামলার সেই বিতর্কিত ফুটেজে অভিযুক্ত টিএমসির ফিরহাদ হাকিম ছাড়া মমতার গতি নেই। ঠিক যেমন নারদা ঘুষ কাণ্ডের অভিযুক্ত তৎকালীন মমতা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী বিজেপি হয়ে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা।

প্রদেশ কংগ্রেসের অভিযোগ। টিএমসি বিজেপি সেটিং স্পষ্ট। তবে ভোট লড়াই হবে। কংগ্রেস ভাঙানোর খেলায় মমতা নিজের বিপদ ডেকে আনছেন বলেও সতর্কতা দিতে শুরু করেছেন দলটির সর্বভারতীয় নেতারা।

মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বিরোধী মুখ হওয়ার তীব্র প্রচারের জন্য গোয়া, মহারাষ্ট্রে দৌড়েছেন। ব্যর্থতা এসেছে। উত্তর প্রদেশেও যেতে মরিয়া চেষ্টা করছেন। ডাক পাচ্ছেন না। আবার মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়ে প্রধান বিরোধী দলের মর্যাদায় টিএমসিকে তুলেছেন। ত্রিপুরার পুর ভোটে শূন্য থেকে ১৬ শতাংশে পৌঁছে গেছেন।

সফলতা ব্যর্থতার মিশেলে টানা তিনবার রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন। ছোট লালবাড়ি দখল না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। মমতা খুব ভালো করে জানেন সেটা।

]]>
KMC Election: কলকাতায় বিপুল কর ছাড় প্রতিশ্রুতি দিচ্ছে BJP https://ekolkata24.com/uncategorized/kmc-election-tax-free-issue-suvendhu-adhikari Fri, 17 Dec 2021 08:07:53 +0000 https://ekolkata24.com/?p=15219 News Desk: কলকাতা পুর নিগমের (KMC election)  ভোটে রাজ্যের বিরোধী দল বিজেপির প্রতিশ্রুতি কর ছাড়। আয় অনুসারে একাধিক শ্রেণিতে মহানগরে বসবাসকারী বাড়ির মালিকদের প্রতি বিজেপির বার্তা দল পুর নিগমে ক্ষমতায় এলে কর ছাড়ের ক্ষেত্রে আসবে বিপুল পরিবর্তন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি কলকাতা পুরসভা নির্বাচনে জিতে পুর বোর্ড গঠন করলে বাড়ির মালিকদের স্ক্যোয়ার ফিট অনুযায়ী কর দিতে হবে না।

শুভেন্দু অধিকারী বলছেন,শহরে যেসব মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাড়ির মালিক রয়েছেন তাদের উপর স্ক্যোয়ার ফিট অনুযায়ী বাড়ির কর চাপানো হবে না। কর বকেয়া থাকলেও কোন বাড়ি নিলাম করা হবে না।

তিনি বলেন, পুরনো বাড়ির মালিকদের উপর অত্যধিক করের বোঝার বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং কোনও বাড়তি করের বোঝা চাপানো হবে না।

বিরোধী দলের নেতা বলেন, যাদের বাড়িতে কোন ভাড়াটে নেই বা ব্যবসায়িক কাজে বাড়ি ব্যবহার হচ্ছে না সেইসব মালিকদের বর্তমানের তুলনায় অনেক কম কর দিতে হবে। একইসঙ্গে তিনি বস্তিবাসীদের জন্য কর ছাড়ের ঘোষণাও করেন।

]]>