Kohli – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sat, 25 Dec 2021 17:55:55 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Kohli – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 রুপোলি পর্দায় ’83’ বিশ্বকাপ জয় দেখে অভিভূত ক্যাপ্টেন কোহলি https://ekolkata24.com/entertainment/captain-kohli-is-overwhelmed-by-the-movie-83 Sat, 25 Dec 2021 17:55:55 +0000 https://ekolkata24.com/?p=16226 Spots desk: ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের বিজয়গাথা নিয়ে নির্মিত চলচ্চিত্র ’83’ (৮৩ মুভি) শুক্রবার মুক্তি পেয়েছে। কপিল দেবের ভূমিকায় রয়েছেন অভিনেতা রণবীর সিং। 83 ফিল্মটি দেখার পরে বিরাট কোহলি টুইট করে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেন, “ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্তটিকে এর চেয়ে ভালভাবে পুনরুদ্ধার করতে পারত না, একটি চমৎকার ভাবে তৈরি করা চলচ্চিত্র যা আপনাকে ১৯৭৩ বিশ্বকাপের ঘটনা এবং আবেগের মধ্যে নিমজ্জিত করে, পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স…”

বিরাটও তার টুইটে রণবীর সিং’র প্রশংসা করেছেন এবং একটি দুর্দান্ত ছবি তৈরি করার জন্য পরিচালক কবির খানকে অভিনন্দনও জানিয়েছেন।

প্রসঙ্গত, বিরাট এন্ড হিজ কোম্পানি বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২৬ ডিসেম্বর(বক্সিং ডে টেস্ট)। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় ৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে সিরিজ খেলবে।

কবির খান পরিচালিত ’83’ মুভিতে জিম্বাবোয়েরর বিপক্ষে ম্যাচে কপিল দেবের ওই ঐতিহাসিক ইনিংসটিও দেখা যাবে, যার কোনও ভিডিও রেকর্ডিং নেই। আসলে যেদিন ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল সেদিন বিবিসির কর্মীরা ধর্মঘটে ছিলেন। এমন পরিস্থিতিতে ওই ম্যাচের রেকর্ডিং করা যায়নি। এমন পরিস্থিতিতে এখন রণবীর সিং’র ’83’ মুভিতে ওই ঐতিহাসিক ম্যাচের এক ঝলক দেখা যাবে, যা নিয়ে অনেক কথা হচ্ছে। ফাইনালে ভারত দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল।

১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে, ভারত দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে পরাজিত করেছিল। ভারতের ওই ঐতিহাসিক জয় শুধু বিশ্ব ক্রিকেটে ভারতকে স্বীকৃতি দেয়নি, সেই জয়ের পর ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হয়েছিল। ভারতীয় দল ১৯৮৩ সালে আন্ডারডগ হিসেবে ইংল্যান্ডে গিয়েছিল। এরপর কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

]]>
Rahul Dravid: ক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ ‘দ্য ওয়াল’ https://ekolkata24.com/sports-news/rahul-dravid-praised-captain-kohli Sat, 25 Dec 2021 17:47:12 +0000 https://ekolkata24.com/?p=16221 Sports desk: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ২৬ ডিসেম্বর (বক্সিং ডে টেস্ট) খেলা হবে। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ শুরুর আগে অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid )। দুর্দান্ত খেলোয়াড়ের তালিকায় কোহলিকে রেখেছেন দ্রাবিড়।

বিসিসিআই’র শেয়ার করা টুইট ভিডিওতে হেডকোচ দ্রাবিড় ক্যাপ্টেন কোহলির প্রশংসা করতে গিয়ে বলেন, কোহলি গত ১০ বছরে ভারতীয় দলের হয়ে যে পারফরম্যান্স করেছেন তা বিস্ময়কর। কোহলি শুধুমাত্র দলকে শক্তি যোগাননি বরং দলে সূক্ষ্ম সংস্কৃতিও এনেছেন, যা দলের পুরো পরিবেশ বদলে দিয়েছে। খেলোয়াড় হিসেবে সে অনেক পরিণত হয়েছে। দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। দ্রাবিড় কোহলির প্রশংসায় বলেন, যখন তার (বিরাট কোহলি) অভিষেক হয়েছিল, আমি দলের সঙ্গে ছিলাম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলা প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, এই দলটি খুব ভালো। দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং।

নিজের ক্রিকেট কেরিয়ার ফ্ল্যাশব্যাক করে দ্রাবিড় বলেন, এই দলের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরিও করেছি। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ২০০৩ বিশ্বকাপের স্মৃতি এখানে জড়িয়ে আছে। ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা, এখানে এটি ঘটেছে। আশা করি এই সিরিজে আমরা ভালো করব।

