Lakhimpur Kheri – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 15 Dec 2021 12:42:54 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Lakhimpur Kheri – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Uttar Pradesh: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের https://ekolkata24.com/uncategorized/uttar-pradesh-court-allowed-the-addition-of-attempted-murder-clause-against-the-accused-in-the-lakhimpur-case Wed, 15 Dec 2021 12:42:54 +0000 https://ekolkata24.com/?p=14994 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভা (Uttar Pradesh) নির্বাচনের সময় যত এগিয়ে আসছে লখিমপুর খেরি কাণ্ডে (Lakhimpur Kheri) বিজেপির অস্বস্তি ততই বেড়ে চলেছে। মঙ্গলবার লখিমপুর কাণ্ডে সিটের তদন্ত রিপোর্টে জানানো হয়েছিল, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। কৃষকদের খুন করতে রীতিমতো চক্রান্ত করা হয়েছিল।

ঘটনার জেরে সিট আদালতের কাছে লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করার আবেদন জানায়। সেই আবেদনে সাড়া দিল আদালত। বুধবার আদালত অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধেই খুনের চেষ্টার ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রও (Ashish Mishra)। আদালতের এই নির্দেশে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির নিশ্চিতভাবেই চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

লখিমপুরের ঘটনায় বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছে, বিজেপি নেতা ও মন্ত্রীর ছেলে এই ঘটনায় সরাসরি যুক্ত। তারা পরিকল্পনা করেই এই কাজ করেছে। বিরোধীদের সেই অভিযোগকে মান্যতা দিয়েছে সিটের রিপোর্ট।

ministers-son-ashish-mishra

প্রসঙ্গত, এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইপিসির ২৭৯, ৩৩৮ এবং ৩০৪এ (অবহেলায় মৃত্যু ঘটা) ধারা ছিল। কিন্তু সিটের রিপোর্টে ঘটনাটি সুপরিকল্পিত, ইচ্ছাকৃত খুনের চেষ্টা বলে উল্লেখ করা হয়। সিট তার রিপোর্টে স্পষ্ট জানায়, এটি কোনও দুর্ঘটনা বা অসতর্কতামূলক ঘটনা বলে মনে করার কোনও কারণ নেই। সাক্ষ্য প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বলা যায় রীতিমতো পরিকল্পনা করেই কৃষকদের পিষে মারা হয়েছিল। তাই অভিযুক্তদের প্রতি কোনওভাবেই নরম মনোভাব দেখান উচিত নয়। এর পরই সিটের তদন্তকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯-ধারার পরিবর্তে ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৬ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্রের দ্বারা গুরুতর আঘাত করা) ধারার মত বিভিন্ন ধারা যুক্ত করার জন্য আদালতের কাছে আর্জি জানান। পাশাপাশি এই ঘটনায় ৩০৪-এ ধারা বাতিল করার কথা জানায় সিট। ৩০৪ ধারার পরিবর্তে ৩০৭ ধারা-সহ বাকি ধারা যোগ করার অনুমতি চায় সিট। সিটের এই আবেদনে ইতিবাচক সাড়া দেয় আদালত। এদিন আদালত নির্দেশ দেয়, লখিমপুর কাণ্ডে ধৃতদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু’র পরিবর্তে ৩০৭ ধারা তথা ‘খুনের চেষ্টা’র ধারা যোগ করার।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে মন্ত্রী-পুত্র আশিসের গাড়ি পিষে দেয় বিক্ষোভরত চার কৃষকে। আহত হন অনেকে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের দাবি, ঘটনার সময় তাঁর ছেলে আশিস গাড়িতে ছিলেন না। ঘটনার সময় তাঁর ছেলে অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। তবে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে শুধু পিষে খুন করার অভিযোগই নয়, গুলি চালানোরও অভিযোগও উঠেছে। ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার হয় তাঁর বন্দুক। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে ধৃতদের সকলের বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ আনতে চলেছে সিট।

]]>
Lakhimpur: অমিত শাহ ঘনিষ্ঠ মন্ত্রী-পুত্রের পিস্তল থেকে চলেছিল ‘গুলি’ https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-violence-case-forensic-report Tue, 09 Nov 2021 12:08:45 +0000 https://www.ekolkata24.com/?p=10831 News Desk: উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার মামলায় বারবার অভিযোগ উঠেছে ওই দিন গুলিও চলানো হয়েছিল। ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

ফরেনসিক রিপোর্টে জানানো হয়েছে, ৩ অক্টোবর ঘটনার দিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অজয় মিশ্রর (ajay mishra) ছেলে আশিস মিশ্রর (ashis mishra) পিস্তল থেকেই গুলি চালানো হয়েছিল।

লখিমপুরের (lakhimpur) ঘটনার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন চার কৃষককে পিষে দেওয়ার পর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গিয়েছিল। কোথা থেকে ওই গুলি চালানো হয়েছিল তা জানতে উত্তরপ্রদেশ পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।

তদন্তে জানা গিয়েছে, মন্ত্রীর ছেলে আশিস মিশ্র ও তার বন্ধুরা যে গাড়িতে ছিলেন সেই গাড়ির ভিতর থেকেই গুলি চালানো হয়েছিল। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই এই দাবি করেছে পুলিশ।

ঘটনার মূল অভিযুক্ত মন্ত্রীর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন জগজিৎ সিং (jagjit singh) নামে এক কৃষক। ওই কৃষক তাঁর অভিযোগে বলেন, ঘটনার সময়ে ওই এসইউভিতে ছিলেন আশিস। আশিসের গাড়ি কৃষকদের মধ্যে ঢুকে পড়ে ৪ জনকে পিষে দিয়ে চলে যায়। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে অনেকেই গুরুতর জখম হন। এরপরই বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গাড়ির ভেতর থেকে আশিস গুলি চালিয়েছিল। ঘটনার তদন্ত শুরু করে লখিমপুর থেকে ০.৩১৫ বোর বুলেট কুড়িয়ে পায় পুলিশ।

উল্লেখ্য, লখিমপুর খেলার ওই ঘটনায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের ছেলে আশিস-সহ আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় স্বতপ্রণোদিত হয়ে একটি মামলা করেছে সুপ্রিম কোর্ট।

সোমবার ওই মামলার শুনানিতে উত্তরপ্রদেশে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। শীর্ষ আদালতের বেঞ্চ স্পষ্ট জানায়, লখিমপুর তদন্তের গতি অত্যন্ত ধীরগতিতে চলছে। এভাবে তদন্তের কাজ চললে কবে এই মামলা শেষ হবে!

