leaders – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Sun, 19 Dec 2021 09:33:35 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png leaders – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Kerala: ২৪ ঘণ্টায় জোড়া রাজনেতা খুনে তপ্ত বামরাজ্যে ১৪৪ ধারা https://ekolkata24.com/uncategorized/tension-in-kerala-alappuzha-as-two-political-leaders-killed-in-12-hours Sun, 19 Dec 2021 09:33:35 +0000 https://ekolkata24.com/?p=15437 নিউজ ডেস্ক, তিরুঅনন্তপুরম: ১২ ঘণ্টার ব্যবধানে বাম শাসিত কেরলে (Kerala) দুই রাজনৈতিক নেতার খুন ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। শনিবার খুন হয়েছিলেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা কেএস শান (KS Shan)। 

এর পর রবিবার ভোরে খুন হলেন বিজেপি নেতা ও দলের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি রণজিৎ শ্রীনিবাসন। দুষ্কৃতীরা রণজিৎকে তাঁর বাড়ির মধ্যে ঢুকে খুন (Murder) করে। জোড়া খুনের ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ানোয় আলাপ্পুজা জেলায় দুদিনের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা।

পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকালেও প্রাতঃভ্রমণে যাওয়ার জন্য বের হচ্ছিলেন বিজেপি নেতা রণজিৎ শ্রীনিবাসন। সে সময়ই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। স্ত্রী ও মায়ের সামনেই রণজিৎকে প্রথমে মারধর করে দুষ্কৃতীরা। আটজন দুষ্কৃতী বাড়ির গেটের মুখেই শ্রীনিবাসনকে এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীনিবাসনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই বিজেপি নেতাকে খুন করা হল তা জানা যায়নি। তবে পুলিশ ধৃতদের জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করছে। এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপির একাধিক শীর্ষ নেতাও ঘটনার তীব্র সমালোচনা করেছেন।

শনিবারই সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার (এসডিপিআই)( SDPI) রাজ্য সচিব কে এস শানকেও খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শনিবার রাতে তিনি যখন কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই তাঁর বাইকে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। শান রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা গাড়ি থেকে বেরিয়ে এসে তাঁকে কোপাতে থাকে। আহত অবস্থায় শানকে এরনাকুলামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর দেহে ৪০টিরও বেশী গভীর ক্ষত ছিল এবং মাথাতেও ছিল গুরুতর চোট। রবিবার সকালে হাসপাতালেই তাঁরও মৃত্যু হয়।

সানকে খুনের ঘটনায় বিজেপি-আরএসএস জোটের দিকে আঙুল তুলেছেন এসডিপিআই রাজ্য সভাপতি মুভাত্তুপুজা আশরফ মৌলবি। আশরফ হুঁশিয়ারি দিয়ে বলেন, আরএসএস ও বিজেপি এই ধরনের খুনের রাজনীতি বন্ধ না করে তবে তাদের কড়া মাসুল চোকাতে হবে। সময় মতোই বিজেপি ও সংঘকে কড়া জবাব দেওয়া হবে।

পর পর দুই খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্রমমন্ত্রী রমেশ চেন্নিথালা। তিনি বলেন, বিজেপি ও এসডিপিআইয়ের উচিত এই ধরনের খুনোখুনির রাজনীতি বন্ধ করা। রক্ত দিয়ে রাজনীতি হয় না। একই সঙ্গে রমেশ এই ঘটনায় রাজ্যের বাম সরকারকেও তোপ দেগেছেন। রমেশের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতচে ব্যর্থ পিনারাই বিজয়ন সরকার। গোটা রাজ্যেই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ বাম সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। সেকারণেই তারা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না। রাজ্যে একের পর এক খুনোখুনির ঘটনা ঘটলেও পুলিশ দর্শক হয়ে দাঁড়িয়ে দেখছে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনার নিন্দা করে বলেন, অপরাধীদের কেউ পার পাবে না। আলাপ্পুজায় যে জোড়া রাজনৈতিক খুন হয়েছে, তার সঙ্গে জড়িত ব্যক্তিদের পুলিশ খুঁজে বের করবেই। রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ধরনের অমানবিক ঘটনা কখনওই ভাল নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা মানে খুনোখুনি নয়।

