Ladakh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 09 Jan 2022 16:50:18 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Ladakh – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 India-China : চিনকে টেক্কা, পাল্টা ‘গুটি’ সাজাচ্ছে ভারত https://ekolkata24.com/uncategorized/india-china-tension-newly-build-along-ladakh Sun, 09 Jan 2022 16:43:22 +0000 https://ekolkata24.com/?p=18619 চিনকে (India-China) টেক্কা দিতে এবার পাল্টা ‘গুটি’ সাজাচ্ছে ভারত। সাম্প্রতিক সময়ে ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেলে চিন লাদাখ (Ladakh) অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে। সম্প্রতি ড্রাগন সেনারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্যাংগং হ্রদ এর উপর একটি সেতু নির্মাণ করেছে বলে জানা যায়। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফ থেকে সেই কথা স্বীকারও করে নেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরিফম বাগচি বলেন, “প্যাংগং হ্রদে চিনের সেনারা একটি ব্রিজ তৈরি করেছে। এই সেতুটি প্রায় ৬০ বছর ধরে চিনের অবৈধ দখলে থাকা অঞ্চলে নির্মিত হচ্ছে। আপনারা ভালো করেই জানেন যে ভারত কখনও এই ধরনের অবৈধ দখল গ্রহণ করেনি।” তিনি আরও বলেন, ভারতের নিরাপত্তার স্বার্থ যাতে পুরোপুরি সুরক্ষিত থাকে, সে জন্য সরকার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করে চলেছে। “এই প্রচেষ্টার অংশ হিসেবে সরকার গত সাত বছরে সীমান্ত অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং আগের চেয়ে অনেক বেশি রাস্তা ও সেতু তৈরি করেছে।

India-China

উল্লেখ্য, দুই বছর আগে প্যাংগং হ্রদ থেকে স্ট্যান্ড-অফ শুরু হয়। সীমান্তে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা। এরপর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে যখন চিন সেনারা বেশ কয়েকটি পয়েন্টে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) লঙ্ঘন করে এবং ২০২০ সালে গালওয়ান উপত্যকায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষের পরিসমাপ্তি ঘটে। কমান্ডিং অফিসার সহ ২০ জন ভারতীয় সেনা কর্মী শহীদ হন। তবে চিন দেশ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের কতজন সেনা মারা গিয়েছিল সে ব্যাপারে হিসেব দেয়নি।

১৩৫ কিলোমিটার দীর্ঘ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্যাংগং হ্রদ জুড়ে সেতুর উপর স্যাটেলাইট ফুটেজ এবং গ্রাউন্ড রিপোর্ট থেকে জানা যায় যে সেতুটি চিনএর ‘দখল’ এ থাকা এলাকা, যা খুরনাক নামে পরিচিত।

তারা জানায়, হ্রদের উত্তর ও দক্ষিণ তীরপ্রায় সম্পূর্ণ এবং সংযুক্ত হলে চিনের জন্য দূরত্ব ১৫০ কিলোমিটারেরও বেশি কমে যাবে।পাহাড়সহ দক্ষিণ ও উত্তরতীরে আধিপত্য বিস্তারের জন্য ও ভারতকে অস্বস্তিতে ফেলতে সেতুটি নির্মিত হয়েছে। ২০২০ সালে ভারতীয় সেনাবাহিনী গালওয়ান সংঘর্ষের কয়েক সপ্তাহ পরে আধিপত্য বিস্তারকারী উচ্চতা দখল করে।

সূত্র জানায়, সেতুটি এখন রুডোকের মাধ্যমে খুরনাক থেকে দক্ষিণ তীরে ১৫০ কিলোমিটার দূরত্ব হ্রাস করবে। তারা জানায়, সেতুটি খুরনাক থেকে রুডোক পর্যন্ত রুট ১৭০ কিলোমিটারের পরিবর্তে ৪০-৫০ কিলোমিটারে কমিয়ে আনবে।

<

p style=”text-align: justify;”>যদিও ভারতীয় সেনা সূত্রে খবর, চিনকে রুখতে ও তাদের গতিবিধির ওপর নজর রাখতে একাধিক ব্রিজ ও রাস্তা নির্মাণের কাজ চালানো হচ্ছে।

]]>
Galwan Valley: চিনের মুখের ওপর জবাব, গালওয়ানে উড়ল ভারতের জাতীয় পতাকা https://ekolkata24.com/uncategorized/galwan-valley-tension-continues-at-2022 Tue, 04 Jan 2022 09:01:59 +0000 https://ekolkata24.com/?p=17933 ‘নাহি দিবো সূচাগ্র মেদেনি’। ধনুক ভাঙা এই পণই করেছে ভারতীয় সেনা৷ চিনের নাকের ডগায় জওয়ানরা মেলে ধরলেন ভারতের জাতীয় পতাকা।

