कोलकाता से होगी भारत दौरे की शुरुआत
मेसी का भारत दौरा कोलकाता से शुरू होगा, जो फुटबॉल के प्रति अपने जुनून के लिए जाना जाता है। कोलकाता मेसी के लिए भी खास है—2011 में यहीं सॉल्टलेक स्टेडियम में उन्होंने अर्जेंटीना की कप्तानी में पहला मैच खेला था। अब 14 साल बाद, एक बार फिर कोलकाता की ज़मीन पर कदम रखने जा रहे हैं।
इस बार मेसी को कोलकाता के ऐतिहासिक ईडन गार्डेन्स में विशेष सम्मान दिया जाएगा। इस समारोह में पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी और सांसद अभिषेक बनर्जी के शामिल होने की संभावना है।
ईडन गार्डेन्स में ही एक खास “GOAT Cup” (Greatest of All Time) नामक सात-सदस्यीय फुटबॉल टूर्नामेंट का आयोजन होगा, जो मेसी को समर्पित रहेगा।
इसके अलावा, मेसी कोलकाता में बच्चों और किशोरों के लिए एक फुटबॉल वर्कशॉप और ‘फुटबॉल क्लिनिक’ भी लॉन्च करेंगे, जिससे युवा फुटबॉलरों को प्रेरणा और प्रशिक्षण मिलेगा।
दिल्ली में प्रधानमंत्री से मुलाकात की संभावना
कोलकाता के बाद मेसी दिल्ली जाएंगे, जहां उनकी भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी से मुलाकात की संभावना है। दिल्ली में उनके सम्मान में एक विशेष कार्यक्रम आयोजित किया जा सकता है—संभावित स्थल हैं जवाहरलाल नेहरू स्टेडियम या फिरोज शाह कोटला मैदान।
यहां भी युवाओं के लिए फुटबॉल वर्कशॉप आयोजित की जाएगी, जिसमें उभरते खिलाड़ी मेसी से सीधे मार्गदर्शन प्राप्त करेंगे।
मुंबई में क्रिकेट और फुटबॉल का संगम
मेसी का दौरे का अंतिम पड़ाव होगा मुंबई, जहां ब्रैबोर्न स्टेडियम में एक विशेष कार्यक्रम में वह भारतीय क्रिकेट के दिग्गज सचिन तेंदुलकर से मुलाकात करेंगे। यह लम्हा भारतीय खेल प्रेमियों के लिए एक यादगार क्षण बन जाएगा—दो महान खिलाड़ियों की ऐतिहासिक भेंट।
मुंबई में भी बच्चों और युवाओं के लिए फुटबॉल-आधारित वर्कशॉप और ग्रासरूट कार्यक्रमों का आयोजन होगा।
इससे पहले, केरल में होगा अर्जेंटीना का मैच
मेसी के भारत दौरे से पहले अक्टूबर महीने में केरल में एक अंतरराष्ट्रीय फ्रेंडली मैच आयोजित होगा, जिसमें अर्जेंटीना टीम मैदान में उतरेगी और मेसी टीम की अगुवाई करेंगे। हालांकि प्रतिद्वंद्वी टीम और स्थान की घोषणा अभी नहीं हुई है, लेकिन यह मैच भी ऐतिहासिक होने वाला है।
भारत में फुटबॉल को देगा नई ऊर्जा
लियोनेल मेसी का यह भारत दौरा सिर्फ एक महान खिलाड़ी की यात्रा नहीं है, बल्कि यह भारतीय फुटबॉल के लिए नई संभावनाओं के द्वार खोलने जा रहा है। इससे बच्चों और युवाओं में फुटबॉल के प्रति उत्साह बढ़ेगा, भारत की वैश्विक छवि मजबूत होगी और खेल संस्कृति को मिलेगा नया आयाम।
कोलकाता, दिल्ली और मुंबई में दिसंबर का महीना एक फुटबॉल महोत्सव के रूप में मनाया जाएगा। और जब खुद मेसी भारतीय ज़मीन पर होंगे, तब जोश और उत्साह अपने चरम पर होगा।
]]>पुरुषों की श्रेणी में प्रमुख नाम
मेसी, जो अब इंटर मियामी के लिए खेलते हैं, एक बार फिर सूची में हैं। वहीं, मैनचेस्टर सिटी के स्टार मिडफील्डर रोड्री ने अपने शानदार प्रदर्शन के दम पर जगह बनाई है। रोड्री ने हाल ही में बैलन डी’ऑर जीता और सिटी के ट्रेबल जीतने वाले सीजन में अहम भूमिका निभाई। इसके अलावा, उन्होंने स्पेन को यूईएफए यूरोपियन चैंपियनशिप जिताने में भी शानदार योगदान दिया।