একই সঙ্গে বেঞ্চ যোগী আদিত্যনাথ (yogi adityanath) সরকারকে লখিমপুরের হিংসার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে (supreme court)এই মামলার পরবর্তী শুনানি

]]>
Lakhimpur Kheri: কৃষকদের ‘খুন’, জেরার মুখে ডেঙ্গু আক্রান্ত মন্ত্রী-পুত্র https://ekolkata24.com/uncategorized/lakhimpur-violence-accused-ashish-mishras-health-deteriorated-due-to-dengue Sun, 24 Oct 2021 04:46:09 +0000 https://www.ekolkata24.com/?p=8907 নিউজ ডেস্ক: আচমকা ডেঙ্গু আক্রান্ত লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুন মামলায় মূল অভিযুক্ত আশিস মিশ্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেরা চলাকালীন অসুস্থ হয় আশিস। চিকিৎসকরা জানান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে সে। দ্রুত আশিস কে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বন্দি আশিস মিশ্রর পিতা অজয় মিশ্র স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারী। অভিযোগ, প্রবল প্রভাবশালী বিজেপি সাংসদ তাঁর প্রভাব খাটিয়ে পুত্র আশিসকে নির্দোষ প্রমাণে মরিয়া।

উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভ চলছিল। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে ও সারা ভারত কৃষকসভা সহ বিভিন্ন কৃষক সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়। সেই জমায়েতের মাঝে প্রবল গতিতে গাড়ি চালিয়ে দেয় আশিস মিশ্র। মৃত্যু হয় কয়েকজন কৃষকের। উত্তেজিত কৃষকদের হামলায় গাড়িতে থাকা আরও দুজন মারা যায়। পালিয়ে যায় আশিস।

অভিযোগ, লখিমপুর খেরির ঘটনাকে আড়াল করতে ততপর উত্তর প্রদেশের বিজেপি সরকার। তবে কৃষক সংগঠনগুলির চাপের মুখে সরকার বিব্রত। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। পলাতক থাকা অাশিস মিশ্র আত্মসমর্পণ করে। তার জেরা চলছে। এই জেরায় বারবার অসঙ্গতি ধরা পড়ছে বলে জানিয়েছে পুলিশ।

ক্রমাগত জেরার মু়খে ভেঙে পড়ছে আশিস। এর পরেই তার ডেঙ্গু ধরা পড়ল।

]]>
লখিমপুর খেরি কাণ্ডে তদন্ত কমিশনের প্রধানকেই সরিয়ে দিল যোগী সরকার https://ekolkata24.com/uncategorized/yogi-government-removed-the-head-of-the-commission-of-inquiry-into-the-lakhimpur-kheri-case Fri, 22 Oct 2021 17:20:56 +0000 https://www.ekolkata24.com/?p=8740 নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুর খেরি (Lakhimpur Kheri) কাণ্ডে তদন্ত করছে বিশেষ ইনভেস্টিগেশন টিম বা সিট। যার নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি উপেন্দ্র কুমার আগারওয়াল।

শুক্রবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এক নির্দেশে সিট প্রধান উপেন্দ্র কুমারকে বদলি করে দিয়েছে। লখিমপুর জায়গাটি লখনউ রেঞ্জের মধ্যে পড়ে। কিন্তু সিট প্রধান উপেন্দ্র কুমারকে বদলি করা হয়েছে গোন্ডা রেঞ্জে।

তবে সরকারের দাবি, উপেন্দ্র কুমার সিটপ্রধান হিসেবেই লখিমপুর খেরির তদন্ত করবেন। ইতিমধ্যেই এই মামলায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিসের গাড়ির ধাক্কায় ৪ কৃষক-সহ ৮ জনের মৃত্যু হয়। ওই ঘটনার তদন্ত করছে সিট। সিটের নেতৃত্ব দিচ্ছিলেন রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল উপেন্দ্র কুমার। ২০০৫ ব্যাচের আইপিএস আধিকারি উপেন্দ্র কুমারকে এবার সরিয়ে দিল যোগী প্রশাসন। এদিন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার জানিয়েছেন, বদলি করা হলেও সিটের প্রধান হিসেবেই এই মামলার তদন্ত করবেন উপেন্দ্র কুমার আগারওয়াল।

লখিমপুরের মত এত বড় একটি ঘটনার যিনি তদন্ত করছেন হঠাৎ করে কেন তাঁকে সরিয়ে দেওয়া হল ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ এই মামলায় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করে যোগী সরকারের বিষ নজরে পড়েন উপেন্দ্র। তাই এই মামলার তদন্তভার উপেন্দ্রর হাতে থাকলে আগামী দিনে আরও বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই তাঁকে তড়িঘড়ি বদলি করা হল। এখনও তিনি সিট প্রধান থাকলেও আগামী দিনে তাঁকে সেই পদ থেকে সরানো হবে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।

৩ অক্টোবর লখিমপুরে মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় ৪ কৃষক-সহ ৮ জনের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই ঘটনায় মন্ত্রীর ছেলের নাম জড়ানোর পর থেকেই লখিমপুরের ঘটনা বিশেষ মাত্রা পায়। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র অবশ্য লখিমপুরের ঘটনায় তাঁর ছেলের জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।

২৬ অক্টোবর লখিমপুর মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন যোগী সরকারকে সর্বোচ্চ আদালতের কাছে লখিমপুর নিয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। ওই রিপোর্টে এখনও পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে কি কারণে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই ঘটনায় সমস্ত সাক্ষীর বয়ান রেকর্ড করে তা পেশ করার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত।

]]>
Lakhimpur Kheri: ঘটনার পুনর্গঠন করার জন্য আশিস মিশ্রকে নিয়ে যাওয়া হল লখিমপুরে https://ekolkata24.com/uncategorized/ashish-mishra-was-taken-to-lakhimpur-kheri-to-recreate-the-incident Thu, 14 Oct 2021 14:15:46 +0000 https://www.ekolkata24.com/?p=7641 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: লখিমপুরে (Lakhimpur Kheri) গাড়িচাপা দিয়ে চার কৃষকের মৃত্যুর ঘটনাটি পুনর্গঠন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে বৃহস্পতিবার লখিমপুরে নিয়ে যাওয়া হয়। আশিসের সঙ্গেই নিয়ে যাওয়া হয় তার বন্ধু অঙ্কিত দাসকে। ঘটনা পুনর্গঠন করার জন্য ব্যবহার করা হয় পুলিশের গাড়ি।

সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, পুলিশের একটি জিপ বেশ কয়েকটি ডামিকে পর পর ধাক্কা মারছে। ঘটনার সঙ্গে সঙ্গেই গোটা এলাকাটি পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই ছবি সামনে আসতে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে ৩ অক্টোবর ঘটনার দিন কেন ওই এলাকাটি পুলিশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়নি।

ঘটনার পরের দু’দিন অনেকেই সেখানে গিয়েছিলেন। ফলে লখিমপুরের ঘটনার অনেক তথ্য-প্রমাণে নষ্ট হয়ে গিয়েছে। গত সপ্তাহে মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছিল যোগী সরকারের পুলিশ। আপাতত আশিস পুলিশি হেফাজতে রয়েছে। বৃহস্পতিবারই যার মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর মন্ত্রী পুত্রকে হেফাজতে নেওয়ার জন্য শুক্রবার আদালতে আবেদন করবে পুলিশ।

বুধবার রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। ওই প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে লখিমপুরে ঘটনা নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে অনুরোধ করে। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বলেছেন, যতদিন আশিসের বাবা কেন্দ্রে মন্ত্রী থাকবে ততদিন লখিমপুরের ঘটনার ন্যায় বিচার সম্ভব নয়।

এরই মধ্যে বৃহস্পতিবার মহাষ্টমীর দিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাষণের একটি ভিডিয়ো টুইট করেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাজপেয়ী তাঁর ভাষণে স্পষ্ট বলছেন, কৃষকদের ভয় দেখালে কখনওই ফল ভাল হবে না। আমি সরকারকে বলতে চাই, কৃষকদের ভয় দেখাবেন না। কারণ কৃষকরা ভয় পায় না। আমরা কৃষকদের কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাই না। বরং আমরা কৃষকদের ন্যায্য দাবি সমর্থন করি। তবে ওই ভিডিয়োটি ঠিক কবে তোলা হয়েছিল তা স্পষ্ট নয়। ওই টুইটের শেষে বরুণ লিখেছেন, এক হৃদয়বান মহান নেতা যা বলেছেন তা যথেষ্ট যুক্তিযুক্ত এবং আজকের দিনও একই রকম প্রাসঙ্গিক। বরুণ এই ভিডিয়ো পোস্ট করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি আর চুপ করে থাকবেন না। বরং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তিনি এবার মুখ খুলবেন।

