latest – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 23 Nov 2021 07:35:52 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png latest – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 weather update in Bengal: উচ্চ্চাপ সরলেই ফিরবে হিমেল হাওয়া https://ekolkata24.com/uncategorized/latest-weather-update-in-bengal Tue, 23 Nov 2021 07:35:52 +0000 https://ekolkata24.com/?p=12092 নিউজ ডেস্ক, কলকাতা: শীতের (weather) অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। মাঝে মাঝে উঁকি দিয়েই এই পালাচ্ছে। অদ্ভুত লুকোচুরি খেলা চলছে। সৌজন্যে একের পর এক নিম্নচাপ। পারদ উঠছে নামছে নয়। এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষকে বাধ্য হয়ে পাখা চালাতে হচ্ছে।

এখন আবার হাজির হয়েছে উচ্চচাপ বলয়। কোনও না কোনও সিস্টেম এসে বাংলার শীতের পথকে আটকে দিচ্ছে। এই পরিস্থিতি আগামী দিন দুই তিনেক থাকবে। তারপর মিলতে পারে শীতের আমেজ। বলা যেতে পারে সিস্টেম কার্যকরিতা হারালে তবেই নামবে পারদ।

হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস ঢুকে পড়ছে রাজ্যে। আর তাতেই শীতল আবহাওয়া হারিয়ে যাচ্ছে। এমনকি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সিস্টেম কাটলে নামবে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়তে নিয়মমাফিক মাঝ ডিসেম্বর, যা রাজ্যের আবহাওয়া অনুযায়ী স্বাভাবিক।

Kolkata Winter

এদিকে উচ্চ্চাপ বলয় উত্তর – পশ্চিমী বায়ুকে আটকে দিয়েছে। বেড়েছে গরম। তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিনবঙ্গের। হেমন্তের ঠান্ডা ভাব পেরিয়ে হাজির গরম। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর, হুগলী, নদিয়ায়। হালকা বৃষ্টি হবে, তবে বেশি সমস্যা তৈরি করবে অস্বস্তিকর আবহাওয়া। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এই সপ্তাহের শেষে দিকে ফের শীতের অনুভূতি মিলতে পারে। তবে আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়ছে রাজ্যে।

এর ফলেই স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। বুধবার থেকে তা কমতে পারে।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উচ্চচাপের প্রভাবে বৃষ্টি হলেও তা বিশেষ ভাবে কপালে ভাঁজ ফেলার মতো নয়। বরং বৃষ্টির হাত ধরে শীতের প্রবেশ ঘটতে পারে। এক লাফে পারদ পতনেরও সম্ভাবনা রয়েছে।

]]>
Weather Update: শীত নেই, অস্বস্তিকর আবহাওয়ায় নাস্তানাবুদ মানুষ https://ekolkata24.com/uncategorized/latest-kolkata-weather-update Tue, 23 Nov 2021 06:56:36 +0000 https://ekolkata24.com/?p=12082 নিউজ ডেস্ক, কলকাতা: অগ্রহায়ণের শুরু হয়ে গিয়েছে। কিন্তু শীতের লেশমাত্র নেই। উল্টে বিশ্রী গরম অনুভূত হচ্ছে রাজ্যে। সৌজন্যে বঙ্গোপসাগরের উপর উচ্চ্চাপ বলয়। এটি উত্তর – পশ্চিমী বায়ুকে আটকে দিয়েছে। বেড়েছে গরম। তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিনবঙ্গের। হেমন্তের ঠান্ডা ভাব পেরিয়ে হাজির গরম। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর, হুগলী, নদিয়ায়। হালকা বৃষ্টি হবে, তবে বেশি সমস্যা তৈরি করবে অস্বস্তিকর আবহাওয়া। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এই সপ্তাহের শেষে দিকে ফের শীতের অনুভূতি মিলতে পারে। তবে আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়ছে রাজ্যে।

kolkata city

এর ফলেই স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। বুধবার থেকে তা কমতে পারে।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উচ্চচাপের প্রভাবে বৃষ্টি হলেও তা বিশেষ ভাবে কপালে ভাঁজ ফেলার মতো নয়। বরং বৃষ্টির হাত ধরে শীতের প্রবেশ ঘটতে পারে। এক লাফে পারদ পতনেরও সম্ভাবনা রয়েছে।

]]>
Weather Updates: নিম্নচাপ অক্ষরেখায় ফের বৃষ্টির সম্ভাবনা https://ekolkata24.com/uncategorized/latest-weather-updates-for-kolkata-and-the-state Thu, 28 Oct 2021 05:58:03 +0000 https://www.ekolkata24.com/?p=9438 News Desk, Kolkata: বৃষ্টি পিছু ছাড়ছে না। তাও বর্ষা ফিরে যাওয়ার পরও। সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিচ্ছে বৃষ্টির ঠান্ডা হাওয়া। হাওয়া অফিস বলছে হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে হালকা ভাবে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা,হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতার আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর কারণ কী? আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, হাওড়ায় আগামী কয়েকদিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আজ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শহরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে কিছু কিছু জায়গায় সামান্য কুয়াশাও হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। বাতাসে প্রচুর আর্দ্রতা থাকায় অস্বস্তি বজায় থাকবে।

কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কমতে থাকবে রাতের তাপমাত্রা।

]]>
#indvpak: শাহিন আফ্রিদি স্পেলে বেসামাল বিরাটের ভারত https://ekolkata24.com/sports-news/indvpak-latest-update-of-india-pakistan-cricket-match Sun, 24 Oct 2021 14:54:36 +0000 https://www.ekolkata24.com/?p=8984 Sports Desk: ইতিহাস হচ্ছে ইতিহাস, আমরা নিশ্চিত এবার আমরা ভারতকে হারাবো,পাকিস্তান অধিনায়ক বাবর আজম আগেই বলেছিলেন। ১৯ রান ২ উইকেট শাহিন আফ্রিদির, বাহাতি মিডিয়াম ফাস্ট বোলারের। রোহিত শর্মা এবং কে এল রাহুল আফ্রিদির শিকার।

হিটম্যান রোহিত শর্মা রানের খাতা না খুলেই এলবিডব্লু আর রাহুল (৩) বোল্ড আউট,২.১ ওভারে ভারত তখন দুই উইকেট খুঁইয়ে স্কোরবোর্ডে ৬ রান। খাঁদের কিনারা থেকে তোলার জন্য মাঠে অধিনায়ক বিরাট কোহলি আর সূর্যকুমার যাদব। জুটি গড়ে উঠেছিল দুজনের,কিন্তু৫.৪ ওভারে হাসান আলির বলে সূর্যকুমারের বিদায়১১ রানে। ভারত তিন উইকেটে ৩১ রান। ক্রিজে ঋষভ পহ্ন।

১৩-০ বিশ্বকাপের রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে। এবার কি ইতিহাসের স্রোত উল্টো খাতে বইতে চলেছে। ক্যাপ্টেন কোহলি ক্রিজে ২৫ রানে, পহ্ন ১৩। ভারতের সর্বশেষ স্কোর তিন উইকেটে ৫৯ রান

]]>
Shweta Tiwari শেয়ার করেছেন লেটেস্ট ফটোশ্যুট, বলিপাড়া বলছে OMG! https://ekolkata24.com/entertainment/television-actres-shweta-tiwari-glamorous-latest-photo-shoot-viral-tv-actress-comment-on-it Wed, 25 Aug 2021 07:37:48 +0000 https://www.ekolkata24.com/?p=3107 বায়োস্কোপ ডেস্ক: অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সর্বশেষ ফটোশুট শেয়ার করেছেন। টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে এই সর্বশেষ ফটোশুটে গ্ল্যামারাস স্টাইলে দেখা যাচ্ছে৷ ফ্যানদের পাশাপাশি অনেক বলি তারকাও তাঁর এই ছবিতে মন্তব্য করছেন। এই ছবিতে শ্বেতা একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছেন এবং আশ্চর্যজনক অভিব্যক্তি দিচ্ছেন। টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর এবং সঙ্গীতা বিজলানিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ফটোশুটটি বেশ পছন্দ হচ্ছে।

শ্বেতা তিওয়ারি এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘চাঁদনী।’ ছবিতে টিভি অভিনেত্রী দিলজিৎ কৌর লিখেছেন, ‘ওহ মাই গড … মোটিভেশন ব্যক্তিত্ব।’ একই সঙ্গে অভিনেত্রী সঙ্গীতা বিজলানি লিখেছেন, ‘শ্বেতা তোমাকে হট লাগছে।’ শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিও এই ছবিতে মন্তব্য করেছেন। শ্বেতা তিওয়ারির এই ছবিটিতে দেড় লক্ষেরও বেশি লাইক পড়েছে এবং সেখানে মন্তব্যের লাইন লেগে গিয়েছে৷

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Shweta Tiwari (@shweta.tiwari)

শ্বেতা তিওয়ারিকে সম্প্রতি সোনি টিভির শো ‘মেরে বাবা কি দুলহান’ -এ দেখা গিয়েছে। শ্বেতা তিওয়ারি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন বিখ্যাত টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’ দিয়ে। এরপর থেকে টেলিভিশন জগতে তিনি প্রেরণা নামে পরিচিত। শ্বেতা তিওয়ারি ‘বিগ বস 4’ -এর বিজয়ীও হয়েছেন। বর্তমানে তাকে ‘খতরন কে খিলাড়ি 11’ তে দেখা যাচ্ছে। এদিকে শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি শিগগিরই বলিউডে অভিষেক করতে যাচ্ছেন।

]]>