Leonel Messi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Thu, 23 Sep 2021 11:15:37 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png Leonel Messi – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 Football: মেসিকে পেছনে ফেললেন রোনাল্ডো https://ekolkata24.com/sports-news/ronaldo-overtakes-leo-messi Thu, 23 Sep 2021 11:15:37 +0000 https://www.ekolkata24.com/?p=5380 স্পোর্টস ডেস্ক: ফুটবল (Football) বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল মাঠে ব্যালন ডি’অর-সহ নানা অন্যান্য রেকর্ডেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় দুজনের মধ্যে। এবার সেই দ্বন্দ্বেই মেসিকে ছাঁপিয়ে গেলেন রোনাল্ডো। যদিও তা মাঠের বাইরের লড়াইয়ে।

এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে প্রথম তিন ম্যাচে চার গোল করেছেন সিআর সেভেন। অন্যদিকে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে নিজেকে এখনো মেলে ধরতে পারেননি মেসি। এবার লিও মেসিকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক আয় করা ফুটবলারের শিরোপাও অর্জন করলেন পর্তুগিজ তারকা। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় একনম্বরে আছেন রোনাল্ডো। ২০২০ সালে এই স্থানে ছিলেন মেসি। এবার রোনাল্ডো এগিয়ে গেলেন সেই তালিকায়।

২০২১-২২ মরশুমে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০২১-২২ মরসুমে তাঁর আয় প্রায় ১২৫ মিলিয়ন ডলার। ক্লাব ফুটবল এবং জাতীয় দল মিলিয়ে রোনাল্ডোর আয় ৭০ মিলিয়ন ডলার। বাকি ৫৫ মিলিয়ন ডলার বিজ্ঞাপনে। মেসির মোট আয় ১১০ মিলিয়ন ডলার। তারমধ্যে ৭৫ মিলিয়ন ডলার রোজগার ফুটবল থেকে। বাকি ৩৫ মিলিয়ন ডলার বিজ্ঞাপন থেকে আসবে। যদিও এ মুহূর্তে ফুটবলবিশ্বে সর্বোচ্চ বেতন পান মেসি। কমার্শিয়াল থেকে করা রোজগারেই মেসিকে ছাড়িয়ে গিয়েছেন সিআর সেভেন।

আরও পড়ুন রোনাল্ডোকে ছাপিয়ে নতুন রেকর্ড মেসি’র

যদিও বিজ্ঞাপন থেকে করা রোজগারের তালিকায় রোনাল্ডোর আগে রয়েছেন আরও তিনজন ক্রীড়াবিদ। সুইস টেনিস তারকা রজার ফেডেরার (৯০ মিলিয়ন ডলার), মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস (৬৫ মিলিয়ন ডলার) ও মার্কিন গলফার টাইগার উডস (৬০ মিলিয়ন ডলার)।

মোট আয়ের তালিকায় তৃতীয় স্থানে আছেন নেইমার। রোনাল্ডো, মেসি, নেইমার ছাড়াও ফোর্বসের তালিকায় আরও অনেক ফুটবলার রয়েছে। টপ টেনে রয়েছেন এমবাপে (৪৩ মিলিয়ন ডলার), লেওয়নডোস্কি (৩৫ মিলিয়ন ডলার), ইনিয়েস্তা (৩৫ মিলিয়ন ডলার), পল পোগবা (৩৪ মিলিয়ন ডলার), গ্যারেথ বেল (৩২ মিলিয়ন ডলার) ও এডেন হ্যাজার্ড (২৯ মিলিয়ন ডলার)।

]]>
বার্সেলোনার নতুন ভরসা আনসু ‘১০’ ফাতি https://ekolkata24.com/sports-news/ansu-fati-is-the-new-star-of-bercelona Sun, 12 Sep 2021 14:40:42 +0000 https://www.ekolkata24.com/?p=4444 অনুভব খাসনবীশ: ফুটবল রাজার খেলা না হলেও খেলার রাজা। এই খেলাকে ঘিরেই ছেড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখে অনেকে। শূন্য থেকে শুরু করা অনেককেই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে সে। অতীতের মারাদোনা থেকে শুরু করে বর্তমানের মেসি, রোনান্ডো। তাদের রাস্তা ধরেই ক্রমাগত ফুটবলের রাজপথে এসে দাঁড়াচ্ছে বহু প্রতিভা। যারা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছে। তেমনই একজন হলেন আনসু ফাতি (Ansu Fati)।