]]>
Lakhimpur Kheri: মোদি-সরকারের মন্ত্রী নির্মলা সীতারামনই প্রথম লখিমপুরের ঘটনাকে নিন্দনীয় বললেন https://ekolkata24.com/uncategorized/nirmala-sitharaman-condemns-lakhimpur-kheri-violence Thu, 14 Oct 2021 10:44:02 +0000 https://www.ekolkata24.com/?p=7610 নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ​নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন প্রথম লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করলেন। তবে কথায় বলে ভাঙবে তবু মচকাবে না, এক্ষেত্রে নির্মলা অনেকটা তেমন ভূমিকাই পালন করেছেন। আমেরিকার হার্ভার্ড কেনেডি স্কুলের মোসাভর-রহমানি সেন্টার ফর বিজনেস অ্যান্ড গভরমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সেখানেই তিনি শ্রোতাদের একের পর এক কঠিন প্রশ্নের মুখে পড়েন। যার মধ্যে লখিমপুরও ছিল। লখিমপুর নিয়ে জানতে চাওয়া হলে নির্মলা বলেন, উত্তরপ্রদেশের কৃষক মৃত্যুর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি বিজেপির ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে নির্মলা বলেন, শুধু যে বিজেপি শাসিত রাজ্যেই এ ধরনের ঘটনা ঘটে তা নয়। বিরোধী শাসিত রাজ্যেও এ ধরনের অশান্তির ঘটনা ঘটে থাকে। কিন্তু সেগুলিকে সামনে আনা হয় না। অবিজেপি রাজ্যের ঘটনাকে অনেক ক্ষেত্রেই সামনে আনে না সংবাদমাধ্যম।

নিজের ভাষণে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও কটাক্ষ করেন নির্মলা। অমর্ত্য সেন একাধিকবার মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের উপর যে আচরণ করা হয় তার বিরুদ্ধে মুখ খুলেছেন। সে কারণেই অমর্ত্য সেন বরাবরই মোদি সরকারের অপছন্দের তালিকায় রয়েছেন। অমর্ত্যর কথা টেনে নির্মলা বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু এটা ঘটনা যে, পন্ডিত মানুষেরা নিজেদের ভালো-মন্দের পছন্দের বৃত্তেই নিজেদেরকে আটকে রাখেন। বাস্তব তথ্যের উপর ভিত্তি করে নয়, তারা নিজেদের পছন্দ-অপছন্দের ভিত্তিতে মতামত প্রকাশ করেন। অমর্ত্যের মতো বহু মানুষ আছেন যাঁরা নির্বিঘ্নে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান। কিন্তু তাঁরা কি কখনো কোনও রকম অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন! পন্ডিত মানুষদের উচিত তথ্যনির্ভর ব্যাখ্যা করা, যা সরকারের কাজে লাগে। যেকোনও জিনিস নিয়ে কোনও একজনের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। সেটা আলাদা ব্যাপার। কিন্তু তথ্যভিত্তিক ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা বিষয়। কেউ যদি নিজস্ব ধ্যান ধারণার উপর ভিত্তি করে কোনও মন্তব্য করেন তাহলে কিছু বলার নেই।

]]>
lakhimpur Kheri: নিহত কৃষকদের শ্রদ্ধা জানাতে পরপর মিছিল, জমায়েতে কড়া নজর যোগীর https://ekolkata24.com/uncategorized/political-tension-spreading-in-lakhimpur-kheri Tue, 12 Oct 2021 04:44:07 +0000 https://www.ekolkata24.com/?p=7385 নিউজ ডেস্ক: লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে ‘মেরে ফেলার’ ঘটনায় উত্তর প্রদেশের রাজনীতি প্রবল তপ্ত। মঙ্গলবার সংযুক্ত কৃষক মোর্চার আহ্বানে ‘শহিদ কিষাণ দিবস’ পালিত হবে। কৃষক মৃত্যুর কেন্দ্র লখিমপুর খেলার তিকোনিয়া গ্রামে কৃষক সংগঠনগুলি জমায়েত করছে।

জমায়েত উপলক্ষে লখিমপুর খেরির দিকে পরপর কৃষক মিছিল ঘিরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। উত্তর প্রদেশের বিভিন্ন জেলা থেকে আসছে মিছিল। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা থেকেও কৃষকদের মিছিল আসতে শুরু করেছে।

Lakhimpur violence

সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, মঙ্গলবার লক্ষাধিক কৃষক জমায়েত হবে।গনসমাবেশ থেকে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলায় ধৃত আশিস মিশ্রর জেলের সাজা ও তার পিতা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি তোলা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রকে পদ থেকে সরানোর দাবি জানান সারা ভারত কৃষকসভার সাধারন সম্পাদক হান্নান মোল্লা। পশ্চিমবঙ্গের প্রাক্তন সিপিআইএম সাংসদের দাবির পরেই উত্তর প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলি একযোগে আক্রমণ শুরু করেছে।

গত ৩ অক্টোবর মোদী সরকারের আনা নতুন কৃষি আইনের প্রতিবাদে লখিমপুর খেরিতে কৃষক সমাবেশ ছিল। অভিযোগ, সেই সমাবেশ থেকে কৃষকরা যখন ফিরছিলেন তখন তাদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস। এই ঘটনায় মোট মৃত ৯ জন। এদের মধ্যে চার জন কৃষক।

]]>
Lakhimpur Kheri: মৃত ২ বিজেপি কর্মীর পরিবারের দিকে ফিরেও তাকায়নি বিজেপি নেতারা, তীব্র ক্ষোভ এলাকায় https://ekolkata24.com/uncategorized/no-party-leader-visited-us-say-kin-of-two-bjp-workers-killed-in-lakhimpur-kheri-violence Sun, 10 Oct 2021 16:40:10 +0000 https://www.ekolkata24.com/?p=7216 নিউজ ডেস্ক: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গাড়ির ধাক্কায় ৪ কৃষকের মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছিল আরও ৪ জনের। যার মধ্যে দুই বিজেপি কর্মীও ছিলেন। গেরুয়া দলের দুই কর্মীর পরিবারের অভিযোগ, ঘটনার পর কোনও নেতা মন্ত্রী তো দূরের কথা এলাকার কোনও বিজেপি নেতাও এখনও পর্যন্ত তাঁদের কাছে একবারের জন্যও আসেননি। তাঁদের কী সুবিধা-অসুবিধা সে বিষয়ে জানতে চাননি। এমনকী, সামান্য সমবেদনা জানাতেও কাউকে আসতে দেখা যায়নি।

বিজেপি নেতাদের এই আচরণে মৃত ২ বিজেপি কর্মীর পরিবার ক্ষোভে ফুঁসছে। লখিমপুর খেরিতে মৃত দুই বিজেপি কর্মীর নাম শ্যামসুন্দর ও শুভম মিশ্র। এই দুজনেই দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিজেপির বুথ ইনচার্জ হিসেবেও ভোটের সময় কাজ করেছেন।

lakhimpur-bjp-worker

শ্যামসুন্দরের বাবা বলেছেন, আমার ছেলে কুস্তি প্রতিযোগিতা দেখতে খুব ভালোবাসত। সে জন্যই গত রবিবার সে বানবীরপুরে গিয়েছিল। ও তো কোন দোষ করেনি। দলের কাজ করতে গিয়ে ওকে প্রাণ দিতে হল। কিন্তু দলের নেতারা একবারও সে কথা মনে রাখলেন না।