]]>
সাত বছরে সর্বাধিক কংগ্রেস নেতা-বিধায়ক-সাংসদের বিজেপি যোগ: রিপোর্ট https://ekolkata24.com/uncategorized/congress-lost-highest-number-of-leaders-to-other-parties-since-2014-report Sat, 11 Sep 2021 14:19:08 +0000 https://www.ekolkata24.com/?p=4387 নিউজ ডেস্ক: গত সাত বছরে দল বদলের খেলায় চরম সংকটে পড়েছে কংগ্রেস (Congress)৷ সমস্ত রাজনৈতিক দলের মধ্যে সব থেকে বেশি কংগ্রেস নেতা-বিধায়ক দলত্যাগ করেছে৷ তারা প্রত্যেকের ‘হাত’ সঙ্গ থেকে বিজেপিতে যোগদান করেছে৷ পরিসংখ্যান বলছে, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে দেশে অনুষ্ঠিত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় সর্বাধিক সংখ্যক নেতা কংগ্রেস পার্টি ত্যাগ করেছেন।

ন্যাশনাল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ সেই রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেসে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী দলত্যাগ করে অন্যান্য রাজনৈতিক দলে যোগদান করছেন।

রিপোর্টে অনুযায়ী, ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের সময়ে ২২২ জন প্রার্থী (২০ শতাংশ) কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগদান করেছেন। এটিই সব থেকে বেশি প্রার্থীর সংখ্যা। যদিও ওই সময়কালের মধ্যে ১৫৩ জন (১৪ শতাংশ) প্রার্থী নির্বাচনে লড়তে এবং অন্য একটি দলে যোগ দিতে বহুজন সমাজ পার্টি (বিএসপি) ত্যাগ করেছেন।

ইলেকশন ওয়াচের বিশ্লেষণ অনুসারে, রাজনৈতিক দলত্যাগকারী ১১৩৩ জন প্রার্থীর মধ্যে কমপক্ষে ২৫৩ জন (২২ শতাংশ) ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০২১সালের মধ্যে মোট ১১৩৩ জন প্রার্থীর ২৫৩ জন (২২ শতাংশ) বিজেপিতে যোগ দিয়েছেন। এরপরেই কংগ্রেসে যোগদানকারী প্রার্থীদের সংখ্যা এবং তারপর বিএসপিতে যোগ দেন ৬৫ জন (৬ শতাংশ) প্রার্থী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি দল ত্যাগকারী সর্বাধিক ১৭৭ জন (৩৫ শতাংশ) এমপি, বিধায়ক কংগ্রেসের ছিলেন৷ যারা ২০১৪-২০২১ সালের বর্তমান সময়ের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের সময়ে অন্য দলে যোগ দিয়েছেন।

এডিআর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত সাত বছরের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের সময়ে ১৭৭ জন (৩৫ শতাংশ) সংসদ সদস্য ও বিধায়ক, যা সর্বোচ্চ সংখ্যক, কংগ্রেসকে ছেড়ে অন্য একটি দলে যোগ দেন। অন্যদিকে, ৩৩ জন (৭ শতাংশ) সাংসদ-বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং অন্য দলে যোগ দিতে বিজেপি ত্যাগ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সাত বছরের মধ্যে রাজনৈতিক দল বদলকারী ৫০০ সাংসদ/বিধায়কের মধ্যে ১৭৩ (৩৫ শতাংশ) বিজেপিতে যোগদান করেছেন। তারপরে ৬১ জন (১২ শতাংশ) সাংসদ-বিধায়ক কংগ্রেসে শামিল হয়েছেন। ৩১ জন (৬ শতাংশ) সাংসদ-বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

ন্যাশনাল ইলেকশন ওয়াচ অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ১১৩৩ জন প্রার্থী এবং ৫০০ সাংসদ-বিধায়কের দেওয়া নিজেস্ব হলফনামা বিশ্লেষণ করেছে৷ যারা ২০১৪ সালের পর থেকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের সময় দল বদল করে পুনরায় ভোটের লড়াইয়ে নেমেছিলেন৷

]]>