Kolkata Knight Riders – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Fri, 15 Oct 2021 16:31:21 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Kolkata Knight Riders – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 IPL: শততম আইপিএল ম্যাচে নাইটদের বিরুদ্ধে ডুপ্লেসির ধামাকা ইনিংস https://ekolkata24.com/sports-news/du-plessis-smashing-innings-against-kolkata-knight-riders-in-the-100th-ipl-match Fri, 15 Oct 2021 16:31:21 +0000 https://www.ekolkata24.com/?p=7770 স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে’র(আইপিএল) মেগা ফাইনালে,চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসির (du Plessis) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৯ বলে ৮৬ রান, সঙ্গে নিজের শততম আইপিএল ম্যাচে অর্দ্ধ শতরান। ঝড়ো ব্যাটিং দেখা গেল ডুপ্লেসির ব্যাট থেকে। 

১৯.৬ ওভারে ৮৬ রান করে শিবম মাভির বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন ফাফ। ততক্ষণে সিএসকে’র স্কোরবোর্ড ৩ উইকেট খুইয়ে ১৯২ রান জ্বলজ্বল করছে। ২০ ওভারে কেকেআরে’র কাছে টার্গেট এখন ১৯৩ রান,আইপিএল চ্যাম্পিয়ন হতে গেলে।

কেকেআরে’র সবথেকে সফল বোলার সুনীল নারিন। ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছে। সুনীলের শিকার ঋতুরাজ গায়কোয়ার ৩২,রবীন উত্থাপা ৩১ এলবি ডব্লু।

ডুপ্লেসিকে সিএসকে’র গোটা ইনিংসে প্রথমে ঋতুরাজ গায়কোয়ার,উত্থাপা এবং মঈন আলি সার্পোট করে গিয়েছে। মঈন আলি ৩৭ রানে অপরাজিত ছিলেন। সিএসকে’র উইকেটের পতন হলেও ফাফ একটা দিক ধরে খেলেছেন। ৩ টি ছয় এবং ৭ টা বাউন্ডারি ডুপ্লেসির ইনিংস সাজানো।

কেকেআর জবাবে ব্যাট করতে নেমে উইকেট না খুইয়ে ৫ রান করেছে। নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান টসে জিতে ফ্লিডিং’র সিদ্ধান্ত নেয়। সিএসকে’র রান রেট গোড়া থেকেই ৮ রানের ওপরে ছিল। বড় টার্গেট এখন নাইট বাহিনীর কাছে। কোভিড কালে আইপিএল চ্যাম্পিয়ন কে হতে চলেছে নজর সকলের।

]]>
মুম্বইয়ের বিরুদ্ধে জিতেও স্বস্তিতে নেই কেকেআর, গুণতে হবে জরিমানা https://ekolkata24.com/sports-news/kkr-is-not-at-ease-even-after-winning-against-mumbai Fri, 24 Sep 2021 11:40:01 +0000 https://www.ekolkata24.com/?p=5460 স্পোর্টস ডেস্ক: করোনা আবহে আইপিএলের দ্বিতীয় পর্বে বৃ্হস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। দুরন্ত এমন জয়ের দিনেও হতাশ হওয়ার খবর এসেছে নাইট শিবিরের কাছে।স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানকে।

আরও পড়ুন IPL: আরসিবি ছাড়তে পারেন বিরাট, স্টেইনের মন্তব্যে তুঙ্গে কোহলির দলবদলের জল্পনা

আবুধাবিতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ২৪ লাখ টাকা জরিমানা করা হয় কেকেআর অধিনায়ক মর্গ্যানকে। মরশুমের দ্বিতীয় ওভার রেট শাস্তির কারণে তার জরিমানার অঙ্ক এত বড়। তাছাড়া দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ কিংবা ৬ লাখ টাকার মধ্যে অঙ্কে যেটা কম আসে, তা জরিমানা করা হয়েছে।

KKR vs MI Preview, IPL 2021: KKR vs MI head to head stats, pitch report,  playing 11 news | Cricket News - Times of India

রোহিত শর্মার দলকে কলকাতা হারিয়েছে ৭ উইকেটে। মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে কেকেআর। ১৫.১ ওভারে, তিন উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে নেয় নাইটরা। ২৯ বল বাকি থাকতেই ম্যাচ মুম্বই’র হাত থেকে ছিনিয়ে নেয় কেকেআর।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৩৩, কুইন্টন ডি’কক ৫৫ রান করেন। আর নাইট বাহিনীর হয়ে ভেঙ্কটেশ আইয়ার ৫৩, রাহুল ত্রিপাঠী অপরাজিত ৭৪ রান করেন।টসে জিতে কেকেআর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। টানা দুই ম্যাচে জয়ের পর আইপিএলের পয়েন্ট টেবিলে কলকাতা এখন চারে। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।

]]>
IPL: চলতি আইপিএলের আকাশে দেখা যাবে না যে ‘তারা’দের https://ekolkata24.com/sports-news/some-star-player-who-will-not-take-part-in-ipl-this-season Fri, 17 Sep 2021 18:01:06 +0000 https://www.ekolkata24.com/?p=4866 স্পোর্টস ডেস্ক: চলতি বছরে শুরু হলেও করোনা সংক্রমনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। চলতি মাস থেকেই আবার শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১। শুধু তাই নয়, এবার চাইলে স্টেডিয়ামে ঢুকেই খেলা দেখতে পারবেন সাধারণ দর্শকরা।