মৃত শুভমের পরিবারেরও একই অভিযোগ। মাত্র বছর তিনেক আগে শুভম বিয়ে করেছে। তার একবছরের ছোটো মেয়ে আছে। দলের কাজ করতে গিয়ে পরিবারের একমাত্র রোজগেরে সদস্য প্রাণ দেওয়ার পর কীভাবে তাঁর পরিবারের ভরণপোষণ চলবে সেটাই এখন বড় প্রশ্ন। যদিও এ বিষয়ে একটি শব্দও খরচ করেনি দল।

বিজেপি নেতাদের এহেন আচরণে শুভমের বিধবা স্ত্রী ও মা প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় গোটা এলাকাতেই বিজেপির উপর মানুষের প্রবল ক্ষোভ দেখা গিয়েছে।

]]>
Lakhimpur kheri: কেন্দ্রীয় মন্ত্রী-পুত্র আশিসকে পুলিশি হেফাজতে না নেওয়ায় উঠছে প্রশ্ন https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-the-question-is-why-the-union-ministers-son-ashish-was-not-taken-into-police-custody Sun, 10 Oct 2021 14:48:43 +0000 https://www.ekolkata24.com/?p=7180 নিউজ ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর লখিমপুর খেরি (Lakhimpur kheri) কাণ্ডে গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন আশিস। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। ঘটনার প্রেক্ষিতে আইনজীবী মহল প্রশ্ন তুলেছেন, কেন খুনের মামলায় অভিযুক্ত আশিসকে পুলিশি হেফাজতে নেওয়া হল না।

এই ঘটনার তদন্তে নিশ্চিতভাবেই আশিসকে আরও জেরা করা প্রয়োজন ছিল। কিন্তু পুলিশি হেফাজতে না নিয়ে কেন তাঁকে প্রথমেই জেল হেফাজতে পাঠানো হল। শুধু তাই নয়, জেলের ভিতরে আশিসের জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে খুনের ঘটনায় অভিযুক্ত একজন বন্দি বিশেষ সুবিধা পাবে। এর একমাত্র কারণ আশিস বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। বাবা ও ছেলে দুজনেই প্রভাবশালী ব্যক্তি। অনেকেই নাম গোপন করে বলেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গুলী হেলনেই চলছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ও পুলিশ। সে কারণেই আশিসকে সরাসরি জেল হেফাজতে পাঠানো হল।

লখিমপুরে ৪ কৃষককে খুনে অভিযুক্ত আশিসকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ হাইকোর্ট। শনিবার টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় আশিসকে। এদিন তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। জিজ্ঞাসাবাদে সময় পুলিশের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করেন মন্ত্রী পুত্র। তার পরেও কেন আশিসকে পুলিশ হেফাজতে না দিয়ে সরাসরি জেল হেফাজতে পাঠানো হলো তা নিয়েই প্রশ্ন উঠেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আশিস তাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না। যদিও তার পরেও পুলিশের তরফে আদালতে আশিসকে হেফাজতে নেওয়ার দাবি তোলা হয়নি। বিরোধীদের অভিযোগ, বেজেপি নেতা তথা মন্ত্রীপুত্র বলেই আদালতে নিজেদের দায় ঝেড়ে ফেলতে তৎপর ছিল যোগীর পুলিশ। যার জেরেই পুলিশি হেফাজতের পরিবর্তে জেল হেফাজত হয়েছে আশিসের।

লখিমপুরের ঘটনা নিয়ে প্রথম থেকেই যোগী সরকারকে নিশানা করছেন প্রিয়াঙ্কা গান্ধী। যদিও এই ঘটনায় মোটেই খুশি নন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। পুরোটাই লোকদেখানো বলে দাবি করেছেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগ, মন্ত্রী ও তাঁর ছেলেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন যোগী। জনগণের ফোরাম থেকে মন্ত্রীকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী লখনউ এসেছিলেন উত্তরপ্রদেশের পারফরম্যান্স এবং আজাদি কি অমৃত মহোৎসব দেখতে। কিন্তু, উনি লখিমপুর খেরির নিহতদের পরিবারের কষ্ট ভাগ করে নিতেন এলেন না। বরং প্রধানমন্ত্রী আন্দোলনকারী কৃষকদের জঙ্গি বলেছেন। যোগীজি তাঁদের গুণ্ডা বলেছেন। কৃষকদের হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। উত্তরপ্রদেশের যোগী সরকার সর্বোতভাবে আড়াল করছে অভিযুক্তদের।’

]]>
লখিমপুরে হিন্দু বনাম শিখের মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা চলছে: বরুণ https://ekolkata24.com/uncategorized/attempts-are-being-made-to-create-a-fight-between-hindus-and-sikhs-in-lakhimpur-varun-gandhi Sun, 10 Oct 2021 12:41:54 +0000 https://www.ekolkata24.com/?p=7169 নিউজ ডেস্ক: লাগাতার দলের বিরুদ্ধে সরব হওয়া বিশেষ করে লখিমপুরে চার কৃষকের মৃত্যুর পর অভিযুক্তদের শাস্তি দাবি করে বিজেপির শীর্ষ নেতৃত্বের কোপে পড়েন বরুণ গান্ধী (Varun Gandhi)। ঘটনার জেরে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি বা জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে বরুণও দমবার পাত্র নন। 

বরং ফের দলের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির এই তরুণ সাংসদ। রবিবার ফের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে দেখা গেল পিলভিটের বিজেপি সাংসদকে। রবিবার সকালে ফের এক চাঞ্চল্যকর অভিযোগ করেন বরুণ। তিনি বলেন, লখিমপুরে হিন্দু বনাম শিখের মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। রাজ্যের শাসক দল তলে তলে এই দাঙ্গা বাধানোর কাজে মদত জোগাচ্ছে।

উল্লেখ্য, এর আগে বরুণ দাবি করেছিলেন, লখিমপুরে যে গাড়ি দিয়ে কৃষকদের পিষে দেওয়া হয়েছে, সেই গাড়ির মালিককে গ্রেফতার করা হোক। লখিমপুর কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যোগী সরকারকে একাধিক চিঠিও লিখেছেন বরুণ। ওই সব চিঠিতে যোগী সরকার তথা পুলিশ প্রশাসনকে রীতিমতো তুলোধোনা করেছেন বরুণ।

বরুণের বরিবারের ট্যুইটেও রয়েছে ঝাঁঝালো সুর। বরুণ লেখেন, লখিমপুর খেরিকে হিন্দু বনাম শিখ যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা চলছে। এটা এক অনৈতিক কাজ। হিন্দু ও শিখদের দাঙ্গার ক্ষত সারিয়ে তুলতে প্রজন্মের পর প্রজন্ম লেগেছে। ফের সেই ক্ষতকে জাগিয়ে তোলার চেষ্টা টলছে। এটা খুবই বিপজ্জনক কাজ। আমরা কখনওই জাতীয় ঐক্যের থেকে রাজনৈতিক ফায়দাকে অধিক গুরুত্ব দিতে পারি না।

