Left Liberation – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Tue, 19 Oct 2021 11:06:43 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Left Liberation – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 BJP to Bangladesh: মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান বাম লিবারেশনের https://ekolkata24.com/uncategorized/bjp-to-bangladesh-left-liberation-calls-for-being-vocal-against-fundamentalism Sun, 17 Oct 2021 11:06:00 +0000 https://www.ekolkata24.com/?p=8017 নিউজ ডেস্ক, কলকাতা: বাংলাদেশে ক্রমবর্ধমান মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হোন। ভারতে বিজেপি ও সংঘ পরিবারের সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চক্রান্ত রুখে দিন। সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শকে উর্দ্ধে তুলে ধরুন। এমনটাই আবেদন সিপিআই এমএল লিবারেশনের।

সিপিআই এমএল লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, অতি সম্প্রতি বাংলাদেশে দুর্গোৎসব পালনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সন্ত্রাসের আবহাওয়া পরিকল্পিতভাবে সৃষ্টির চক্রান্ত চলেছে । কুমিল্লাতে দুর্গাপুজার একটি মন্ডপে কোরানের অবমাননা হয়েছে – এই অজুহাতে মৌলবাদী সাম্প্রদায়িক হামলাকে মান্যতা দেওয়া হয়। এরপরে হাজিপুর, চাঁদপুর সহ বাংলাদেশের অন্যত্র দুর্গাপুজোর মুর্তি ও মন্ডপ ভাঙচুরের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বাংলাদেশের শাসন ক্ষমতায় আসীন শেখ হাসিনা সরকারকে ধর্মীয় পক্ষপাতের উর্দ্ধে উঠে কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সাধারণ শান্তিপ্রিয় জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই কিছু মানুষের প্রাণ চলে গেছে।

আমরা স্বস্তির সঙ্গে এটাও লক্ষ্য করছি সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশের সমস্ত বামদলগুলি ও বুদ্ধিজীবি গণতান্ত্রিক ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে এই মৌলবাদী, সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সচেষ্ট হয়েছেন। আমরা তাঁদের এই সংগঠিত প্রতিরোধ আন্দোলনকে কুর্ণিশ জানাই। “

একইসঙ্গে তাঁরা জানাচ্ছেন, “প্রতিবেশী দেশের এই দাঙ্গা বিক্ষুব্ধ পরিস্থিতিকে আসন্ন নির্বাচনের প্রচারে কাজে লাগাতে ভারতের মাটিতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপি ও সংঘ পরিবার মুসলীম সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় আক্রমণের নিশানা বানিয়ে সাম্প্রদায়িকতার বিদ্বেষ বিষ হিন্দু জনমানসে ছড়িয়ে দিতে তৎপর। ইতিমধ্যেই বিজেপি নেতৃবৃন্দ ও তাদের আই.টি. সেল নানারকম মিথ্যা গুজব রটিয়ে দেশভাগের সময়কার মর্মান্তিক সাম্প্রদায়িক আবহকে ফিরিয়ে আনতে সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে শুরু করেছে।

অন্যদিকে স্বঘোষিত দু এক জন মুসলিম নেতা সংযমের পরিবর্তে উত্তেজক ভাষণ দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন। আমরা তারও নিন্দা করি। বাংলাদেশ ও ভারতের মাটিতে সাম্প্রদায়িক মৌলবাদকে প্রতিহত করতে উভয় দেশের শান্তিপ্রিয় জনগণ, বাম ও প্রগতিশীল শক্তির মিলিত প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করে তুলুন। ভারত ও বাংলাদেশ এবং হিন্দু ও মুসলিম জনসমষ্টির নিবিড় ও দৃঢ়সংবদ্ধ ঐক্যের ঐতিহ্য ও পরম্পরাকে রক্ষা করতে আসুন আমরা সংকল্পবদ্ধ হই। মেহনতী মানুষের ঐক্য দীর্ঘজীবী হোক।”

]]>