रियल मैड्रिड के ब्राजीलियाई स्टार विनीसियस जूनियर भी नामांकितों में हैं। उन्होंने ला लीगा, स्पेनिश सुपर कप और यूईएफए चैंपियंस लीग में अपनी टीम के लिए महत्वपूर्ण योगदान दिया। हालांकि, बैलन डी’ऑर समारोह में उनकी अनुपस्थिति ने विवाद खड़ा किया, लेकिन वह अब भी बेस्ट फीफा मेन्स प्लेयर के दावेदार बने हुए हैं।
बड़े नाम और उभरते सितारे
इस साल की सूची में कई और शानदार नाम शामिल हैं। मैनचेस्टर सिटी के एर्लिंग हालैंड ने अपने गोल करने की काबिलियत से सबको प्रभावित किया है। रियल मैड्रिड के युवा खिलाड़ी जूड बेलिंगहैम भी अपने शानदार प्रदर्शन के लिए चर्चा में हैं। वहीं, बार्सिलोना के युवा स्टार लैमिन यामल ने भी नामांकन में जगह बनाई है।
फीफा बेस्ट फुटबॉल अवॉर्ड्स का महत्व
इस अवॉर्ड का मकसद न केवल खिलाड़ियों के प्रदर्शन को मान्यता देना है, बल्कि फुटबॉल के प्रति उनके योगदान की सराहना करना भी है। खिलाड़ियों का चयन क्लब और अंतरराष्ट्रीय स्तर पर उनके प्रदर्शन के आधार पर किया जाता है।
2024 फीफा बेस्ट पुरुष खिलाड़ी नामांकितों की सूची
डैनी कार्वाजल (स्पेन), रियल मैड्रिड
एर्लिंग हालैंड (नॉर्वे), मैनचेस्टर सिटी
फेडरिको वाल्वरडे (उरुग्वे), रियल मैड्रिड
फ्लोरियन विर्ट्ज़ (जर्मनी), बायर लेवरकुसेन
जूड बेलिंगहैम (इंग्लैंड), रियल मैड्रिड
किलियन एम्बाप्पे (फ्रांस), पीएसजी/रियल मैड्रिड
लैमिन यामल (स्पेन), बार्सिलोना
लियोनेल मेसी (अर्जेंटीना), इंटर मियामी
रोड्री (स्पेन), मैनचेस्टर सिटी
टोनी क्रूस (जर्मनी), रियल मैड्रिड (अब सेवानिवृत्त)
विनीसियस जूनियर (ब्राजील), रियल मैड्रिड
]]>
OFFICIAL: The Best FIFA Men’s Player 2024 nominees released tonight.
pic.twitter.com/fWRa8BJhgJ
— Fabrizio Romano (@FabrizioRomano) November 28, 2024
শনিবার রাতে এক বিবৃতিতে পিএসজি ক্লাব জানায়,একজন কর্মী সদস্যেরও COVID-19 ছিল। ওই দিন আর কারোরই নাম ছিল না। তবে রবিবার ক্লাবের মেডিকেল নিউজে এক নতুন বিবৃতিতে জানানো হয়, লিওনেল মেসি, লেফট ব্যাক জুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিতুমাজালা কোভিড-১৯ পজিটিভ।
এমন খবরে স্বভাবতই হতাশ হয়ে পড়ে মেসি ভক্তরা। তবে অসমর্থিত সূত্রে খবর, লিওনেল মেসি পরের ম্যাচ লিওনের বিপক্ষে খেলা খেলতে পারবেন।
অসমর্থিত সূত্রে এও খবর, লিও মেসি খ্রীস্টমাসের আগেই কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। কিন্তু ওই সময় তিনি সুস্থ বোধ করায় প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করেন। অসমর্থিত সূত্রের দাবি, রবিবার মোটেও লিওনেল মেসির কোভিড-১৯ টেস্ট করা হয়নি, কিন্তু মেসির ক্লাব লিওনেল মেসির কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এমন খবর রবিবার সামনে এনেছে।
]]>34 বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার হয়ে গত মরসুমে 48 ম্যাচে 38 গোল করেছিলেন এবং জুলাইয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার গৌরব অর্জনের আগে কোপা দেল রে জিতেছিলেন। এটা ছিল মেসির উজ্জ্বল কেরিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা। আগস্টে ক্যাম্প ন্যু থেকে চোখের জলে ভেসে প্যারিস সেন্ট-জার্মেইতে যাওয়ার আগে বার্সেলোনার সাথে সম্পূর্ণভাবে কাটিয়েছিল।