লখিমপুর খেরির অশান্তির মূল অভিযুক্ত আশিস মিশ্রকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। তবে বরুণের এই মন্তব্য নিয়ে বিজেপির তরফে কোনও পাল্টা প্রতিক্রয়া জানানো হয়নি। রাজনৈতিক মহল মনে করছে, বরুণের কথার জবাব দিয়ে বিজেপি তাঁর গুরুত্ব বাড়াতে চাইছে না।

]]>
Lakhimpur Kheri: দশেরায় রাবণ তুলনায় ‘মোদী’কে পোড়াতে কৃষকদের প্রস্তুতি https://ekolkata24.com/uncategorized/lakhimpur-violence-controversy-spreading-rapidly-in-north-west-india Sun, 10 Oct 2021 08:30:02 +0000 https://www.ekolkata24.com/?p=7134 নিউজ ডেস্ক: নবরাত্রি শেষে দশেরা। এই দিনেই রাবণ পোড়ানো হয় পশ্চিম ও উত্তর ভারতের সর্বত্র। সেই অনুষ্ঠানকে সামনে রেখেই কৃষি আইন বিরোধিতায় প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল পোড়ানোর বার্তা দিল সংযুক্ত কিষাণ মোর্চা।

কিষাণ মোর্চা জানিয়েছে, লখিমপুর খেরিতে (lakhimpur kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার ঘটনার প্রতিবাদে হবে মোদী পোড়ানোর কর্মসূচি। উত্তর প্রদেশ জুড়েই মোদী-যোগীর কুশপুতুল পোডানো হবে গণহারে। এটি একটি প্রতীকি প্রতিবাদ। যেভাবে কৃষকদের উপর দমন নীতি চলছে তার বিরোধিতা চলবেই।
উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে হবে রাবণ রূপী মোদীর কুশপুতুল পোড়ানো।

উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে সারা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি করবে বলে জানায় সংযুক্ত কিষাণ মোর্চা। আগেই কৃষক সংগঠনগুলি জানিয়েছে, আগামী ১৮ অক্টোবর দেশজুড়ে রেল রোকো আন্দোলন হবে। আর ২৬ অক্টোবর লখনৌতে হবে মহাপঞ্চায়েত। কিষাণ মোর্চা জানায়, ১২ অক্টোবর লাখিমপুর খেরিতে শোক পালন হবে।

কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগে টানা ১২ ঘন্টার জেরা শেষে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্রকে। ফলে আরও অস্বস্তিতে উত্তর প্রদেশ সরকার। লখিমপুর খেরিতে কৃষক খুন মামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মূল অভিযুক্ত। গত ৩ অক্টোবর তার গাড়ি কৃষক জমায়েতের উপর প্রবল গতিতে ঢুকে পড়ে। অভিযোগ, কৃষকদের ইচ্ছাকৃত পিষে মারে আশিস ও তার সাগরেদরা। লখিমপুর খেরিতে এই রক্তাক্ত ঘটনার পর থেকেই অভিযুক্ত আশিস পলাতক ছিল।

আশিসকে গ্রেফতার করা হয়নি কেন? সুপ্রিম কোর্টের এই প্রশ্নে নাজেহাল হয় উত্তর প্রদেশের বিজেপি সরকার। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আশিসকে ডেকে পাঠায় ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার হাজিরা এড়িয়ে শনিবার আসে আশিস। জেরা চলে দিনভর। এর পরেই গ্রেফতার করা হয় তাকে।

লখিমপুর খেরি পুলিশ লাইনে জেরা শেষে ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানান, অভিযুক্ত আশিসের বয়ানে বিস্তর অসঙ্গতি আছে। সে সব প্রশ্নের জবাব দিতে পারেনি। তাকে গ্রেফতার করা হলো।

আশিস মিশ্রর পিতা নিজের প্রভাব খাটিয়ে পুত্রকে বাঁচাতে চাইছেন, এমন অভিযোগ করেছে কৃষক সংগঠনগুলি। কেন্দ্র সরকারের কৃষি নীতির প্রতিবাদে জমায়েতে আশিস মিশ্রর নির্দেশে গাড়ি নিয়ে হামলা হয় বলে অভিযোগ। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। চার জন কৃষক।

সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা দাবি করেছেন আশিস মিশ্রর কড়া শাস্তি হোক। এই ঘটনার জেরে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি একযোগে বিজেপিকে আক্রমণ করেছে। বিধানসভা ভোটের আগে রীতিমতো হাওয়া গরম পরিস্থিতি।

]]>
Lakhimpur Kheri: কৃষকদের গাড়ি চাপা দিয়ে ‘খুন’ অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী-পুত্র https://ekolkata24.com/uncategorized/lakhimpur-violence-case-main-accused-ashis-mishra-arrested Sat, 09 Oct 2021 19:07:46 +0000 https://www.ekolkata24.com/?p=7044 নিউজ ডেস্ক: কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগে টানা ১২ ঘন্টার জেরা শেষে প্রত্যাশিতভাবেই গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র। ফলে আরও অস্বস্তিতে উত্তর প্রদেশ সরকার। রবিবার রাতেই আশিসকে পুলিশি ঘেরাটোপে রাখা হয়।

লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) কৃষক খুন মামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মূল অভিযুক্ত। গত ৩ অক্টোবর তার গাড়ি কৃষক জমায়েতের উপর প্রবল গতিতে ঢুকে পড়ে। অভিযোগ, কৃষকদের ইচ্ছাকৃত পিষে মারে আশিস ও তার সাগরেদরা। লখিমপুর খেরিতে এই রক্তাক্ত ঘটনার পর থেকেই অভিযুক্ত আশিস পলাতক ছিল।

Lakhimpur Kheri

আশিসকে গ্রেফতার করা হয়নি কেন? সুপ্রিম কোর্টের এই প্রশ্নে নাজেহাল হয় উত্তর প্রদেশের বিজেপি সরকার। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আশিসকে ডেকে পাঠায় ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার হাজিরা এড়িয়ে শনিবার আসে আশিস। জেরা চলে দিনভর।

লখিমপুর খেরি পুলিশ লাইনে জেরা শেষে ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানান, অভিযুক্ত আশিসের বয়ানে বিস্তর অসঙ্গতি আছে। সে সব প্রশ্নের জবাব দিতে পারেনি। তাকে গ্রেফতার করা হলো।

Lakhimpur violence ashis-mishra

আশিস মিশ্রর পিতা নিজের প্রভাব খাটিয়ে পুত্রকে বাঁচাতে চাইছেন, এমন অভিযোগ করেছে কৃষক সংগঠনগুলি। কেন্দ্র সরকারের কৃষি নীতির প্রতিবাদে জমায়েতে আশিস মিশ্রর নির্দেশে গাড়ি নিয়ে হামলা হয় বলে অভিযোগ। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। চার জন কৃষক।

সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা দাবি করেছেন আশিস মিশ্রর কড়া শাস্তি হোক। আর কৃষক সংগঠনগুলি আশিসের গ্রেফতারির দাবিতে আগামী ১৮ অক্টোবর রেল রোকো ডাক দিয়েছে।

এই ঘটনার জেরে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি একযোগে বিজেপিকে আক্রমণ করেছে। বিধানসভা ভোটের আগে রীতিমতো হাওয়া গরম পরিস্থিতি।