স্পেনের ১৮ বছরের এই বিস্ময় বালককে নিয়ে এর মধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে গোটা দুনিয়া। পশ্চিম আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ গুইনিয়া-বিসাউতে জন্ম তার। ছোটো থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তার বাবা বোরি বুঝতে পারেন, যে দেশে ৬৯ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করে এবং ২৫ শতাংশ অপুষ্টির শিকার সেখানে ফুটবলের স্বপ্ন সত্যি হওয়া একটি খুব কঠিন বিষয়। মাত্র ৬ বছর বয়সে হারারে, সেভিল্লাতে ছেলের স্বপ্ন পূরণ করতে পরিবারসহ চলে আসেন তিনি।

Ansu Fati

ছোটবেলায় আর্থিক স্বাচ্ছল্য না থাকায় রাস্তায় খেলে বেড়ানো ছেলেটির ফুটবল অভিষেক হয় মাত্র ১৬ বছর বয়সে। এর মধ্যেই জাতীয় দল স্পেন এবং বার্সেলোনার নিয়মিত সদস্য হয়ে উঠেছে আনসু ফাতি। মাত্র ১৮ বছর বয়সেই তার নামের পিছনে থাকা রেকর্ডের সংখ্যা তার বয়সের সংখ্যার থেকে বেশি। ১৯৩৬ সালে স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন ১৭ বছর ২৮৩ দিন বয়সের অ্যাঞ্জেল জুবিয়েতা। তার ঠিক ৮৪ বছর বাদে জাতীয় দলের হয়ে অভিষেক হয় আনসু ফাতির। বয়স ১৭ বছর ৩০৭ দিন, জুবিয়েতার থেকে মাত্র ২৪ দিনের বড়। স্পেনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার তিনদিনের মাথায় অবশ্য ইউক্রেনের বিরুদ্ধে গোল করে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার পালক মুকুটে গোঁজেন তিনি। ম্যাচটিতে স্পেন ৪-০ গোলে যেতে। গোল করে ওয়েন রুনি, কিলিয়ান এমবাপে, মইসে কেনদের ক্লাবে ঢুকে পড়লেন আনসু ফাতি।

গত বছর থেকেই কাতালুনিয়ান ক্লাব বার্সেলোনার সিনিয়র টিমের হয়ে খেলছেন তিনি। এর আগে ২০১০-২০১২ সেভিল্লার যুব দলে খেলে যোগ দেন বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ অ্যাকাডেমিতে। ২০১৯ সালে যুব দল থেকে সিনিয়র দলে আসেন। ৩১ নম্বর জার্সি পরে উইঙ্গার পজিশনে খেলা আনসু ফাতি ইতিমধ্যে বার্সার হয়ে ২৪ টি ম্যাচে ৭ টি গোল করে ফেলেছেন তিনি। লা লিগায় বার্সেলোনার হয়ে তিনি ওসাসুনা, ভ্যালেন্সিয়ার মতো দলের বিরুদ্ধে গোল পেয়েছেন। ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালির বিখ্যাত ক্লাব ‘ইন্টার মিলান’য়ের জালে বল জড়িয়ে লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হন।

Lionel Messi vs Ansu Fati: Which Barcelona star was the better player at  17? | GiveMeSport

বার্সেলোনায় তার সামনেই খেলতেন পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এছাড়াও লুইস সুয়ারেজ, অ্যান্তেনো গ্রিয়েজম্যান, আর্তুরো ভিদালের মতো খেলোয়াড়দের সাথে খেললেও এযাবৎ কোনও আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়নি তার মধ্যে। বরং প্রতি মুহূর্তেই যেন নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়েই বল দখলের লড়াইতে ছোটেন তিনি।

আরও পড়ুন সাম্প্রদায়িকতা ছড়ানোয় সুপ্রিম কোর্টের তোপের মুখে দেশের ওয়েব পোর্টালের একাংশ