আরও পড়ুন মাঠে দর্শকপ্রবেশে অনুমতি BCCI-এর, আইপিএলে আবার ফিরছে গ্যালারির চিৎকার

টুর্নামেন্টের আমিরশাহি লেগের ম্যাচগুলিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও তিনবারের আইপিএল খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ এর দ্বিতীয় অধ্যায়। যদিও ভরা এই গ্যালারি মিস করবেন বেশ কিছু তারকাদের। বিভিন্ন কারণে যারা সরে দাঁড়িয়েছেন চলতি আইপিএল থেকে।

IPL 2020 Mumbai Indians (MI) Full Schedule PDF: Mumbai Indians IPL 2020  Full Schedule, Date, Timings, Venue

মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলের দ্বিতীয় লেগে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে কোনো রদবদল হয়নি।

IPL 2021 (second phase): Analysis of Kolkata Knight Riders | NewsBytes

কলকাতা নাইট রাইডার্স: প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত যে তিনি আইপিএলের দ্বিতীয় লেগে অংশ নেবেন না। তাঁর পরিবর্তে কেকেআর দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে।

IPL 2021: Punjab Kings (PBKS) Squad, Schedule, Updated Time And Venue

পঞ্জাব কিংস: রিলি মেরেডিথ ও ডেভিড মালান টুর্নামেন্টে অংশ নেবেন না।

আরও পড়ুন দেশ দখল করেছে তালিবানরা, আইপিএল খেলা নিয়ে সংশয়ে রশিদ-নবিরা

IPL 2021: Rajasthan Royals (RR) Squad, Schedule, Updated Time, And Venue

রাজস্থান রয়্যালস: বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার ও অ্যান্ড্রু টাইকে চলতি আইপিএলে দলে পাবে না রাজস্থান। 

IPL 2021: Chennai Super Kings (CSK) Updated Squad, Schedule, Time And Venue  - CricketAddictor

চেন্নাই সুপার কিংস: আইপিএলের প্রথমার্ধেই অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে আরেক অস্ট্রেলিয়ান তারকা জেসন বেহরেনডর্ফকে দলে নিয়েছিল চেন্নাই। 

IPL 2021: Delhi Capitals (DC) Squad, Schedule, Updated Time And Venue

দিল্লি ক্যাপিটালস: চোটের কারণে আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা পেসার ক্রিস ওকস।

আরও পড়ুন সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ

IPL 2021: Royal Challengers Bangalore (RCB) Squad, Schedule, Updated Time  And Venue

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: চলতি আইপিএলের দ্বিতীয়ভাগে ব্যাঙ্গালোর দলে পাচ্ছে না অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দরকে। 

IPL 2021: Sunrisers Hyderabad (SRH) Updated Squad, Schedule, Time, And Venue

সানরাইজার্স হায়দরাবাদ: ইংল্যান্ড তারকা জনি বেয়ারস্টো শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

প্রসঙ্গত, আইপিএল শুরুর তিন দিন আগে, ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.iplt20.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে। এছাড়াও PlatinumList.net ওয়েবসাইট থেকেও বুক করা যাবে আইপিএল ২০২১-এর টিকিট। অর্থাৎ শুধু আইপিএলই নয়, একই সঙ্গে মাঠে ফিরছে দর্শকও। 

]]>
সর্বকালের সেরা আইপিএল দল বাছলেন শাকিব, সুযোগ পেলেন না KKR-এর কেউ https://ekolkata24.com/sports-news/no-one-from-kkr-in-sakibs-best-ipl-team Wed, 15 Sep 2021 03:05:23 +0000 https://www.ekolkata24.com/?p=4616 স্পোর্টস ডেস্ক: সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয় তাঁকে। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত টানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ২০১২ এবং ২০১৪ সালে কলকাতাকে আইপিএল ট্রফি জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। ২০১৮ সালে চলে যান সানরাইজার্স হায়দরাবাদে। তিনি বাংলাদেশের শাকিব আল হাসান। যিনি আবার ফিরছেন আইপিএলে।

আরও পড়ুন বাংলাদেশে সিরিজ হারল আফগান যুবদল, দেশে ফিরলে তালিবানি শাস্তি?


আরও পড়ুন ক্রিকেট কূটনীতিতে তালিবান 2.0! পরপর টার্গেট ভারত-পাকিস্তান-বাংলাদেশ

কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএলের মরশুম। প্রথম পর্বে কোভিডের জেরে মাঝপথে স্থগিত করে দেওয়া হলেও এ মাস থেকেই ফের শুরু হবে দ্বিতীয় পর্ব। সম্প্রতি শাকিব সর্বকালের সেরা আইপিএল দল বেছে নিয়েছেন। ধোনিকে ক্যাপ্টেন করে তৈরি করা সেই দলে জায়গা হয়নি ক্রিস গেইল এবং এবি ডি’ভিলিয়ার্সের মতো আইপিএল তারকাদের। বিদেশী হিসেবে দলে আছেন ডেভিড ওয়ার্নার এবং বেন স্টোকস, লাসিথ মালিঙ্গা। বাকি সমস্ত খেলোয়াড়রা ভারতীয়। তবে শাকিবের বেছে নেওয়া সর্বকালের সেরা আইপিএল একাদশে স্থান পাননি কলকাতার কেউই। শাকিব নিজেকেও এই দলে রাখেননি।

দলের ওপেনার মুম্বই অধিনায়ক রোহিত শর্মা এবং হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে তিনি রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে। চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি, পঞ্জাব কিংসের কেএল রাহুলকে মিডল অর্ডারে রেখেছেন শাকিব। সাত নম্বরে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। দলের একমাত্র স্পিনার বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিন জন পেসারের মধ্যে তিনি লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে দলে রেখেছেন।

আরও পড়ুন অভাবের সংসারে হাল ধরতে সবজি বিক্রি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

শাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ:

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার এবং অধিনায়ক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।

]]>