]]>
Lakhimpur Kheri violence: ১৮ অক্টোবর দেশজুড়ে রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-violence-farmers-to-hold-rail-roko-on-oct-18-demanding-ashish-mishras-arrest Sat, 09 Oct 2021 17:18:57 +0000 https://www.ekolkata24.com/?p=7024 নিউজ ডেস্ক:  উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদ জানাতে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। সংগঠনের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, লখিমপুরে ৪ কৃষককে পিষে মারার ঘটনার প্রতিবাদ জানাতে তাঁরা ১৮ অক্টোবর গোটা দেশজুড়ে রেল অবরোধ কর্মসূচি পালন করবেন। তবে শুধু রেল অবরোধ নয়, ওই ঘটনার প্রতিবাদে ১৫ অক্টোবর গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল পোড়াবেন তাঁরা।

উল্লেখ্য, গত রবিবার লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস। ওই ঘটনায় চার কৃষক -সহ ৮ জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই ওই ঘটনায় স্বতঃপ্রণেদিত হয়ে একটি মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত।

এই মুহূর্তে দেশের রাজনীতিতে লখিমপুর এক বড় ইস্যু হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই কৃষকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সবার আগে লখিমপুরে পৌঁছেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক সংসদীয় প্রতিনিধিদল।

সংযুক্ত কিষাণ মোর্চা এদিন রেল অবরোধের ডাক দেওয়ার পর গোটা দেশের একাধিক কৃষক সংগঠন ওই অবরোধ কর্মসূচিতে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে। পাঞ্জাব ও হরিয়ানার একাধিক কৃষক সংগঠন জানিয়েছে, ১৮ অক্টোবর শুধু রেল নয়, তারা সড়কপথও অবরোধ করবে।

]]>
Lakhimpur kheri: ছাউনি ঘেরা পুরো এলাকা, জেরায় জেরবার মন্ত্রীর পুত্র https://ekolkata24.com/uncategorized/son-of-a-fugitive-minister-came-from-nepal-in-a-case-of-crushing-farmers-cars Sat, 09 Oct 2021 07:06:27 +0000 https://www.ekolkata24.com/?p=6985 নিউজ ডেস্ক: হাজিরার কথা ছিল শুক্রবার। তার আগেই প্রতিবেশি দেশ নেপালের সীমান্ত শহরে ঢুকে সেফ পজিশন নিয়েছিলেন উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (lakhimpur kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার মূল অভিযুক্ত আশিস মিশ্র। স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র শনিবার প্রবল উত্তেজনার মধ্যে হাজিরা দিলেন ক্রাইম ব্রাঞ্চের সামনে।

সূত্রের খবর শেষ রাতে নেপালে সীমান্ত পেরিয়ে অভিযুক্ত আশিস ফের আসে লখিমপুর খেরি। আইনজীবীরাদের পরামর্শ নিয়ে ক্রাইম ব্রাঞ্চের সামনে উপস্থিত হয়। এক আইনজীবী তার সঙ্গে জেরা কক্ষে ঢুকেছেন।

শনিবার হাজিরা না দিলে জারি হবে হুলিয়া। এমনই হুঁশিয়ারি দেয় ক্রাইম ব্রাঞ্চ। তবে সবই হয় সুপ্রিম কোর্টেরর নির্দেশে। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার মামলায় মূল অভিযুক্ত কেন গ্রেফতার হয়নি, এই প্রশ্ন করে সুপ্রিম কোর্স। প্রবল অস্বস্তিতে পড়ে যায় উত্তর প্রদেশে বিজেপি সরকার। সারা ভারত কৃষকসভা অন্যান্য কৃষক সংগঠনগুলির অভিযোগ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবকিছু চাপা দিতে চাইছেন।

Lakhimpur Kheri

লখিমপুর খেরিতে কৃষকরা কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করছিলেন। গত রবিবার সেখানেই কৃষক জমায়েতে প্রবল গতিতে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় চার কৃষক সহ মোট ৯ জন মৃত।

অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা লখিমপুর খেরির বিজেপি সাংসদ অজয় মিশ্রের পুত্র আশিস ইচ্ছাকৃত হামলা করেছিল। ঘটনার পর থেকে বারবার তাকে গ্রেফতারের দাবি ওঠে। অভিযোগ, রাজ্য সরকার তাকে মামলা থেকে সরাতে পরপর পরিকল্পনা করেছে। তবে সুপ্রিম কোর্ট নির্দেশে সরকার জেরা করতে উদ্যোগী হয়।
আশিস মিশ্রকে দ্রুত গ্রেফতার করতে হবে। এমনই দাবি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর। উত্তর প্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতী তীব্র ক্ষোভ দেখিয়েছেন। লখিমপুর খেরির ঘটনায় বিধানসভায় ভোটের আগে প্রবল উত্তপ্ত উত্তর প্রদেশ।

]]>
Lakhimpur Kheri: নেপালে ‘লুকিয়ে’ কৃষকদের খুনে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর-পুত্র https://ekolkata24.com/uncategorized/lakhimpur-violence-accused-ministers-son-ashish-mishra-is-in-nepal Fri, 08 Oct 2021 07:25:33 +0000 https://www.ekolkata24.com/?p=6885 নিউজ ডেস্ক: নির্দেশ ছিল সকাল দশটার মধ্যে পুলিশের সামনে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ উপেক্ষা করে গরহাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস। তার বিরুদ্ধে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত গোপনে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে প্রতিবেশি দেশ নেপালে ঢুকেছে।

Lakhimpur Kheri

www.ekolkata24.com কিছু সূত্র মারফত জানতে পেরেছে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই অভিযুক্ত আশিস মিশ্র ভারত ত্যাগ করে। যেহেতু লখিমপুর খেরি একদম নেপাল লাগোয়া, আর ভারতীয় বা নেপালিদের মধ্যে আসা যাওয়ার ভিসা লাগেনা, সেই সুযোগে নেপালে ঢুকে আত্মগোপনে রয়েছে আশিস।

www.ekolkata24.com আরও জানতে পেরেছে, অভিযুক্ত মন্ত্রীপুত্র নেপাল থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে। তবে নেপাল সরকার তার সম্পর্কে কিছু জানায়নি। উত্তর প্রদেশের লখিমপুর খেরি সংলগ্ন নেপালের সীমান্ত খোলা। তারই যে কোনও একটি দিয়ে প্রতিবেশি দেশের সুদূর পশ্চিম বিভাগ ও কারনালি বিভাগে ঢুকেছে আশিস মিশ্র।

Union Minister of State for Home Ajay Mishra's son runs over protesting farmers

লখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে চাপা দেওয়ার মামলায় সুপ্রিম কোর্ট প্রশ্ন করে উত্তর প্রদেশ সরকার কতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এতে বিরাট ধাক্কা খায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। কারণ আশিস মিশ্রর বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে কৃষকদের মেরে ফেলার অভিযোগ উঠলেও তাকে গ্রেফতার করেনি যোগী প্রশাসন।

সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, ভারতীয় কিষান ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত সহ বাকি কৃষক সংগঠনগুলির অভিযোগ, আশিস মিশ্র প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে।

