Lanzhou – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 26 Oct 2021 11:14:45 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Lanzhou – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 China: ফের করোনা হানা, ৪০ লক্ষ জনবসতির শহরে লকডাউন করল চিন https://ekolkata24.com/uncategorized/china-puts-city-of-4-million-under-lockdown-due-to-spike-in-covid-cases Tue, 26 Oct 2021 11:14:45 +0000 https://www.ekolkata24.com/?p=9210 News Desk: ফের এসেছে করোনা। সংক্রমণ বেড়ে গেল হু হু করে। চিনে নতুন করে সংক্রমণের কারণে ঘোষিত হলো লকডাউন। বিবিসি জানাচ্ছে লানঝউ শহরে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে।

চিনের সংবাদপত্র গ্লোবাল টাইমস জানাচ্ছে, সংক্রমণ রুখতে কড়া ভূমিকা নিয়েছে প্রশাসন। লানঝাউ শহরে প্রায় ৪০ লক্ষ মানুষের বসবাস। এখানে শুধু যাতায়াতে নিষেধাজ্ঞা নয়, বরং ওই শহরের বাসিন্দাদের ঘর থেকে বের হওয়াতে জারি নিষেধাজ্ঞা। একপ্রকার গৃহবন্দি তারা।

বিবিসি জানাচ্ছে, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহান শহর থেকেই প্রথম করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল। কয়েক সপ্তাহের মধ্যেই সেই জীবাণু সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনার হামলায় গোটা দুনিয়া থমকে গিয়েছিল। আপাতত সংক্রমণের হার কমের দিকে বিভিন্ন দেশে। এর মাঝে চিন থেকেই এসেছে ভয়াল খবর।

মঙ্গলবার থেকে চিনের উত্তর পশ্চিম শহর লানঝউয়ে লকডাউন জারি করা হয়েছে। এই শহরে করোনার একটি স্থানীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। সম্প্রতি চিনে করোনায় আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়।

চিন সরকার করোনা সংক্রমণের কথা জানাতেই বিশ্বজুড়ে পড়েছে শোরগোল। তবে কড়া লকডাউন নিয়ম দ্রুত চালু হওয়ায় পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছে। এমনই জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থা।

নতুন করে করোনা সংক্রমণ বিভিন্ন দেশে হচ্ছে। সেই সঙ্গে চলছে টিকাদান কর্মসূচি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা টিকা নেওয়ার পরেই সংক্রমণের বিষয়ে উদাসীন ব্যক্তির সংখ্যা বেশি। তারা মনে করছেন আর কিছু হবে না। এরাই অজান্তে করোনা ছড়াচ্ছেন। তবে টিকা নিলে করোনায় মৃত্যুর হার দ্রুত গতিতে নিম্নগামী হচ্ছে।

]]>