LIVE TV – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 27 Oct 2021 14:44:55 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png LIVE TV – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 চলন্ত অবস্থায় ‘লাইনচ্যুত’ অপমানিত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ! https://ekolkata24.com/sports-news/t20-world-cup-2021-shoaib-akhtar-resigns-on-live-tv-after-heated-exchange-with-host Wed, 27 Oct 2021 14:43:08 +0000 https://www.ekolkata24.com/?p=9381 Sports Desk, Kolkata: নতুন করে বিতর্কে জড়ালেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের টি-২০ ম্যাচের পর পিটিভি স্পোর্টসের লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ম্যাচ নিয়ে নিজের মতামত প্রকাশ করছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

ম্যাচ নিয়ে আলোচনা চলার সময়ে হঠাৎ করে একটি অবাঞ্জিত ঘটনা ঘটে যায়। ওই ঘটনা এখন ঝড় তুলেছে সোশাল মিডিয়া জুড়ে। জাতীয় টেলিভিশনটির উপস্থাপকের কাছে অপমানিত হয়ে প্রোগ্রাম থেকে বেরিয়ে যান পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। এরপরই ওই চ্যানেলের ক্রিকেট বিশ্লেষক হিসেবে পদত্যাগ করেন শোয়েব।

শোয়েব আখতার অনুষ্ঠান উপস্থাপকের সঙ্গে তর্কাতর্কির সময়ে হঠাৎ করেই তার মাইক্রোফোন খুলে ফেলেন এবং অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। উপস্থাপক নওমান নিয়াজ তাকে ফেরানোর চেষ্টা তো করেনই নি, উল্টে এমনভাবে অনুষ্ঠান উপস্থাপন করতে থাকেন যেন কিছুই হয়নি।শোয়েবের সঙ্গে ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে স্যার ভিভিয়ান রিচার্ডস, ডেভিড গাওয়ার, রশিদ লতিফ, উমর গুল, আকিব জাভেদ ও পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সানা মীর ছিলেন। তারাও এই ঘটনা দেখে হতচকিত হয়ে পড়েন।

অন্যদিকে, গোটা ঘটনার জেরে শোয়েব আখতার ওয়াক আউট করার পর সোশাল মিডিয়ায় নেটিজেনরা শোয়েবের প্রতি সহানুভূতি প্রকাশ করতে শুরু করে। একই সঙ্গে পিটিভি স্পোর্টসের উপস্থাপক এবং প্রধান নিয়াজকে তার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।শোয়েব ও উপস্থাপকের মধ্যে তর্কাতর্কির কিছু ভিডিও অংশ সোশাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। কিছু পরে টুইটারে শোয়েব আখতার নিজের অবস্থান স্পষ্ট করেন।

৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার টুইটে জানান, ‘অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। আমি মনে করি আমার বিষয়টি স্পষ্ট করা উচিত। আমাকে শো থেকে বের হয়ে যেতে বলার সময় ড. নোমান ছিলেন বিরক্ত এবং ক্ষুব্ধ। এটা অস্বস্তিকর, বিশেষ করে যখন স্যার ভিভিয়ান রিচার্ডস ও ডেভিড গাওয়ারের মতো লিজেন্ডরা সেটে বসে আছেন। আমি সবাইকে অস্বস্তি থেকে বাঁচাতে চেয়েছি বলেই ড. নওমানকে বলেছিলাম তিনি বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে শো চালিয়ে নিক। কিন্তু তিনি সেটা করলেন না, আমার কাছে আর কোনো উপায় ছিল না।’

সমস্যার শুরু শোয়েব যখন উপস্থাপকের কোনো প্রশ্নকে তোয়াক্কা না করে কথা বলে যাচ্ছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়া পেসার হারিস রউফকে নিয়ে কথা বলছিলেন তিনি। একই সঙ্গে তাকে তুলে আনার জন্য পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স কোচ আকিব জাভেদের প্রশংসা করছিলেন।

আকিব জাভেদের টেস্টে পাক পেসারকে দেখিয়ে শোয়েব বলছিলেন, ‘এই ব্যক্তি সব কৃতিত্বের দাবিদার। লাহোর কালান্দার্স আমাদের হারিস রউফকে এনে দিয়েছে।’ নিয়াজ বারবার তার কথায় হস্তক্ষেপ করতে চাইছিলেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি শোয়েবকে বলতে থাকেন, তাকে উপেক্ষা করছেন তিনি, তা কোনোভাবে সহ্য করা হবে না।ভিডিও ক্লিপের অংশে নিয়াজকে বলতে শোনা যায়, ‘আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং আমি আপনাকে বলছি এখনই শো ছেড়ে চলে যান।’ শোয়েব সঙ্গে সঙ্গে বেরিয়ে যান এবং অনুষ্ঠানের কমার্শিয়াল ব্রেক শুরু হয়।

এখানেই শেষ নয়! কমার্শিয়াল ব্রেকের পর সম্প্রচার শুরু হতেই আরোও নাটক। শোয়েব বলেন, তিনি এই অপ্রীতিকর ঘটনার শেষ এখানেই করতে চান এবং উপস্থাপককে ক্ষমা চাইতে বলেন। কিন্তু নিয়াজ তা অগ্রাহ্য করেই ম্যাচ নিয়ে আলোচনা চালিয়ে যেতে শুরু করেন।

কয়েক মিনিট পর অনুষ্ঠানের অন্য অতিথিদের সামনে যান শোয়েব এবং তাদের কাছে ক্ষমা চেয়ে পিটিভি স্পোর্টস থেকে পদত্যাগের ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি এবং পিটিভি স্পোর্টস থেকে এখনই অবসর নিচ্ছি। কারণ জাতির সামনে আমাকে লাইভ টেলিভিশনে অপমান ও দুর্ব্যবহার করা হয়েছে।’

]]>