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। গালওয়ান  (Galwan Valley) উপত্যকায় চিন সেনা তাদের দেশের পতাকা ওড়াচ্ছে, এমন ফুটেজ ঘোরাফেরা করছে নেট-জগতে। যদিও ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে। চিন সত্যিই গালওয়ান প্রান্তে পতাকা উড়িয়েছে কি না সে ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না। বিভিন্ন সংবাদমাধ্যমে ফুটেজটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

ঘটনার সত্যি-মিথ্যা যা-ই হোক না কেন, একটা ব্যাপারে সকলেই একমত। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর উত্তাপ যতই বাড়ুক না কেন, ভারতের জাওয়ানরা এক ইঞ্চি জমিও ছাড়বেন না। তাই চিনের পতাকা উত্তোলন সম্পর্কিত উক্ত ভিডিও সামনে আসার পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। তেরঙ্গা মেলে ধরে বুঝিয়ে দিয়েছেন ‘এই জমি আমাদের’।

নতুন বছরের প্রথম দিন মনে হয়েছিল লাদাখ সীমান্তে আবহাওয়া বেশ উপভোগ্য। চোখে পড়েছিল ভারত-চিন সেনাদের উপহার আদানপ্রদানের ছবি। কিন্তু ভালো লাগার মতো এই ছবির রেশ কাটতে না কাটতেই একের পর এক ঘটনা।

চিনের সরকারি মিডিয়ার পক্ষ থেকে দু’টি ভিডিও প্রকাশ করা হয়েছিল। যার মধ্যে একটিতে দেখা গিয়েছিল গালওয়ান সীমান্তে লাল দেশের জাতীয় পতাকার দৃশ্য৷ অপর ফুটেজে দেখা গিয়েছে, চিনের নাগরিকদের স্যালুট করছে লাল ফৌজ। পাশেই রাখা একটি পাথরে ম্যান্ডারিন ভাষায় লেখা ‘এক ইঞ্চি জমিও ছাড়া হবে না’। প্যাংগং লেকের দুই প্রান্তকে যুক্ত করতেও বেজিং চেষ্টা চালাচ্ছে এমন ছবিও মিলেছে স্যাটেলাইট ইমেজে।

]]>
Ladakh: পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাদাখ সফর করলেন বায়ুসেনা প্রধান বিবেকরাম চৌধুরী https://ekolkata24.com/uncategorized/chief-of-air-staff-vivekaram-chowdhury-visited-ladakh-to-monitor-the-situation Sun, 17 Oct 2021 10:37:42 +0000 https://www.ekolkata24.com/?p=8007 নিউজ ডেস্ক, লেহ: প্রায় দেড় বছর ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে চলছে ঠান্ডা লড়াই। দু দেশের সেনাবাহিনীর সম্পর্কের টানাপোড়েনে একাধিকবার উত্তপ্ত হয়েছে সীমান্তের পরিস্থিতি। এই জটিল পরিস্থিতির মধ্যে ফের একবার লাদাখ সফর করলেন বায়ুসেনা প্রধান বিবেকরাম চৌধুরী। নিজের চোখে লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখলেন বায়ুসেনা প্রধান।

Air Chief Mshl VR Chaudhari CAS visited Air Force Stn Leh

সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’দেশের শীর্ষ সেনা কমান্ডার পর্যায়ের এখনও পর্যন্ত ১৩টি বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠকে কোন সমাধান সূত্র মেলেনি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দুই দেশের সেনা কমান্ডাররা বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখানেও কোনও আলোর দিশা দেখা যায়নি। এই পরিস্থিতিতে সীমান্তে প্রহরারত সেনা কর্মীদের মনোবল বাড়াতে বায়ুসেনা প্রধান নিজে গেলেন লাদাখ। খতিয়ে দেখলেন সেনাবাহিনীর পরিকাঠামো ও সুবিধা-অসুবিধা। লাদাখের মত কঠিন এক জায়গায় সেনাবাহিনীকে সব সময় প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হয়। সেই লড়াইটা যাতে সহজ হয় তার জন্য উপযুক্ত পরিকাঠামো নির্মাণের আশ্বাস দিলেন বিবেকরাম।

Air Chief Mshl VR Chaudhari CAS visited Air Force Stn Leh

সম্প্রতি লাদাখ, অরুণাচল সীমান্তে একাধিকবার আগ্রাসন দেখিয়েছে লাল ফৌজ। পাশাপাশি পাকিস্তান বরাবরই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের মাথা ব্যথার কারণ। এদের সঙ্গে যোগ দিয়েছে তালিবান। কাবুলের ক্ষমতা দখলের পরই তালিবান জঙ্গিরা পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে একযোগে কাশ্মীরি জঙ্গিদের মদত জুগিয়ে চলেছে যে কারণে কাশ্মীরে জঙ্গিদের সক্রিয়তাও বেড়েছে। এই পরিস্থিতিতে বায়ু সেনা প্রধানের লাদাখ সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই চিন সীমান্ত সংলগ্ন এলাকায় দেশের সুরক্ষা নিশ্চিত করতে পাঠানো হয়েছে রাফালের মত অত্যাধুনিক যুদ্ধবিমান। বাড়ানো হয়েছে সেনার সংখ্যাও। শুধু তাই নয়, কারগিল, দ্রাস, লাদাখের মতো প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেনারা যাতে নিরাপদে থাকতে পারেন তার জন্য দ্রুত পরিকাঠামো গড়ে তোলার উপরেও জোর দেওয়া হয়েছে। নির্মাণ করা হচ্ছে রাস্তাঘাট। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দেশের সুরক্ষা নিশ্চিত করতে সীমান্তে দ্রুত উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে।

