logo – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com Stay updated with Ekolkata24 for the latest Hindi news, headlines, and Khabar from Kolkata, West Bengal, India, and the world. Trusted source for comprehensive updates Wed, 05 Jan 2022 18:16:37 +0000 en-US hourly 1 https://ekolkata24.com/wp-content/uploads/2024/03/cropped-ekolkata24-32x32.png logo – Ekolkata24: Latest Hindi News Updates from Kolkata – Breaking Stories and More https://ekolkata24.com 32 32 হোয়াটসঅ্যাপের লোগোয় আনুন ‘সোনালী’ রংয়ের ছোঁয়া https://ekolkata24.com/technology/bring-a-touch-of-golden-color-to-the-whatsapp-logo Wed, 05 Jan 2022 18:16:37 +0000 https://ekolkata24.com/?p=18124 অনলাইন মেসেজিং অ্যাপ বলতে হোয়াটসঅ্যাপের (WhatsApp) নামই সবার প্রথমে মনে পড়ে। হোয়াটসঅ্যাপের মত ইউজার ফ্রেন্ডলি এবং সিকিউরড্ মেসেজিং অ্যাপ খুব কমই আছে। তবে, যাঁরা হোয়াটসঅ্যাপ বহু বছর ধরে ব্যবহার করছেন, তাঁরা চিরাচরিত সবুজ রঙের লোগো দেখতেই অভ্যস্ত। কিন্তু, এবার আপনি চাইলেই পাল্টে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপের লোগোর রং। এমন একটা পদ্ধতি রয়েছে যা ব্যবহার করলে মুহূর্তে বদলে যাবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) লোগোর রং।

যদি আপনিও নিজের হোয়াটসঅ্যাপ লোগোর রঙ বদলাতে চান, তবে মেনে চলুন এই পদ্ধতিগুলো।

পদ্ধতি ১: আপনার মোবাইলে ডাউনলোড করুন ‘Nova Launcher’ নামে একটি অ্যাপ। ডাউনলোড হয়ে গেলে এবার সেখানে গোল্ডেন হোয়াটসঅ্যাপ (WhatsApp) আইকন সিলেক্ট করুন।

পদ্ধতি ২ : গোল্ডেন হোয়াটসঅ্যাপ আইকনটি ডাউনলোড করুন। এরপর হোমস্ক্রিনে গিয়ে হোয়াটসঅ্যাপটি অনেকক্ষণ প্রেস করে থাকুন বা চেপে ধরে থাকুন। এরপর স্ক্রিনের উপর একটা ‘এডিট পেনসিল’ দেখতে পাবেন। ওটাতে ক্লিক করে ফোন গ্যালারিতে গিয়ে গোল্ডেন হোয়াটসঅ্যাপ লোগোটি সিলেক্ট করুন। দেখবেন মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ লোগো সবুজ থেকে সোনালী হয়ে যাবে।

]]>