]]>
Lakhimpur Kheri: কৃষকদের ‘খুন’, সুপ্রিম ধাক্কায় যোগীর পুলিশ জেরা করবে মন্ত্রীর পুত্রকে https://ekolkata24.com/uncategorized/up_police_pastes_notice_outside_the_residence_of_union_minister_ajay_kumar_mishra Thu, 07 Oct 2021 16:52:51 +0000 https://www.ekolkata24.com/?p=6862 নিউজ ডেস্ক: লখিমপুর খেরির (Lakhimpur kheri) ঘটনায় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, কতজন অভিযুক্ত গ্রেফতার? হতচকিত উত্তর প্রদেশের বিজেপি সরকারের কাছে এর উত্তর ছিল না। শীর্ষ আদালতে প্রবল ধাক্কা খেয়ে অবশেষে নড়ে চড়ে বসল যোগী সরকারের পুলিশ। মূল অভিযুক্ত আশিস মিশ্রকে জেরায় হাজিরা দিতে নোটিশ দেওয়া হলো।

সূত্রের খবর, এই নোটিশ পেয়েই স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র ভেঙে পড়েছেন। তাঁর পরিবার তীব্র আতঙ্কিত। মন্ত্রী ও তাঁর পুত্র আশিসের আশঙ্কা জেরা করার পরেই গ্রেফতার করবে পুলিশ।

বিশেষ সূত্রের খবর, লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দেওয়ার মামলা ‘নরম’ করতে নয়াদিল্লিতে জরুরি ভিত্তিতে যান মন্ত্রী অজয় মিশ্র। যদিও তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেকেছিলেন।

তবে কৃষক সংগঠনগুলি অবস্থানে অনড়।সারাভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লার দাবি, উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার পূর্ণাঙ্গ তদন্ত হোক। মূল অভিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পুত্র আশিস মিশ্রকে গ্রেফতার করা হোক। অন্যান্য কৃষক সংগঠনগুলির অভিযোগ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবকিছু আড়াল করছেন।

কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে প্রবল গতিতে গাড়ি ঢুকে পড়ে। গাড়ির ধাক্কায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এদের চার জন কৃষক। মৃত কৃষকদের পরিবার পিছু আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দেওয়া হবে জানায় উত্তর প্রদেশ সরকার।

কৃষক সংগঠনগুলির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র ইচ্ছে করে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার জেরে আরও উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী। তিনি বলেন, ঘটনার সময় তাঁর পুত্র ছিলেন না।

]]>
Lakhimpur Kheri: রাজনীতির একমঞ্চে এবার রাহুল-বরুণ-প্রিয়াঙ্কা? https://ekolkata24.com/uncategorized/lakhimpur-kheri-maneka-and-varun-gandhi-dropped-from-bjps-national-executive-committee Thu, 07 Oct 2021 11:03:08 +0000 https://www.ekolkata24.com/?p=6839 প্রসেনজিৎ চৌধুরী: ইন্দিরা গান্ধী জীবিত থাকতে যে পারিবারিক চিড় ধরেছিল, সেই ঘরোয়া আয়না ভেঙেছে। জোড়াতালি দিতে কিছুটা চেষ্টা হয়েছিল প্রিয়াঙ্কার (priyanka gandhi) বিবাহ অনুষ্ঠানে। মিষ্টিমু়খ করেন সবাই। কিন্তু ওইটুকুই। গান্ধী পরিবার কংগ্রেস ও বিজেপিতে ভাগাভাগি হয়ে থেকে গিয়েছে। কংগ্রেস পক্ষ সোনিয়া-রাজীব প্রজন্ম রাহুল  (Rahul gandhi) আর প্রিয়াঙ্কা। আর বিজেপি পক্ষ মানেকা গান্ধী ও পুত্র বরুণ।

স্বামী সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর থেকেই নীরব মানেকা বরাবর শাশুড়ি ইন্দিরার প্রতিপক্ষ। সেই সুযোগে বিজেপির জাতীয়স্তরের নেত্রী, মন্ত্রী। পুত্র বরুণ একইভাবে মাতৃভক্ত। তিনিও বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য ও সাংসদ।

সদ্য উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার ঘটনায় দেশ উত্তাল। মোট ৯ জন মৃত। এদের ৪ জন কৃষক। কেন্দ্রের মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে জমায়েতে এই ঘটনা ঘটে। কৃষকদের উপর এমন নৃশংস হামলার কড়া প্রতিক্রিয়া দিচ্ছিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। পরপর টুইট করে বিজেপি নেতা, সরকারের কড়া সমালোচনা করেন তিনি। বরুণের সঙ্গে সুর মেলান মা মানেকা।

হেভিওয়েট মানেকা-বরুণের টুইটে আরও বিব্রত হয় উত্তর প্রদেশের যোগী সরকার। একইভাবে কেন্দ্রের মোদী সরকারও বিব্রত হচ্ছে। এই অবস্থায় বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানেকা গান্ধী ও বরুণ গান্ধীকে। তবে সাংসদ ও দলীয় সদস্য পদ এখনও আছে দুজনেরই।

গত কয়েকদিন ঘরেই লখনউ ও নয়াদিল্লির রাজনৈতিক মহলে গুঞ্জন বিজেপি থেকে বহিষ্কৃত হতে পারেন মানেকা গান্ধী। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে বরুণও দলত্যাগ করবেন। এই গুঞ্জনের রেশ আরও জমাট হয়েছে দুজনকেই বিজেপির জাতীয় কর্মসমিতির পদ থেকে বহিষ্কার করায়।

মনে করা হচ্ছে উত্তর প্রদেশ বিধানসভা ভোটের আগেস কংগ্রেসের মঞ্চে দেখা যেতে পারে রাহুল-বরুণ-প্রিয়াঙ্কাকে। এখন গান্ধী পরিবারের দুই অভিভাবক সোনিয়া ও মানেকা। তাঁরা কী করবেন? কাটবে সেই গুমসুমি ভাব। যার সৃষ্টি রাজীব ও সঞ্জয়কে ঘিরে খোদ ইন্দিরা তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে বিস্তর।

]]>
Lakhimpur Kheri: গাড়ি চাপা দিয়ে কৃষকদের মৃত্যুতে কতজন গ্রেফতার? সুপ্রিম প্রশ্নে বিপাকে যোগী https://ekolkata24.com/uncategorized/supreme-court-hearing-lakhimpur-kheri-violence-case Thu, 07 Oct 2021 10:01:56 +0000 https://www.ekolkata24.com/?p=6836 নিউজ ডেস্ক: এতবড় ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে? প্রশাসনিক রিপোর্ট জলদি জমা দিতে হবে। লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গাড়ি চাপা দিয়ে কৃষকদের মারার অভিযোগে সুপ্রিম কোর্টের এই প্রশ্নে চরম ধাক্কা খেল উত্তর প্রদেশ সরকার।

সুপ্রিম কোর্টের প্রশ্নের সামনে কার্যত অসহায় উত্তর প্রদেশ সরকার। শীর্ষ আদালত জানতে চায়, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তদন্তের স্বার্থে তাদের আটক বা গ্রেফতার করা হয়েছে কি? এই প্রশ্নে আদালতকে কোনও সদুত্তর দিতে পারেনি যোগী সরকার।

ফলে বিতর্ক আরও জড়িয়ে ধরল উত্তর প্রদেশে বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনকে। আগেই সারা ভারত কৃষকসভা, ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ বিভিন্ন কৃষক সংগঠন অভিযোগ করেছে, কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরেছে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র। সে এখনও অধরা।

লখিমপুর খেরির ঘটনায় এক সদস্যের কমিটি গঠন করেছে উত্তর প্রদেশ সরকার। এলাহাবাদ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তব সবদিক খতিয়ে দেখবেন। তিনি রিপোর্ট দেবেন দু মাস পরে।