]]>
The Traveler: সাইকেল নিয়ে লাদাখের পথে বাংলার কৃষক ঠাকুরদাস https://ekolkata24.com/offbeat-news/the-traveler-thakurdas-shasmal-a-farmer-from-bengal-was-on-his-way-to-ladakh-by-bicycle Wed, 15 Sep 2021 12:16:50 +0000 https://www.ekolkata24.com/?p=4652 বিশেষ প্রতিবেদন: রিকশা নিয়ে লাদাখ যাত্রার ঘটনা নতুন নয়। এবার কিন্তু দূর গাঁয়ের কৃষক পাযে হেঁটেই দেশভ্রমণ করেছেন। সাইকেল নিয়ে চষে বেড়িয়েছেন কলকাতা-দিল্লি-মুম্বাই-চেন্নাই। এবার তাঁর গন্তব্য স্বপ্নের শহর লাদাখ (Ladakh)। 

সাইকেল নিয়ে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থেকে লাদাখের পথে পাড়ি দিলেন বছর ষাটের ‘যুবক’ ঠাকুরদাস শাসমল (Thakurdas Shasmal)। যদিও তিনি দাসুদা নামেই তিনি অধিক পরিচিত। পরিবেশবান্ধব ভ্রমণের বার্তা নিয়েই এবার তাঁর লাদাখ যাত্রা। তবে এবার দাসুদা একা নন তাঁর এই যাত্রায় সাথী হয়েছে সৌরভ ধাড়া, নবীন পালের মতো কলেজ পড়ুয়ারা। দাসুদা দলনেতা।

Thakurdas Shasmal

এবারে পঞ্চপান্ডবের লাদাখ জার্নি-বলাই যায়।লাদাখ এক স্বপ্ন ভূমি। বাইকার্সরা সেখানে গিয়ে স্বপ্নের জগৎ কে ছুঁতে ব্যাকুল হন। কিন্তু সাইকেলে ?! হ্যাঁ-এবার ব্যাতিক্রমী একটা সাইকেল ভ্রমণে-দাসুদা এন্ড কোং-লাদাখের পথে।পেশাগত জীবনে তিনি চাষী এবং নেশায় ভ্রমণকারী । দাসুদা ভিলেজ বাইকার্স এর সভাপতিও। সারা ভারতবর্ষের পথে পথে ঘুরে বেড়ায় করে “দ্যা ট্রাভেলর”। এবার লক্ষ্য লাদাখ। তার দলের এবারের মেসেজ-“পরিবেশ বান্ধব ভ্রমণ বা ইকো ফ্রেন্ডলি ট্রাভেলিং”।

Thakurdas Shasmal

উদয়নারায়ণপুরের বকপোতা ব্রিজ থেকে শুরু হয়েছে তাদের যাত্রা। পেশায় কৃষক সকলের প্রিয় দাসুদা জানান, “যাওয়া আসা মিলিয়ে প্রায় ছ’হাজার কিলোমিটার পথ। পুরোটাই আমরা সাইকেলে অতিক্রম করব। সাইকেল দূষণহীন যান। সেই বার্তাই চলার পথে মানুষের কাছে তুলে ধরব।” তিনি আরও জানান, এর আগেও একাধিকবার তিনি ভারত ভ্রমণ করেছেন।

Thakurdas Shasmal

ছোট থেকেই ঘোরার নেশায় বুঁদ হয়ে থাকতেন ঠাকুরদাস। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও স্বপ্ন দেখতে দেশ ভ্রমণের। সেই নেশা মেটাতেই হাড়ভাঙা পরিশ্রম করে একটি বাইক কেনেন ঠাকুরদাস। তা নিয়েই মাঝেমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই বেড়িয়ে যেতেন। ২০০৩ সালে ঠাকুরদাস বাবু ‘ভিলেজ বাইকার্স’ নামক সংগঠনটি গড়ে তোলেন। তারপর থেকেই বিভিন্ন ভাবে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে পাড়ি দিয়েছেন বিভিন্ন প্রান্তে। যেমন ২০১৮ সালে মরণোত্তর চক্ষু ও দেহদানের বার্তা নিয়ে সাইকেলে কলকাতা-দিল্লি-চেন্নাই-মুম্বাই পাড়ি দিয়েছিলেন। তারপর ২০২০ সালে করোনা সচেতনতার বার্তা নিয়ে একই পথে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন। এবার পরিবেশবান্ধব ভ্রমণের বার্তা নিয়ে তাঁর গন্তব্য স্বপ্নের শহর লাদাখ।

]]>