লিওনেল মেসি এখন পর্যন্ত পিএসজির হয়ে মাত্র 11 ম্যাচে চারটে গোল করেছেন। কিন্তু বছরের পর বছর ধরে তার অব্যাহত উজ্জ্বলতার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন।
মেসি এখন পুরানো প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে দুবার ব্যালন ডি’অর জিতেছেন — তাদের মধ্যে তারা গত 13 টি সংস্করণের মধ্যে 12 টি জিতেছে এবং 2018 সালে লুকা মডরিচ পুরস্কার প্রাপ্তি ব্যতিক্রমী।
বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কি দ্বিতীয় এবং চেলসি ও ইতালির মিডফিল্ডার জরগিনহো বিশ্বজুড়ে সাংবাদিকদের জুরির ভোটে তৃতীয় হয়েছেন। এদিকে রোনালদো এসেছেন ষষ্ঠ স্থানে।
সোমবার প্যারিসে 2021 ব্যালন ডি’অর অনুষ্ঠানের বিজয়ীদের তালিকা:
পুরুষদের ব্যালন ডি’অর সেরা 10 জন
1.লিওনেল মেসি (ARG/বার্সেলোনা)
2. রবার্ট লেভান্ডোস্কি (পিওএল/বায়ার্ন মিউনিখ)
3. জর্গিনহো (ITA/চেলসি)
4. করিম বেনজেমা (এফআরএ/রিয়াল মাদ্রিদ)
5. এন’গোলো কান্তে (এফআরএ/চেলসি)
6. ক্রিশ্চিয়ানো রোনালদো (POR/জুভেন্টাস – ম্যানচেস্টার ইউনাইটেড)
7. মহ ম্মদ সালাহ (EGY/লিভারপুল)
8. কেভিন ডি ব্রুইন (বিইএল/ম্যানচেস্টার সিটি)
9. কাইলিয়ান এমবাপ্পে (এফআরএ/প্যারিস এসজি)
10. জিয়ানলুইগি ডোনারুম্মা (ITA/AC মিলান – প্যারিস SG)
মহিলাদের ব্যালন ডি’অর সেরা 10 জন
1. আলেক্সিয়া পুটেলাস (ইএসপি/বার্সেলোনা)
2. জেনিফার হারমোসো (ESP/বার্সেলোনা)
3. স্যাম কের (AUS/চেলসি)
4. ভিভিয়ান মিডেমা (NED/আর্সেনাল)
5. লিকে মার্টেনস (NED/বার্সেলোনা)
6. ক্রিস্টিন সিনক্লেয়ার (CAN/পোর্টল্যান্ড স্টর্মস)
7. পার্নিল হার্ডার (DAN/চেলসি)
8. অ্যাশলে লরেন্স (CAN/Paris SG)
9. জেসি ফ্লেমিং (CAN/চেলসি)
10. ফ্রান কিরবি (ইএনজি/চেলসি)
কোপা ট্রফির শীর্ষ ৩ (তরুণ খেলোয়াড়)
1. পেদ্রি (ESP/বার্সেলোনা)
2. জুড বেলিংহাম (ENG/বরুশিয়া ডর্টমুন্ড)
3. জামাল মুসিয়ালা (GER/বায়ার্ন মিউনিখ)
ইয়াশিন ট্রফির শীর্ষ ৩ (গোলরক্ষক)
1. জিয়ানলুইগি ডোনারুম্মা (ITA/AC মিলান – প্যারিস SG)
2. এডুয়ার্ড মেন্ডি (সেন/চেলসি)
3. জান ওব্লাক (এসএলও/অ্যাটলেটিকো মাদ্রিদ)
২৮ বছর পর প্রথম কোনও বড় টুর্নামেন্টে খেতাব জিতল আর্জেন্তিনা। সেই সঙ্গে দেশের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন মেসি৷ শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকা খেতাব জিতেছিল আর্জেন্তিনা। এবার জিতে স্পর্শ করল কোপা আমেরিকায় সর্বাধিক ১৫ বার খেতাব জয়ের রেকর্ডধারী উরুগুয়েকে ছুঁল তারা৷ এর আগে দেশের হয়ে একটি বিশ্বকাপ ও তিনটি কোপা আমেরিকার ফাইনালে খেলেছিলেন মেসি। প্রতিবারই ফিরেছিলেন শূন্য হাতে। তবে এবার আর খালি হাতে নয়, সাফল্যের ঝুলি ভরে দেশে ফিরছেন মেসি৷ দেশকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যে জিতেছেন গোল্ডেন বুট৷