ইতিমধ্যেই বার্সেলোনা ছেড়েছেন লুইস সুয়ারেজ, অ্যান্তেনো গ্রিয়েজম্যান, আর্তুরো ভিদালরা। সাধের ক্লাব ছেড়ে প্যারিস সাঁ-জাঁ জার্সি গায়ে চাপিয়েছেন লিওনেল মেসিও। প্রবল যন্ত্রণা ও হতাশার মাঝেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্তাইন কিংবদন্তী। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থায় ‘বিস্ময় বালক’ আনসু ফাতিই সামনের মরশুমে ভরসা দিতে চলেছেন বার্সেলোনাকে। বোধহয় সে কথাই বিশ্বাস করেন বার্সার ক্লাব অফিসিয়ালরাও। ফলে ক্লাবের তরফ থেকে মেসির বিখ্যাত জার্সি নম্বর তুলে দেওয়া হল আনসু ফাতির পিঠেই। অন্যদিকে তার কন্ট্র্যাক্ট রিনিউ করাও এখন বড় কাজ কাতালুনিয়ান ক্লাবের কাছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছে মেসিকে না পেয়ে ম্যাঞ্চেস্টার সিটি চাইছে ফাতিকে। কিন্তু নিজেদের নতুন তারকাকে হারাতে রাজি নয় বার্সেলোনাও।

শুধু বার্সেলোনাই নয়, এই ফর্ম ধরে রাখতে পারলে ২০২২ সালের কাতার বিশ্বকাপে স্পেনেরও অন্যতম শক্তি হতে চলেছেন তিনি। অন্তত তার খেলা দেখে এমনটাই মত তামাম বিশ্বের ফুটবল বোদ্ধাদের।

]]>
মেসি যোগ দিতেই ভক্ত বাড়ছে পিএসজির https://ekolkata24.com/sports-news/fans-of-psg-are-increasing-as-soon-as-messi-joins Thu, 12 Aug 2021 06:56:26 +0000 https://www.ekolkata24.com/?p=2261 নিউজ ডেস্ক: এবার আর ‘এলএম১০’ নয়, লিও মেসি এবার ‘এলএম৩০’। ঠিক ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে অভিষেক করেছিলেন লিয়োনেল মেসি। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি যখন প্যারিস সঁ জঁ-তে নতুন ইনিংস শুরু করলেন, তখন ফের তাঁর গায়ে উঠতে চলেছে সেই ৩০ নম্বর জার্সিই।

আরও পড়ুন বার্সার মার্কেট ভ্যালু কমিয়ে এবার প্যারিসের মাঠে ফুল ফোঁটাবেন মেসি

প্যারিসের ক্লাবের হয়ে সাংবাদিক সন্মেলনে এসে মেসি জানিয়ে দিয়েছেন ফের চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ঝাঁপাব। এই ক্লাবের এবং তাঁর একই লক্ষ্য, ক্রমশ সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। প্যারিসের সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্তাইন তারকা।

আরও পড়ুন বাংলার প্রথম অভিধান লিখতে সময় লেগেছিল ৪০ বছর

সাংবাদিকদের মেসি বলেন, “যাঁরা আমার জন্য স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে গলা ফাটাচ্ছেন, তাঁদের নিয়ে আমি আপ্লুত। স্পেনের পর প্যারিসে এসেও সমর্থকদের উন্মাদনা দেখছি। এখানে আসার আগেই যে আমাকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল সেটাও জানি।”

মেসির পিএসজি-তে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে। ছবি: রয়টার্স

অবশ্য শুধু প্যারিসের সমর্থকরাই নন। লিগ ওয়ানের ক্লাবকে নিয়ে মেতেছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমিরা। মেসির যোগদানের পর মাত্র একদিনে সোশ্যাল মিডিয়ায় ৩০ লক্ষ ফলোয়ার বেড়েছে পিএসজি-র।

আরও পড়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা

অবশ্য শুধু পিএসজি’ই নয়, সমর্থকরা উৎসাহিত মেসির নতুন জার্সি নিয়েও। হুহু করে বিকোচ্ছে মেসির জার্সি। এক একটা জার্সির দাম ১৬৫ ইউরো বা প্রায় ১৫ হাজার টাকা। মেসির জার্সি কিনতে অনেক সমর্থক প্রায় দু’ঘণ্টা লাইনেও দাঁড়িয়েছেন।