বোর্ডের ওই টুইট ভিডিওতে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, দলের অনেক খেলোয়াড়ের সাথে আমার পুরানো সম্পর্ক রয়েছে, তাই খেলোয়াড়দের সাথে দেখা করতে এবং মিশতে বেশি সময় লাগেনি। খেলোয়াড়রা আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে, আমাদের এখনও অনেক টুর্নামেন্ট খেলতে হবে এবং আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত।

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে টিম কম্বিনেশন নিয়ে ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেন, প্লেয়িং ইলেভেনের ব্যাপারে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তবে সেটা ম্যাচ অনুযায়ী করতে হবে। যা প্রতিটি খেলোয়াড় বোঝেভেজা পিচে দুরন্ত ঘূর্ণির সঙ্গে পিচে ঘাস থাকায় বাড়তি বাউন্স! এমনই পিচের চরিত্র সুপারস্পোর্টস পার্কের। টগবগ করে ফুটছে টিম ইন্ডিয়া, প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে। হেডকোচ রাহুল দ্রাবিড় “মন্ত্রে” প্রোটিয়ার্স বধের ছক কষা চলছে, প্রোটিয়ার্সদের বধ করার ওই গুরুমন্ত্র হল “মানের অনুশীলন এবং ভাল তীব্রতা”।

]]>
Captain Kohli: বিরাট কোহলির ব্যবহার ভক্তদের মন জয় করে নিল https://ekolkata24.com/sports-news/captain-kohlis-use-won-the-hearts-of-the-fans Tue, 07 Dec 2021 15:59:12 +0000 https://ekolkata24.com/?p=14002 Sports desk: ভারত অধিনায়ক বিরাট কোহলি (Captain Kohli) নিজের ব্যবহার দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছে। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিও’তে দেখা গিয়েছে ভিনেস প্রভু নামে এক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাপ্টেন কোহলি।

মুম্বই টেস্ট ম্যাচ চলাকালীন বিরাট কোহলি তার হোটেল রুম ছেড়ে টিম বাসের দিকে যাচ্ছিলেন, ওই সময় এক ব্যক্তি তার হাতে একটি পোস্টার ধরছিলেন। হোটেলের সিঁড়ি দিয়ে কোহলি নামতে শুরু করলেই ওই ব্যক্তি কোহলির দিকে তাকিয়ে বলেন, কোহলি ভাই আমার জন্মদিন। এই কথার প্রতিক্রিয়াতে বিরাট কোহলির বড় হৃদয়ের পরিচয় প্রকাশ্যে আসে টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে। বিরাট নিজের প্রতিক্রিয়াতে, ওই ব্যক্তিকে ‘জন্মদিনের শুভেচ্ছা’ জানান। 

প্রসঙ্গত, কোহলি ২০১৯ সাল থেকে টেস্টে সেঞ্চুরি করতে পারেননি, যার কারণে ভক্তদের মন খারাপ। তবে বিরাট ভক্তরা আশা করছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির খরার অবসান ঘটাবেন কোহলি। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।

]]>
পাকিস্তান ম্যাচের আগে ‘বিরাট’ চাল ক্যাপ্টেন কোহলির https://ekolkata24.com/sports-news/captain-kohlis-big-move-before-the-pakistan-match Sat, 23 Oct 2021 16:02:06 +0000 https://www.ekolkata24.com/?p=8887 স্পোর্টস ডেস্ক: রবিবার টি-২০ বিশ্বকাপের সুপার ১২ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ভারতীয় দল মনস্থির করেছে যে হার্দিক পান্ডিয়া যদি বোলিংয়ে অবদান রাখতে না পারেন, তাহলে তাকে ‘ফিনিশার’ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হবে। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলিকে বোলিং করতে দেখা গিয়েছিল।

শনিবার প্রেস কনফারেন্সে হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে আমাদের দলের কাছে অনেক বিকল্প রয়েছে এবং হার্দিক পান্ডিয়া বোলিং

শুরু না করা পর্যন্ত আমরা এই পরিস্থিতি থেকে সুবিধাজনক ফায়দা তুলে, বিকল্প ব্যবস্থা করতে পারি। হার্দিক পান্ডিয়া ৬ নম্বরে থাকা দলের প্রধান ব্যাটসম্যান এবং তার ব্যাটিং থেকে দল যে উৎসাহ পায় তা এখনই সহজে পাওয়া যাবে না।তিনি অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত খেলেছেন এবং তাই আমি তাকে সমর্থন করেছি। হার্দিক খুব অনুপ্রাণিত এবং দলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ১-২ ওভার বল করতে আগ্রহী।’

হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের জন্য অলরাউন্ডার হিসাবে নির্বাচিত হয়েছিল। তবে তিনি গত কয়েক বছর ধরে চোটের কারণে বোলিং করেননি। সম্প্রতি আইপিএল ২০২১ তিনি কিছু ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন, তারপরে কোনও ম্যাচে বল করেননি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও তাকে বোলিং করতে দেখা যায়নি।

]]>
Captain Kohli: নেটিজেনদের তোপের মুখে ক্যাপ্টেন কোহলি https://ekolkata24.com/sports-news/captain-kohli-in-the-face-of-criticism-from-netizens Mon, 18 Oct 2021 11:00:37 +0000 https://www.ekolkata24.com/?p=8118 স্পোর্টস ডেস্ক: এটা প্রথমবার নয়, নিশ্চিতভাবে শেষবারের মতোও হবে না যখন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আতসবাজি (পটকা) মুক্ত দীপাবলি উদযাপনের বিষয়ে নিজের করা টুইটের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়েছেন।

ভারত অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে পুরুষদের আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১’র প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সম্প্রতি ক্যাপ্টেন কোহলি টুইটারে নিজের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে, আমি আমার ব্যক্তিগত টিপসগুলির একটি সিরিজ শেয়ার করব প্রিয়জন এবং পরিবারের সঙ্গে একটি অর্থপূর্ণ দীপাবলি উদযাপনের জন্য। আমার Pinterest প্রোফাইল ‘viratkohli’ অনুসরণ করে আমাদের সাথে থাকুন”।

কোহলির টুইট করা ওই ভিডিওতে কোভিড -১৯ এবং গত বছরগুলি কীভাবে মানুষের জন্য কঠিন ছিল সেই সম্পর্কে কথা বলেন। ভিডিওতে মিষ্টির ছবি এবং তার কাজ করার ক্লিপও দেখানো হয়েছে। আর ওই ভিডিও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ভাইরাল হতেই নেটিজেনরা বিশ্বাস করেছিলেন যে তিনি আতসবাজি (পটকা) সম্পর্কে কথা বলছেন এবং সঙ্গে সঙ্গে বিরাট কোহলিকে ট্রোল করা শুরু হয়ে যায়।

টুইটটি ভাইরাল হতেই, নেটিজেনরা #সুনোকোহলি ট্রেন্ড করতে শুরু করে এবং তার মন্তব্যের জন্য তাকে কড়া ভাষায় কটূক্তি সহ রি টুইট শুরু করা শুরু হয়। ভাইরাল এই বার্তাটি সোশাল মিডিয়ায় অনেকেই ভালভাবে মেনে নেয় নি, কারণ অনেকে তাকে ভণ্ড বলে অভিহিত করেছেন এবং কেউ কেউ বলেছেন যে কোহলির পরিবেশ নিয়ে উদ্বেগ ভুল।

আর কোহলির পরিবেশ সংক্রান্ত উদ্বেগ নিয়ে পাল্টা ট্রোল করা হয়েছে। #সুনোকোহলি গাড়ি এবং এসি ব্যবহার বন্ধ করুন এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ট্রোলিং’এ উঠে এসেছে#সুনোকোহলি #বিরাট কোহলি শুধুমাত্র হিন্দু উৎসব দিওয়ালির সময় পরামর্শ দিয়েছে, #দিওয়ালি মানুষের আনন্দের প্রতিক্রিয়া

আবার আরেকজন সস্ত্রীক বিরাট কোহলিকে ট্রোল করে লিখেছে, #সুনোকোহলি #দিওয়ালি লে ইন্ডিয়ানদের কোহলি এবং তার স্ত্রীকে দিওয়ালির পরামর্শ দিতে চান। অনেক সোশাল মিডিয়া ব্যবহারকারী এমনকি খুব আপত্তিকর হ্যাশট্যাগ ট্রেন্ড করেছেন, তখন কেউ কেউ আবার বিরাট কোহলির পাশে এসে দাঁড়িয়েছে।

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার আগে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে, ইংল্যান্ডের বিরুদ্ধে সোমবার ১৮ অক্টোবর। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১’এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ২৪ অক্টোবর মাঠে নামার আগে এই প্রস্তুতি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

]]>