ফাইনালের আগেই মেসি ও নেইমারকে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করে কোপা আমেরিকার আয়োজক কনমেবল। ৪ গোলের সঙ্গে ৫ অ্যাসিস্টের জন্য মেসি জিতেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সময়ের সেরা ছাপিয়ে অনেকে মেসিকে সর্বকালের সেরার তালিকায় রাখেন। ফুটবল কিংবদন্তি পেলে ও মারাদোনার চেয়েও তাঁকে বড় করে দেখেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু এতদিন দেশের হয়ে কোনও ট্রফি না-থাকায় মেসিকে শুনতে হয়েছিলও অনেক সমালোচনাও৷
কোপা আমেরিকা খেতাব জয়ে আর্জেন্তিনার ২৮ বছরের ট্রফি জয়ের খরা কাটিয়ে মেসি যে বিশ্বজয়ী পেলে, মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন এমন নয়। তবে সর্বকালের সেরার আলোচনায় মেসির উপস্থিতি থাকবে এমনটা বলাবাহুল্য। ছ’ ব্যালন ডি’অর জয়ের রেকর্ড আগে থেকেই ছিল মেসির। কোপা আমেরিকার মুকুট মাথায় ওঠার পর সম্ভবত সপ্তমটিও আসতে আর্জেন্তাইন সুপারস্টারের দখলে।
২০১৪ সালে এই মারাকানাতে জার্মানির বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় মেসি৷ সেই মাঠেই কোপা জিতে বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগালেন মেসি৷ ব্রাজিল বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। কিন্তু ট্রফি জিততে না-পারায় হতাশায় সেদিন সেলিব্রেশন করেননি আর্জেন্তাইন ফুটবলের রাজপুত্র৷
এদিন কোপা আমেরিকা ট্রফি জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতায় মেসিকে আনন্দে উদ্বেলিত সতীর্থরা৷ ট্রফি জয়ের পরেই মেসিকে নিয়ে মারাকানায় সেলিব্রেশনে মেতে ওঠে টিম আর্জেন্তিনা। মেসিকে কাঁধে নিয়ে তারপর শূন্যে ছুঁড়ে আবেগের বিস্ফোরণ ঘটান সতীর্থরা৷ ম্যাচ জিতেই মাঠের মধ্যে মেসিকে ঘিরে চলে মার্টিনেজ, আগুয়েরোদের উচ্ছাস। গ্রুপ ও নক-আউট পর্ব মিলিয়ে ছ’ ম্যাচের সবকটিতেই খেলেছেন আর্জেন্তিনা অধিনায়ক। এই ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন মেসি। তাঁর চোখে এদিন আনন্দের বিস্ফোরণ হলেও একসময়ে বার্সেলোনায় ব্রাজিলীয় সতীর্থ নেইমারের চোখে জল দেখে স্থির থাকতে পারেন আর্জেন্তাইন তারকা৷ নেইমারকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে মেসিকে৷
]]>২৮ বছর পর প্রথম কোনও বড় টুর্নামেন্টে খেতাব জিতল আর্জেন্তিনা। সেই সঙ্গে দেশের জার্সিতে প্রথম ট্রফি জয়ের অনন্য স্বাদ পেলেন মেসি৷ আর্জেন্তিনা শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকা খেতাব জিতেছিল। এবার জিতে স্পর্শ করল কোপা আমেরিকায় সর্বাধিক ১৫ বার খেতাব জয়ের রেকর্ডধারী উরুগুয়েকে ছুঁল আর্জেন্তিনা৷ ব্রাজিলের মাটিতে সেলেকাওদের হারানোর কঠিন চ্যালেঞ্জ জিতল মেসি অ্যান্ড কোং৷ ডি’ মারিয়ার গোলে কোপা আমেরিকায় খেতাব জিতল লিওনেল স্কালোনির দল। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
১৯৩৭ সালের পর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারানোর স্বপ্ন সফল হল আর্জেন্তিনার।
পরপর দু’বার ফাইনালের চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির৷ অবশেষে আর্জেন্তিনার জার্সি গায়ে প্রথম খেতাব জয়ের স্বাদ পেলেন এমএল১০৷ সেমিফাইনালের পর ফাইনালেও আসল সময়ে জ্বলে ওঠেন আর্জেন্তাইন গোলরক্ষক মার্টিনেজ। ৮৭ মিনিটে গ্র্যাবিয়েল বারবোসার গোলমুখী শট পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে সেভ করে ফের নিজের জাত চেনালেন তিনি। আর আগের কয়েক ম্যাচে বদলি নেমে আলো ছড়ানো ডি’ মারিয়া ফাইনালে প্রথম একাদশে সুযোগ পেয়েই নায়ক হলেন। তাঁর একমাত্র গোলেই খেতাব জয় আর্জেন্তিনা৷ ২১ মিনিটে নিজেদের প্রথম সুযোগেই সাম্বা ঝড় থামিয়ে দেন ডি’মারিয়া। নিজেদের অর্ধ থেকে রদ্রিগো দে পলের পাস রিসিভ করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান আর্জেন্তাইন মিডফিল্ডার।