আরও পড়ুন ক্লাব ছাড়ার দুদিনের মধ্যে মেসির ছবি মুছল তাঁর সাধের বার্সা

অন্যদিকে মেসি ছাড়ার পরেই রাতারাতি ফ্যান ফলোয়িং কমতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবের। সোশ্যাল মিডিয়াতেও সাধের মেসি চলে যাওয়ায় বার্সেলোনাকে আনফলো করেছিলেন বহু সমর্থক। গত দু’দিনে কাতালান ক্লাবের ব্র্যান্ড ভ্যালু প্রায় ১১ শতাংশ কমে গিয়েছে।

]]>
ক্লাব ছাড়ার দু’দিনের মধ্যে মেসির ছবি মুছল তাঁর সাধের বার্সা https://ekolkata24.com/sports-news/barcelona-removes-messi-image Tue, 10 Aug 2021 18:16:49 +0000 https://www.ekolkata24.com/?p=2198 নিউজ ডেস্ক: দু’দিন আগেই সাংবাদিক সন্মেলন করে লিওনেল মেসি জানিয়েছেন চলতি মরশুমে আর বার্সেলোনায় থাকছেন না তিনি। তারপরেই সবচেয়ে বেশি যে প্রশ্নটা সমর্থকদের মাথায় এসেছিল, তা হল এবার কোথায় যাচ্ছেন ‘এলএমটেন’। মঙ্গলবারের বিকেলে সে সমস্ত জল্পনার অবসান। প্যারিস সাঁজাঁতেই এবার যাচ্ছেন মেসি। বার্সেলোনার সংসার ত্যাগ করে এবার ‘মেসি ম্যাজিকের’ নতুন গন্তব্য প্যারিস। তিনি যে প্যারিস সাঁজাঁতেই যাচ্ছেন, তা একপ্রকার নিশ্চিত করেছেন তার বাবা।

‘প্যারিস’ লেখা টি-শার্টে প্যারিস সাঁ-জাঁ’তে যোগ দিতে ‘প্যারিস’ পৌঁছলেন লিও মেসি।

আরও পড়ুন বার্সার মার্কেট ভ্যালু কমিয়ে এবার প্যারিসের মাঠে ফুল ফোঁটাবেন মেসি

আর এবার, ক্লাব ছাড়ার মাত্র দু’দিন পরেই সাধের ক্যাম্প ন্যু থেকে সরতে শুরু করল তাঁর ছবি। প্রায় দু’দশক আগে এই ক্লাবে এসেছিলেন কিশোর লিও। যোগ দিয়েছিলেন বার্সেলোনার ছোটদের অ্যাকাডেমী ‘লা মাসিয়ায়’। সেখান থেকে আসেন সিনিয়র টিমে। ক্লাব কেরিয়ারে যেমন ক্লাবকে উপহার দিয়েছেন একাধিক ট্রফি, একাধিক মাইলফলক। ঠিক সেরকমভাবেই নিজের ঝুলিতেও ভরেছেন একাধিক ব্যক্তিগত সাফল্য।

ক্যাম্প ন্যু থেকে সরানো হচ্ছে মেসির ছবি।

আরও পড়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা

বার্সায় যোগ দেওয়ার শুরু থেকেই একাত্ম হয়ে গিয়েছিল লিওনেল মেসি-এফসি বার্সেলোনা। দীর্ঘ সেই সম্পর্কে ছেদ পড়েছে। প্রেস মিটে ভেজা চোখে ফুটবলের রাজপুত্র জানিয়েছেন, এই মরশুমে তিনি ক্লাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ক্লাবের অফিসিয়ালদের জন্যই ক্লাব ছাড়তে হয়েছে তাঁকে। ঘুরিয়ে সে কথাই বলেছেন তিনি।

আরও পড়ুন অভাবের সংসার: পার্কিং অ্যাটেনডেন্টের কাজ করছেন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন রিতু

মেসি ছাড়ার পরেই রাতারাতি ফ্যান ফলোয়িং কমতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবের। সোশ্যাল মিডিয়াতেও সাধের মেসি চলে যাওয়ায় ক্লাবকে আনফলো করেছিলেন বহু সমর্থক। এবার ক্লাব এবং স্টেডিয়াম থেকে ‘মেসির ছবি’ সরানোর ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে সমর্থকদের মধ্যে।

