Kolkata League – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 14 Oct 2021 18:15:01 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Kolkata League – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kolkata League: কলকাতা লিগের ফাইনাল পিছিয়ে যাওয়ার সম্ভাবনা https://ekolkata24.com/sports-news/kolkata-league-final-is-likely-to-be-postponed Thu, 14 Oct 2021 18:15:01 +0000 https://www.ekolkata24.com/?p=7661 স্পোর্টস ডেস্ক: ১৮ অক্টোবর কলকাতা লিগের (Kolkata League) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এখন শোনা যাচ্ছে, পূর্ব নির্ধারিত ফাইনাল ম্যাচ ১৮ নভেম্বর হতে পারে,যুবভারতী ক্রীড়াঙ্গনে।

যদিও বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা (আইএফএ) নিশ্চিত ভাবে কিছুই জানায়নি।১৫ অক্টোবর দশমী, শুক্রবার। পরের দিন শনিবার। রবিবার ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর, সোমবার। সোমবারের মধ্যে সার্ব্বজনীন দুর্গোপুজোর নিরঞ্জনের শেষ দিন। সূত্রে খবর, নিরঞ্জনের জন্য পর্যাপ্ত পুলিসি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে।

তাছাড়া গোটা অক্টোবর মাস উৎসবের মরসুম। ৪ নভেম্বর, বৃ্হস্পতিবার, কালীপূজো। এছাড়াও ৩০ সেপ্টেম্বর রাজ্যে বিধানসভা উপনির্বাচন রয়েছে। সব মিলিয়ে পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার অভাব দেখা দিতে পারে কলকাতা লিগের ফাইনাল ম্যাচ ঘিরে। তাই ১৮ নভেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ফাইনাল ম্যাচের সম্ভাবনা উকি দিচ্ছে।

মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রেলওয়ে এফসি’র মধ্যে এই ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। কেননা, ১৯৮১ সালে মহামেডান স্পোর্টিং ক্লাব শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ৪০ বছরের লিগ জয়ের খরা অব্যাহত। তাই ব্ল্যাক প্যাহ্নার্সরা সুযোগ হাতছাড়া করতে নারাজ। ১১ বারের লিগ চ্যাম্পিয়ন ১৩০ বছরের মহামেডান স্পোর্টিং ক্লাব, রেলকে লাইনচ্যুত করতে টগবগ করে ফুঁটছে।

অন্যদিকে রেলওয়ে এফসি কলকাতা লিগে বড় দলের লিগ জয়ের মৌরসিপাট্টা ভেঙে দিয়ে ফের একবার ইতিহাস গড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে। রেল সাদা কালো শিবিরকে ফাইনাল ম্যাচে বল পায়ে ছেড়ে কথা বলবে না তা বলাই চলে। এককথায় এই ফাইনাল ম্যাচ দু’দলের কাছে ‘ইজ্জতের লড়াই’ হয়ে দাঁড়িয়েছে। চিরাচরিত মিথ ভেঙে ইতিহাস গড়ার, অন্যদিকে ৪০ বছরের লিগ খেতাবের খরা কাটানো। তাই প্রহর গুনছে কলকাতা লিগের ফাইনাল ম্যাচ ঘিরে বঙ্গবাসী।

]]>
Kolkata League: মার্কোসের গোলে কলকাতা লিগের ফাইনালে মহামেডান https://ekolkata24.com/sports-news/mohammedan-in-the-final-of-kolkata-league Tue, 12 Oct 2021 14:30:47 +0000 https://www.ekolkata24.com/?p=7458 #Kolkata League স্পোর্টস ডেস্ক: কল্যাণী স্টেডিয়ামে ৩৯ মিনিটে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের তন্ময় মণ্ডল বক্সের ভিতরে বল পায়ে থাকা আজহারউদ্দীন মল্লিককে ট্রিপ করে ফেলে দেয়। রেফারি প্রতীক মণ্ডল পেনাল্টির নির্দেশ দেয়। ৪০ মিনিটে ওই পেনাল্টি থেকে মার্কোস জোসেফ গোল করে মহামেডানকে লিড দেয়।

আগামী ১৮ অক্টোবর ফাইনাল, কলকাতা লিগের (Kolkata League)। ইতিমধ্যেই রেলওয়ে এফসি কলকাতা লিগের ফাইনালে চলে গিয়েছে। এবার মহামেডান স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হবে রেলের। লীগের ম্যাচে মহামেডান বনাম ইউনাইটেড ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। তাই সেমিফাইনালে মহামেডানের মহা সপ্তমীতে ইউনাইটেড বধ মধুর প্রতিশোধ বলা যেতেই পারে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব গোলের সমতায় ফিরে আসার সুযোগ পায়। শিলিগুড়ির রোনাল্ডো নামে পরিচিত করণ রাই’র দুরন্ত ব্যাক ভলি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড স্পোর্টস গোলের লকগেট খোলার জন্য ঝাঁপিয়ে পড়ে। তরুণ তুর্কি ব্রিগেড ইউনাইটেডের ফুটবলারেরা মহামেডান ডিপ ডিফেন্সে বল পায়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোল হয়নি। তারক হেমব্রম, তন্ময় মণ্ডল, ডেনিসরা কাজের কাজ করতে পারেনি। ৮২ মিনিটে তন্ময় মণ্ডল জগন্নাথ ওরাও’কে লক্ষ্য করে মহামেডানের ডিপ ডিফেন্সে বল বাড়িয়ে দিলেও সিরিয়ান ডিফেন্ডার সাহিন বল ক্লিয়ার করে দেয়। রেফারির শেষ বাঁশি বাজতেই ইউনাইটেড এসসি’কে ০-১ গোলে হারিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা লিগের ফাইনালে চলে যায়। ফাইনাল ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি।

]]>
কলকাতা লিগে বড় জয় পেল মহামেডান, সেমিফাইনালে মুখোমুখি ইউনাইটেড স্পোর্টসের https://ekolkata24.com/sports-news/mohammedan-won-the-kolkata-league Sat, 09 Oct 2021 16:11:41 +0000 https://www.ekolkata24.com/?p=7013 স্পোর্টস ডেস্ক: কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের সেমিফাইনালে মহামেডান স্পোর্টিং ক্লাব।শনিবার কল্যাণী স্টেডিয়ামে মহামেডান ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেল,ভবানীপুর এফসি’কে হারিয়ে। অধিনায়ক শেখ ফৈয়াজ ২৮ ও ৪৩ মিনিটে, মার্কোস জোসেফ ৪৫,৪৬ মিনিটে গোল করেন ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে।

দ্বিতীয়ার্ধে ব্র‍্যান্ডন ৪৯,নিকোলা ৬৯ এবং জসকরণ ৯০ মিনিটে গোল করে কোচ শঙ্করলাল ভট্টাচার্যের ভবানীপুরের বিরুদ্ধে। আগামী ৯ নভেম্বর সেমিফাইনাল, মহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে। এদিনের ম্যাচে রেফারির ম্যাচ পরিচালনার সহায়তার জন্য ভিডিও রেফারেন্স সিস্টেম প্রয়োগ করা হয়, যা কলকাতা লীগের ইতিহাসে প্রথম। আইএফএ সূত্রে খবর, কলকাতা লীগ ফাইনাল ম্যাচ ১২ নভেম্বর নির্ধারিত হয়েছে। কলকাতা লীগের সেমিফাইনালে উঠতে পেরে স্বভাবতই খুশি মহামেডান সমর্থকেরাও।

]]>