গত বিশ্বকাপের পর এই প্রথম আর্জেন্তিনার হয়ে গোল পেলেন ডি’ মারিয়া। ২০০৫ কনফেডারেশন্স কাপের ফাইনালের পর এই প্রথম কোনও ফাইনালে গোল পেল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমবার দেশের মাটিতে কোপা আমেরিকা খেতাব জিততে ব্যর্থ হল ব্রাজিল৷ আগের পাঁচবারই ট্রফি জিতেছিল তারা। লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টে দেশের মাটিতে ১৯৭৫ সালের পর এই প্রথমবার খেতাব হাতছাড়া হল ব্রাজিলের।
]]>টাই-ব্রেকার এড়াতে চেয়েছিলেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু সেমিফাইনালে সেই ভাগ্য পরীক্ষার মধ্য দিয়েই যেতে হল মেসিদের৷ যাতে ব্যবধান গড়ে দিলেন মার্টিনেস। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দলকে কোপা আমেরিকার ফাইনালে তোলার নায়ক এই গোলরক্ষক। আগামী রবিবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে খেতাব নির্ণায়ক ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্তিনা।
কোয়ার্টার ফাইনালে টাই-ব্রেকারে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল কলম্বিয়া। হুয়ান কুয়াদরাদোর প্রথম শট গোল হলেও। দাভিনসন সানচেস ও ইয়েরি মিনার পরের দু’টি শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখে দেন মার্টিনেজ। মিগুয়েল বোরহার বুলেট গতির শট আটকাতে না-পারলেও কারদোনার শট বাঁ-দিকে ঝাঁপিয়ে আটকে দেন মার্টিনেজ। সেই সঙ্গে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাতেন আর্জেন্তাইন ফুটবলাররা৷
ম্যাচের পর দলের গোলরক্ষকের মার্টিনেজের প্রশংসায় পঞ্চমুখ মেসি বলেন, ‘আমাদের দলে এমি রয়েছে, যে একটা ফেনোমেনন। আমরা ওর ওপর আস্থা রেখেছিলাম। ফাইনালে পৌছনোর পাশপাশি টুর্নামেন্টের সবক’টি ম্যাচ খেলার আমাদের লক্ষ্যও পূর্ণ হল।’ ‘ফেনোমেনন’, শব্দটা শুনলেই ব্রাজিলের ৯ নম্বর জার্সি গায়ে প্রতিপক্ষের রক্ষণে তছনছ করে দেওয়া রোনাল্ডোর কথা মনে পড়ে। তবে কোপা সেমিফাইনালের রাতে কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনাও নিজেদের ‘ফেনোমেনন’-কে পেল আর্জেন্তিনা৷
আক্রমণাত্মক শুরু করা আর্জেন্তিনা এগিয়ে যেতে পারত ম্যাচের চতুর্থ মিনিটে। বল পায়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে কলম্বিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। খুঁজে নেন পেনাল্টি স্পটের কাছে থাকা গনসালেসকে। কিন্তু তাঁর হেড অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্তিনাকে। সোলসোর কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে যান মেসি। কলম্বিয়ান এক ডিফেন্ডার বলে পা-ছোঁয়ালেও দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে মেসি পাস বাড়ান মার্টিনেজকে। সুযোগ হাতছাড়া করেননি তিনি৷ ফলে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি টুর্নামেন্টে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট৷ কোপা আমেরিকার ইতিহাসেই যা সর্বোচ্চ। এ নিয়ে কোপায় আর্জেন্টিনার শেষ ১১ গোলের নয়টাতেই থাকল মেসির অবদান। পরের মিনিটেই সমতা ফেরানোর দারুণ সুযোগ ছিল কলম্বিয়ার সামনে। বাঁ-দিক থেকে ক্রস ডি-বক্সে পেয়ে যান কুয়াদরাদো। কিন্তু তাঁর রুখে দেন আর্জেন্তাইন গোলরক্ষক। প্রথমার্ধে আর্জেন্তিনা এগিয়ে থেকে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইজ দিয়াজ৷ ম্যাচের শেষ তিরিশ মিনিট কোনও দলই গোল করতে পারেনি৷ ফলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে৷ আর এতে বাজিমাত করে আর্জেন্তিনা৷
]]>মেসির বিরুদ্ধে বড় অভিযোগ, আর্জেন্তিনা হয়ে বড় টুর্নামেন্টের নক-আউট পর্বে জ্বলে উঠতে পারেন না তিনি! কিন্তু ইকুয়েডরের বিরুদ্ধে কোপার কোয়ার্টার ফাইনালে গোল করে ও করিয়ে তা ভুল প্রমাণ করলেন মেসি৷ রদ্রিগো দি পল এবং লাউতারো মার্তিনেসরের গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে সমর্থকদের মন কেড়েছেন আর্জেন্তাইন অধিনায়ক৷
আর্জেন্তিনাকে এখনও ট্রফি জেতাতে পারেননি সত্যি। তবে দিয়েগো মারাদোনার পর মেসির ওপরই বেশি ভরসা করেছেন আর্জেন্তাইন সমর্থকরা৷ বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার বড় মঞ্চে মেসি আর্জেন্তিনার হয়ে কিছু করতে পারেন না, এটা মেনে নেওয়া কঠিন৷ প্রশ্নটা অবান্তর মনে হবে, রেকর্ডে চোখ বোলালে। বিশ্বকাপ আর মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ৷ দুই বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে এখন সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ড মেসির দখলে। ইকুয়েডরের বিরুদ্ধে গোল করে ও করিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওকে টপকে গিয়েছেন মেসি।
এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেললেও নক-আউট পর্বে ৮ ম্যাচে মাঠে নেমেও কোনও গোল করতে পারেননি মেসি৷ গোল করিয়েছেন শুধু তিনটি। আর এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে ফ্রি-কিক থেকে চোখধাঁধানো গোল করার পাশাপাশি, দলের বাকি দুই গোলও সহায়তা করেছেন তিনি৷ ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর সঙ্গে বড় টুর্নামেন্টের নক-আউট পর্বে গোলে অবদানের রেকর্ডের শীর্ষস্থানে ভাগ বসিয়েছিলেন মেসি। দু’জনেরই গোলে অবদান ছিল ১৭টি। আর ইকুয়েড-আর্জেন্তিনা ম্যাচের পর নক-আউট পর্বে মেসির গোলে অবদান ২০টি৷ যার মধ্যে তিনি গোল করেছেন ৫টি ও করিয়েছেন ১৫টি। রোনাল্ডো নাজারিও-র ১৭ গোলে অবদানের মধ্যে গোল করেছেন ১৩টি ও করিয়েছেন ৪টি।
এছাড়াও ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডোকে ছাপিয়ে গিয়েছেন মেসি। ইকুয়েডরের বিরুদ্ধে নিজে গোল করে ও সতীর্থদের দিয়ে গোল করিয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে সর্বাধিক গোলে অবদান রাখা ‘দ্যা ফেনোমেনন’ খ্যাত ব্রাজিলিয়ান রোনাল্ডোর ৪০ গোলের রেকর্ডে টপকে গিয়েছেন ছ’বারের বর্ষসেরা এই ফুটবলার। এতদিন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিফা কনফাডেরশন্স কাপ মিলিয়ে এতদিন ৩৭ ম্যাচে ৪০ গোল করে এই তালিকায় শীর্ষে ছিলেন রোনাল্ডো৷ দু’টি বিশ্বকাপে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৫টি গোল করেছেন। এছাড়াও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় ১০টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪টি। কনফাডেরশন্স কাপে অর্থাৎ বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪টি গোল করে ও সতীর্থদের দিয়ে ২টি গোল করিয়েছেন।