]]>
বার্সার মার্কেট ভ্যালু কমিয়ে এবার প্যারিসের মাঠে ফুল ফোঁটাবেন মেসি https://ekolkata24.com/sports-news/lionel-messi-agrees-to-join-paris-saint-germain-on-two-year-contract-after-leaving-barcelona Tue, 10 Aug 2021 18:06:00 +0000 https://www.ekolkata24.com/?p=2190 নিউজ ডেস্ক: কোটি কোটি সমর্থকদের সমস্ত জল্পনার অবসান। বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁজাঁতেই এবার লিওনেল মেসি। তিনি যে প্যারি সাঁজাঁতেই যাচ্ছেন, তা নিজস্ব কায়দায় তাঁর ভক্তকুলকে জানালেন মেসি। বিমানের ভেতর থেকে স্ত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শুরু। তারপর ‘প্যারিস’ লেখা টি-শার্ট পরে ক্লাবে এসে মেসি জানিয়ে দিলেন, প্যারিস আমি আসছি।

আরও পড়ুন চোখের জলে বার্সেলোনা ছাড়লেন লিও মেসি

আপাতত দু’বছরের চুক্তিতে লিগ ওয়ান ক্লাবে সই করবেন আর্জেন্তাইন তারকা। তবে নতুন চুক্তিতে এক বছর বাড়িয়ে ২০২৪ সাল অবধি মেসিকে দলে রেখে দেওয়ার সুযোগও রয়েছে ফ্রান্সের দলের সামনে। স্কাই স্পোটর্স, ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানোসহ একাধিক সংস্থার রিপোর্ট অনুযায়ী মেসির এজেন্ট তথা তাঁর বাবা জর্জ মেসি এবং তাঁর আইনজীবিরা বেশ কিছুদিন আলাপ আলোচনা এবং সবদিক খতিয়ে দেখার পর পিএসজির সঙ্গে সম্পূর্ণ চুক্তিতে পৌঁছেছেন ‘এলএম১০’।

Football news - Paris Saint-Germain confirm Lionel Messi to join on free  transfer, signs two-year deal - Eurosport

এদিকে মেসি ক্লাব ছাড়তেই বড়সড় ধাক্কা বার্সেলোনায়। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে কাতালুনিয়ান ক্লাব। মেসি ক্লাব ছাড়ার কথা ঘোষণা করতেই রাতারাতি ফ্যান ফলোয়িং কমতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবের। সোশ্যাল মিডিয়াতেও সাধের মেসি চলে যাওয়ায় ক্লাবকে আনফলো করেছিলেন বহু সমর্থক। এবার আরেক ধাক্কা খেল বার্সা, গত দু’দিনে কাতালান ক্লাবের ব্র্যান্ড ভ্যালু প্রায় ১১ শতাংশ কমে গিয়েছে।

ক্যাম্প ন্যু’তে আর দেখা যাবে না এই দৃশ্য।

বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার কাছে যা একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে তাঁর অন্যতম দাবী ছিল, তিনি প্রেসিডেন্ট হলে বার্সাতেই থাকবে লিও মেসি। যা পূরণ করতে পারেননি তিনি। ফলে অনেক মহলেই শোনা যাচ্ছে, পদত্যাগ করতে হতে পারে তাঁকে। অন্যদিকে, স্পনসরদের কাছ থেকে বছরে মোট ১৮০ মিলিয়ন ইউরো পায় বার্সেলোনা। লাপোর্টা প্রেসিডেন্ট হয়ে আসার পর সেটাকে ২০০ মিলিয়ন ইউরোতে টার্গেট করেছেন। কিন্তু মেসি ক্লাব ছাড়ায় বছরে ১৮০ মিলিয়ন ইউরোই পাওয়া যাবে কিনা তাও এখন লাখ টাকার প্রশ্ন।

দু’দিন আগেই খবর পাওয়া গিয়েছিল ১০ অগস্ট পিএসজির তরফে আইফেল টাওয়ার বুক করা হয়েছে। সেই জল্পনাই এবার সত্যি হল।

]]>