এদিক মৃত কৃষকদের আত্মীয়দের অভিযোগ, হামলাকারী আশিস মিশ্রকে গ্রেফতার করছে না রাজ্য সরকার। সারাভারত কৃষকসভা, ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ বিভিন্ন কৃষক সংগঠনের আরও অভিযোগ, যোগী আদিত্যনাথ সবকিছু চাপা দিতে চাইছেন। যদিও তিনি জানান, লখিমপুর খেরির ঘটনায় কড়া তদন্ত হবে।

অভিযুক্ত হামলাকারী আশিস মিশ্রের পিতা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র। তিনি লখিমপুর খেরির বিজেপি সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারী মন্ত্রীর পদে রয়েছেন। তাঁর দাবি, ঘটনাস্থলে ছিল না আশিস। তবে যে গাড়ির ধাক্কায় মারা গিয়েছেন কৃষকরা সেটি তাঁর পুত্রের। চাপে পড়ে স্বীকার করেছেন মন্ত্রী।

গত ৩ অক্টোবর নেপাল সীমান্ত লাগোয়া লখিমপুর খেরিতে কেন্দ্রের মোদী সরকার যে কৃষি আইন এনেছে তার প্রতিবাদ চলছিল। জমায়েতের মধ্যে একটি গাড়ি প্রবল গতিতে ঢুকে পড়ে। ভাইরাল ভিডিওতে স্পষ্ট, ওই গাড়ির ধাক্কায় কয়েকজন ছিটকে পড়ছেন। এই ঘটনায় মৃত মোট ৯ জন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৪ জন কৃষক। এক সাংবাদিক। হামলাকারী গাড়ির তিনজন। আর একজন সাধারণ ব্যক্তি।

লখিমপুর খেরির ঘটনায় প্রধানমন্ত্রী নীরব। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, আইনের শাসন নেই উত্তর প্রদেশে। রাহুল গান্ধীকে সাথে নিয়ে তিনি দেখা করেন মৃত কৃষকদের পরিবারের সঙ্গে।

]]>
Lakhimpur Kheri: ‘সাময়িক জেল’ থেকে বেরিয়ে রাহুলকে সঙ্গে নিয়ে মৃত কৃষকের বাড়িতে প্রিয়াঙ্কা https://ekolkata24.com/uncategorized/congress-leaders-rahul-and-priyanka-gandhi-arrive-at-lakhimpur-kheri Wed, 06 Oct 2021 18:53:50 +0000 https://www.ekolkata24.com/?p=6809 নিউজ ডেস্ক: বন্দিত্ব কাটল। সীতাপুর গেস্ট হাউসের ‘সাময়িক জেল’ থেকে বেরিয়ে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁকে সঙ্গে নিয়েই রাহুল গান্ধী (rahul gandhi) পৌঁছে গেলেন লখিমপুর খেরিতে (lakhimpur kheri) গাড়ি চাপা দিয়ে ‘মেরে ফেলা’ কৃষকদের পরিবারের কাছে।

সংবাদ সংস্থা ANI জানাচ্ছে, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাতে পৌঁছান মৃত কৃষক লাভপ্রীত সিংয়ের বাড়িতে। মৃতের আত্মীয়রা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। কেন মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র পুলিশি হেফাজতের বাইরে সেই প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয়রা।

Rahul and Priyanka Gandhi arrive at Lakhimpur Kheri

দিনভর লখনউয়ে রাজনৈতিক উত্তাপ ছিল। তীব্র চাপের মুখে অবশেষে রাহুল গান্ধীকে লখিমপুর খেরি যেতে অনুমতি দেয় উত্তর প্রদেশের বিজেপি সরকার। বিমান বন্দরে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন পাঞ্জাব ও ছত্তিসগড় দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। দুই রাজ্য সরকার লখিমপুর খেরিতে মৃতদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে।

লখিমপুর খেরিতে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে তীব্র বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র। অভিযোগ গাড়ি চাপা দিয়ে কৃষকদের খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রের পিতা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র। অভিযোগ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রের বিজেপি সরকার পুরো ঘটনা চাপা দিতে মরিয়া চেষ্টা করছে।

Rahul and Priyanka Gandhi arrive at Lakhimpur Kheri

লখিমপুর খেরিতে মোট মৃতের সংখ্যা ৯ জন। তাদের পরিবার পিছু ৪৫ লক্ষ টাকা ও সরকারি চাকরির ব্যবস্থা ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন। তবে সারা ভারত কৃষক সভা ও ভারতীয় কিষাণ ইউনিয়নের দাবি, হামলাকারী আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। ANI জানাচ্ছে, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বিশাল সমর্থক বাহিনী নিয়ে লখিমপুর খেরি আসছেন। দেরাদুন থেকে ১ হাজার ট্রাক ভাড়া করেছে কংগ্রেস। এই বিশাল সংখ্যক কংগ্রেস সমর্থক ঢুকলে এলাকার পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হবে বলে আশঙ্কা।

]]>
Lakhimpur kheri: যোগীকে চাপে রাখল কংগ্রেস, মৃত কৃষকদের ৫০ লক্ষ টাকা সাহায্য https://ekolkata24.com/uncategorized/rahul-gandhi-leave-for-lakhimpur-kheri Wed, 06 Oct 2021 12:17:11 +0000 https://www.ekolkata24.com/?p=6765 নিউজ ডেস্ক: তুমুল রাজনৈতিক গরম হওয়া লখনউ ছাড়িয়ে গোটা দেশে বইছে। লখিমপুর খেরি যেতে অনুমতি পেলেন রাহুল গান্ধী। গাড়ি চাপা দিয়ে ‘কৃষকদের খুন’ যেখানে হয়েছিল সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার।

রাহুল গান্ধী লখনউ থেকে লখিমপুর খেরি যাওয়ার আগেই বিজেপিকে রাজনৈতিক চাপে ফেলে দেয় কংগ্রেস। ছত্তিসগড় ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা মৃত কৃষকদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। দুটি রাজ্যই কংগ্রেসের দখলে। মৃত কৃষকদের পরিবার পিছু ৪৫ লক্ষ টাকা দিচ্ছে যোগীর সরকার। করা হয়েছে সরকারি চাকরির ব্যবস্থা।

ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল লখনউতে এসে বিমানবন্দরে ধরনা শুরু করেন। এতে আরও বিব্রত হয় উত্তর প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী বাঘেলের নিরাপত্তা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে পাঞ্জাবে সদ্য মুখ্যমন্ত্রী হওয়া চরণজিত সিং চান্নি একইসঙ্গে কেন্দ্র ও যোগী প্রশাসনকে তীব্র আক্রমণ করেন। পরে রাহুল গান্ধীর অনুরোধে দুই রাজ্য সরকার আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করে।

লখিমপুর খেরিতে মৃত কৃষকদের পরিবার পিছু উত্তর প্রদেশের বিজেপি সরকার ৪৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি চাকরির ব্যবস্থা করছে। যদিও কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলির প্রশ্ল গাড়ি চাপা দিয়ে কৃষদের মেরে ফেলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস এখনও কেন অধরা।

অভিযুক্ত আশিস মিশ্রর পিতা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর দাবি, ঘটনার সময় আশিস ছিল না। তবে আশিস-ই দোষী, তাকে গ্রেফতার করতে হবে। এমনই অভিযোগ করেছেল সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। কৃষক সংঠনগুলির পক্ষ থেকে প্রশ্ন, মন্ত্রীর পুত্রকে কেন গ্রেফতার করছেনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।

]]>