আর ইকুয়েডর ম্যাচের পর মেসি বড় টুর্নামেন্টে ৫১ ম্যাচে ৪২ গোলে অবদান রাখলেন। আর্জেন্তিনার হয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ ও কোপা আমেরিকায় ১৯ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ২৩টি গোল করিয়েছেন। আকাশী নীল জার্সি গায়ে বিশ্বকাপে ১৯ ম্যাচে ৬টি গোলের পাশাপাশি ৭টি গোলে অ্যাসিস্ট করেছেন৷ কোপা আমেরিকায় ৩২ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি আরও ১৬ গোলেও সহায়তা করেছেন আর্জেন্তাইন তারকা ফুটবলার৷
]]>কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে অন্যদের থেকে এগিয়ে রয়েছেন মেসি। ফলে আর্জেন্তাইন অধিনায়কের সামনে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং সেরা ফুটবলারের স্বীকৃতির হাতছানি। এবারের কোপায় পাঁচ ম্যাচে চারবার ম্যাচ সেরার ট্রফি উঠেছে তাঁর হাতে। ৪টি গোল করা ও অ্যাসিস্ট করে দু’টিতেই তিনি শীর্ষে। তবে ব্যক্তিগত সাফল্যের স্রোতে একটুও গা-ভাসাতে চান না মেসি। আর্জেন্তাইন অধিনায়কের লক্ষ্য একটাই, দেশকে ট্রফি দেওয়া। সেই লক্ষ্য পূরণের পথে মেসির পায়ের জাদুতে আরও এক ধাপ এগিয়েছে আর্জেন্তিনা৷
Amores que duelen
¡Más cuidado con el
!
Argentina
Ecuador
#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Vcbj8usE4s
— CONMEBOL Copa América
(@CopaAmerica) July 4, 2021
প্রথমার্ধে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি মেসি৷ বল মারেন পোস্টে। কিন্তু সময় যতই গড়িয়েছে, ততই জ্বলে উঠেছেন তিনি৷ রদ্রিগো দি পল এবং লাউতারো মার্তিনেসর দু’জনের গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে সমর্থকদের মন কেড়েছেন মেসি৷
আর্জেন্তিনার সিনিয়র দলের জার্সি গায়ে নিজের প্রখম খেতাব জয়ে মরিয়া ‘এলএম ১০’। স্বাভাবিকভাবেই তাঁর পারফরম্যান্সে সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং সমর্থক সকলেই আপ্লুত অধিনায়কের পারফরম্যান্সে। তবে এই আনন্দের বহিঃপ্রকাশেই বিপত্তি। ইকুয়েডরের বিরুদ্ধে মেসির পারফরম্যান্সে আপ্লুত আর্জেন্তিনা দলের সাপোর্ট স্টাফ তথা কিট ম্যানেজার মারিও ডি’স্টেফানো৷ খেলা শেষ হওয়ার পর রিজার্ভ বেঞ্চের কাছে উচ্ছ্বাস করছিলেন মেসি, তখনই দ্রুত দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ডি’স্টেফানো। লিও-কে জড়িয়ে ধরতে গিয়েই সজোরে তাঁর চোখের ঠিক ওপরে গুঁতো মারেন তিনি। ব্যাথা জায়গায় হাত বোলাতে দেখা যায় মেসিকে। সঙ্গে সঙ্গে মেসির ব্যাথ্যা জায়গায় হাত বুলিয়ে দেন ডি’স্টেফানো৷
কোপা আমেরিকার অফিসিয়াল টুইটার পেজে এই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়৷ যাতে লেখা হয়, ‘ভালোবাসা যা আঘাত দেয়। কিন্তু ১০ নম্বরকে নিয়ে আরও সতর্ক থাকতে হবে’। আগামী বুধবার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ফুটবলের রাজপুত্রের পায়ে ফের একবার ‘জাদু’ দেখার জন্য মুখিয়ে থাকবেন মেসি ভক্তরা৷
]]>